জিমেইল আইডি কিভাবে খুলবো ২০২২ - জিমেইল একাউন্ট খোলার নিয়ম

জিমেইল আইডি কিভাবে খুলবো ২০২২ - জিমেইল একাউন্ট খোলার নিয়ম ? 


জিমেইল আইডি কিভাবে খুলবো? - ইমেইল একাউন্ট খুলুন একেবারেই সহজেই। আপনার হাতে থাকা মোবাইল দিয়েই ইমেইল একাউন্ট খুলতে পারবেন।

বর্তমানে জিমেইল আইডি ছাড়া একটা এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম পুরোই অচল। প্রতিটা এন্ড্রয়েডের জন্য জিমেইল আইডি খুবই গুরুত্বপূর্ন।

জিমেইল আইডি কিভাবে খুলবো -  জিমেইল একাউন্ট খোলার নিয়ম

যারা নতুন তাদের জন্য জিমেইল আইডি খুলতে বেশ জামেলা পৌহাতে হয়। তাই আজকের ব্লগে জেনে নিন জিমেইল আইডি কিভাবে খুলবো তাহলে চলুন জেনে নেয়া যাক । 

ইমেইল মানে কি? জিমেইল আইডি কি?

জিমেইল একটি গুগল মেইল সার্ভিস। যাকে সংক্ষেপে বলা হয় জিমেইল। বাজারে অনেক মেইল সার্ভিস রয়েছে যেমন হটমেইল ইত্যাদি।

এদের সবার উপরে আছে গুগল মেইল বা জিমেইল। গুগলের এই মেইল সার্ভিস অন্যান্য সব প্রতিযোগীদের চেয়েও বেশি অফার করে। 

জিমেইলের যাত্রা শুরু হয় ১ এপ্রিল ২০০৪ এ। বর্তমানে জিমেইলের ইউজার সংখ্যা ১.৫ বিলিয়ন  (অক্টোবর ২০১৯) তার জন্যই জিমেইল এতো জনপ্রিয়।

জিমেইল আইডি কি কাজে লাগে?

জিমেইল কি কি কাজে লাগে এটা বললে হয়তো বলা শেষ হবে না। যেমন আপনি ফেসবুক ডাউনলোড করেছেন গুগল প্লে স্টোর থেকে। 

এই গুগল প্লে স্টোর একাউন্ট খুলতে জিমেইল লাগে। আবার ফেসবুকে সাইনআপ করার সময়ও জিমেইল সিঙ্গোনাইজ করা হয়। 

এন্ড্রয়েডের গুরুত্বপূর্ন এ্যাপগুলো যেমই ইউটিউব, ফেইসবুক, গুগল সার্চ, গুগল ক্রোম ইত্যাদি। এখানে সবগুলো অ্যাপে একাউন্ট খুলতে জিমেইল আইডির প্রয়োজন হয়। 

সুতরাং বললেই চলে যে জিমেইল আইডি ছাড়া একটা এন্ড্রয়েড মোবাইল পুরো অচল।


জিমেইল আইডি কিভাবে খুলবো? gmail id kivabe khule

বর্তমানে এন্ড্রয়েড ফোন গুলোর দাম হাতের নাগালে এস গেছে তাই অনেকেই এন্ড্রয়েড ফোন ব্যবহার করে আসছে। 

এন্ড্রয়েড ফোন কেনার পর মোবাইলে সেটআপ করার সময় জিমেইর আইডি লাগে যেমন গুগল প্লে স্টোরে একাউন্ট খুলে অ্যাপ ইনস্টল করা কিংবা ইউটিউব একাউন্ট খুলে ভিডিও দেখা ইত্যাদির জন্য জিমেইল আইডি খোলার প্রয়োজন হয়। 

আমাদের মধ্যে অনেকেই জিমেইল একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে না জানার কারনে একটু সমস্যায় পড়ে। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো জিমেইল আইডি কিভাবে খুলবো এবং সবচেয়ে সহজ নিয়ম।

জিমেইল একাউন্ট অনেক ভাবে খোলা যায়। আজকে আপনাদের একভাবে দেখাবো। বাকী সবগুলোর নিয়ম প্রায় একই হবে।

জিমেইল আইডি সফটওয়্যার

জিমইল একাউন্ট খোলার জন্য প্রথমে আপনার মোবাইলে জিমেইল নামের অ্যাপটি ইনস্টল করে নিবেন। 

বেশিরভাগ মোবাইলে ইনস্টল করা থাকে। যদি ইনস্টল থাকে তবে অ্যাপটি ওপেন করবেন। আর যদি না থাকে তাহলে পরে বলছি।


ইমেইল আইডি খোলার নিয়ম

আপনি যদি ইমেইল আইডি খুলতে চান তাহলে প্রথমে জিমেইল অ্যাপটি ওপেন করে নিবেন। ওপেন করার পর জিমেইল লোগো দেখতে পাবেন।

জিমেইল আইডি কিভাবে খুলবো

জিমেইল এ আসার পর প্রথমে ওয়েলকাম পেজ আসবে। ওয়েলকাম পেজের নিচে দেখতে পাবেন Got It নামে একটা অপশন আছে। 

