ইংরেজিতে কথা বলার সহজ উপায় | Muhammed Juwel Ahmed |



 

ইংরেজিতে কথা বলার সহজ উপায়

ইংরেজিতে কথা বলার সহজ উপায়, জানার জন্য কম-বেশী সবাই আগ্রহী। ইংরেজি বর্তমানে সারা বিশ্বব্যাপী প্রচলিত একটি আন্তর্জাতিক ভাষা। ইংরেজি বহুল ব্যবহৃত প্রচলিত ভাষাসমূহের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ভাষা।

ইংরেজি শেখার জন্য প্রায়, বিভিন্ন ধরণের স্টাডি ম্যাটেরিয়াল, অনলাইন-অফলাইন কোর্স, আর্টিকেল, বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিজ্ঞাপন প্রচার করে থাকে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, ইংরেজিতে কথা বলার সহজ উপায় কোনটি?

আজকের আর্টিকেলে, ইংরেজি শেখার সহজতম উপায় নিয়ে ধাপে ধাপে বর্ণনা করা হবে। এছাড়াও আপনি জানতে পারবেন-

  • কিভাবে সহজ কিছু পদ্ধতি অবলম্বন করে ইংরেজি শিখতে পারেন? 
  • কেন এই পদ্ধতিগুলো ইংরেজি শিক্ষার ক্ষেত্রে সাহায্য করবে?
  • কিছু রিসোর্স যা আপনাকে ইংরেজি ভীতি দূর করতে সাহায্য করবে?

এমন আরও জানা অজানা অনেক প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের আর্টিকেলে। চলুন তাহলে জেনে নেই ইংরেজি শিক্ষার সহজ কিছু পদ্ধতিসমূহ।

ইংরেজিতে কথা বলার সহজ উপায়

১. যত তারাতারি সম্ভব ইংরেজি বলার অভ্যাস করুন

আপনি যদি বাস্তবে ইংরেজি খুব তাড়াতাড়ি শিখতে চান, প্রতিদিন খুব দ্রুততার সহিত ইংরেজি বলার অভ্যাস করতে হবে। আপনি যত তাড়াতাড়ি ইংরেজি বলবেন, তত বেশি আপনি নিজের জড়তা কাটিয়ে উঠতে পারবেন।

University of Machigan এর ২০১৬ সালের এক প্রতিবেদনে বলা হয় যে, অনলাইনে বসে কিংবা ঘরে বসে ইংরেজি শেখার চেয়ে; ট্র্যাডিশনাল মেথড গুলো বেশি কাজে দিয়ে থাকে। 

রিসার্চের জন্য বিজ্ঞানীরা কোন নতুন ভাষা শেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের দুটি গ্রুপে বিভক্ত করেন:
  • গ্রুপ A :তারা গ্রামার এবং ভোকাবুলারি অনুশীলন করবে।
  • গ্রুপ B :ভিডিও দেখে ইংরেজি শিখবে এবং বলবে। 

১২ সপ্তাহ অনুশীলন করার পর দেখা যায় যে, গ্রুপ A এর শিক্ষার্থীরা তাদের শেখার ক্ষেত্রে, কোন উন্নতি সাধন করতে পারে নি। কিন্তু গ্রুপ B তাদের ইংরেজি স্কিল চর্চা খুব সহজে করতে পেরেছিলেন।

তারা মূলত ভিডিও দেখে অনেক বেশি ভোকাবুলারি জানতে পেরেছিলেন এবং সেটা মুখে বলতেন। যা ইংরেজি বলার ক্ষেত্রে সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করেছে।

২. নিয়মিত পড়ুন

ইংরেজি পড়ে বুঝতে না পারলে, গুগল ট্রান্সলেটের সাহায্য নিতে পারেন। আপনি যদি চর্চা করতে গিয়ে হাঁপিয়ে উঠেন, তাহলে বই পড়া (ইংরেজি গল্প বা মজাদার বিষয়) শুরু করে দিন।

