কীভাবে ইংরেজিতে নিজের চাকরি নিয়ে কথা বলবেন || Muhammed Juwel Ahmed




আজকে আমরা শিখব কীভাবে আমরা আমাদের চাকরি নিয়ে ইংরেজিতে কথা বলতে পারি। Describe your job/What work do you do?. অনেক interview, IELTS Speaking বা নতুন কারো সঙ্গে পরিচয় হলে কিন্তু আমাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। চলুন দেখে নিই কীভাবে ৪টি ধাপে আমরা আমাদের চাকরি নিয়ে যেকোনো কারো সাথে কথা বলতে পারি।
৪ টি step এ ইংরেজিতে নিজের চাকরি নিয়ে কথা বলা
Step 1: Introducing your job
Just তিনটা structure এর যেকোনো একটা মনে রাখতে পারলেই কিন্তু আপনি আপনার চাকরির নিয়ে কথা বলা শুরু করতে পারবেন।
I’m a ________
I work in __________
I work for _________
আমি এখানে কী বসাবেন, বলেন তো?
হয়তো বসাবেন,
I’m a banker. (আমি একজন ব্যাংকার।)
I work in banking. (আমি ব্যাংকিং-এ কাজ করি।)
I work for a bank. (আমি একটি ব্যাংকের জন্য কাজ করি।)
‘I work in’ usually আমরা field/ type of work (কাজের ধরণ) এর সাথে use করি।
আমরা কাজের ধরনের সাথে use করি,
I work in + field
যেমন,
I work in banking. (আমি ব্যাংকিং-এ কাজ করি।)  
I work in the education field. (আমি শিক্ষা ক্ষেত্রে কাজ করি।)
I work in কিন্তু জায়গা/department এর সাথেও use করা যায়। যেমন,
I work in the sales department. (আমি বিক্রয় বিভাগে কাজ করি।)
I work in school. (আমি বিদ্যালয়ে কাজ করি।)
I work for বললে আমরা usually কোম্পানির নাম বলি। যেমন,
I work for 10 Minute School. (আমি টেন মিনিট স্কুলের জন্য কাজ করি।)
I work for BRAC. (আমি ব্র্যাকের জন্য কাজ করি।)
আপনি যদি উদ্যোক্তা হয়ে থাকেন, তাহলে কী বলবেন জানেন?
I run my own business. So, I work for myself.
(মানে, আমি নিজের ব্যবসা চালাই। নিজের জন্য কাজ করি।)
So, আমাদের তিনটা sentence হয়ে গেছে, right?
I am a teacher. I work in online education. I work for 10 Minute School. (আমি একজন শিক্ষক। আমি অনলাইন শিক্ষা দেই। আমি টেন মিনিট স্কুলের জন্য কাজ করি।)
এরপর আমরা কিছু details add করবো।
ইংরেজিতে কীভাবে প্রেজেন্টেশন দিবেন
Source: Pexels
Step 2: দ্বিতীয় ধাপে এখন আমরা যেখানে কাজ করি তার সম্পর্কে কিছু বলবো।
It is a _______ company which ________.
প্রথমে blank এর জন্য চিন্তা করুন, আপনার company কী ছোট/বড়? Local না multinational? কী ধরনের company? কিছু common ধরনের company হলো tech company, travel company, fashion
company etc. Local মানে ______ ও multinational মানে _____
Which এরপরের blank এর জন্য চিন্তা করুন, আপনার company কী করে? অনেক company mobile phone তৈরি করে, অনেকে কাপড় design করে, etc.,
 আমরা যদি blank গুলো fill তাহলে হয়তো বলতে পারি,
It is a local company which makes mobile phones. (এটা একটা স্থানীয় প্রতিষ্ঠান যা মোবাইল ফোন বানায়।)
It is an online education company which makes free educational content for students. (এটা একটা অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান যা ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্য শিক্ষা উপকরণ তৈরি করে।)
আপনি যদি independently মানে নিজের মতো করে অনেক company এর জন্য কাজ করেন, তাহলে আপনি বলবেন,
I’m a freelancer. (আমি একজন ফ্রিল্যান্সার।)
যদি আপনি কাজের মধ্যে না থাকেন, ও আপনাকে কেউ জিজ্ঞেস করে আপনি কী করেন, তাহলে আপনি কী বলবেন?
I’m between jobs right now.
এটা মানে কী জানেন? যে আমি একটা চাকরি ছেড়ে দিয়েছি ও এখনো আরেকটা চাকরিতে ঢুকিনি, এটা কিন্তু আমি বেকার বলার চেয়ে ভালো তাই না?
অথবা আপনি এটাও বলতে পারেন,
“I’m taking some time out to travel/spend time with family/write a book/rest”
(মানে, আমি এখন কোনো চাকরিতে focus করছি না, কারণ আমি অন্যান্য কিছু জিনিসে এখন focus করতে চাই।)
এভাবে কিন্তু আরও অনেক details add করা possible! চলুন, step 3 তে আমরা সেটা দেখি!
