প্রেমিকার মন ভালো করার উপায় । কিভাবে প্রিয়জনের মন ভালো করবেন | Muhammed Juwel Ahmed |
তাই আপনিও যদি ভাবছেন নিজের প্রেমিকার মন কি করে ভালো করবেন তাহলে নিচে দেওয়া উপায় গুলো ব্যবহার করে দেখুন কারণ এই উপায় গুলো নিশ্চই কাজ করবে।
আপনার প্রেমিকার মন যদি কিছু কারণে খারাপ থাকে তাহলে আপনাকেই তার মন ভালো করার দায়িত্ব নিতে হবে।
কারণ আমরা যখন কোনো সম্পর্কে জড়িয়ে পরি তখন সেখানে ভালোবাসার সাথে সাথে মান অভিমান ভাঙ্গানোর দায়িত্বও চলে আসে।
একটি ভালো সম্পর্ক তৈরি হতে জরুরি হলো দুজন দুজনের প্রতি বিশ্বাস রাখা।
একটি মেয়ে সব সময় চায় তার ভালোবাসার মানুষটি যাতে তার সব কিছুর খবর রাখে এবং সাথে তার যত্ন রাখে।
তাই প্রেমিকার মন ভালো করার জন্য সে কি পছন্দ করে এবং কি পছন্দ করেনা তার ভালো লাগা খারাপ লাগে সব বিষয়ে জানার চেষ্টা করুন।
তাহলে চলুন বন্ধুরা নিজের প্রিয়জনের মন ভালো করার সেরা প্রত্যেকটি উপায় গুলো জেনে নেই।
প্রেমিকার মন ভালো করার উপায় গুলো – (সেরা ৮ টি উপায়)
আপনার প্রেমিকা যদি আপনার ওপর কোনো কারণে রেগে আছে, তাহলে নিচে দেওয়া উপায় গুলো অবশই ব্যবহার করে দেখুন। নিচে বলা প্রত্যেকটি উপায় গুলোর মাধ্যমে আপনি আপনার প্রেমিকার রাগ কমিয়ে তার মন ভালো করে তুলতে পারবেন।
১. বিশেষ কিছু প্রেমের নোট লিখুন
আজকাল টেকনোলজির যুগে লাভ লেটার লিখাকে খুব একটা পছন্দ করা হয়না কারণ হাতে লিখতে যতটুকু সময় লাগে তার থেকে অর্ধেক সময়ে স্মার্টফোনে মেসেজ লিখা যায় এবং সেটা পাঠানো হয়ে যায়।
কিন্তু আপনি যদি নিজের মনের ভাবনা গুলো কাগজে লিখে ব্যক্ত করতে পারেন তাহলে এর থেকে রোমান্টিক আর কিছু নেই।
কারণ এইরকম ছোটো ছোটো মূহুর্ত গুলোই আপনার সম্পর্ক মজবুত করবে।
যদি আপনি লাভ লেটার লিখতে না চান তাহলে গিফ্টের সাথে ছোটো একটি লাভ নোট দিতে পারেন।
এই ছোটো ছোটো জিনিসগুলো করলে আপনার প্রেমিকার মন নিশ্চই ভালো হবে এবং আপনার কাছে সে কতটা স্পেশাল সেটাও বুঝতে পারবেন।
২. পুরানো মুহুর্ত মনে করিয়ে দিন
প্রেমিকার মন ভালো করার আরেকটি সেরা উপায় হলো আপনি যে জায়গায় প্রথমবার নিজের প্রেমিকার সাথে দেখা করেছিলেন তাকে সেই জায়গায় আবার নিয়ে যান।
তার সাথে সময় কাটান এবং তার সাথে কাটানো পুরানো মুহূর্তগুলো তাকে মনে করিয়ে দিন, দেখবেন আপনার প্রেমিকার মুখে হাসি আসবেই।
কারণ মেয়েরা এগুলোই নিজের প্রেমিকের কাছে আশা করে থাকে।
এছাড়া, আপনি চাইলে অন্যান্য পুরোনো খুশির মুহূর্ত গুলোও তাকে মনে করিয়ে দিতে পারবেন।
আমাদের জীবনে এরকম প্রচুর চলে যাওয়া মুহূর্ত থেকে থাকে যেগুলো যখনি মনে পরে তখনি মনটা আনন্দিত হয়ে পরে।
তাই, আপনাকেও নিজের প্রয়োজনের ভালো লাগা কিছু পুরোনো মুহূর্ত তাকে মনে করিয়ে দিতে হবে।
৩. সারপ্রাইস দিন
প্রত্যেকটি মেয়ের সারপ্রাইস পেতে ভালো লাগে বিশেষ করে নিজের প্রেমিকের কাছ থেকে পেতে অধিক ভালো লেগে থাকে।
তাই প্রেমিকার মন ভালো করার জন্য সারপ্রাইস দিন এতে তার অনেক ভালো লাগবে।
জরুরি নয় যে আপনাকে কোনো বড় পার্টি অর্গেনাইস করতে হবে বা অনেক টাকা খরচ করতে হবে।
আপনি যদি ভালোবেশে ছোটো ছোটো সারপ্রাইস দিন তাতেই আপনার প্রেমিকা কতটা খুশি হয় দেখবেন।
যেমন হঠাৎ তার পছন্দের কোনো জিনিস কুরিয়ার করে দিন বা তার জন্মদিনের জন্য কিছু সারপ্রাইস প্ল্যান করুন।
৪. প্রেমিকার প্রশংসা করুন
আপনি যদি মনে করেন কারো প্রশংসা করা অনেক সহজ তাহলে এটি অপনার ভুল ধারণা।
