মোবাইল দিয়ে ছবি এডিট করার সফটওয়্যার/অ্যাপস – (9 best apps)

আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা, মোবাইল দিয়ে ফটো এডিট করার ভালো এপ্স কোনটি সেই বিষয়ে জানবো (Best photo editing apps for Android mobile)।

ছবি এডিট করার সফটওয়্যার
Best apps to edit photo from mobile.
যদি আপনিও নিজের এন্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ছবি এডিট করতে চাইছেন,

তাহলে আপনার প্রয়োজন হবে কিছু সেরা ছবি এডিট করার সফটওয়্যার গুলোর।

মোবাইল দিয়ে ছবি এডিট করার apps গুলোর প্রায় প্রত্যকটি সম্পূর্ণ ফ্রীতেই Google play store থেকে download করা যাবে।

বর্তমানে প্রায় প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া ও  ইন্টারনেট ব্যবহারকারীর জন্য একটি আকর্ষণীয় ফটোর গুরুত্ব অনেক বেশি।

যেভাবে একজন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকা সাধারণ ব্যাক্তির ভালো ও সেরা ফটোর আপলোড করার চাহিদা রয়েছে,

সেভাবেই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাথে যুক্ত ব্যাক্তির তার গ্রাহক ও কোম্পানির brand image ঠিক রাখতে professional photo editing এর দরকার।

বর্তমানে যে যে স্মার্টফোন গুলো বাজারে আসছে সেগুলোর মধ্যে রয়েছে in-build photo editing অ্যাপস।

কিন্তু সেগুলো ফটো এডিটিং এর ক্ষেত্রে আপনার ফটোর professionalism maintain করতে একটা বড় খুঁত রেখে দেয়।

তাই, যখন প্রশ্ন আসে মোবাইলে professional ভাবে ফটো এডিট করার, তখন প্রয়োজন হয় একটি dedicated photo editor app এর।

কারন এই সমস্ত অ্যাপ গুলোতে রয়েছে অত্যাধুনিক features যেটা আপনার ফটোকে অনেকটাই  impressive ও attractive করে তুলে।

তাই, সোশ্যাল মিডিয়ার জন্য হোক বা নিজের হোয়াটস্যাপ স্টেটাস এর জন্য বা ফেসবুক এর স্টোরিজ (stories) এর ক্ষেত্রে,

নিচে দেওয়া প্রত্যেকটি ফটো এডিট সফটওয়্যার বা ফটো এডিট অ্যাপস (apps) আপনাদের প্রচুর কাজে আসবে ছবি গুলোকে আকর্ষণীয় ভাবে এডিট করার ক্ষেত্রে।

সুতরাং আজ আমরা জেনে নেব মোবাইলে ফটো এডিট করার সেরা ৯ টি অ্যাপস ও তাদের features সম্পর্কে বিস্তারিত তথ্য।

মোবাইল দিয়ে ছবি এডিট করার সফটওয়্যার (apps) – (সেরা ৯ টি)

নিচে, মোবাইলে ফটো এডিট করার অ্যাপস যেগুলোর বিষয়ে বলবো সেগুলো আপনারা গুগল প্লে স্টোর থেকে নিজের মোবাইলে ডাউনলোড করতে পারবেন।

প্রত্যেকটি অ্যাপ (app) বিভিন্ন আধুনিক এডিট ফিচারস সহ আপনাকে আকর্ষণীয় ভাবে ছবি এডিট করতে সাহায্য করে থাকে।

তাহলে চলুন নিচে এক এক করে প্রত্যেকটি ছবি এডিট করার অ্যাপস গুলোর বিষয়ে জেনেনেই।

9 mobile apps to edit photos from mobile

আমি পরামর্শ দিবো যাতে আপনারা এই এপস গুলো কেবল গুগল প্লে স্টোর থেকেই যাতে ডাউনলোড করে থাকেন।

এতে, আপনারা প্রত্যেকটি app এর latest version টি ডাউনলোড করে নিতে পারবেন।

তাছাড়া, virus এবং malwar free software আপনারা play store থেকে ডাউনলোড করতে পারবেন।

