জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষন || বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম 2023 || জুয়েল আহমদ ||


জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষন / বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার রেজাল্টে যারা কাঙ্ক্ষিত ফলাফল পায়নি তাদের পুনঃনিরীক্ষন আবেদন বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে।

NU বোর্ড চ্যালেঞ্জ এর বিস্তারিত নিয়মকানুন 2022

জাতীয় বিশ্ববিদ্যালয়ঃ-

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোন আপত্তি/অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের ০১ (এক) মাসের মধ্যে পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষনের জন্য আবেদন করতে পারবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের  ওয়েবসাইট এর  মাধ্যমে ফলাফল পুনঃনিরীক্ষন করার জন্য আবেদন গ্রহণ করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার রেজাল্ট পুনঃনিরীক্ষন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক আবেদন করতে হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ড চ্যালেঞ্জ করার নিয়মকানুন



জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেকোনো পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষনের জন্য পরীক্ষার্থীদের অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ প্রাথমিক আবেদন করতে হবে। Online এ আবেদন করার পর ব্যাংকে টাকা জমা দিতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ড চ্যালেঞ্জ এর জন্য পরীক্ষার্থী নিজেই www.nu.ac.bd ওয়েবসাইটে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে Pay Slip ডাউনলােড করতে পারবে। Pay Slip এ সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর ০২১৮১০০০০০১৩৫ উল্লেখপূর্বক টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সােনালী ব্যাংকের যে কোন শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। পত্রকোড যথাযথভাবে পূরণ করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd থেকে Services Option-এ গিয়ে সােনালী সেবা পে-স্লিপ এ ক্লিক করবেন। তারপর Student Fee থেকে Rescruitning Fee সিলেক্ট করবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ড চ্যালেঞ্জ এর     আবেদন ফিঃ

ডিগ্রীঃ ডিগ্রী এর ফলাফল পুনঃনিরীক্ষণ ফি প্রতি পত্র ৫০০/-  টাকা

অনার্সঃ অনার্স এর ফলাফল পুনঃনিরীক্ষণ ফি প্রতি পত্র ৮০০/- টাকা

মাস্টার্সঃ মাস্টার্স এর ফলাফল পুনঃনিরীক্ষণ ফি প্রতি পত্র ৫০০/- টাকা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল পুনঃনিরীক্ষন আবেদন করার নিয়ম

•সকল পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষন করতে উপরের লিংকে প্রবেশ করুন।

•তারপর student fee অপশন সিলেক্ট করুন।

•এরপর আপনার re security fee সিলেক্ট করতে হবে।

•এরপর আপনি যে পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষন করবেন সিলেক্ট করুন।

•এখন আপনার রেজিষ্ট্রেশন কার্ড বক্সে প্রবেশ করান।

•এরপর সার্চ অপশনে ক্লিক করলে বোর্ড চ্যালেঞ্জ এর বিস্তারিত আপডেট দেখতে পারবেন৷

•এখন আপনাকে আপনার মোবাইল নাম্বার প্রবেশ করান।

•এরপর আপনি যে বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করবেন তার পেপার কোড সিলেক্ট করুন।

•এরপর আপনাকে submit অপশনে ক্লিক করে পুনঃনিরীক্ষনের আবেদন ফরম প্রিন্ট করে নিতে হবে।

•সর্বশেষ প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সােনালী ব্যাংকের যে কোন শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

বিঃ দ্রঃ আবেদনের সময় সঠিকভাবে মােবাইল নম্বর প্রদান করলে ব্যাংক কর্তৃক সফলভাবে টাকা জমাদানের SMS Check Status Option-এ গিয়ে আবেদনের Payment Status দেখা যাবে।

আপনি কোনো বিষয় বুঝতে সমস্যা হলে নিচের লিংক এ ক্লিক করে, এই ভাইয়ের ভিডিও টা দেখতে পারেন https://youtu.be/rMHgRqGN9sA


জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পুনঃনিরীক্ষনের ফলাফল যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে nu.ac.bd এ প্রকাশ করা হবে। 





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.