কেন পড়ব অর্থনীতি? অর্থনীতি বিষয়ে অনার্স পড়ে ক্যারিয়ার কি? Muhammed Juwel Ahmed
মানবিক বিভাগে আইনের পরে ভালো বিষয় হিসেবে অর্থনীতি বা ইকোনমিকস ধরা হয়। যারা ইকোনমিকস নিয়ে অনার্স পড়বেন ভাবছেন বা যারা ইতিমধ্যে ইকোনমিকস নিয়ে অনার্স পড়ছেন তারা অবশ্যই আজকের আর্টিকেল পুরোটা পড়বেন। আমাদের সাইটে অনেকেই জানতে চায় ইকোনমিকস নিয়ে পড়ে ক্যারিয়ার কি,ইকোনমিকস নিয়ে অনার্স পড়ে কি জব পাওয়া যায়, কেন পড়ব অর্থনীতি, কি হবে অর্থনীতি পড়ে এই সব উত্তর পাবেন আমাদের আজকের আর্টিকেলে।
কী পড়ানো হয়?
আমাদের জীবনে অর্থনীতির ব্যবহার আছে প্রায় সব ক্ষেত্রে। বিষয়টি একজন শিক্ষার্থীকে যুক্তিসংগত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। অর্থনীতি–বিষয়ক জ্ঞান প্রয়োগ করে যেকোনো সিদ্ধান্ত আরও ভালোভাবে নেওয়া যায়। পড়ালেখাটা শুধুই সংখ্যা, লেখচিত্র, হিসাব–নিকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। অর্থনৈতিক জ্ঞান কাজে লাগিয়ে কীভাবে মানুষের জীবনযাপনকে আরও উন্নত করা যায়, সেটাই আমরা শেখাতে চেষ্টা করি। অর্থনীতি হলো ভিত্তি; আর বিপণন, ব্যবস্থাপনা, আর্থিক সংস্থানের মতো বিষয়গুলো হলো এর শাখা-প্রশাখা। অর্থনীতি ঠিকঠাক বুঝতে পারলে এসব বিষয় বোঝা সহজ হয়ে যায়।
কোনো একটি দেশের অর্থনীতি কীভাবে কাজ করে ও করা উচিত, অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে আমাদের দেশের অর্থনৈতিক খাতে কী ধরনের পরিবর্তন আনা যায়, স্বতন্ত্র প্রতিষ্ঠানগুলো দক্ষতার সঙ্গে কীভাবে পরিচালনা করা যায়, কীভাবে কম খরচে বেশি মুনাফা লাভ করা যায়—এ সম্পর্কে অর্থনীতির ছাত্রছাত্রীরা ধারণা পান। এ ছাড়া ব্যক্তিগতভাবে সীমিত উৎস দিয়ে নিজেদের ঘরোয়া বাজেট, খরচ ও আয়কে কীভাবে আরও উন্নত করা যায়, তাও জানা যায় অর্থনীতি পড়ে।
ভবিষ্যৎ কী?
বিশ্বে মৌলিক বিষয়গুলোর যেমন চাহিদা রয়েছে, অর্থনীতির চাহিদাটাও ঠিক সে রকমই। বর্তমানে বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে এগোচ্ছে। একটা সময় আসবে যখন খুব কমসংখ্যক ক্ষেত্রেই মানবিক বুদ্ধিমত্তার প্রয়োজন হবে। রোবট কোনো একটি বিষয় তার মধ্যে ধারণ করে নিলে, পরবর্তীকালে তা কাজে লাগিয়েই সিদ্ধান্ত নিতে পারবে। সে সময় অনেক কিছুরই প্রয়োজন না থাকলেও একটি মৌলিক বিষয় হিসেবে অর্থনীতির চাহিদা থেকেই যাবে।
ধরুন, বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশে যদি কমপক্ষে একটি বিশ্ববিদ্যালয়ও থাকে, তবে সেখানে অর্থনীতি বিভাগটি অবশ্যই থাকবে। অতএব অর্থনীতিতে পড়লে কাজের সুযোগ নিয়ে আপনাকে ভাবতে হবে না। স্নাতক পর্যায়ে অর্থনীতিতে পড়ে পরবর্তীকালে স্নাতকোত্তর ও পিএইচডি করার সময় বিশেষায়িত দিকে যাওয়াই ভালো। কারণ এখন প্রায় সব বিষয়ই বিশেষায়িত হয়ে যাচ্ছে। তাই সেসব বিশেষায়ণ সম্পর্কে জানা না থাকলে পরবর্তীকালে সমস্যার সম্মুখীন হতে হবে। আমি যেমন স্নাতকে অর্থনীতি নিয়ে পড়লেও স্নাতকোত্তরে লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে ‘ইকোনমিকস অ্যান্ড সোশ্যাল পলিসি’ নিয়ে পড়েছি। যেটা অর্থনীতির বিশেষ ও স্বতন্ত্র একটি ক্ষেত্র। এ রকম আরও অনেক ক্ষেত্র রয়েছে, যেমন—অ্যাপ্লাইড ইকোনমিকস, ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিকস, লেবার ইকোনমিকস ইত্যাদি।
ক্যারিয়ার কোথায়?
