আপনার ভালোবাসার মানুষ কেমন হওয়া উচিত ? Muhammed Juwel Ahmed |
‘চেহারাতে কি এসে যায়? চরিত্রই আসল।’
মানুষের রূপ দুইদিনের সঙ্গী কিন্তু, পরিষ্কার মন ও নিষ্কলঙ্ক চরিত্রই মানবজীবনের সেরা সম্পদ।
তাই, ভালোবাসার মানুষ ঠিক কেমন হওয়া উচিত, যদি আপনার মনে এই প্রশ্নটা এসে থাকে- তাহলে নিঃসন্দেহে, জেনে রাখুন, একজন মানুষের রূপের তুলনায়, তার গুণ ও ব্যবহারেরই কদর সবার আগে করা উচিত।
আমাদের আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করবো, আমাদের প্রিয় মানুষটি কেমন হওয়া উচিত ? – এই বিষয় সম্পর্কে।
আপনার ভালোবাসার মানুষ কেমন হওয়া উচিত ?
এই আর্টিকেলের মাধ্যমে আপনি জানতে পারবেন যে, একজন ভালোবাসার মানুষের মধ্যে কি কি চারিত্রিক বৈশিষ্ট্য ও আচার-ব্যবহার থাকলে, সে আপনার জন্যে উপযুক্ত হয়ে উঠবে।
ভালোবাসার মানুষ কোনো ছাঁচে গড়া কোনো পুতুল নয়- যে তাদের নির্দিষ্ট কোনো আকার, গঠন ও আচার-ব্যবহার থাকবে।
আর, ভালোবাসা হল একটা সার্বজনীন ভাষা বা অনুভূতি- যা সব মানুষই শুধু অনুভবই করতে পারে।
তাই, এখানে আমরা ভালোবাসার মানুষের মধ্যেকার কতগুলো বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য ও আচরণের ব্যাপারে বিশ্লেষণ করলাম, যেগুলোর বেশ কয়েকটি আপনি সেই স্পেশাল মানুষটার মধ্যে খুঁজে পেলেই বুঝতে পারবেন, যে সেই আপনার প্রকৃত ভালোবাসার মানুষ।
১. আত্মবোধ থাকা বাঞ্চনীয়:
আমরা ছোট থেকেই শুনে আসছি যে, যার আত্মবোধ নেই, তার কোনো বৃদ্ধি নেই।
তাই, আপনি এমন কোনো মানুষকে নিশ্চয়ই বেছে নিতে চান না যার নিজের ব্যাপারেই কোনো সঠিক ধারণা নেই।
কারণ, যে নিজেকে ঠিকমতো বোঝে না, সে তাহলে আপনাকে কি করে বুঝবে?
২. সততা:
সম্পর্ক হোক কিংবা জীবনের যেকোনো অধ্যায়, সবক্ষেত্রেই মানুষ সৎ ও ভরসাযোগ্য সঙ্গের কামনা করে।
এক্ষেত্রে, আপনার ভালোবাসার মানুষের মধ্যে সৎ মানসিকতা খোঁজাটা আপনাকে একটা সুন্দর সম্পর্ক তৈরী করে দিতে পারে।
এছাড়াও, সততা বোধ ছাড়া কোনো সম্পর্কই বেশিদিন টেকে না।
৩. আনন্দ:
জীবনে ওঠা-নামার ক্ষেত্রে আমরা যদি আনন্দই না করলাম, তাহলে আর এ জীবন, কেমন জীবন?
