মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

ভালো করে স্পোকেন ইংলিশ শেখার জন্য কী করতে হবে? Muhammed Juwel Ahmed |

বড় উত্তর:

কি করবেন না: যা আমাদের স্কুলের বেশিরভাগ শিক্ষকরা করতে বলতেন!

  1. পড়ার মাঝে সময় পেলেই ইংরাজি খবরের কাগজ/ম্যাগাজিন/বই পড় আর নতুন শব্দ পেলেই অভিধানে দেখে নাও! এভাবে অনেক শব্দ শিখে যাবে!
  2. পড়ার মাঝে সময় পেলেই ইংরাজি খবরের কাগজ পড় আর নতুন শব্দ পেলেই লিখে রাখো; পরে তা নিজের অভিধান হিসাবে প্রকাশ করাতে পারো!
  3. পড়ার মাঝে সময় পেলেই ইংরাজি খবরের চ্যানেল দেখবে; তবে ইংরাজি সিনেমা ভুলেও দেখ না!
  4. ইংরাজিতে ভাবতে শুরু কর, তাহলেই বলতে শুরু করবে!

বলতে বাধ্য হই যে উপরোক্ত সবকটা প্রচণ্ড বোরিং হওয়ায় কেউ ঐ শিক্ষকদের কথায় কর্ণপাত করেনি।

কি করবেন: প্রাথমিক

  1. আপনার ফুটবল বা ক্রিকেট বা যে খেলা পছন্দ সেই খেলা সম্প্রচারের সময় ইংরাজি কমেন্ট্রি হয়ত শোনেন। তারা কি বলেন ও কীভাবে বলেন, সে’দিকে খেয়াল রাখুন আর তার সাথেই তাদের কমেন্ট্রি আর গল্প উপভোগ করুন। এতে আপনি নানা দেশের উচ্চারণশৈলী (অ্যাক্সেন্ট) যেমন জানবেন আর ধীরে ধীরে বুঝতে পারবেন, তেমনি সেসব শৈলীর মধ্যে ফারাকও বুঝতে পারবেন। আমি এভাবেই কথিত ইংরাজি শিখেছিলাম যে কারণে কোন প্রশিক্ষণ নিতে হয়নি।
  2. উচ্চারণ সঠিক করতে গেলে লোকের উপর ভরসা না করে নিজেই অক্সফোর্ড/কেমব্রিজ বা সমপর্যায়ের অভিধান দেখুন, নাহলে ভুল উচ্চারণের সম্ভাবনা বাড়ে। যেমন: Sure: থেকে ensure বা Insure>Insurance ইত্যাদি; সুতরাং Sure এর উচ্চারণ যদি শিয়র (শিওর নয়) হয়, তাহলে Insure-ইনশিয়র আর Insurance-ইনশিয়রেন্স হবে, বহুপ্রচলিত ইন্সুরেন্স বা ইন্স্যুরেন্স নয়।
  3. মূল শব্দ কোনটা সেদিকে নজর দিন। তাহলে শীঘ্রই অনেক শব্দ করায়ত্ত করতে পারবেন। যেমন: Photos: মানে আলো। সেক্ষেত্রে কোন শব্দে Photo থাকা মানে তার অর্থ আলোর সাথে সম্পর্কিত। যেমন: ফোটোসিন্থেসিস, ফোটোগ্রাফ ইত্যাদি।
  4. পড়ার বা কাজের মাঝে সময় পেলে তখন খবরের কাগজ/ম্যাগাজিন/বই পড়লে সেটাও এক রকমের পড়া বা কাজ মনে হয়, তাই আপনার পছন্দ না হলে নিজেকে জোর করবেন না।
  5. ইংরাজি খবরের চ্যানেলে, বিশেষত যখন এমন জার্নালিস্টরা খবর পড়েন যাদের প্রথম ভাষা ইংরাজি নয়, তখন তারা এমন কিছু ফর্মাল ভাষা ব্যবহার করেন যার ব্যবহার কথিত ইংরাজিতে হয় না। আমার তো অনেক ক্ষেত্রেই এদের কথাবার্তা বোরিং লাগে। তাই যে সমস্ত অনুষ্ঠানে তুলনামূলক ক্যাজুয়ালি কথা বলা হয়, সেগুলো দেখুন বা রেডিওতে শুনুন, তাও আপনার পছন্দের।
  6. অবশ্যই হলিউডের সিনেমা দেখুন, পারলে টিভি সিরিজও। এতে মার্কিন উচ্চারণশৈলী জানতে আর বুঝতে পারবেন। আর জানেন তো, বাঙালিদের দেশের জনপ্রিয় খেলায় সাধারণত আমেরিকান কমেন্টেটর থাকেন না।
  7. এভাবে কয়েকদিন চালানোর পর নিজে চেষ্টা করে দেখতে পারেন ইংরাজিতে কোন বাক্য ভাবতে পারছেন কিনা।
  8. বাড়িতে আপনার যদি বাংলা-ইংরাজি বা ইংরাজি-ইংরাজি অভিধান থাকে তাহলে তার পরিশিষ্ট দেখতে পারেন; অনেকসময় সেখানে ইংরাজি শেখার উপযোগী কিছু জিনিস দেওয়া থাকে।
  9. মনে রাখবেন অনেকে আছে যারা ভাবে “আমি ইংরাজিতে /হিন্দিতে ফাটিয়ে দিই”, যদিও বাস্তবে তাদের দক্ষতা তেমন আহামরি নয়। আপনার পরিচিত বা অপরিচিত কেউ সাহায্য করতে গেলে দেখবেন তারা যেন ঐ শ্রেণীভুক্ত না নয়।
  10. সবকিছুরই শুরু হয়। যারা হাসে তারাও চিরদিন ইংরাজিতে পটু ছিল না। তাদের নিন্দা বা বিদ্রূপ গায়ে মাখবেন না, রগড়ানো তো দূরের কথা।

অ্যাডভান্সড:

  1. অল্প-স্বল্প ইংরাজি আয়ত্ত করার পরে শুধুমাত্র কথিত বা লিখিত ইংরাজি ভিত্তিক কোন কর্মসংস্থানের সন্ধান করতে চাইলে সেক্ষেত্রে কোন প্রশিক্ষণ কেন্দ্রের দ্বারস্থ হতে পারেন।
  2. অনলাইন বা অফলাইন থেকে দেখে নিতে পারেন বিভিন্ন দেশের ইংরাজির বানানশৈলীতে কি ধরনের পার্থক্য আছে (যেমন আমেরিকান, ব্রিটিশ, ভারতীয়, কনেডিয়ান (কানাডিয়ান নয়) ইংরাজির মধ্যে কি পার্থক্য রয়েছে)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন