IELTS Listening এ ভালো করার উপায়? প্রথম পর্ব ||Muhammed Juwel Ahmed ||

IELTS Listening এ ভালো করার উপায় ? 


ইংরেজি ভাষা ব্যবহারে দক্ষতা যাচাইয়ের বহুল প্রচলিত একটি মাধ্যম IELTS .
ListeningReadingWriting এবং Speaking এই ৪ টি ভাগে ইংরেজি ভাষা ব্যবহারের দক্ষতা যাচাই করা হয়।

প্রতিটি ধাপ অন্যটির থেকে আলাদা হবার কারণে, প্রতিটি ভিন্ন ভিন্ন ভাগের জন্য প্রয়োজন আলাদা প্রস্তুতি এবং পরিকল্পনা। একজন মানুষের ইংরেজি ভাষা শুনে বোঝার দক্ষতা যাচাই করা হয় IELTS Listening পরীক্ষাতে। এই পরীক্ষায় অডিও রেকর্ডিং এর ভেতর থেকে উত্তর খুঁজে বের করতে হয়। 

৩০ মিনিটের অডিও রেকর্ডিং থেকে ৪০টি প্রশ্নের উত্তর দিতে হয়।

এই পরীক্ষাটিতে মূলত, 

  • Multiple choice
  • Matching
  • Plan
  • Map
  • Diagram labelling
  • Form
  • Note
  • Table
  • Flow-chart
  • Summary completion
  • Sentence completion
  • Short-answer questions
  • Fill the gaps

এর মতো প্রশ্ন থাকে। 


অডিও রেকর্ডিং একবার করেই শোনার সুযোগ থাকে, রেকর্ডিং এর সময় শেষ হবার পর উত্তরপত্রে উত্তর স্থানান্তরের জন্য ১০ মিনিট সময় বরাদ্দ থাকে। 

IELTS এর অন্যান্য test এর মতো Listening test এ প্রশ্নপত্রে উল্লিখিত নির্দেশনা অনুসরণ করা অত্যাবশ্যক।


উত্তর দেবার ক্ষেত্রে শব্দসীমার ভেতরেই উত্তরটি দিতে হয়। শব্দসীমা না মেনে সঠিক উত্তর দেয়া হলে তা ভুল উত্তর হিসবে গণ্য জয়ে থাকে।

অর্থাৎ, যদি প্রশ্নে উল্লেখ করা থাকে, not more than 2 words,  এর অর্থ ২ শব্দ বা এক শব্দের মধ্যেই উত্তর দিতে হবে; সঠিক উত্তরটি ২ শব্দ অতিক্রম করা হলেই তা ভুল উত্তর হিসেবে গণ্য হবে। 

IELTS Listening পরীক্ষাতে মোট ৪টি ভাগ থাকে,

  • Part 1 – দৈনন্দিন সামাজিক প্রেক্ষাপটের কোন বিষয় নিয়ে 2 জন মানুষের কথোপকথন।
  • Part 2 – সামাজিক প্রেক্ষাপটের কোন বিষয় monologue দেয়া থাকে। e.g. a speech about any local facilities.
  • Part 3 – তিন থেকে চার জন মানুষের কথোপকথন থাকে এই ভাগে, সাধারণত একাডেমিক বিষয় নিয়ে এটি হয়ে থাকে। e.g. a university tutor and a student discussing an assignment.
  • Part 4 – একাডেমিক বিষয় নিয়ে একটি monologue থাকে এই ভাগে। e.g. a university lecture. 

ইংরেজি ভাষায় কথোপকথন, পরিস্থিতি ভেদে কথার ধরন বুঝতে পারা এবং সেই কথোপকথনের ভেতর থেকে প্রয়োজনীয় তথ্য চিহ্নিতকরণ করার দক্ষতা যাচাই করা এই পরীক্ষার মূল উদ্দেশ্য। 


IELTS Listening Test এর রেকর্ডিং এ কথোপকথনে ব্যবহৃত ভাষার জটিলতা, কথার দ্রুততা পরীক্ষার সময়ের সাথে সাথে জটিলতর হতে থাকে। কথার ভেতরে থাকা তথ্য ক্রমান্বয়ে সরাসরি থেকে লুপ্ত অবস্থায় যেতে থাকে।

অর্থাৎ পরীক্ষার শুরুর দিকে কথার মাঝে থাকা উত্তরের তথ্যটি সরাসরি পাওয়া সম্ভব হলেও পরীক্ষার সময়ের সাথে সাথে উত্তরের তথ্যটি জটিল বাক্যের ভেতর তুলনামূলক পরোক্ষভাবে দেয়া থাকে। 

  • Listening এ ভালো করার জন্য ইংরেজি ভাষার সাথে শ্রবন ইন্দ্রিয়কে অভ্যস্ত করা সবচেয়ে কার্যকরি পদ্ধতি।
  • ইংরেজি ভাষায় সিনেমা, টিভি শো, সিরিজ, রেডিও শো, গান, পডকাস্ট এর সাথে নিজেকে অভ্যস্ত করা হতে পারে প্রস্তুতির সবচেয়ে ভালো এবং কার্যকরি কৌশল।
  • বিষয়ভিত্তিক পডকাস্ট শোনা।
  • অডিও বুক শোনার অভ্যাস গঠন করা। 

এসব প্রস্তুতি নেবার পর সবচেয়ে জরুরি ধাপ হতে পারে IELTS Listening পরীক্ষার Practice Test এবং MOC Test গুলো অনুশীলন করা। এর মাধ্যমে IELTS Listening পরীক্ষার প্রশ্নের ধরণ এবং সময় সংকুলানের স্পষ্ট ধারণা এবং চর্চা হয়ে যাবে। 




                                                                Muhammed Juwel Ahmed 


Alhamdulillah, IELTS overall score 6.5 Hexa's Zindabazar Sylhet, six month long journey has come to an end. I have learnt so many things, met different people, faced so many ups and downs through this journey. I'm grateful to my family, my respected . 

Hello Everyone My name is Muhammed Juwel Ahmed, I am 23 years old, I am a student, I reads in class BA Honours Department of English , everyone will pray for me.

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.