অহংকার পতনের মূল , অহংকার করলে সব কিছু ধ্বংস হইয়া যায়, লেখকঃ জুয়েল আহমেদ ।

অহংকার পতনের মূল , অহংকার করলে সব কিছু ধ্বংস হইয়া যায় । 


আপডেটঃ২৪ জুন ২০২১ ইংরেজি,
১০ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ, ১২ জিলকদ ১৪৪২ হিজরি, রোজ বৃহস্পতিবার ।

নিজস্ব প্রতিবেদকঃ জুয়েল আহমেদ  

আমরা অনেকে নিজের অবস্থান, অর্থ-সম্পদ, পোশাক, সৌন্দর্য, শিক্ষা ইত্যাদি নিয়ে গর্ব করি। আর যাদের এসব নেই তাদের করি তুচ্ছ, বলি ক্ষ্যাত-ছোটলোক।
আমি খুব একটা সাধারণ ছেলে, আমি অহংকার করি না এবং অন্যকে এই ব্যাপারে বুঝাতে চেষ্টা করি । আমরা প্রতি নিয়ত বিভিন্ন ভাবে অহংকার করি, তা ঠিক নয় । 
মানুষ কখন অহংকার করে জানেন , যখন সে নিচু থেকে উপরে উঠে যাই । আর এই অহংকার খুব দীর্ঘ সময় থাকে  না। অহংকার করলে সব কিছু ধ্বংস হইয়া যায় । কথাটা চরম সত্য । আমাদের সমাজে এমন অনেক মানুষের বসবাস আছে । যারা তার নিচের শ্রেণীর মানুষের অত্যাচার করে। আপনার অনেক ধন সম্পদ আছে তাই বলে কি আপনি মানুষকে অত্যাচার করবেন । এটা কখনও না। কারন এই সম্পদ একদিন আপানার নাও থাকতে পারে। আপনি যার উপরে অত্যাচার করছেন এই সম্পদ যদি তার হইয়া যাই । আপনিও ঠিক একই ভাবে ক্ষতির সম্মুখীন হবেন । আর এই কাজ করে নিচু মন মানসিকতা লোক এই চিন্তা করে। 

অহংকার খুব খারাপ জিনিস । এই অহংকার কেউই পছন্দ করে না। মানুষ মানুষকে শত্রু করে দেই । সমাজে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয় । আজ মানুষ মানুষকে মৃত্যু্র মুখে ঠেলে দেই এই অহংকারের কারনে। আপনি ইতিহাস দেখুন এমন অনেকে আছে যারা অহংকারের কাছে ধ্বংস হইয়া গেছে । মানুষ চিরিস্তাই নই । আর সামান্য সময়ের  জন্য মানুষ কত কি না করতেছে । মানুষের ভিতরে অহংকার তখন বিরাজ করে যখন সে এটা পওয়ার যোগ্য ছিল না। যখন সে পাই । তার ভিতরে অহংকার চলে আসে। সুতরাং আর থেকে সর্বদা ১০০ হাত দূরে থাকুন । আপনার জীবন সুন্দর ভাবে কেটে গেলে আর কিছু লাগে না। কি দরকার এই গুলো করার । আপনার এই সামান্য তো অহংকারে অনেকে কষ্ট পেতে পারে । আপনি যদি এটা বুঝে থাকেন এর থেকে দূরে থাকুন । 

তাই আসুন আমরা নিজের ভালো অবস্থা নিয়ে গর্ব না করে আল্লাহর শোকর করি, বলি আলহামদুলিল্লাহ। আর বিরত থাকি অন্যকে উপহাস করা থেকে।

অহংকার থেকে দূরে থাকুন সুন্দর জীবন যাবন করুন । 

     

                  

মোহাম্মদ জুয়েল আহমেদ,  আমি একজন ক্ষুদ্র ব্লগার। লিখতে খুব ভালােবাসি, তাই লিখালিখি করি ।অনলাইনে বিভিন্ন ব্লগে আমি  ২০১৬ সালের থেকেই  লিখালিখি করছি । আমি বিয়ানিবাজার সরকারি কলেজে লেখা পড়া করছি । আমি অনার্স ৩য় বর্ষের ছাত্র, ইংরেজি নিয়ে পড়াশোনা করতেছি । সবাই আমার জন্য দোয়া করবেন , যাতে আমি বড় হয়ে একজন আদর্শ বান মানুষ হিসেবে নিজেকে গড়তে পারি ।

ভালো থাকুন । আজ এই পর্যন্ত ।



1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.