Got It এ ক্লিক করার পর উপরের পেজের মতো একটা পেজ আসবে। এখানে পেজের নিচে Take Me to Gmail লেখা আছে। 


ওই লেখাতে ক্লিক করার আগে উপরে Add an email address এ ক্লিক করবেন। Add an email address।

এর মানে হলো আপনার সেটে একটা ইমেইল এড বা যোগ করুন। এখানে ক্লিক করার পর আরেকটা পেজ দেখতে পাবেন।

জিমেইল আইডি কিভাবে খুলবো

এখানে দেখতে পাবেন সাইন ইন অপশন। আপনার যদি আগের ইমেইল একাউন্ট থাকে তবে আপনি Email address বক্সে আপনার ইমেইল বসিয়ে দিবেন। 


এবং পরে আপনার ইমেইলের পাসওয়ার্ড বসিয়ে দিলে হয়ে যাবে।

নতুন জিমেইল আইডি খোলার নিয়ম

আর যদি আপনার আগের কোনো ইমেইল না থাকে তবে আপনার আরেকটা ইমেইল একাউন্ট খুলতে হবে।

সেক্ষেত্রে এই পেজের নিচের দিকে দেখতে পাবেন Create account। এখানে ক্লিক করুন, এবং ক্লিক করলে দেখতে পাবেন For my self

এর মানে আপনি একটি ইমেইল একাউন্ট খুলতে যাচ্ছেন যেটা সম্পূর্ন আপনার জন্য বা আপনার ব্যক্তিগত। 


ব্যক্তিগত ইমেইল সাধারণ ইউজেজ এর জন্য ব্যবহার হয় বা একাউন্ট খোলা হয়। আরেকটা আছে  For my business

এখানে সাধারণত আপনার কোনো বিজনেস থাকলে এই একাউন্টের প্রয়োজন পড়ে। যেমন বিদেশি কোনো ক্লায়েন্টের সাথে কন্টাক্ট করার জন্য। এই অপশন টা আমাদের সাধারণ ইউজারদের জন্য না।

আপনার ব্যক্তিগত তথ্য দিন।

For my self এ ক্লিক করবেন এবং আরেকটা পেজ ওপেন হবে। তারপরে আসবে আপনার নাম সেট করা। 

নাম দেয়ার ক্ষেত্রে আসবে প্রথম নাম এবং শেষ নাম। আপনার নামটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন। তারপরে আসবে আপনার জন্ম তারিখ বা বয়স। 

বয়স দিয়ে তারপর দিবেন জেন্ডার সব দেয়ার পরে আসবে উইজার নেম। এই ইউজার নমে দেয়ার ক্ষেত্রে আমাদের অনেকের সমস্যা হয়ে থাকে।

জিমেইল আইডি কিভাবে খুলবো

এখানে ইউজারনেম দিলে ইরোরের মতো কিছু দেখায়। যেমনটি উপরে দেখছেন। এখানে লেখা আছে  This username is taken. Try another । 

এখানে এসেই আমাদের একাউন্টটি খুলতে জামেলা হয়ে থাকে। This username is taken এর মানে হলো আপনি যেই নামে একাউন্ট খুলতে চাচ্ছেন এটা এখন সচরাচর নেই। 

আপনি অন্য নামে ট্রাই করুন। আপনাদের এরকম সমস্যা হলে আরেকটা নামে চেষ্টা করবেন। যতক্ষন না আপনার নামটি দিয়ে সফলভাবে অন্য স্টেপে যায়। নাম বা ইউজার নেম সেট হয়ে গেলে পাসওয়ার্ড চাইবে। 

পাসওয়ার্ড দেয়ার ক্ষেত্রে এমন পাসওয়ার্ড দিবেন যেটা আপনার মনে থাকে। আবার এমন পাসওয়ার্ড দিবেন না যেগুলো খুবই সহজ হয়ে যায় যেমন ১২৩৪৫৬৭৮ বা ৯৮৭৬৫৪৩২ ইত্যাদি।

আমি আমার ইমেইল পাসওয়ার্ড ভুলে গেছি

অনেকের ক্ষেত্রে নতুন করে ইমেইল আইডি খোলার প্রয়োজন হয় না। আগের ইমেইল আইডি থাকলেই হয়।

কিন্তু অনেকে ইমেইল পাসওয়ার্ড ভূলে যায়। আপনিও যদি আপনার ইমেইল পাসওয়ার্ড ভূলে যান তবে আপনাকে ইমেইল পাসওয়ার্ড রিসেট করে নিতে হবে।

এখানে ইমেইল পাসওয়ার্ড রিসেট নিয়ে লিখতে গেলে অনেক লেখা হয়ে যাবে। তাই ইমেইল পাসওয়ার্ড রিসেট নিয়ে অন্য আরেকটি আর্টিকেল লিখবো।

শেষ কথা:

জিমেইল আইডি কিভাবে খুলবো বা কিভাবে সহজভাবে জিমেইল আইডি কিভাবে খুলবো তা জানার জন্য ব্লগটি মনোযোগ দিয়ে পড়ুন।

এবং আশা করি আপনি জিমেইল আইডি খুলতে পেরেছেন। কোনো প্রকার সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ!







কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.