স্পোকেন ইংলিশ কিভাবে শিখব (সেরা গাইডলাইন 2023)Muhammed Juwel Ahmed |

স্পোকেন ইংলিশ কিভাবে শিখব (সেরা গাইডলাইন 2022)

স্পোকেন ইংলিশ কিভাবে শিখব বা spoken english কিভাবে শিখব এর সহজ নিয়ম গুলো আজকের আর্টিকেলে আলোচনা করবো। 

আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আপনাদেরকে অবশ্যই ইংরেজি ভাষা শিখতে হবে।

আমাদের সবাইকে কাজের প্রয়োজনে হোক বা অন্যান্য প্রয়োজনে হোক ইংরেজিতে কথা বলাটা শিখতে চাই।

তাছাড়া, বর্তমানে যুগে ইংরেজি জানা বা বলতে পারা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের অবশ্যই ইংরেজি ভাষা শিখতে হবে।

তাহলে চলুন আজকে আমরা জানবো কিভাবে  সহজে spoken english কিভাবে শিখব?


স্পোকেন ইংলিশ কিভাবে শিখব সহজ নিয়মে (spoken english learning)

আজকে আমরা স্পোকেন ইংলিশ শেখার এমন কিছু সহজ উপায় বা নিয়ম সম্পর্কে জানবো যাতে যে কেউ ইংরেজি ভাষাতে কথা বলতে পারেন।

১. ইউটিউব বা ওয়েবসাইটের সাহায্য নিন

বাড়িতে বসে নিজে নিজে স্পোকেন ইংলিশ শেখার জন্য আপনারা ইউটিউবে ভিডিও দেখে এবং বিভিন্ন ওয়েবসাইটের কনটেন্ট গুলো পড়ে সহজে ইংরেজি শিখতে পারবেন। 

এখানে প্রশিক্ষক আপনাদের নতুন নতুন ইংরেজি শব্দ শেখানোর পাশাপাশি দৈন্দিন জীবনের সঙ্গে প্রাসঙ্গিক কথা বলার বিষয় গুলো শিখতে সাহায্য করবে।

২. নিজেকে ইংরেজি ভাষার সাথে যুক্ত রাখুন

আপনাকে ইংরেজি ভাষা শিখতে হলে নিজেকে ইংরেজি ভাষা সাথে যুক্ত করতে হবে। আপনি প্রত্যেক দিন যে কাজকর্ম গুলো করেন সেগুলো ইংরেজিতে করার চেষ্টা করবেন। 

যেমন – ইংলিশ গান শোনার চেষ্টা করবেন, ইংরেজি পত্রিকা পড়ার চেষ্টা করবেন, ইংলিশ মুভি গুলো দেখবেন, মোবাইলের সেটিং অপশন ও ইংরেজিতে করে রাখবেন (অনেকে বাংলা করে রাখে)।

এভাবে সব সময় নিজেকে ইংরেজি ভাষা সাথে যুক্ত করে রাখবেন। যার ফলে আপনাদের মধ্যে ধীরে ধীরে ইংরেজি বলার ব্যাপারে অনেকটা আত্মবিশ্বাস তৈরি হবে।

৩. ইংরেজি শব্দ শেখার পরিবর্তে ইংরেজি বাক্য শিখুন

আমরা প্রত্যেক দিন প্রচুর সংখ্যক ইংরেজি শব্দ শুনে থাকি। যেগুলো আমরা মনে রাখি বা মনে রাখার চেষ্টা করি।

আমাদের চেষ্টা করতে হবে ইংরেজি শব্দ গুলো মনে না রেখে সম্পূর্ণ ইংরেজি বাক্য গুলো মনে রাখার। তাহলে আমরা খুব সহজে ইংরেজি শিখতে পারবো।

ইংরেজি বাক্য শেখার বিশেষ সুবিধা হলো আপনারা ইংরেজি বাক্য শেখার সাথে সাথে বাক্যের শব্দ গুলো শিখতে পারবেন। কারণ, একটি বাক্যে অনেক গুলো শব্দ থাকে।

