নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩



তোমরা যারা নাসিং ভর্তি সার্কুলার ২০২৩ খোজ করছো তারা সঠিক জায়গায় এসেছো ।নার্সিং ভর্তি সার্কুলার ২০২৩ নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তর হতে প্রকাশিতো হয়েছে।আমরা আমদের আর্টিকেলটিতে আলোচনা করবো নার্সিং ভর্তি সার্কুলার সম্পর্কে।

নাসিং ভর্তি সার্কুলার ২০২৩ প্রকাশিতো
নাসিং ভর্তি পরীাক্ষা দেওয়ার যোগ্যতা

মূলতো এইচএসসি পরীক্ষার পর পরই শুরু হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ,মেডিকেল,নার্সি ইত্যাদিতে ভর্তি পরীক্ষার প্রস্তিুতি।আমাদের অনেকেরই ইচ্ছা থাকে নার্সিং পড়ার।শুধু ইচ্ছা থাকলেই হবে না নার্সিংয়ে চান্স পেতে দরকার কঠোর পরিশ্রম।কঠোর পরিশ্রম ছাড়া নার্সিংয়ে চান্স পাওয়া সম্ভব নয়।বর্তমানে মানুষ সবচেয়ে বেশি অগ্রহী যে পেশার দিকে সেটি হলো নাসিং পেশা।নাসিং পেশার মাধ্যমে যেভাবে মানুষের সেবা করা যায় অন্য কোন পেশার মাধ্যমে এমন সেবা করা যায় না।সুতারাং অধিকাংশ শিক্ষার্থীর ইচ্ছা থাকে সরকারী নাসিং কলেজে চান্স পাওয়ার।

আমি এখানে আলোচনা করবো কারা কারা নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবে।আর নাসিং ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে ইত্যাদি বিষয় নিয়ে।নাসিং ভর্তি পরীক্ষা মূলতো তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিতো হবে ।এগুলো হলো বিএসসি নাসিং,ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী,ডিপ্লোমা ইন মিডওয়াইফারি।আমি এখানে প্রতিটা কোর্স সম্পর্কে বিস্তারীতো আলোচনা করবো।

১.বেসিক বিএসসি ইন নাসিং:এসএসসিতে কমপক্ষে ৩.০০ ও এইচএসসিতে কমপক্ষে ৩.০০থাকতে হবে এবং দুই পরীক্ষায় সর্বমোট নূন্যতম ৭.০০ পেয়ে উত্তিন্ন হতে হবে।বিএসসি ইন নাসিং ভর্তির জন্য অবশ্যই বিজ্ঞান বিভাগ ও বায়োলোজী নিয়ে উত্তিন্ন হতে হবে।এখানে ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবে।তবে চান্স এর ক্ষেত্রে মেয়েদের বেশি আগ্রাধিকার দেওয়া হবে।মোট আসনের ৮০%সিট মেয়েদের জন্য বরাদ্দ থাকবে আর ২০% সিট থাকবে ছেলেদের জন্য।সুতরাং নার্সিংয়ে ছেলেদের চান্স পাওয়াটা একটু টাফ।তবে ভালো মার্ক পেলে চান্স পাওয়া সম্ভব।সরকারী ২০টি নার্সিং কলেজে সর্বমোট আসন সংখ্যা ১৬৩৫টি।আসন সংখ্যা যেহেতু সিমীতো সেহেতু এখানে প্রতিযোগিতা একটু বেশি হবে।বিএসসি ইন নাসিং মূলতো চার বছর মেয়াদী

২.ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি:এসএসসিতে কমপক্ষে ২.৫০ এবং এইচএসসিতে কমপক্ষে ২.৫০ থাকতে হবে এবং দুই পরীক্ষায় সর্বমোট নুন্যতম ৬.০০ পয়েন্ট পেয়ে উত্তিন্ন হতে হবে।এখানে ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবে।এখানের যেকোন বিভাগের শিক্ষার্থী আবেদন করতে পারবে।সরকারী ৪৬টি নার্সিং কলেজে সর্বমোট আসন সংখ্যা ২৭৩০টি ।এখানে যেহেতু আসন সংখ্যা একটু বেশি সেহেতু এখানে প্রতিযোগিতা একটু কম ।সুতরাং একটু ভালো করে পড়লেই পরিক্ষায় চান্স পাওয়া সম্ভব।মোট আসনের ৮০% সিট থাকবে মেয়েদের জন্য আর ২০% সিট বরাদ্দ থাকবে ছেলেদের জন্য।এটি মূলতো তিন বছর মেয়াদী