এছাড়াও নিম্নের পদ্ধতি অবলম্বন করতে পারেন –

  • Busfeed, Mashable, upworthy এর মতন ওয়েবসাইটসমূহে সেলেব্রিটিদের খবর পড়তে পারেন। 
  • ইংরেজি ভাষায় রচিত, মজার গল্প বা কৌতুক পড়ুন। 
  • আপনি আপনার মোবাইল এ ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি ব্যবহার করার চেষ্টা করুন। 
  • ব্রিটিশ/আমেরিকান পাবলিক ফিগারদের ফেসবুক, টুইটারে ফলো করা শুরু করুন।

যদি আপনার পড়ার গতি ধীরগতির হয়ে যায়, তাহলে পুনরায় সেই চেষ্টা আবার বাড়িয়ে তুলন। আপনি আপনার পড়াশোনার পাশাপাশি “fry words” নামক বইটি পড়ার অভ্যাস করুন। যা ১০০০ টি গুরুত্বপূর্ণ শব্দ শিখতে আপনাকে সাহায্য করবে।

৩. নিজেকে দায়িত্বশীল করে তুলন

আপনি যদি খুব দ্রুত ইংরেজি শিখতে চান, তাহলে আপনার চর্চাকে একটি অভ্যাসে পরিণত করুন। তার মানে এই নয় যে, আপনি শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ে ইংরেজি চর্চা করবেন। বরং আপনাকে আপনার নির্দিষ্ট সময়ের বাইরেও অতিরিক্ত সময়ে ইংরেজি চর্চা করতে হবে। 

আপনার যদি তীব্র মনোবল থেকে থাকে, তাহলে এলার্ম দিয়ে, আপনি নির্দিষ্ট সময়ের বাইরেও, চর্চা করতে পারেন ইংরেজি। The American Society of Training and Development এর এক গবেষণা মতে দেখা যায় যে, আপনি কারোর সাথে যে কাজটি প্রতিশ্রুতি দিয়ে করেন, ৬৫% দ্রুততার সহিত সে কাজই সম্পন্ন করতো পারেন।


আবার আপনি যদি কোন ব্যাপারে কারো সাথে আলোচনার মাধ্যমে শিখতে চান, সেই শেখাটা আপনার প্রায় ৯৫%ভাগ তাড়াতাড়ি শিখতে পারেন। তাই ইংরেজি শিখতে হলে, আপনি ইংরেজি চর্চা করতে পারবেন, এমন একজন পার্টনার খুঁজে বের করুন এবং দ্রুততার সহিত তা শিখে ফেলুন।

৪. আমি পারব এমন একটি টার্গেট সেট করে রাখুন

ল্যাঙ্গুয়েজ লার্নিং কমিউনিটি ফ্লুয়েন্ট ইংরেজিতে কথা বলা মানুষ সকলে বেশ পছন্দ করে থাকে। মূলত ইংরেজি শেখার শেষ ধাপে গিয়ে আপনি আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন।

সত্য কথা বলতে কি, যারা কোন ভাষা শিখতে চায়, তারা প্রতিনিয়ত সেই ভাষা শিখে থাকে।

যেসব টার্গেট ঠিক করে নিতে পারেন:

  • আজকে আমি ২০টি ইংরেজি শব্দার্থ মুখস্ত করবো।
  • ১ মাসের মধ্যে ইংরেজির বেসিক নিয়মগুলো শিখে ফেলবো।
  • প্রতিদিন ১ ঘন্টা অন্য কোন ভাষা নয়, শুধু ইংরেজিতে কথা বলবো।
  • প্রতিদিন অধা ঘন্টা ইংরেজি নিউজ শুনবো।

৫. আপনার ব্যক্তিগত লক্ষ্য মাথায় রাখুন

আপনি যদি প্রথমে নিজের লক্ষ্য নির্ধারণ করে রাখতে পারেন, তাহলে ইংরেজিতে কথা বলার সহজ উপায় জানা হয়ে যাবে। ধরুন কেউ যদি ইংরেজিতে ডিগ্রি নিতে চায়, তাহলে সেই ব্যক্তি নিজের কোর্স অনুযায়ী একটি আউটলাইন তৈরি করে নিবেন।