সুতরাং, সঙ্গী এমন কাউকেই বাছুন, যে আপনাকে আপনার সুখে-দুঃখের সময়ে পাশে থেকে আনন্দে রাখতে পারবে।
৪. শ্রদ্ধামূলক ব্যবহার:
আমরা যেমন মানুষই হই না কেন, আমরা সবসময়েই মানুষের কাছ থেকে সম্মান পেতে চাই।
বিশেষ করে, যাকে আমরা ভালোবাসি, আপন মনে করি, তাদের কাছ থেকে আমরা সবথেকে বেশি শ্রদ্ধা কামনা করি।
তাই, আপনি যদি ভাবেন যে, ভালোবাসার মানুষ কেমন হওয়া উচিত, তাহলে অবশ্যই পরীক্ষা করে দেখবেন যে, আপনি আপনার প্রিয় মানুষের কাছে আপনার প্রাপ্য সম্মান পাচ্ছেন কিনা।
৫. দায়িত্বশীলতা:
আপনার স্পেশাল মানুষের দায়িত্ববোধ না থাকলে, তার সাথে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাও খুবই দুস্কর ব্যাপার।
তাই, এমন একজন মানুষকে নির্বাচন করুন, যে আপনার আপদে-বিপদে সবসময়েই আপনাকে সহায়তা করার জন্যে এগিয়ে আসে।
এমনকি, কঠিন পরিস্থিতিতেও আপনি তার সঙ্গ কামনা করতে পারেন।
৬. হাস্যরসের অনুভূতি:
মুখ ভারী করে থাকাটা কোনো স্বাভাবিক মানুষেরই স্বভাব হতে পারে না।
তাই, জীবনে হাসি-মজার যাতে কোনো অভাব না ঘটে, তার জন্যে একজন হাসিখুশি ও হাস্যরসসম্পন্ন ভালোবাসার মানুষ জীবনসঙ্গী হিসেবে বেছে নিন।
একজন মানুষ যে হাসতে ভালোবাসে, সে কিন্তু হাসাতেও ভালোবাসে।
তাই, একজন ভালোবাসার মানুষকে হাসিখুশি হওয়াটাও বেশ দরকারি।
৭. মানসিক অবলম্বন:
জীবনে এমন এক-একটা সময় আসে, যখন আমরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি।
তখন, আমরা একটা শান্তির আশ্রয় চাই।
আর, আপনার ভালোবাসার মানুষটি যদি হয়ে থাকে আপনার শান্তির আশ্রয়, তাহলে আর কোনো কথাই নেই।
আপনি সঠিক মানুষটাকেই বেছে নিতে পেরেছেন।
৮. একে অপরের প্রতি বিশ্বাস:
বিশ্বাস যেকোনো সম্পর্কের প্রধান ভিত্তি।
তাই, আপনার ও আপনার ভালোবাসার মানুষের মধ্যে বিশ্বাস থাকাটা অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ।
বিশ্বাস দুই তরফের মানুষের কাছেই একান্ত জরুরি বিষয়।
একে অন্যের প্রতি বিশ্বাস বজায় রাখলে, আপনারা একদম হেলথি রিলেশনশিপ তৈরী করতে পারবেন।
৯. পরিণত বুদ্ধি:
প্রেম, দুটো প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্ক মানুষের মধ্যেকার একটা সম্পর্ক।
তাই, সুস্থ ও সুখী সম্পর্কের জন্যে পরিণত বুদ্ধি থাকাটা খুবই প্রয়োজনীয়।
কারণ, পরিণত মনস্কতা না থাকলে অনেক সময়েই সম্পর্ক ঠিকভাবে টিকে থাকে না।
১০. মনের মিল:
মনের মিল না হলে, কোনো প্রেমই থাকে না।
তাই, ভালোবাসার মানুষের সাথে আপনার মনের মিল থাকাটাও জরুরি।
১১. স্বাধীন মানসিকতা:
সব সময় মনে রাখবেন যে, আপনি যেমন একজন স্বাধীন ব্যক্তিত্বের অধিকারী, ঠিক আপনার ভালোবাসার মানুষটাও তাই।
সে কারণেই, দুজন দুজনের প্রতি যাতে স্বাধীন মানসিকতা পোষণ করে, ও একে অপরের মতামতকে সম্মান করে, তা দেখে নিন।
১২. প্রতিশ্রুতিপূর্ণ:
একে অন্যের প্রতি জীবনের প্রতিটা পদক্ষেপে প্রতিশ্রুতিবদ্ধ থাকাটা যেকোনো ভালোবাসা টিকিয়ে রাখার জন্যে প্রয়োজনীয়।
তাই, আপনার ভালোবাসার মানুষটা যেন আপনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকে, সেটা দেখে নিন।
১৩. দুর্বলতার প্রকাশ:
একজন ভালোবাসার মানুষ হল তেমনই একজন ব্যক্তি- যার কাছে আপনি আপনার সমস্ত দুর্বলতা স্বেচ্ছায় বলে দিতে পারেন।
কারণ, আপনি জানেন যে, আপনার সমস্ত সিক্রেট তার কাছে সুরক্ষিত থাকে।
১৪. মধ্যস্থতার মানসিকতা:
ঝগড়া-বিবাদ যেকোনো সম্পর্কেই হওয়াটা খুবই স্বাভাবিক।
কিন্তু, সেই সব মুহূর্তে চিৎকার করা বা একে অপরের উপর দোষ চাপানো, কোনো কাজের কথাই নয়।
তাই, ভালো করে খেয়াল করুন যে, আপনার ভালোবাসার মানুষের মধ্যে মধ্যস্থতার মানসিকতা রয়েছে কিনা।
১৫. নম্রতা:
প্রতিটা সম্পর্কের মধ্যে নম্রতা ব্যাপারটা থাকতেই হবে।
কারণ, আমরা প্রত্যেকেই কমবেশি ভুল করি।
আর, যদি, কোনো সম্পর্ককে ধরে রাখতে চান, তাহলে দেখবেন যে, আপনি ও আপনার পার্টনারটি নিজেদের ভুলগুলো স্বীকার করতে আগ্রহী কিনা।
১৬. উদার মানসিকতা:
আপনার ভালোবাসার মানুষের মধ্যে উদার মানসিকতার আশা করতে পারেন।
একটা ভালো সম্পর্কের প্রাথমিক বুনিয়াদই হল উদারতা।
আপনার পার্টনারটি যদি উদারভাবে আপনার সাথে মেলামেশা করে ও স্বাধীনভাবে আপনার মতামতকে মেনে নেয়, তাহলে অবশ্যই সে আপনার জন্যে উপযুক্ত!