কারণ কারো প্রশংসা করাটাও একরকম একটি কলা যেটা প্রত্যেকের ক্ষেত্রে সম্ভব না। বিশেষ করে নিজের প্রেমিকার প্রশংসা করাটা কিন্তু অনেক জরুরি একটি বিষয় যেটা আমাদের মধ্যে অনেকেই অনেক কম পরিমানে করে থাকি।
তবে, প্রশংসা করার সময় শুধু তার রূপ সৌন্দর্য্যের প্রশংসা নয়, আপনি আপনার প্রেমিকার ভেতরের কুওয়ালিটিস গুলোর প্রশংসা অবশই করুন।
যেমন, আপনার প্রেমিকার কর্মজীবনের উন্নতির বিষয়ে প্রশংসা করুন বা তার চরিত্রের, অভ্যেস বা ব্যবহার ইত্যাদি নিয়ে।
যেমন, আপনি বলতে পারেন যে তার উন্নতির জন্য আপনি অনেক খুশি তাহলে দেখবেন এই কথাটি শুনে অপনার প্রেমিকা কতটা খুশি হয়।
৫. ডেট প্ল্যান করুন
আপনি আপনার প্রেমিকার সাথে যতবেশি সময় কাটাবেন আপনার সম্পর্ক আরো বেশি মজবুত হবে।
আর এর জন্য আপনি একটি সারপ্রাইস ডেট প্ল্যান করার ইডিয়াটি কিন্তু সত্যি দারুন।
আপনি চাইলে ডিনার ডেট বা লাঞ্চ ডেট প্ল্যান করতে পারেন।
যদি অপনার প্রেমিকা ছবি (movies) দেখার সখিন হয়ে থাকে তাহলে মুভি ডেট প্ল্যান করতে পারেন।
যদি ডেটকে স্পেশাল বানাতে চান তাহলে কিছু বিশেষ প্ল্যান করুন।
যেমন আপনি আপনার প্রেমিকার পছন্দের জায়গায় তাকে কেনডেল লাইট ডিনারের জন্য নিয়ে যেতে পারেন এবং তার পছন্দের খাবার অর্ডার দিন।
এছাড়াও আপনার প্রেমিকা যদি সংগীত পছন্দ করেন তাহলে কোনো মিউজিকেল কনসার্টে নিয়ে যেতে পারেন।
৬. মাঝে মাঝে গিফ্ট দিন
গিফ্ট দেওয়ার আইডিয়াটি পুরানো হলেও কারো মন ভালো করার জন্য এটি দারুন একটি আইডিয়া বলা যায়।
মেয়েরা এমনিতেও গিফ্ট পেতে পছন্দ করে থাকে। তাই গিফ্ট দেওয়ার জন্য কোনো বিশেষ দিনের অপেক্ষা না করে মাঝে মধ্যে নিজের প্রেমিকাকে গিফ্ট দিন।
এই ছোটো ছোটো মুহুর্ত গুলোই দুজনের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তোলে।
যেমন আপনার প্রেমিকার প্রিয় ফুল বা পছন্দের পারফিউম গিফ্ট করতে পারেন।
এছাড়াও দুজনের পছন্দের কোনো ফটকে সুন্দর করে ফ্রেম বানিয়েও গিফ্ট করতে পারেন।
এতটুকু করলেই আপনার প্রেমিকার খারাপ হয়ে থাকা মন কিছুটা হলেও ভালো হয়ে যাবে।
৭. আলিঙ্গন করুন এবং অনুভব করান
আপনি নিজের প্রেমিকাকে অনুভব করান যে আপনি তাকে কতটা ভালোবাসেন।
আপনি তাকে সবসময় এটা মনে করিয়ে দিন যে তার যেকোনো খারাপ পরিস্থিতে আপনি সাথে থাকবেন।
যদি আপনার প্রেমিকার কোনো কারণে মন খারাপ থাকে তাহলে তার মন ভালো করার জন্য তাকে আলিঙ্গন করুন এবং তাকে অনুভব করান যে সে আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ।
আপনার প্রেমিকার ছোটো থেকে ছোটো কথার ধ্যান রাখুন কারণ এটি আপনার সম্পর্কের জন্য অনেক জরুরি।
যখন সে বুঝতে পারবেন যে আপনি তার সাথে সব সময় আছেন, তখন তার মন অবশই ভালো লাগবে।
৮. মার্কেটিং করতে নিয়ে যান
প্রেমিকার মন ভালো করার দারুন উপায় হলো তাকে মার্কেটিং করতে নিয়ে যান তার পছন্দের জায়গায়।
এবং সে যা যা পছন্দ করে তার পছন্দ অনুসারে সেগুলো কোনো বাধা না দিয়ে কিনে দিন।
জানি এক্ষেত্রে আপনার পকেট থেকে অনেক টাকা যাবে কিন্তু আপনার প্রেমিকা নিজের ইচ্ছা মতে জিনিষ কিনলে তার মন অবশ্যই ভালো হবে।
আমাদের শেষ কথা,,
তাহলে বন্ধুরা, আজকের আমাদের আর্টিকেলের মাধ্যমে আমরা প্রেমিকার মন ভালো করার উপায় গুলোর বিষয়ে জানতে পারলাম। আশা করছি আমাদের আজকের আর্টিকেল আপনাদের পছন্দ হয়েছে।
যদি আমাদের আর্টিকেলটি সত্যি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশই আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন।
এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।
কোন মন্তব্য নেই