অন্যদিকে কেউ যদি চাকরির জন্য ইংরেজি শিখতে চায়, তারা অফিসের জন্য প্রয়োজনীয় ইংরেজি শব্দ ও বাক্য শিখে নিবেন। সাধারণ জীবন-যাপন কিংবা ভ্রমনের জন্য হলে, সেই জাতীয় শব্দ ও বাক্য শিখতে পারেন। মানে, কোন কারণে ইংরেজি শিখতে চাচ্ছেন, সেই লক্ষ্য মাথায় রাখুন।

৬. আপনার ভোকাবুলারি স্কিল বৃদ্ধি করুন

আপনি যদি আপনার প্রিয় বন্ধুটির সাথে, ইংরেজিতে চর্চা করতে পারেন, তাহলে আপনার জানার আগ্রহ যেমন বাড়বে; ঠিক তেমনি করে আপনার ভোকাবুলারি স্কিল প্রচুর বৃদ্ধি পাবে। 

কারো সাথে যখন ইংরেজি চর্চা করবেন, আপনার অনেক ধরনের ভোকাবুলারি শব্দ জানার ইচ্ছা বৃদ্ধি পাবে। আজকাল বেশ কিছু এপ্লিকেশন রয়েছে যাদের মাধ্যমে আপনি একদম ঘরে বসে আপনার ইংরেজি চর্চা করতে পারেন, কোন রকম ঝামেলা ছাড়াই।

চলুন জেনে নেই সেই সকল এপ্লিকেশনের নাম সম্পর্কে:

৭. পুরো বাক্য বলার অভ্যাস করুন 

ল্যাঙ্গুয়েজ নার্ড এই মাধ্যমকে “সেন্টেন্স মাইনিং” বলা হয়। আপনি এক কাজ করেন, sentence mining দিয়ে ইন্টারনেট সার্চ দিয়ে বিস্তারিত দেখে ফেলুন। 

বাক্য গঠন করতে না পারলে, ইংরেজি বাক্য গঠনের নিয়ম – এই লেখাটি পড়ে ফেলতে পারেন। এছাড়া, manythings.org এই সাইট থেকে ইংরেজি ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করা শিখতে পারেন।

৮. ইংরেজি গান শুনুন

ইংরেজিতে গান শোনা আপনার ইংরেজি চর্চার ক্ষেত্রে ভোকাবুলারি, বাক্য গঠন ও উচ্চারণে সাহায্য করবে। ইংরেজিতে কথা বলার সহজ উপায় হিসাবে ইংরেজি গান শুনতে পারেন। চেষ্টা করবেন, পুরানো গান বা কম মিউজিকের গান শোনার। কারণ, গান শোনার মৌলিক উদ্দেশ্য ইংরেজি শব্দ ও বাক্যগুলো আপনার ব্রেইনে ঢুকানো।

৯. টেলিভিশন দেখুন

ইংরেজি টিভি সিরিজ দেখার মাধ্যমে আপনি খুব সহজে ইংরেজি ভাষা রপ্ত করতে পারেন। ২০১২ সালে কাপলানের গবেষণা মতে, টিভি সিরিজ শিক্ষার্থীদের ইংরেজি ভাষা রপ্ত করতে বেশি ভূমিকা পালন করে। 

কিছু জনপ্রিয় টিভি সিরিজ:

  • friends.
  • How I met Your mother. 
  • csi. 
  • house. 
  • the big bang theory. 