১৭. স্বার্থহীন মেলামেশা:
ভালোবাসার সম্পর্কে স্বার্থ দেখে চলাটা মোটেই ভালো ব্যাপার না।
অর্থাৎ, আপনার ভালোবাসার মানুষটি আপনার সাথে স্বার্থহীনভাবে মেলামেশা করছে কিনা, সেটা যাচাই করে নিন।
১৮. স্নেহ:
যত দিনের সম্পর্কই হোক না কেন, ভালোবাসার পাশাপাশি একে অপরের প্রতি স্নেহশীল থাকাটাও কিন্তু প্রয়োজনীয়।
আপনার পার্টনার যদি আপনার সাথে স্নেহশীলভাবে ব্যবহার করে, তাহলে সে আপনাকে সত্যিই ভালোবাসে।
১৯. আত্মসচেতনতা:
যদি আপনার সঙ্গী বুঝতেই না পারে যে, তারা কখন একগুঁয়ে, কখন সংযুক্ত বা বিচ্ছিন্ন ব্যবহার করছে কিংবা আপনাকে কষ্ট দিচ্ছে- তাহলে আপনার ও সম্পর্কের ক্ষেত্রে তা মারাত্মক ক্ষতিকারক হতে পারে।
তাই, অবশ্যই একজন আত্মসচেতন সঙ্গীকে বেছে নিন।
২০. সহমর্মিতা:
আপনার প্রিয় মানুষটা সঠিকভাবে আপনার কষ্ট বা দুঃখের কারণ ধরতে না পারলেও, অন্তত আপনার পরিস্থিতি সম্পর্কে সে যথেষ্টই সচেতন থাকার চেষ্টা করবে।
তাই, আপনি আপনার কঠিন পরিস্থিতিতে অবশ্যই আপনার সঙ্গীর কাছ থেকে সহমর্মী ব্যবহার আশা করতেই পারেন।
২১. নমনীয়তা:
আপনি যতই সম্পর্কে থাকুন না কেন, আপনার নিশ্চয়ই একটা নিজস্ব জগৎ রয়েছে।
তাই, নিজের জগতে ব্যস্ত থাকাটা কখনোই আপনার প্রিয় মানুষের কাছে অসুবিধার কারণ হয়ে দাঁড়াতে পারে না।
তাই, সবসময় দেখবেন যে, আপনার প্রিয় মানুষটা আপনাকে যথেষ্ট নমনীয়তা দিচ্ছে কিনা।
২২. লক্ষ্যের প্রতি স্থির থাকা:
শুধুমাত্র ভালোবাসাতে কিন্তু সংসার চলে না, তাই ভালোবাসার মানুষটি যেন নিজের কেরিয়ার ও জীবনের লক্ষ্যের ব্যাপারেও দায়িত্বশীল হয়।
কারণ, সে আপনাকে সত্যিকারের ভালোবাসলে, সে চাইবেই আপনার সাথে একটা সুখী ও ভালো জীবন কাটাতে এবং নিজেকে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে তুলতে।
২৩. পরিবারের প্রতি দায়িত্ববান:
বাবা-মা হোক কিংবা বন্ধু বা সহকর্মী, আপনার সঙ্গীটি যেকোনো প্রিয়জনের সাথেই দৃঢ় সম্পর্কের গুরুত্ব বোঝার ক্ষমতা রাখে।
২৪. ক্ষমাধর্মী:
আমরা সকলেই জীবনে ভুল করতেই থাকি।
আর, ভুলের ক্ষমা করাটা আমাদের সঙ্গীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার।
তাই, এমন একজন ভালোবাসার মানুষকে খুঁজুন, যে আপনাকে আপনার ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে, আপনার সাথে একটা সুখী সম্পর্কের স্বপ্ন দেখে।
