IELTS Reading এ ভালো করার উপায় দ্বিতীয় পর্ব ? Muhammed Juwel Ahmed !

ইংরেজি কোন টেক্সট বা লেখা থেকে একজন পরীক্ষার্থী প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করতে সক্ষম কিনা সেই বিষয়টি IELTS Reading Test এ মূল্যায়ন করা হয়ে থাকে। এ পরীক্ষাতে ১ ঘন্টায় ৩ টি অনুচ্ছেদ থেকে মোট ৪০ টি প্রশ্নের উত্তর দিতে হয়।

IELTS Academic Reading

জার্নাল, ম্যাগাজিন, বই, সংবাদপত্র থেকে নেয়া মাঝারি আকারের অনুচ্ছেদ থাকে এই পরীক্ষায়। এধরনের অনুচ্ছেদের বাচনভঙ্গি সাধারণত বর্ননামূলক, বাস্তবধর্মী কিংবা বিশ্লেষণধর্মী হয়ে থাকে। এ পরীক্ষায় ভালো করার জন্য একজন পরীক্ষার্থীকে অবশ্যই লেখার পেছনের উদ্দেশ্য, মনোভাব এবং মতামতকে চিহ্নিত করার দক্ষতা প্রদর্শন করতে হয়।

IELTS General Training Reading 

সাধারণত এই মডিউলের অনুচ্ছেদগুলো সংবাদপত্র, বই, ম্যাগাজিন, গাইডলাইন, বিজ্ঞাপন, হ্যান্ডবুক বা নোটিশ থেকে নেয়া হয়। এধরনের অনুচ্ছেদ সামাজিক প্রেক্ষাপট সংক্রান্ত নানা ধরনের বিষয়াদি নিয়ে লেখা থাকে। ভাষাগত বা বাচনভঙ্গির দিক থেকে এই মডিউলটি, একাডেমিক রিডিং এর তুলনায় তুলনামূলক সহজ হয়ে থাকে। 

IELTS Reading পরীক্ষার প্রশ্নের ধরনঃ

  • Multiple choice
  • Identifying information
  • Identifying the writer’s views/claims
  • Matching information
  • Matching headings
  • Matching features
  • Matching sentence endings
  • Sentence completion
  • Summary, note, table, flow-chart completion
  • Diagram label completion
  • Short-answer questions

IELTS পরীক্ষার ৪টি ভাগের মধ্যে যে ভাগটিতে কমবেশি সবার ভোগান্তি হয় সেটি হল IELTS Reading। পরীক্ষার বরাদ্দকৃত সময়ের মধ্যে সব উত্তর দিতে না পারা এই বিভ্রান্তির মূল কারণ। মূলত কৌশলগত কিছু পরিবর্তন এবং সেই অনুযায়ী অনুশীলনের মাধ্যমে এই সমস্যাটি অনেকাংশেই কমিয়ে আনা যায়। 


IELTS Reading Test এ সাধারণত যে প্রশ্নটি আগে থাকে সেই প্রশ্নের উত্তর অনুচ্ছেদেও আগে পাওয়া যায়। ফলে পুরো অনুচ্ছেদ একেবারে পড়ে , প্রশ্ন দেখার চেয়ে; প্রশ্ন পড়ে অনুচ্ছেদে Skimming & Scanning এর মাধ্যমে উত্তর খোঁজা সহজতর প্রক্রিয়া।

IELTS Reading এ ভালো করার কৌশলঃ   

  • টেক্সট পড়ার আগে প্রশ্ন পড়া উত্তম
  • প্রশ্ন অনুযায়ী সম্ভাব্য উত্তর মাথায় রেখে উত্তর খোঁজা
  • অনুচ্ছেদে Key-word আকারে উত্তর খোঁজা
  • Synonyms আকারেও অনেক সময় অনুচ্ছেদে উত্তর থাকে, সে ব্যপারে নজর রাখা
  • প্যারাফ্রেজিং বা নিজ থেকে synonyms- উত্তর হিসেবে লেখা থেকে বিরত থাকা
  • প্রশ্নের tense অনুযায়ী উত্তর দেয়া
  • একটি প্রশ্নের জন্য অতিরিক্ত সময় ব্যয় না করে, পরবর্তী প্রশ্নের উত্তর খোঁজা
  • সময় ব্যবস্থাপনায় সচেতন হওয়া
  • Matching Headlines এর ক্ষেত্রে প্যারাগ্রাফের প্রথম এবং শেষ লাইনের দিকে বিশেষ নজর দেয়া
  • অধিকাংশক্ষেত্রে অনুচ্ছেদে ক্রমান্বয়ে উত্তর থাকে বলে, সে অনুযায়ী স্কিমিং/স্ক্যানিং করা
  • পুরো অনুচ্ছেদের অর্থ বোঝার চেষ্টা করা বোকামী, শুধুমাত্র সঠিক উত্তর খুঁজে বের করাকেই একমাত্র লক্ষ্য হিসেবে নির্ধারন করা শ্রেয়
  • ইংরেজি টেক্সট/অনুচ্ছেদ, বই, জার্নাল, সংবাদ পড়ার অভ্যাস গঠন করা 

সাধারণত শেষের অনুচ্ছেদ তুলনামূলকভাবে প্রথম বা দ্বিতীয় অনুচ্ছেদের তুলনায় কঠিন হয়ে থাকে। এজন্য সময়ের দিকে বিশেষ নজর দিতে হয়। এক ঘন্টার পরীক্ষায় প্রতি অনুচ্ছেদের জন্য ২০ মিনিট করে সময় বরাদ্দ থাকে, তবে প্রথমটিতে ১৮ মিনিট, দ্বিতীয়টির জন্য ২০ মিনিট এবং সর্বশেষ অনুচ্ছেদের জন্য ২২ মিনিট বরাদ্দ রেখে অনুশীলন করা হলে সময় ব্যবস্থাপনায় নমনীয়তা পাওয়া যায়।

IELTS Reading Test এ কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর অর্জন করার জন্য যথাযথ দক্ষতা অর্জনের পাশাপাশি কৌশলগত প্রস্তুতি বা পরীক্ষা দেয়া অনেক গুরুত্বপূর্ণ। ইংরেজি পড়ার চর্চা করে, বরাদ্দকৃত সময়ের মাঝে উল্লিখিত কৌশলগুলোকে মাথায় রেখে শেষ করতে পারার মতো করে অনুশীলন করা হলে বিশেষায়িত এই মূল্যায়ন পরীক্ষায় ভালো একটি স্কোর অর্জন করা সম্ভব।



Muhammed Juwel Ahmed 


Alhamdulillah, IELTS overall score 6. Hexa's Zindabazar Sylhet, six month long journey has come to an end. I have learnt so many things, met different people, faced so many ups and downs through this journey. I'm grateful to my family, my respected . 


Hello Everyone My name is Muhammed Juwel Ahmed, I am 22 years old, I am a student, I reads in class BA Honours Department of English , everyone will pray for me.

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.