কিভাবে আপনার Microsoft অ্যাকাউন্ট খুলবেন


কিভাবে আপনার Microsoft অ্যাকাউন্ট খুলবেন

আউটলুক (Outlook) হলো মাইকোসফ্টের একটি ডেবোলপটেড মেইল পদ্বতি। এটি একটি ইমেইল ক্লাইন্ট অ্যাপ বা প্রগ্যাম। আমরা জানি ইমেইল ক্লাইন্ট অ্যাপ বা প্রগ্যাম হলো সেগুলো যে গুলো প্রায় সবধরণের ইমেইলই সাপোর্ড করে আর ইনক্সে একই সাথে স্টোর করে।

আউটলুক (Outlook) ইমেইল ক্লাইন্ট এ একাইউন্ট করাটা তেমন কোনো কঠিন বিষয় না। কারণ ইমেইল ক্লাইন্ট অ্যাপ গুলো তৈরিই করা থাকে তৈরি ইমেইল লগইন করে ইউজ করার জন্য।

আউটলুক (Outlook) একাউন্ট অপেন করার জন্য আপনাকে প্রথমে তা ফোনে ডাউনলোড করতে হবে। আবার গুগল থেকেও পারবেন তবে অ্যাপ হলে বেশী সহজ হয়।

অ্যাপটি ডাউনলোড করে এর সেটআপ করা শেষ হলে অ্যাপটি অপেন করুন। আপনার সামতে এরকম একটি পেজ সো হবে।

স্টেপ- চোজ অপশন

এ পেজটি থেকে আপনি একেবারে নিচে লেখা CREATE NEW ACCOUNT এ ক্লিক করে দিবেন। আর ক্লিক করার পর লোডিং এ একটু সময় নিবে। তার পর নিচে দেখানো পেজটি খুলবে।

স্টেপ-ক্রিয়েট ইউজার নেম

এ পেইজে আসার পর তারা শুরুতেই আপনার কাছে আপনার ইমেইল এর ধরণ চাইবে। আপনি এখানে আপনার তৈরিকরা ইমেইল অথাৎ আপনার ফাস্ট নেম লাস্ট নেম এর সমন্বয় করা নাম ছোট হাতের অক্ষরে ‍লিখতে হবে। যেমন আপনার নাম bel এবং নামের শেষের অংশ carlos এগুলো একত্রে ছোট হাতের অক্ষরে লেখে সেখানে বসিয়ে দিবেন আর নামটি হবে কিছুটা এমন belcarlos@outlook.com/ belcarlos@hotmail.com এমন।

আপনার ইমেইল নামটি দিয়ে Next এ ক্লিক করুন।

স্টেপ-ক্রিয়েট পাসওয়ার্ড

এবার আপনি আপানর পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নিন। এবং নিচের খালি বক্সটি টিক মার্ক করেদিন। শেষ করে আবার Next বাটনে ক্লিক করেদিন।

স্টেপ-রোবট ভেরিফাই

তারপর আপানর সামতে রোবোট ভেরিফিকেশন আসবে আর আপান আবার Next এ ক্লিক করে দিয়ে তারা যেভাবে বলবে কাজটা করে দিবেন। এটা তারা রাখে সিকিউটিরিটির জন্য কারণ অনেকে একাধিক একাউন্ট করে তাও আবার কম্পিউটার বুট ব্যবহার করে। যেহেতু কম্পিউটার বুট আগে থেকেই প্রগ্যাম করা থাকে একটা নিদিষ্ট নিয়মের উপর সেহেতু বিরুপ পরিবেশে মানুষের মতো চিন্তা করাতে পারে না আর সে জন্য এ সমস্যা গুলো কম্পিউটার বুট সল্ব করতে পারে না।

স্টেপ-এড ডিটেইল

রোবট ভেরিফিকেশন এর পর আপনার ফোন স্রিনে এরকম একটি পেজ চলে আসবেন। এখানে আপনি আপনার ডিটেইল দিবেন। আপনার ফাস্টনেম, লাস্টনেম, জন্মতারিখ, জন্মসাল এসবই। সমস্ট ডিটেইল শেষ হলে আপনি Next এ ক্লিক করবেন।

স্টেপ- কনফরম এজ

তারপর আপনার সামনে এমন একটি পেজ খুলবে আর সেখানে আপনি আবার Next এ ক্লিক করবেন। এখানে থেকে আপনি চলে যাবেন নিচে দেখানো স্টেপ এ।

স্টেপ-চোজ মেবি লেটার

এখান থেকে আপনি বাছাই করে নিবেন MAYBE LATER আর তার পর উপরে দেখানো লগো টাতে ক্লিক করলেই আপনি চলে যাবেন সব ধরণের সেটিং এ । এখান থেকে আপনি আপনার সব ধরণের এক্টিভিটি কন্ট্রোল করতে পারবেন।

স্টেপ-সেটিংএবং মেনু

এর সাথে শেষ হলো আউটলুক একাউন্ট খোলা। আপনি চাইলে আপনার এ একাউন্ট আপনার ল্যাপ্টপে ব্যবহার করতে পারবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.