আপনি চাইলে আপনার ক্রোম ব্রাউজারে “learning with netflix” নামক এক্সটেনশন যুক্ত করে নিতে পারেন। যা আপনাকে ইংরেজি নতুন কোন সিরিজ আসলে, নোটিফিকেশন পাঠাবে। টিভি সিরিজের মাধ্যমে খুব সহজে ঘরে বসে আপনার ইংরেজি ভাষা চর্চা করতে পারবেন।

এছাড়া, অ্যানিমেশন মুভি বা কার্টুন দেখতে পারেন। কেননা, এইসব ক্ষেত্রে ভাষাগুলো অনেক স্পষ্ট হয়।

১০. নেটিভ স্পিকার থেকে ইংরেজি শেখার অভ্যাস করুন

ইংরেজিতে কথা বলার সহজ উপায়
ইংরেজিতে কথা বলার সহজ উপায়

যখন আপনার মাতৃভাষা বাংলা হবে, আপনি তখন ইংরেজি কিভাবে শিখবেন? এক্ষেত্রে ইংরেজিতে কথা বলার সহজ উপায় হলো, আপনার ভাষাভাষী কোন ইংরেজিতে দক্ষ ব্যাক্তির সাথে চর্চা করতে পারেন। দেখবেন আপনি খুব সহজে শিখে নিতে পারেন ইংরেজি।

ইংরেজি ভাষায় কথা বলার অ্যাপ:

১১. আপনার মোবাইল এবং সোশ্যাল মিডিয়া সেটিং ইংরেজিতে কনভার্ট করুন

একদম বেসিক ইংরেজি থেকে ইংরেজি চর্চা শুরু করলে কি করতে হবে? ভেবে দেখেছেন কি? আপনি যখন ইংরেজি শেখা শুরু করবেন, আপনার আশেপাশে প্রতিনিয়ত ইংরেজির প্রয়োজন হবে।

তাই আপনি যদি আপনার ইংরেজি স্কিল বৃদ্ধি করতে চান তাহলে, আপনার সবার আগে মোবাইল সেটিং পরিবর্তন করে, ইংরেজিতে কনভার্ট করতে হবে।

পাশাপাশি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন ধরণের সোশ্যাল মিডিয়া ইংরেজি ভাষায় করে নিতে হবে। সোশ্যাল মিডিয়ার ইংরেজির ব্যবহার আপনার ইংরেজি চর্চাকে বেগবান করবে।

১২. ভাষা শিক্ষা কমিউনিটির সাথে যুক্ত হতে হবে

ইংরেজি শেখার ক্ষেত্রে সকল ভুলসমূহ প্রতিরোধ করা সম্ভব, যদি আপনি ইংরেজি শেখার কমিউনিটিতে যুক্ত হতে পারেন। যেখানে আপনি আপনার শেখার পাশাপাশি, আপনি আপনার ভুল সমূহ সমাধান করে নিয়ে নিজের চর্চাকে বেগবান করতে পারবেন। কারণ, কমিউনিটিতে সবাই ইংরেজি চার্চার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। ফেসবুক গ্রুপ, বিভিন্ন স্যোশাল মিডিয়া গ্রুপ, ফোরাম কিংবা বাস্তাবের কোন ইংরেজি কমিউনিটি।

১৩. উচ্চারণ ঠিক রাখুন

আপনি যত ভালো গ্রামের রপ্ত করুন না কেন, আপনার উচ্চারণ ঠিক না হলে ,আপনি ইংরেজি ভালোভাবে চর্চা করতে পারবেন না। সঠিক উচ্চারণ না হলে, আপনার ভবিষ্যৎ কর্মক্ষেত্রে নানা ধরণের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন। তাই আপনি যে শব্দ পড়ুন না কেন, আপনার উচ্চারণ ঠিক রাখবেন। ইংরেজি উচ্চারণ ঠিক করার জন্য সিলেবলের উপর নজর দিবেন।

উপসংহার

এই ছিল আজকে ইংরেজিতে কথা বলার সহজ উপায় নিয়ে সংক্ষিপ্ত লেখা। আপনি ইংরেজি চর্চা করতে গেলে নানা ধরণের সমস্যার সম্মুখীন হবেন। হাল ছেড়ে দিবেন তা কিন্তু না। বরং আজ পারছেন না, চেষ্টা করুন। কাল পারবেন। এভাবে বার বার উঠে দাঁড়ানো আপনাকে নিয়ে যাবেন আপনার সফল গন্তব্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.