Snapseed 

এই অ্যাপটির নাম শোনেননি এরকম মানুষের সংখ্যা খুবই কম। মার্কিন টেক-জায়ান্ট Google এর এই অ্যাপটি বর্তমানে photo editing app market এর বেশিরভাগটায় দখল করে আছে।

অত্যাধুনিক মানের ও ভালো ভালো features এর কারনে খুব কম সময়ে এই অ্যাপটি অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।

এই অ্যাপটি কতটা জনপ্রিয়,তা এই অ্যাপের প্লে-স্টোর রেটিং দেখলেই বোঝা যায়।

Owner – Google LLC

Rating – 4.5 /5

Downloads –  1০০ মিলিয়ন এর বেশি

Features –

  • এর মধ্যে আপনি পেয়ে যাবেন ২৯টি নতুন টুল ও ফিল্টার, যার মধ্যে রয়েছে – Healing, Structure, Brush, HDR, Perspective এর মতো ফিচার।
  • Automatic এবং manual ভাবে exposure, color সেট ও ফাইন ভাবে অ্যাডজাস্ট।
  • Smooth ভাবে ফটো crop, rotation option, টেক্সট যুক্ত করার অপশন।
  • Lens blur সহ Vintage, Noir এর মতো ফিল্টার।
  • কালার অ্যাডজাস্ট, গ্লামার গ্লো অপশন fashion portrait এর জন্য।

Photoshop Express 

অ্যাডোবি কোম্পানির এটি একটি খুবই জনপ্রিয় photo editing app যার মাধ্যমে ভালো ভালো professional ফটো develop করার সুযোগ পাওয়া যায় ।

2016 সালে launch হওয়া এই অ্যাপটির মধ্যে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ফিচারস যা, JPEG, Raw, PNG ফরম্যাটের ফাইল খুবই ভালোভাবে ডিটেলিং এর সাথে এডিট করতে পারে ।

এই অ্যাপটি ব্যবহার করতে গেলে আপনাকে আপনার Gmail, Facebook অথবা adobe account দিয়ে লগইন করতে হবে।

Owner – Adobe Inc.

Rating – 4.5 /5

Downloads -100 মিলিয়ন +

Features –

  • এর মধ্যে রয়েছে বিভিন্ন blur  অপশন যেমন – radial blur, full blur.
  • সেলফি থেকে স্পট দূর করার জন্য রয়েছে Spot healing function.
  • এখানে professional quality র collage তৈরি করার option রয়েছে।
  • এছাড়া ছবির মধ্যের color noise কম করার ও ফটো sharp করার অপশন রয়েছে।
  • >> Download Photoshop Express  

PicsArt Photo Editor 

গুগল প্লে-স্টোরে photography ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ এটি।

এটি খুবই জনপ্রিয় ও কাজের একটি photo editing app.


এই অ্যাপটি শুধুমাত্র ফটো এডিটিং এর জন্যই নয় তবে এটাকে আপনি প্রায় all rounder হিসাবে ব্যবহার করতে পারবেন।

এর সাথেই রয়েছে ভিডিও এডিটিং, কোলাজ তৈরি, sticker তৈরি, photo effect দেওয়া এবং draw করার মতো সুবিধা।

Owner –PicsArt Inc.

Rating – 4.2 /5

Downloads – 500 মিলিয়ন এর বেশি

Features –

  • ভালো ভালো ফটো filters এবং trendy photo effects.
  • Smart selection tool দিয়ে photo background কে blur.
  • লেখা যোগ করার জন্য 200+ aesthetic fonts রয়েছে।
  • রয়েছে background erase ও ফটো cut করার সুবিধা।
  • >> Download PicsArt 

Photo Editor Pro 

গুগল প্লে-স্টোরে 4.8 রেটিং পাওয়া এই অ্যাপটির মধ্যেও আগের অ্যাপগুলোর মতো সব ফিচারস একত্রে থাকলেও এই অ্যাপটির একটি আলাদা ও ভালো ফিচার হল AI বা artificial intelligent এর ব্যবহার করাটা।

এছাড়া এই অ্যাপটি আপনার ছবির নিরাপত্তার বিষয়টিকেও খুব মনোযোগ দিয়ে দেখে, সেজন্য মোবাইলের প্রতিটি ছবির ক্ষেত্রেই তারা storage read করার permissions নিয়ে থাকে।

Owner – InShot Inc.