৪. ইংরেজিতে বলার অভ্যাস করুন

আপনারা ইংরেজি শেখার পাশাপাশি যখন ইংরেজিতে বলার চেষ্টা করবেন তখন অনেক দ্রুত এগিয়ে ইংরেজি শিখতে পারবেন। 

মনে রাখবেন, প্রথমে ইংরেজিতে বলতে গেলে অবশ্যই ভুল হবে। কিন্তু লজ্জা পেলে চলবে না। ভুল গুলো থেকে শিক্ষা নিতে হবে। 

প্রত্যেক দিন কমপক্ষে ২০-২৫ মিনিট ইংরেজিতে কথা বলার অভ্যাস করুন। এভাবে যত বেশি চেষ্টা করবেন ততো দ্রুত সফল হবেন।

৫. ইংরেজি শেখার জন্য রুটিন তৈরি করুন

ইংরেজিতে দ্রুত উন্নতি করার জন্য প্রত্যেক দিন রুটিন মেনে চলতে হবে। যখন রুটিন মেনে প্রত্যেক দিন একটা কাজ করবেন তখন একটু একটু করে জানতে ও বুঝতে পারবেন। 

আপনি এমন রুটিন তৈরি করতে পারেন, প্রত্যেক দিন সকালে বা রাতে ১০ থেকে ২০ মিনিট সময় নিয়ে ইংরেজি চর্চা করবেন।

৬. ইংরেজি গ্রামার নিয়ে মাথা ঘামাবেন না

spoken english শেখার জন্য আমাদের মধ্যে প্রথমে যে ভয় কাজ করে সেটা হলো ইংরেজি গ্রামার। আমাদের ধারণা ইংরেজি গ্রামার না জানলে কিভাবে ইংরেজি শিখবো।

যাদের মনে এমন প্রশ্ন রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি স্পোকেন ইংলিশ শেখার প্রধান কাজ হলো ইংরেজিতে কথা বলা।

শিশুরা যেমন প্রথম কথা বলতে শিখলে মুখে যেটা আসে সেটাই বলার চেষ্টা করে ঠিক তেমনি প্রথমে ইংরেজিতে কথা বলতে গেলে গ্রামারের দিকে নজর দিলে চলবে না। 

আপনার প্রধান উদ্দেশ্য থাকতে আপনার মনে ভাবকে ইংরেজিতে প্রকাশ করা। হোক সেটা গ্রামার বাদে। তাই শুরুতে ইংরেজি গ্রামার নিয়ে চিন্তা করবেন না।

৭. স্পোকেন ইংলিশ শিখতে টেকনোলজির সাহায্য নিন

আধুনিক যুগে টেকনোলজি ব্যবহার করে আপনারা ঘরে বসে সব কিছু সহজে শিখতে পারবেন। একই ভাবে ইংরেজি শেখার ক্ষেত্রেও টেকনোলজি ব্যবহার করতে পারেন।

ইন্টারনেটে ইংরেজি শেখার হাজার হাজার লানিং অ্যাপস, অনলাইন ক্লাস সহ আরো বিভিন্ন ধরনের মাধ্যম গুলো পাবেন। 

যার মাধ্যমে খুব সহজে স্পোকেন ইংলিশ শিখতে পারবেন। এই টেকনোলজি ব্যবহার করার জন্য আপনাদের কোনো টাকা খরচ করতে হবে না।

আমার মতে ইংরেজি শেখার সেরা উপায় হলো ইউটিউব চ্যানেল। ইউটিউবে হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন ইংরেজি ভাষা শেখার জন্য।

শেষ কথা 

আজকে আমরা জানলাম স্পোকেন ইংলিশ কিভাবে শিখব এর সহজ উপায় বা নিয়ম গুলোর সম্পর্কে। এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.