Intel vs AMD আপনার জন্যে কোনটা সঠিক? Muhammed Juwel Ahmed |
Intel vs AMD অনেক পুরনো একটি বিতর্ক। ল্যাপটপ বা ডেস্কটপ কেনার সময় সবার আগে যা বেছে নিতে হবে, সেটা হল প্রসেসর। প্রসেসর এর ওপরই কম্পিউটারের অন্যান্য অংশ নির্ভর করে। সেজন্য এটা জানা অত্যন্ত জরুরি যে আপনার জন্যে কোন প্রসেসরটা সঠিক হবে। Intel vs AMD এ শতভাগ নিশ্চিত কোন সমাধান নেই। দুই আমেরিকান প্রসেসর জায়ান্ট এর আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে যার ফলে বিভিন্ন কাজে তারা একজন আরেকজনের থেকে এগিয়ে থাকবে। তাই AMD ও Intel এর মধ্যে কোনটি সঠিক তা নির্ভর করবে আপনি আপনার কম্পিউটার কোন কাজে ব্যবহার করবেন তার ওপর। তাহলে এবার চলুন, জেনে নেয়া যাক, আপনার জন্যে কোনটা সঠিক হবে? AMD নাকি Intel.
Intel
আগে AMD আর Intel এর সাথে পরিচিত হউয়া যাক, Intel এর পূর্ণরূপ হল Integrated Electonics. ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত কোম্পানীটি বর্তমানে লাভের দিক থেকে পৃথিবীর সর্ব বৃহৎ Semi-conductor & Micro Processor নির্মাতা প্রতিষ্ঠান। এর সদর দপ্তর ও ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারার সিলিকন ভ্যালীতে অবস্থিত। কোম্পানীটি আমেরিকার Fortune 500 সবচেয়ে ধনী কোম্পানী গুলোর তালিকায় ৪৫তম অবস্থানে আছে। Intel এর উল্লেখযোগ্য একটি বৈশিষ্ঠ্য হল Intel এর বেশিরভাগ প্রসেসরে iGPU বা Integrated GPU থাকে।
Intel ল্যাপটপ গুলো একই দামের AMD ল্যাপটপ থেকে তুলনা মুলক দ্রুত ও বেশি দক্ষ হয়। এর কারন হল Intel ল্যাপটপে প্রসেসরের clock speed বেশি থাকে। দ্রুত হউয়ার কারনে Intel বেশি বিদ্যুৎ ব্যাবহার করে তাই ব্যাটারী লাইফ কম হয়। ব্যাটারী লাইফ যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ না হয় তাহলে Intel এর ল্যাপটপ গুলো আপনাকে AMD এর তুলনায় ১৫% ভালো পারফরমেন্স দিতে পারবে।
ডেস্কটপ এর ক্ষেত্রে Intel AMD থেকে কিছুটা পিছিয়ে থাকবে কারন মাদারবোর্ড ও সকেট compatibility এর দিক থেকে AMD এগিয়ে আছে। আপনি Xeon, Core i series, অথবা Intel Core m series থেকে বাজেট ও প্রয়োজন অনুযায়ী আপনার পছন্দের প্রসেসরটি বেছে নিতে পারবেন। তবে Intel এর iGPU graphics, gaming or 3d modeling এর জন্য উপযুক্ত নয়।
AMD
AMD এর পূর্ণরুপ হল Advanced Micro Devices. AMD একটি আমেরিকান মাইক্রো-প্রসেসর কোম্পানী যার সদর দপ্তর ক্যালিফোর্নিয়া রাজ্যের সিলিকন ভ্যালীতে অবস্থিত। কোম্পানীটি ১৯৬৯ সালে Jerry Sanders এবং তার কর্মক্ষেত্রের ৭ জন সহকর্মী নিয়ে সেমি-কন্ডাক্টর প্রস্তুতকারক হিসেবে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে। AMD এর উল্লেখযোগ্য একটি বৈশিষ্ঠ্য হল একই দামের মধ্যে AMD প্রসেসর গুলো Intel এর থেকে বেশি দক্ষ ও বিদ্যুৎ সাশ্রয়ী হয়।
ল্যাপটপ এর ক্ষেত্রে দেখা যায় AMD প্রসেসরের ল্যাপটপ গুলো Intel প্রসেসর এর ল্যাপটপ থেকে কিছুটা ধীর গতির হয় কারণ AMD এর প্রসেসর ল্যাপটপের ব্যাটারী লাইফ বাড়াতে lower clock speed/power এ চলে। ইউটিউবার Linus Tech Tips পরিক্ষা করে দেখেছেন যে AMD ল্যাপটপ গুলো বাকি সব হার্ডওয়্যার একই থাকলেও Intel ল্যাপটপ গুলো থেকে ৩০% ব্যাটারী সাশ্রয়ী হয়।
ডেস্কটপের ক্ষেত্রে বিষয়টা আলাদা। যেহেতু ডেস্কটপে পাওয়ার সাশ্রয় করার তেমন কোন প্রয়োজন হয়না- তাই ডেস্কটপে AMD ভালো পারফর্ম করে। আপনার কাজের ধরনের ওপর নির্ভর করে AMD এর বিভিন্ন ক্ষমতার প্রসেসরগুলো থেকে আপনার জন্যে সঠিকটা বেছে নিন। সাধারন ব্যাবহার ও স্বাভাবিক গেমিং এর জন্যে AMD APU প্রসেসর গুলো ব্যবহার করতে পারবেন। হেভি ওয়ার্ক এর জন্যে AMD Ryzen 7&9 অথবা Threadripper ব্যাবহার করুন।
Intel vs AMD – পার্থক্য গুলো দেখে নিন
Intel | AMD |
---|---|
কম বাজেটের জন্যে সাশ্রয়ী। | বেশি বাজেটের জন্যে সাশ্রয়ী। |
ল্যাপটপের ক্ষেত্রে বেশি দক্ষ। | ডেস্কটপের ক্ষেত্রে বেশি দক্ষ। |
Clock Speed Boost(14 nm) থাকলে ডিভাইস অনেক গরম হয়। | প্রযুক্তিগত কারনে তুলনামুলক ঠাণ্ডা থাকে। |
Clock Speed 5GHz বা এর চেয়ে বেশিও হতে পারে। | সাধারণত Clock Speed 5GHz এর কম থাকে, এর বেশি হলে over-heating হয়। |
Core i F ছাড়া Core i সিরিজের সকল প্রসেসরে iGPU আছে। | শুধুমাত্র AMD APU সিরিজে iGPU থাকে। পারফরমেন্স Intel এর থেকে ভালো। |
Symmetric multiprocessing capabilities of up to 4 sockets/28 cores | Symmetric multiprocessing capabilities of up to 8 sockets/128 cores. |
ওপরের লেখা ও টেবিল থেকে দেখা যাচ্ছে, দুই প্রসেসরই বিশেষ কিছু কাজে অপরটি থেকে দক্ষ। তাই একক ভাবে কোনটাই সেরা নয়। অফিসিয়াল কাজ বা লেখালেখির জন্যে AMD এর ল্যাপটপ আর Intel এর ডেস্কটপ ভালো হবে, একই ভাবে, গ্রাফিক্স ও গেমিং এর জন্যে Intel এর ল্যাপটপ আর AMD এর ডেস্কটপ ব্যাবহার করুন।
কোন মন্তব্য নেই