অর্থনীতি পড়ে কেউ যদি শিক্ষকতা করতে চান, তাহলে পিএইচডি করে নেওয়া ভালো। এ ছাড়া শিক্ষকতার পাশাপাশি গবেষণা করা যায়। সেটা একক গবেষণা হতে পারে, বা কোনো প্রতিষ্ঠানের হয়ে গবেষণা প্রবন্ধ প্রকাশ করা যেতে পারে। আমাদের দেশে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা সংস্থা আছে, যেমন: পিআরআই, সিপিডি (সেন্টার ফর পলিসি ডায়ালগ), পলিসি রিসার্চ ইনস্টিটিউট ইত্যাদি। এ ছাড়া বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে যাঁরা অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কাজ করেন, যেমন: এডিবি (এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক), ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট ইত্যাদি। এসব প্রতিষ্ঠানেও একজন অর্থনীতিতে পড়ুয়া ছাত্রছাত্রীর কাজের সুযোগ রয়েছে। বিশ্বের যেকোনো জায়গায় যেকোনো ধরনের আর্থিক প্রতিষ্ঠানে অর্থনীতির ছাত্রছাত্রীরা কাজের ক্ষেত্র খুঁজে পাবে।
কারা পড়বে?
অর্থনীতিতে পড়ার আগে প্রস্তুতির জন্য সব বিষয়েই যে ভালো দখল থাকতে হবে, তা কিন্তু নয়। আমি যখন পড়েছি, তখন সবচেয়ে বেশি কাজে লেগেছে গণিত ও ইংরেজির জ্ঞান। যেহেতু অর্থনীতির ভালো বইগুলো প্রায় সবই ইংরেজিতে লেখা, তাই ইংরেজিতে দখল থাকলে বিষয়গুলো সহজে রপ্ত করা যায়। আর যেহেতু অর্থনীতিতে পরিসংখ্যান ও অঙ্কের অনেক ব্যবহার রয়েছে তাই অঙ্কের ভিতটাও শক্ত থাকা দরকার। খুব যে ভালো হতে হবে তা-ও নয়। কিন্তু অঙ্ককে ভয় পেলে অর্থনীতি বিষয়টা বেছে না নেওয়াই ভালো।
অর্থনীতি বিষয়ে অনার্স পড়ে ক্যারিয়ার |
★ অর্থনীতি নিয়ে অনার্স পড়ার জন্য কি যোগ্যতা লাগে?
উত্তরঃ আপনি যদি অর্থনীতি নিয়ে অনার্স পড়তে চান তাহলে আপনি যেকোনো গ্রুপ থেকে ইকোনোমিক নিয়ে পড়তে পারেন। তবে আপনি যদি মানবিক বিভাগের হোন তাহলে অর্থনীতি নিয়ে অনার্স পড়ার ক্ষেত্রে আপনি বিশেষ অগ্রাধিকার পাবেন।
★ কেন পড়ব অর্থনীতি?
উত্তরঃ আপনি যদি মানবিক বিভাগের স্টুডেন্ট হোন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আইন বিভাগে সুযোগ না পান,তাহলে আপনি অর্থনীতি বা ইকোনমিকস নিয়ে পড়তে পারেন।
★ অর্থনীতি পড়ে কি জানা যায়?
উত্তরঃ অর্থনীতিতে অনার্স পড়ে,আপনি একটি দেশের অর্থনীতির সামগ্রিক অবস্থার উপর প্রভাব বিস্তারকারী বিষয়গুলো নিয়ে জানতে পারবেন। তাছাড়া দেশের মুদ্রাস্ফীতি, মুদ্রার মান হ্রাস বৃদ্ধি ইত্যাদি নিয়ে জানতে পারবেন।
★ অর্থনীতি বিষয়ে অনার্স পড়ে ক্যারিয়ার কি?
