শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

ডিজাইন কি? গ্রাফিক ডিজাইন কী?

আজ আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কিছু কথা বলবো।

গ্রাফিক ডিজাইন কী?

গ্রাফিক শব্দটি জার্মান শব্দ গ্রাফিক হতে এসেছে। গ্রাফিক শব্দটির অর্থ চিত্র বা রেখা।গ্রাফ শব্দের অর্থ চিত্র এবং ডিজাইন অর্থ নকশা।সহজ ভাষায়, চিত্র দ্বারা নকশা তৈরি করা বা করার প্রক্রিয়াকে বলে গ্রাফিক ডিজাইন।অন্য কথায়, ড্রইং ছবি বা কোনো ইমেজ এবং অক্ষর শিল্পই হচ্ছে গ্রাফিক ডিজাইন।


ডিজাইন কি?

ডিজাইন অর্থ নকশা করা। ডিজাইন হচ্ছে কোনো নির্দিষ্ট ক্ষেত্রের উপর বস্তুর পরিকল্পিত অবস্থান। অর্থাৎ একটি ছবি বা চিত্র তৈরি করতে যে  নকশা করা হয় তাকেই বলা হয় ডিজাইন। নকশা তৈরীর মূল সূত্র সমূহ সঠিক ভাবে ব্যবহার করার মাধ্যমে একটি সঠিক নকশার জন্ম হয়। সংক্ষেপে বলা যায় কোনো সৃজনশীল কর্মের প্রাথমিক কাঠামোই হচ্ছে ডিজাইন।

ডিজাইন করতে  ধরনের জিনিস প্রয়োজন হয়।
১। এলিমেন্টস
২। ইকুইপমেন্ট

এলিমেন্টস অফ ডিজাইনঃ
1. Lines
2. Shapes
3. Colors
4. Textures
5. Spaces

ইকুইপমেন্ট অফ ডিজাইন:
1. Pencil
2. Rubber
3. Ruler etc.

আজ এই পর্যন্তই।পরের পার্টে গ্রাফিক ডিজাইন নিয়ে আর বিস্তারিত বল এবং ভিডিও টিউটরিয়াল দেয়ার চেষ্টা করবো।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন