এন্ড্রয়েড মোবাইলের জন্য সেরা এন্টিভাইরাস সফটওয়্যার গুলো – (২০২১)
Best android antivirus apps list (২০২১) – যদি আপনি একটি android smartphone ব্যবহার করছেন, তাহলে অবশই আপনার মোবাইলের জন্য এন্টিভাইরাস সফটওয়্যার অনেক জরুরি একটি জিনিস।
কারণ, বর্তমান সময়ে এরকম প্রচুর website, apps বা virus রয়েছে যেগুলো আপনার মোবাইলের ক্ষতি সাধন করতে পারে।
তাছাড়া, বিভিন্ন ধরণের phishing, ransomware, spyware, malware, trojan বা adware virus গুলো রয়েছে যেগুলো internet থেকে বা অন্যান্য device থেকে আপনার মোবাইলে চলে আসতে পারে।
আর এই ধরণের virus গুলো অবশই আপনার প্রচুর রকমের ক্ষতি করে থাকে।
তাই, এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের এমন কিছু এন্টিভাইরাস সফটওয়্যার এর নাম (Best antivirus apps) গুলো বলতে চলেছি যেগুলো আপনার মোবাইল টিকে সুরক্ষিত ও ভাইরাস মুক্ত করে রাখতে সাহায্য করবে।
এমনিতে আপনি যদি আমাকে প্রশ্ন করে থাকেন যে, মোবাইলের জন্য সব থেকে জনপ্রিয় এন্টিভাইরাস সফটওয়্যার কোনটি, তাহলে আমার উত্তর হবে, “সে অনেক রয়েছে“.
আর প্রত্যেকটি ফ্রি এবং জনপ্রিয় মোবাইল এন্টিভাইরাস অ্যাপস (apps) বা সফটওয়্যার (software) গুলো তাদের ডাউনলোড করার লিংক সহ আমি নিচে দিয়ে দিয়েছি।
জনপ্রিয় এন্টিভাইরাস সফটওয়্যার (অ্যাপস) এর নাম গুলো
Unsecured public networks, malicious apps বা বিভিন্ন infected websites ও অন্যান্য device থেকে virus আমাদের মোবাইলে প্রবেশ করতে পারে।
তাই, এখনের সময়ে যেকোনো mobile device এর মধ্যে একটি ভালো antivirus app থাকাটা অনেক জরুরি।
নিচে আমি যেগুলো free android mobile antivirus apps এর বিষয়ে বলবো সেগুলো আপনারা Google Play Store থেকে ফ্রীতে ডাউনলোড করতে পারবেন।
এমনিতে প্লে স্টোরের মধ্যে আপনারা প্রচুর এন্টিভাইরাস অ্যাপস পাবেন।
তবে, প্রত্যেক মোবাইল এন্টিভাইরাস অ্যাপস গুলো কিন্তু ভালো করে কাজ করেন।
তাই, আমি আপনাদের কিছু সেরা ও জনপ্রিয় মোবাইল এন্টিভাইরাস (mobile antivirus) ব্যবহার করার পরামর্শ দিবো।
Best antivirus apps for smartphone
নিচে আমি প্রত্যেকটি সেরা এবং জনপ্রিয় মোবাইল এন্টিভাইরাস apps এর বিষয়ে এক এক করে বলে দিয়েছি।
১. Avast Mobile Security
যদি আপনি আমাকে জিগেশ করেন যে জনপ্রিয় এন্টিভাইরাস সফটওয়্যার কোনটি তাহলে আমি বলবো “Avast Antivirus – Mobile Security & Virus Cleaner” হলো সব থেকে সেরা এবং জনপ্রিয় মোবাইল এন্টিভাইরাস।
Google play store এর মধ্যে প্রায় ৪.৭ এর রেটিং এর সাথে এই app প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে।
আপনারা অবশই জানেন, computer এবং laptop device এর ক্ষেত্রেও Avast অনেক দারুন ভাবে virus থেকে protection দিয়ে থাকে।
Mobile Avast Antivirus এর ক্ষেত্রে আপনারা ফ্রীতে প্রচুর security এবং protection পাবেন।
যেমন,
✔ Antivirus Engine
✔ Anti-Theft
✔ Hack Check
✔ Photo Vault
✔ File scanner
✔ Privacy Permissions
✔ RAM Boost
✔ Junk Cleaner
✔ Web Shield
✔ Wi-Fi Security
✔ App Insights
✔ Virus Cleaner
✔ Wi-Fi Speed Test
এই ফ্রি এন্টিভাইরাস এর সাহায্যে আপনারা নিজের মোবাইলটিকে phishing attacks এবং infected websites থেকে নিরাপদ (secure) রাখতে পারবেন।
২. Bitdefender Antivirus Free
Bitdefender Antivirus কিন্তু PC / desktop computer antivirus software এর ক্ষেত্রে একটি অনেক বিখ্যাত নাম।
এই antivirus আধুনিক cloud scanning technology ব্যবহার করে virus detection এর কাজ করে থাকে।
এই app আপনার মোবাইল স্লো করে থাকেনা বা আপনার মোবাইলের ব্যাটারী এর জন্য কমে আসেনা।
Bitdefender Mobile Security মূলত আপনার মোবাইলে malware protection দিয়ে থাকে।
Bitdefender আপনার মোবাইলে install করা প্রত্যেকটি apps নিজে নিজেই virus এর জন্য scan করে থাকে।