২৫. সীমার মধ্যে থাকা:
জীবনে আনন্দ করার বিভিন্ন রাস্তা রয়েছে।
তবে, লাগাম ছাড়া কোনো কিছুই বেশি ভালো নয়।
তাই, আপনার জীবন সম্পর্কে মতামত দেওয়া হোক কিংবা আলকোহল কংসাম্পশন, সিগারেট খাওয়া যাইই হোক না কেন, আপনার সঙ্গীর মধ্যে মাত্রাতিরিক্ত কিছু করার প্রবণতা আছে কিনা, অবশ্যই তা দেখে নেবেন।
২৬. বিশ্বস্ততা:
প্রেমে চোখ বুঝে বিশ্বাস রাখাটা জরুরি।
কারণ, আপনার বেটার হাফ মানে, আপনি আপনার জীবনের বাকি অংশ দিয়ে তার প্রতি বিশ্বাস রাখার জন্যে নিজেকে প্রস্তুত করছেন।
আপনার পার্টনারটিও সেটা করছেন কিনা জেনে নিন।
২৭. নিঃস্বার্থ ভালোবাসা:
আকাশ নেমে আসুক কিংবা পাহাড় ভেঙে পড়ুক, আপনার ভালোবাসার মানুষটি যেকোনো পরিস্থিতিতেই আপনাকে ভালো না বেসে থাকতে পারবেই না।
২৮. মন বোঝা:
ভালোবাসার সম্পর্কে প্রতিদিনের কথোপকথনটা যেমন জরুরি, তেমনই উচিত একে অপরের মন বোঝা।
তাই, আপনার পার্টনারটি যদি মুখ দেখেই আপনার মনের কথা বুঝতে পারে, তাহলে সেই মানুষটি আপনার জন্যে একদম যোগ্য একজন।
২৯. অল্প পোসেসিভনেস:
একটু-আধটু পোসেসিভনেস ছাড়া, সমস্ত সম্পর্কই কেমন ফিকে-ফিকে লাগে।
তাই, আপনার ভালোবাসার মানুষটা নিজের অধিকার বোঝানোর জন্যে যদি অল্প পোসেসিভনেস দেখায়, তাহলে ক্ষতি কি!
৩০. স্বাভাবিক শারীরিক আকর্ষণ:
ভালোবাসলে, স্বাভাবিক ভাবেই একটা শারীরিক আকর্ষণ তৈরি হয়।
আর, মন থেকে ভালোবাসলে, একটা শারীরিক চাহিদা থাকবেই আর সেটা যদি আপনি আপনার প্রিয় মানুষের থেকে পছন্দ করেন, তবে অবশ্যই সে আপনার জন্যে উপযুক্ত।
৩১. কৌতুহল:
যেকোনো রেলশনশিপেই এক্সপ্লোর করার জন্যে নানান দিক থাকে।
তবে, আপনার সঙ্গীর মধ্যে যদি কৌতূহল থাকে, তাহলে আপনার রেলশনশিপটাও কোনোদিন একঘেঁয়ে ও বিরক্তিকর মনে হবে না।
৩২. ছোট-ছোট বিষয়ে খুশি থাকা:
মানুষের জীবনে ছোটোখাটো অনেক আনন্দের মুহূর্ত আসে।
তা সে সূর্যাস্ত দেখা হোক কিংবা এক কাপ চা, আপনার প্রিয় মানুষটা যদি আপনার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তই একভাবে উপভোগ করে খুশি হয়,
তবে সেই মানুষটি সত্যিই আপনার ভালোবাসার মানুষ হতে পারার যোগ্যতা রাখে।
আমাদের আজকের এই আর্টিকেলের সমাপ্তি এখানেই হল।
লেখাটি ভালোলাগলে, অবশ্যই তা কমেন্টে জানাবেন।
কোন মন্তব্য নেই