উত্তরঃ অর্থনীতি বা ইকোনমিকস নিয়ে অনার্স পড়ে আপনি মানবিক বিভাগের বিষয় পড়েও ভালো সিজিপিএ তুলতে পারবে। মানবিক বিভাগের একমাথ অর্থনীতি বিভাগেই ভালো সিজিপিএ তোলা যায়। সেক্ষেত্রে কারো কারো মনে অর্থনীতির ছাত্রছাত্রী ব্যাংক জবে অগ্রাধিকার পায় অথবা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে। আসলে বাংলাদেশ ব্যাংকে অর্থনীতির ছাত্রছাত্রীদের জন্য আলাদা সেক্টর রয়েছে।
★ অর্থনীতি পড়ে কি ব্যাংকে জব করা যায়?
উত্তরঃ ব্যাংক জব ও ব্যাংকের কাজ সব বিবিএ পড়ুয়াদের জন্য প্রযোজ্য হলেও ইতিমধ্যে অনেক ইকোনমিকস পড়ুয়া স্টুডেন্ট ব্যাংকে জব করে। আসলে তারা তাদের যোগ্যতা দিয়েই এই সেক্টরে আছে।
★ বিবিএ আর ইকোনমিকস কি একই?
উত্তরঃ মোটেও না। ইকোনোমিক্স অনার্সে বিবিএ'র কয়েকটা কোর্সের খন্ড অংশ পড়ানো হয়। খন্ড অংশ পড়েই বিবিএ নিয়ে সবজান্তা হওয়া যায়না।
★ ইকোনমিকস পড়ে কি বিসিএস ক্যাডার হওয়া যায়?
উত্তরঃ হ্যাঁ,ইকোনোমিক পড়ে আপনি বিসিএস ক্যাডার হতে পারেন। যেহেতু ইকোনমিকস বিভাগের স্টুডেন্টদের সিজিপিএ ভালো থাকে সেহেতু তারা বিসিএসে অগ্রাধিকার পায়।
★ অর্থনীতি নিয়ে অনার্স পড়ে কি শিক্ষক নিবন্ধন দেয়া যায়?
উত্তরঃ হ্যাঁ, অর্থনীতি নিয়ে পড়ে আপনি শিক্ষক নিবন্ধন দিতে পারেন।
★ অর্থনীতি পড়ে ভালো ফলাফল করা যায়?
উত্তরঃ মানবিকের অনার্স বিষয়ের মধ্যে ইকোনমিকস একমাত্র বিষয় যেখানে ম্যাথম্যাটিকস থাকে। যারা কিনা পরীক্ষায় ক্যালকুলেটর ব্যাবহার করে। ফলে তাদের সিজিপিএ তুলনামূলক ভালো থাকে।
★ অর্থনীতি পড়ে কি বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া যায়?
উত্তরঃ যেহেতু ইকোনমিকস পড়ে ভালো সিজিপিএ তোলা যায়। সেহেতু আপনি ইকোনমিকস পড়ে বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে পারেন।
★ ইকোনমিকস পড়ে প্রাইভেট জব করা যায়?
উত্তরঃ আপনার যদি ভালো লিংক থাকে তাহলে আপনি ইকোনোমিকস পড়েও ভালো প্রাইভেট জব করতে পারেন।
বাংলাদেশের পেক্ষাপটে অর্থনীতি বিষয় আগে ততটা জনপ্রিয় ছিলনা। নোবেল বিজয়ী ড মুহাম্মদ ইউনুস স্যার নোবেল পাওয়ার পরেও অর্থনীতি বিষয়ে অনার্স করা শিক্ষার্থী বাড়তে থাকে। ব্যাংক আর অর্থনীতি বিষয়ে পার্থক্য আছে। ব্যাংকে জব করতে হলে আপনাকে প্রতিটা হিসেবে ডেবিট ক্রেডিট দিক মেলাতে হবে। বিবিএ বা কমার্সের স্টুডেন্টদের শুরুই হয় ডেবিট ক্রেডিট মিলিয়ে। এখানে অর্থনীতি স্টুডেন্ট হিসেবে ব্যাংক জবে অগ্রাধিকার ব্যাপারটা যাচ্ছেনা। অর্থনীতি বিভাগে বাংলাদেশ ব্যাংকের বড় আলাদা সেক্টর আছে। যেখানে দেয়ার অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করা হয় কিন্তু ব্যাংকের কাজে অর্থনীতি বিভাগ বিষয়টি যায়না।
আশাকরি আজকের আর্টিকেলে অর্থনীতি বা ইকোনোমিক নিয়ে আপনাদের যা যা প্রশ্ন ছিল সেগুলা জানতে পেরেছেন। আপনাদের মনে নতুন কোন প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার প্রশ্ন করতে পারেন।
কোন মন্তব্য নেই