হতাশা দূর করার সেরা ৯টি উপায় | কিভাবে হতাশা দূর করবেন | 9 Best Ways to Get Rid of Depression How to Get Rid of Depression.

হতাশা দূর করার উপায়: প্রতিটি ব্যক্তির জীবনে কোনো না কোনো সমস্যা আসতেই থাকে যার ফলে তাঁকে বিভিন্ন খারাপ পরিস্থিতির সমুক্ষিণ হতে হয় এবং সমস্যা আসলে সাধারণভাবে সেই ব্যক্তি হতাশা হয়ে পড়ে।

হতাশা দূর করার উপায়
হতাশা দূর করার জন্য কি কি করা যেতে পারে ?

হতাশা এমন একটি অনুভব যা ব্যক্তির জীবনে এসেতো যায় কিন্তু যতক্ষন সে ব্যক্তি নিজেকে মানসিক ভাবে প্রস্তুত না করে ততদিন পর্যন্ত সেই হতাশা ব্যক্তির সাথেই থেকে যায়।

মানুষের জীবনে হতাশা অনেকরকম কারণবশত চলে আসতে পারে তাই আজ প্রত্যেক ব্যক্তি হতাশা বা নিরাশা থেকে বাঁচার জন্য অনেক রকম উপায় খুঁজে থাকেন। 

তাই আজকে আমি এই আর্টিকেলের মাধ্যমে হতাশা থেকে বাঁচার জন্য কিছু উপায় বলতে যাচ্ছি যেগুলো ব্যবহার করে আপনি আপনার জীবন থেকে হতাশা দূর করতে পারবেন।

Post Contents

জেনেনিন হতাশা দূর করার উপায় গুলো

তাহলে চলুন বন্ধুরা নীচে দেওয়া প্রত্যেকটি উপায়ের বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।


কারণ এই বিচারগুলোই আপনাকে আগে বাড়তে বাধা দিয়ে থাকে। 

তারপর সেই নকরাত্মক বিচারগুলো একটি কাগজে লিখুন এবং প্রতিদিন চেষ্টা করুন একটা একটা করে সেখান থেকে নকরাত্মক বিচারগুলোকে সকরাত্মক বিচারে পরিণত করতে।

যেমন এটা অনেক কঠিন, এটা আমার দ্বারা কি করে হবে, বা আমি একা কি করে করতে পারবো ? ঠিক এধরনের  বিচারগুলোকে বদলাতে হবে।

এবং এর পরিবর্তে এটা ভাবতে হবে যে এগুলো অনেক সহজ, এগুলো আমি করতে পারবো বা কিছু বদলানোর জন্য একাই আগে বাড়তে হয় ইত্যাদি

এধরনের সকরাত্মক বিচার দিয়ে নিজেকে বদলানো উচিত।

৫. প্রতিদিন কিছু পড়ার অভ্যাস করুন:-

এই একটিমাত্র অভ্যাস থেকে আপনি সব সময় নিজেকে মোটিভেট করে রাখতে পারবেন। 

প্রতিদিন পড়ার অভ্যাস করলে আপনার ধ্যান আপনার লক্ষ্যে কেন্দ্রিত রাখতে সাহায্য করবে।

প্রতিদিন পছন্দের বিষয় সমন্ধিত নতুন জিনিসের বিষয়ে পড়ুন, প্রেরণাদায়ক জীবনী, অনুপ্রেণামূলক ব্লগ, সাহিত্য ইত্যাদি পড়ুন।

এবং যখন আপনি হতাশায় ভুগছেন, তখন আরো বিশেষ করে বই অবশ্যই পড়ুন।

এই অভ্যাস আপনাকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করে তুলবে যার ফলে আপনার মোটিভেশন লেবেল বাড়বে।

এবং উৎসাহিত থাকলেই আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন এবং হতাশা থেকে পরিত্রাণ পেতে পারবেন।

অনুভব দেখা যাবে এবং আপনি হতাশা থেকে বাইরে বেরিয়ে আসতে পড়বেন।

৯. নিজের ভালো কাজগুলোর কথা মনে করুন:-

চিন্তা দেওয়া কথাগুলো না ভেবে নিজের ভালো কাজগুলোর কথা ভাবুন, ভালো স্মৃতিগুলোর কথা ভাবুন।

যেমন কলেজে বন্ধুদের সাথে কাটানো সময় বা কোনো কাছের মানুষের সাথে যাওয়া ভ্রমণের মুহুর্তগুলো বা বন্ধুদের সাথে পিকনিকে যাওয়া ভালো সময়গুলোর কথা ভাবুন।

বন্ধুদের থেকে পাওয়া গিফ্ট এবং পরিবারের থেকে পাওয়া গিফ্ট গুলো খুলে দেখুন এবং পুরানো কার্ড গুলো খুলে পড়ুন।

পুরানো ছবি গুলো দেখুন এবং সেই মুহূর্তগুলো উপভোগ করুন। 

এগুলো করলে আপনার মন হাল্কা হবে এবং আপনি শান্তি অনুভব করবেন।

আমাদের শেষ কথা,,

তাহলে বন্ধুরা, যদি আপনিও হতাশা দূর করার উপায় বা কিভাবে হতাশা দূর করা যাবে তার উপায় গুলো খুঁজছেন, তাহলে ওপরে বলা বিষয়গুলো ভালো করে করে দেখুন। 

আপনার মনের হতাশা বা নিরাশা মুহূর্তেই নাই হয়ে যাবে। 

আমাদের আজকের আর্টিকেল পড়ে ভালো লাগলে, আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার অবশই করবেন।

এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, সেটা নিচে কমেন্টের মাধ্যমে অবশই জানিয়ে দিবেন।

আমার নাম মোহাম্মদ জুয়েল আহমেদ । আমি এই ওয়েবসাইট এর প্রতিষ্ঠাতা। পেশায় আমি একজন ওয়েবসাইট ডিজাইনার এবং ব্লগিং আমার প্যাশন। আমি এই সাইট এ ব্লগিং, এফিলিয়েট মার্কেটিং, ইংরেজি নিয়ে বিভিন্ন পোস্ট করি এং আর্ন মানি অনলাইন বিষয়ক বিভিন্ন পোস্ট করে থাকি। এই সাইট এর মূল লক্ষ্য হলো বাংলাতে কোয়ালিটি কনটেন্ট প্রকাশ করা যা সাইট এর ভিসিটার দের কাজে লাগে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.