৩.ডিপ্লোমা ইন মিডওয়াইফারি: এসএসসিতে কমপক্ষে ২.৫০ এবং এইচএসসিতে কমপক্ষে ২.৫০ থাকতে হবে এবং দুই পরীক্ষায় সর্বমোট নুন্যতম ৬.০০ পয়েন্ট পেয়ে উত্তিন্ন হতে হবে।এখানে শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে।এখানের যেকোন বিভাগের শিক্ষার্থী আবেদন করতে পারবে।সরকারী ৪১টি নার্সিং ইনিস্টিটিউটে মোট আসন সংখ্যা ১০৫০টি।যেহেতু এখানে শুধু মেয়েদের নেওয়া হবে সেহেতু যারা এখানে আবেদন করবে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে।এটি মূলতো তিন বছর মেয়াদী।

প্রার্থীকে যে যে শিক্ষাবর্ষ থেকে উত্তিন্ন হতে হবে:
এসএসসি -২০১৯,২০২০
এইচএসসি -২০২১,২০২২

বিএসসি নাসিং ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৩

 
নার্সিং ভর্তি পরীক্ষার মানবন্টণ ২০২৩

আমি এখানে আলোচনা করবো নাসিং ভর্তি পরীক্ষার মানবন্টণ নিয়ে।আশা করি আমাদের আর্টিকেলটি পড়লে আপনি খুব সহজেই নাসিং ভর্তি পরীক্ষার মানবন্টণ সম্পর্কে বুঝতে পারবেন।

বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষার মানবন্টণ:

 

বিষয়             নম্বর
বাংলা              ২০
ইংরেজী           ২০
গণিত               ১০
সাধারণ বিজ্ঞান(পদার্থ,জীববিজ্ঞান,রসায়ন) ৩০
সাধারণ জ্ঞান ২০
মোট ১০০

ডিপ্লোমা ইন নাসিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি/ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার মানবন্ট:
বিষয়            নম্বর
বাংলা            ২০
ইংরেজী          ২০
গণিত               ১০
সাধারণ বিজ্ঞান ২৫
সাধারণ জ্ঞান ২৫
মোট ১০০

নাসিং ভর্তি পরীক্ষায় মোট ১০০টি এমসিকিউ আসবে ।১০০টি এমসিকিউ এরই উত্তর দিতে হবে ।প্রতিটা এমসিকিউ এর জন্য মার্ক বরাদ্দ থাকবে ১।১০০টি এমসিকিউ এর জন্য সময় নিধারণ করা হয়েছে ১ঘন্টা।
নাসিং ভর্তি পরীক্ষাৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃয় মোট মার্ক থাকবে ১৫০।এর মধ্যে ১০০মার্ক থাকবে এমসিকিউতে আর বাকি ৫০মার্ক এসএসসি এবং এইচএসসির রেজাল্ট এর উপর ভিত্তি করে দেওয়া হবে।এসএসসি রেজাল্ট এর ৪গুন আর এইচএসসি রেজাল্ট এর ৫গুন করে ফলাফল নিধারন করা হবে।সুতরাং তোমাদের যাদের এসএসসি এবং এইচএসসিতে রেজাল্ট ভালো রয়েছে তাদের জন্য চান্স পাওয়াটা একটু সহজ হবে।

অনলাইনে আবেদনের নিয়ম

১.প্রথমে প্রার্থীকে নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের যে নিধারিতো ওয়েবসাইট আছে সেখানে প্রবেশ করতে হবে।নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নিধারিতো ওয়েবসাইটি হলো http://bnmc.gov.bd/
২.তারপর যে আবেদন পত্রটি আসবে সেটি সঠিক ভাবে পুরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।
৩.রেজিস্ট্রেশন করার পরে অনলাইনে ফ্রি জমা দিতে হবে।এক্ষেত্রে বিএসসি এর জন্য ৭০০টাকা আর ডিপ্লোমা এবং মিডওয়াইফারিদের জন্য ৫০০টাকা নিধারণ করা হয়েছে।

তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের আর্টিকেলটি পড়েছো তাদের অসংখ্য ধন্যবাদ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.