৩. AVG Antivirus 2021
Antivirus protection, anti-theft tools, app এবং device lock capabilities, camera trap option ইত্যাদি প্রচুর কাজের features গুলো এখানে দেওয়া হয়েছে।
আপনারা AVG antivirus এর মাধম্মে সরাসরি apps, games, settings, files ইত্যাদি scan করতে পারবেন।
মোবাইলের স্পিড বুস্ট করার ক্ষেত্রে option রয়েছে যার মাধ্যমে মোবাইল স্লো করা tasks গুলোকে kill করে মোবাইল fast করা সম্ভব।
আপনার মোবাইল থাকা জরুরি apps গুলোকে PIN, pattern বা fingerprint এর মাধ্যমে lock করে রাখতে পারবেন।
AVG Antivirus FREE 2021 এর মাধ্যমে আপনার মোবাইলে সেরা virus এবং malware protection থাকবে।
৪. McAfee Mobile Security
McAfee antivirus software কিন্তু antivirus এর জগতের একটি অনেক জনপ্রিয় কোম্পানি।
নিজের মোবাইল টিকে ভাইরাস মুক্ত রাখার জন্য অবশই এই app ব্যবহার করতে পারবেন।
নিজের smartphone টির protection এর জন্য যা যা দরকার সবটাই এই antivirus app আমাদের দিয়ে থাকে।
মোবাইলে থাকা নিজের private data গুলোকে protect করার জন্য আপনারা Smart Security, Privacy Protection, antivirus tools & spyware protection ইত্যাদি ব্যবহার করতে পারবেন।
এর সাথে সাথে এখানে আপনারা storage cleaner, memory booster, battery booster, data usage tracking ইত্যাদি অন্যান্য কাজের option গুলো পাবেন।
Spyware Removal, Find My Phone, App Protection, Anti Theft with Device Lock Security, WiFi Protection ইত্যাদি এই মোবাইল এন্টিভাইরাস এর অন্যান্য কিছু ফীচার।
৫. Norton™ 360
Norton অবশই একটি অনেক জনপ্রিয় antivirus যেটা PC এবং mobile দুটোর ক্ষেত্রেই virus protection দিয়ে থাকে।
Viruses, ransomware, malware, spyware এবং অন্যান্য online threats গুলোর থেকে সুরক্ষা দিয়ে থাকে Norton.
এখানেও আপনার মোবাইলে থাকা নতুন ও পুরোনো apps গুলোকে scan করে সেগুলোর মধ্যে virus আছে কি নেই সেটা দেখা হয়।
Secure Norton VPN এর মাধ্যমে VPN এর ব্যবহার করতে পারবেন।
Web Protection এর মাধ্যমে প্রত্যেকটি fraudulent (phishing) এবং malicious websites গুলোর ওপরে নজর রাখা হয়।
তবে, এটা একটি premium antivirus software তাই সম্পূর্ণ free version পাবেননা।
তবে, free trial এর option অবশই রয়েছে।
৬ . Malwarebytes Security
যখন মোবাইলের security নিয়ে কথা হচ্ছে তখন Malwarebytes Security অবশই আমাদের তালিকাতে থাকবে।
এই antivirus app এর paid এবং free দুটো ভার্সন রয়েছে।
এর ফ্রি ভার্শনে adware এবং malware গুলোকে খুঁজে সেগুলোকে রিমুভ মোবাইল থেকে করা হয়।
Google play store এর মধ্যে এই antivirus এর রেটিং রয়েছে প্রায় ৪.৬ যেটা সত্যি দারুন।
এটা আমার হিসেবে একটি সেরা Virus Cleaner এবং Anti-Malware app.
৭. Kaspersky Mobile Antivirus
Kaspersky Mobile Antivirus আমার সব থেকে প্রিয় মোবাইল এন্টিভাইরাস।
এই এন্টিভাইরাস আপনারা সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
এখানে আপনারা virus cleaner, automatically blocking malware ইত্যাদি এই ধরণের security options পাবেন।
Viruses, spyware, ransomware and Trojans ইত্যাদির জন্য real-time scan এই এন্টিভাইরাস করে থাকে।
এছাড়া, Anti-Phishing, Web filter, App Lock, Anti-Theft, Find my phone ইত্যাদি এই ধরণের অন্যান্য security options আপনারা পাবেন।
আমাদের শেষ কথা,,
তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পেরেছেন যে মোবাইলের জন্য ভালো এন্টিভাইরাস কোনগুলো।
আমি আপনাকে ওপরে বলা antivirus apps গুলোর মধ্যে যেকোনো একটি ব্যবহার করার পরামর্শ দিবো।
আশা করছি, best android antivirus apps নিয়ে লিখা আমাদের আর্টিকেল আপনাদের অবশই পছন্দ হয়েছে।
আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।
কোন মন্তব্য নেই