Rating – 4.8 /5

Downloads – 100 মিলিয়ন +

Features –

  • Photo Backgrounds Erase করার জন্য রয়েছে AI Cut-out Tool.
  • Filters হিসাবে রয়েছে Lomo, Vignette, Natural, Warm, Dew, Dark, Cocoa প্রভৃতি ফিল্টার।
  • ক্যামেরার মতো ব্লার করার জন্য রয়েছে DSLR Blur Effect.
  • কোলাজ তৈরির জন্য রয়েছে 100র বেশি কোলাজ layouts and ভালো ভালো background.
  • ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এই app এর মাধ্যমে।
  • >> Download the app 

Adobe Lightroom 

Photoshop express ছাড়াও অ্যাডোবে কোম্পানির আরও একটি photo editing app রয়েছে, যেটি হল Adobe Lightroom অ্যাপ।

এই অ্যাপটির ফটো এডিটিং ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ ফিচারস হল ছবি তোলার জন্য অ্যাডভানস ক্যামেরা।

Photoshop express এর সঙ্গে তুলনা করলে এই অ্যাপটি একটু বেশি fast এবং এর interface তুলনামুলক ভাবে বেশি ভালো।

Owner – Adobe Inc.

Rating – 4.3 /5

Downloads – 100 মিলিয়ন +

Features –

  • এর মধ্যে রয়েছে unique phone camera যেখানে exposure, timer, instant presets, raw পুরোপুরি কন্ট্রোল করা যাবে।
  • রয়েছে advanced color grading এর অপশন।
  • এছাড়া smart photo organization এর সুবিধা।
  • আপনি আপনার ফটো cloud store-এ সেভ করা ছাড়াও অ্যাডভানস শেয়ারিং সুবিধা পাবেন।
  • >> Download Adobe 

Canva 

মার্কেটিং বা ইন্টারনেটে কাজ করা ব্যাক্তিদের জন্য professional photo editing করার সেরা app হল ক্যানভা।

বহু বছর ধরে Graphic Design মার্কেটে টপে থাকার সাথে সাথে ক্যানভা অ্যাপটিতে আরও অনেক অত্যাধুনিক ফিচার যোগ করা হয়েছে।

আপনি আপনার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট ইত্যাদির ক্ষেত্রে banner, profile photo, cover photo ইত্যাদি এডিটিং ও তৈরি করার জন্য ক্যানভার ব্যবহার করতে পারবেন।

তাছাড়া, মোবাইল দিয়ে তোলা বিভিন্ন ছবি গুলোকেও এর মাধ্যমে দারুন ভাবে এডিট করতে পারবেন।

Owner – Canva

Rating – 4.7 /5

Downloads -100 মিলিয়ন +

Features –

  • এই অ্যাপে রয়েছে photo collages, Instagram story templates, Instagram highlight covers ইত্যাদি প্রচুর অন্যান্য templates.
  • বিভিন্ন সোশ্যাল মিডিয়া ছবি পোস্টের জন্য রয়েছে animated post template.
  • আমাদের virtual classroom এ Zoom অ্যাপের জন্য রয়েছে লাইভ photo background editor.
  • এছাড়া অন্যান্য function যেমন – YouTube intro তৈরি, motivational quotes বানানো, Instagram quiz বানানো, bingo story designs করা ইত্যাদি।
  • Online invitation card, holiday greeting card, birthday card, wedding invitation প্রভৃতি তৈরির সুবিধা রয়েছে এখানে।
  • >> Download Canva app 

Pixlr 

বাকি সবগুলোর মতই এটিও খুব ভালো একটি ফ্রি mobile photo editing app তবে এই অ্যাপটি ব্যবহার করতে আপনাকে কোনো অ্যাকাউন্ট তৈরি করতে হয়না।