Step 3:  আরও details add করুন
তিনটা common বাক্য দিয়ে কিন্তু আপনি আরো details add করতে পারবেন চাইলে।
I have to ____________.
I’m responsible for ________.
Most of my time is spent in _________.
মনে করেন আপনি একজন teacher. তাহলে আপনি বলতে পারেন,
I’m a teacher. I have to teach students in a school. I’m responsible for many students. Most of my time is spent in talking to students and making sure they are learning properly.
(আমি একজন শিক্ষক। আমি একটি বিদ্যালয়ে পড়াই। আমি অনেক জন ছাত্রছাত্রীদের জন্য দায়ী। আমি বেশির ভাগ সময় কাটাই ছাত্রছাত্রীদের সাথে কথা বলে এবং তারা শিখছে কী না, সেটা দেখে।)
আমাদের কিন্তু এরই মধ্যে অনেকগুলো বাক্য তৈরি হয়ে গিয়েছে, না? এখন আমরা আমাদের last step এ এসে পড়েছি।
Step 4: Last step!
এখন আপনি বলবেন যে আপনার কী এই চাকরি করতে ভালো লাগে? কেন ভালো লাগে? ধরে নেই আপনার চাকরিটা ভালোই লাগে। তাহলে আপনি কী বলতে পারেন?
I love my job. It’s ________and I get to ___________.
প্রথম blank এ আপনি একটা শব্দ ব্যবহার করবেন যেটা আপনার চাকরির ভালো বর্ণনা দেয়। যেমন –
Exciting! I love my job.
It is exciting!
অথবা, I love my job. It is satisfying.
(মানে আপনি চাকরি করে অনেক সুখ পান।)
Second blank এ আপনি এমন কিছু বলবেন যে এই চাকরিতে থেকে আপনি কী করতে পারেন, যা অন্য কোথাও হয়তো পারতেন না?
I get to __________.
I get to take care of people. (মানুষের যত্ন নিতে পারি।)
I get to teach children. (ছেলেমেয়েদের পড়াতে পারি।)
I love my job. It is satisfying and I get to teach a million students everyday.
(আমি আমার চাকরি ভালবাসি। এটা খুবই সন্তোষজনক এবং আমি প্রতিদিন প্রায় ১০ লাখ শিক্ষার্থীদের পড়াতে পারি।)
কিন্তু তখন কী বলবেন যখন আপনার চাকরি আপনার ভালো লাগে না?
Same structure এ just কিছু change করলে কিন্তু আপনি এটাও বলতে পারবেন।
I don’t like my job. It’s ________and I don’t get to ___________.
প্রথম blank এ আপনি same বর্ণনা দেয়, এমন শব্দ use করবেন। নেতিবাচক, যেমন tiring. এই চাকরিটা অনেক ক্লান্তিকর।
‘And I don’t get to’ এরপর আপনি বসাবেন এমন কিছু যেটা আপনি এই চাকরি করার ফলে করতে পারেন না ঠিকমত। যেমন –
I don’t get to spend time with my family. 
(মানে, এই চাকরি করার ফলে আপনি আপনার ঘরে বেশি সময় দিতে পারছেন না।)
I don’t like my job. It is tiring and I don’t get to spend time with my family. (আমার এই চাকরিটি পছন্দ নয়। এটা ক্লান্তিকর এবং এই চাকরি করার ফলে আমি আমার ঘরে বেশি সময় দিতে পারছি না।)
So, আমাদের কিন্তু অনেকগুলো বাক্য ready, তাই না? চলুন তো শুরু থেকে দেখে নেই?
1. I am a teacher. (আমি একজন শিক্ষক।)
2. I work in a school. (আমি একটি বিদ্যালয়ে কাজ করি।)
3. I work for 10 Minute School. (আমি টেন মিনিট স্কুলের জন্য কাজ করি।)
4. It is an online school that makes free educational content for students.  (এটা একটা অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান যা ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে শিক্ষা উপকরণ তৈরি করে।)
5. I have to teach students of all ages. (আমার সকল বয়সের শিক্ষার্থীদের পড়াতে হয়।)
6. I’m responsible for teaching many students.
(আমি অনেক শিক্ষার্থীদের পড়ানোর জন্য দায়ী।)
7. Most of my time is spent in talking to students and making sure they are learning properly. (আমি বেশির ভাগ সময় কাটাই ছাত্রছাত্রীদের সাথে কথা বলে এবং তারা শিখছে কী না, সেটা দেখে।)
8. I love my job. It is satisfying and I get to teach a million students every day. (আমি আমার চাকরি ভালবাসি। এটা খুবই সন্তোষজনক এবং আমি প্রতিদিন প্রায় ১০ লাখ শিক্ষার্থীদের পড়াতে পারি।)
এইতো ৪টি ধাপে আমরা শিখে গেলাম কীভাবে আমাদের চাকরি নিয়ে আমরা যেকোনো কারো কাছে বর্ণনা দিতে পারি। আপনাদের কাজ নিয়েও আমাকে comment section এ জানিয়ে দেন তো এই চারটা ধাপ follow করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.