10 reasons to learn English (ইংলিশ শেখার ১০ টি কারণ) Muhammed Juwel Ahmed
10 reasons to learn English (ইংলিশ শেখার ১০ টি কারণ
Learning English is important and people all over the world decide to study it as a second language.
( ইংলিশ শেখা গুরুত্বপূর্ণ এবং মানুষ সারাবিশ্ব জুড়ে ইংলিশকে দ্বিতীয় ভাষা হিসাবে শেখার সিদ্ধান্ত নিয়েছে ।
Many countries include English as a second language in their school syllabus and children start learning English at a young age. (অনেক দেশ ইংলিশকে দ্বিতীয় ভাষা হিসাবে তাদের স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করেছে এবং তাদের ছেলেমেয়েরা অল্প বয়সে ইংলিশ শিখতে শুরু করেছে।)
- English is the most commonly spoken language in the world.(বিশ্বে ইংলিশ সবচেয়ে বেশি কথ্য ভাষা।) One out of five people can speak or at least understand English!(প্রতি পাঁচজনের মধ্যে একজন ইংলিশ বলতে অথবা কমপক্ষে ইংলিশ বুঝতে পারে ।)
- English is the language of science, business, aviation, computers, diplomacy, and tourism. (ইংলিশ বিজ্ঞান , ব্যবসা, বিমান, কম্পিউটার, কূটনীতি, এবং পর্যটন এর ভাষা ।
- English is the official language of 53 countries. (ইংরেজি 53 টি দেশের সরকারি ভাষা।)
That is why a lot of people have to speak, read and write English.( এজন্যই অনেক মানুষ ইংলিশ বলতে, পড়তে এবং লেখতে হয়।)
And if you want to go these countries, you need to learn English. (আর যদি আপনি এই দেশসমহে যেতে চান, আপনার ইংলিশ শেখার দরকার)।
- English is spoken as a first language by around 400 million people around the world.(সারা বিশ্বে প্রায় ৪০০ কোটি মানুষ ইংলিশকে প্রথম ভাষা হিসেবে কথা বলে)।
- English is the language of the media industry.( ইংরেজি মিডিয়া শিল্পের ভাষা)।
If you speak English, you won’t need to rely on translations and subtitles anymore to enjoy your favorite books, songs, films and TV shows. (যদি আপনি ইংলিশ বলতে পারেন, তাহলে আপনি আপনার প্রিয় বই, গান, চলচ্চিত্র ও টিভি শো উপভোগ করতে আর অনুবাদ ও সাবটাইটেল উপর নির্ভর করবেন না)।
- English is also the language of the Internet. (ইংলিশ ইন্টারনেট এর ভাষাও)।
Many websites are written in English. (অনেক ওয়েবসাইট ইংলিশে লেখা হয়)।
You will be able to understand them, to take part in forums and discussions in English only. ( শুধুমাত্র ইংরেজিতে তাদের বোঝা ,ফোরাম এবং আলোচনায় অংশ নিতে আপনি সক্ষম হবেন)।
- English is based on a simple alphabet and it is fairly quick and easy to learn compared to other languages.(ইংলিশ একটি সহজ বর্ণমালার উপর ভিত্তি করে করা হয় এবং এটি মোটামুটি দ্রুত এবং অন্যান্য ভাষার তুলনায় শিখতে সহজ ) ।
- English is not only useful — it gives you a lot of satisfaction.( ইংরেজি শুধুমাত্র দরকারী নয় - এটা আপনাকে অনেক সন্তুষ্টি দেয়)।
Making progress in English feels great.( ইংলিশে উন্নতি সাধন অসাধারণ অনুভূতি দেয়)।
You will enjoy learning English if you remember that every hour you spend gets you closer to perfection. ( আপনি ইংলিশ শিক্ষা উপভোগ করবেন যদি মনে করেন যে আপনার ব্যয়িত প্রতি ঘণ্টায় আপনাকে পরিপূর্ণতার কাছাকাছি আনে)।
- Since English is spoken in so many different countries there are thousands of schools around the world that offer programs in English. (যেহেতু বিভিন্ন দেশে ইংলিশ ভাষায় কথা বলা হয় সেহেতু বিশ্বজুড়ে হাজার হাজার স্কুল ইংলিশ –এ বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করে)।
If you speak English, there’re lots of opportunities for you to find an appropriate school and course to suit your academic needs.( যদি আপনি ইংরেজি বলতে পারেন,তাহলে অনেক সুযোগ আছে যেখানে আপনি আপনার একাডেমিক প্রয়োজন অনুসারে স্কুল এবং কোর্স খুঁজে নিতে পারেন )।
- Because it’s fun! By learning English, you will also learn about other cultures.( কারণ এটা মজাদার! ইংরেজি শেখার দ্বারা, আপনি অন্যান্য সংস্কৃতির সম্পর্কে ওজানবেন )।
কোন মন্তব্য নেই