যারা ফটো এডিটিংর ছোটখাটো বা হালকা ধরনের কাজ করতে চান তাদের জন্য এটি সেরা অ্যাপ।

কারন এই অ্যাপটির interface খুবই সহজ এবং সোজা।

Owner – Inmagine Lab

Rating – 4.3 /5

Downloads – 50 মিলিয়ন এর বেশি

Features –

  • Auto Fix ব্যবহার করে কালার অ্যাডজাস্ট করতে পারবেন এক ক্লিকেই।
  • রয়েছে color splash effect এবং focal blur function.
  • ফটোতে pencil sketch, poster, watercolor এর সুবিধা রয়েছে।
  • Photo tone amplify করার সুবিধাও আপনি এখানে পেয়ে যাবেন।
  • >> Download the app 

YouCam Perfect 

YouCam Perfect এডিটিং অ্যাপটি একটি ফ্রি ফটো এডিটিং অ্যাপ।

এই অ্যাপ ইনস্ট্যান্ট ফটো তুলে এডিট করার জন্য সেরা।

অনেকে যারা কম সময়ে ভালো ভালো ফটো এডিট করতে চান মুলত তাদের জন্যই YouCam Perfect অ্যাপটি বানানো হয়েছে।

Owner – Perfect Mobile Corporation

Rating – 4.5 /5

Downloads – ৩00 মিলিয়ন +

Features –

  • এই অ্যাপটি সেলফি ক্যামেরার কাজটিও খুবই সুন্দর ভাবে করে, selfie তে live background remove করা যায়।
  • প্রত্যেকটি ছবির জন্য রয়েছে collage, frame, pro photo effects এর সুবিধা।
  • Eye Bag Removeদিয়ে আপনি চোখের ডার্ক স্পট খুবই সহজে দূর করতে পারবেন।
  • আপনার ছবিতে খুবই ভালো ভালো sticker লাগানোর জন্যে রয়েছে Magic brush নামের ফিচারসটি।
  • >> Download the app 

PixelLab 

এই অ্যাপটি নিজের ব্যক্তিগত কাজের জন্য খুব জনপ্রিয় এবং সোশ্যাল সাইটে বিভিন্ন এডিটিং এর কাজের ক্ষেত্রে খুব ভালো অ্যাপ এটি।

এই অ্যাপটি আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে YouTube creator দের কাছে কারন অ্যাপটিতে photo editing এর বিভিন্ন কাজ যেমন – thumbnail maker, channel art making প্রভৃতি কাজ খুবই ভালোভাবে করা যায়।

এছাড়া ফেসবুক বা ইনষ্টাগ্রামের ফটো খুব সহজে তৈরি করা যায়।

Owner – App Holdings

Rating – 4.4 /5

Downloads – 50 মিলিয়ন +

Features –

  • এই অ্যাপে ফটোর উপর বিভিন্ন ডিজাইনের 3d text যোগ করা যায়।
  • নর্মাল text এর জন্য shadow, inner shadow, stroke, background, reflection, emboss, mask প্রভৃতি সুবিধা রয়েছে।
  • Background remove করার সুবিধাও এই অ্যাপে রয়েছে। 
  • এছাড়া এই অ্যাপের একটি মজাদার কথা, মিমারসদের জন্য ইনস্ট্যান্ট memes তৈরি করার সুবিধা রয়েছে।
  • >> Download the app 

সর্বশেষ,

তাহলে বন্ধুরা আশা করছি মোবাইল দিয়ে ছবি এডিট করার সফটওয়্যার গুলো আপনাদের অবশই পছন্দ হয়েছে।

আমি প্রত্যেকটি ফটো এডিট অ্যাপস (apps) গুলোর ডাউনলোড লিংক নিচে দিয়ে দিয়েছি।

তাই এক এক করে apps গুলো নিজের মোবাইলে ডাউনলোড করে ব্যবহার করে দেখুন।

এমনিতে, প্রত্যেকটি image editing apps সেরা এবং প্রত্যেকটিতেই দারুন features রয়েছে।

তবে, আপনার যেটা ব্যবহার করে ভালো লাগে আপনি সেটাই ব্যবহার করুন।

আশা করছি, “ফটো এডিট করার ভালো এপ্স কোনটি“, এই প্রশ্নের উত্তর আমার এই আর্টিকেলে অবশই পেয়ে গেছেন।

তাই, আর্টিকেলটি ভালো লেগে থাকলে শেয়ার অবশই করবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.