সেরা ১০ টি ইংরেজি শেখার সহজ উপায় । কিভাবে ইংরেজি শিখবো | Muhammed Juwel Ahmed




সুপ্রিয় পাঠকগন, আপনারা অনেকেই গুগলে অনুসন্ধান করেন ইংরেজি শেখার সহজ উপায় গুলো কি। কিভাবে ইংরেজি শিখবো ইত্যাদি। তাই আমরা সাজিয়েছি এই পোস্ট। এই পোস্টের আলোচ্য উপায়গুলো আশাকরি আপনার যথেষ্ট কাজে আসবে।

আজকাল, বেশি বেশি মানুষ ইংরেজিতে কথা বলছে। অধিকাংশ স্কুল কলেজ তাদের সিলেবাসে ইংরেজি অন্তর্ভুক্ত করছে। চাকরির ইন্টারভিউ দিতে গেলে ইংরেজিতে প্রশ্ন করা হচ্ছে। তাহলে ইংরেজির গুরুত্ব কেন এতো বাড়ছে?

আপনি একটি নতুন চাকরি খুঁজেন বা বিশ্ব ভ্রমণের পরিকল্পনা করেন, ইংরেজিতে কথা বলা আপনার অবশ্যই শিখতে হবে। কারন ইংরেজি আপনাকে ব্যক্তিগত এবং পেশাগতভাবে অগ্রগতিতে সহায়তা করতে পারে।

তাহলে আপনি কি ভালো ভাবে ইংরেজি শিখতে চান? আজ আমরা আলোচনা করবো ইংরেজি শেখার সহজ উপায় গুলো নিয়ে। যেগুলো অনুসরণ করলে আপনি আনন্দের সাথে ইংরেজি শিখতে পারবেন। চলুন তাহলে জেনে নেয়া যাক কিভাবে ইংরেজি শিখবো ?

ইংরেজি শেখার সহজ উপায় । কিভাবে ইংরেজি শিখবো

প্রিয় ভিজিটর আপনার জন্য রয়েছে ইংরেজি শেখার ৯ টি সহজ উপায়। যেগুলো অনুসরন করলে আপনি হয়ে উঠবেন ইংরেজিতে দক্ষ। তারপর ইংরেজিতে কথা বলতে পারবেন চমৎকার ভাবে, রিডিং পড়তে পারবেন নিরবিচ্ছিন্ন ভাবে আর লিখতে পারবেন সুন্দরভাবে।

সহজে ইংরেজি শেখার উপায় সমূহ বাংলায়

  1. ইংরেজি সিনেমা দেখা বা ইংরেজি নিউজ পেপার পড়া
  2. গুগল ট্রান্সলেটর ব্যবহার করা
  3. ইউটিউব থেকে সাহায্য নেওয়া
  4. নিজেই নিজের সাথে ইংরেজি বলার চেষ্টা করা
  5. ইংরেজিতে কথা বলা লোকদের সাথে থাকা
  6. ইংরেজি গ্রামার শেখা
  7. ইংরেজিতে কথা বলা লোকদের সাথে থাকা
  8. ইংরেজি শেখার বিভিন্ন অ্যাপস ব্যবহার করা
  9. স্পোকেন ইংলিশ ক্লাস করা

১) ইংরেজি সিনেমা দেখা বা ইংরেজি নিউজ পেপার পড়া

ইংরেজি শেখার সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে ইংরেজি সিনেমা দেখা বা ইংরেজি নিউজ পেপার পড়া। এখন আপনি বলতে পারেন, যখন আমি ইংরেজিই বুঝিনা তখন ইংরেজি সিনেমা দেখে কি লাভ।

তবে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আমাদের মাইন্ড যেকোনো নতুন জিনিস দারুণভাবে শেখার চেষ্টা করে। তাই আপনি যখন একটি মুভি দেখবেন তখন আপনার মাইন্ড বোঝার চেষ্টা করবে মুভির গল্পটা কি? মুভিতে কি বলা হচ্ছে? কি কি ইংলিশ Word ব্যবহার করা হচ্ছে ইত্যাদি।

তখন আপনি নিজের অজান্তেই কিছু চমৎকার English Sentence শিখে ফেলবেন। জেনে যাবেন ইংরেজিতে কথা বলার বিভিন্ন কৌশল।

এজন্য প্রতিদিন কিছুটা সময় মুভি দেখুন এবং পাশাপাশি একটি নিউজপেপার পড়ুন। কিছুদিন নিয়মিত এ কাজ করলে ভালো একটি ফলাফল পাবেন আশা করি।

২) গুগল ট্রান্সলেটর ব্যবহার করা

যে কোনো ভাষা শেখার জন্য গুগল ট্রান্সলেটর হচ্ছে বেস্ট একটি অপশন। আর গুগল ট্রান্সলেটর পেয়ে যাবেন আপনার হাতে থাকা স্মার্টফোনেই।

মনে করুন আপনি আপনার পছন্দের একটি বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ শিখতে চাচ্ছেন। খুব সহজে আপনার ফোনের গুগল ট্রান্সলেটর অ্যাপ টিতে প্রবেশ করুন। যে বাক্যের ইংরেজি শিখতে চাচ্ছেন তা লিখুন। তারপর এক ক্লিকে ইংরেজিতে ট্রান্সলেট করে সহজেই শিখে নিন।

বাংলা থেকে কেবল ইংরেজিই না ইংরেজি থেকেও বাংলায় ট্রান্সলেট করতে পারবেন গুগল ট্রান্সলেটরের মাধ্যমে। ফলে আপনার ইংরেজি শেখা হয়ে যাবে একদম সহজ।

সহজেই গুগল ট্রান্সলেটর অ্যাপ ডাউনলোড করতে পারেন নিচের লিংক থেকে।

তাছাড়াও প্লে স্টোর এ গিয়ে সারচ করেও ডাউনলোড করে নিতে পারেন এপসটি।

তবে কেও যদি অ্যাপ ডাউনলোড করে না চান, তাদের জন্য রয়েছে লিংক। translate.google.com এই লিংকে ক্লিক করেই ব্যবহার করতে পারবেন গুগল ট্রান্সলেটর।

৩) ইউটিউব থেকে সাহায্য নেওয়া

আপনারা জানেন বর্তমানে ইংরেজি সহ যে কোনো জিনিস শেখার অন্যতম একটি মাধ্যম হচ্ছে ইউটিউব। কেননা ইউটিউব ব্যবহার করে ঘরে বসে যেকোনো জিনিস শিখে নেওয়া সম্ভব।

ইউটিউবে যেহেতু বিভিন্ন ক্লাস পাওয়া যায় ভিডিও আকারে, তাই এসব ভিডিও ক্লাস থেকে শিখে নেওয়া অত্যন্ত সহজে। কারণ আমাদের ব্রেইন যে কোনকিছুর দেখে দেখে শিখতে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করে।

বর্তমানে অনেক শিক্ষকরাই ইউটিউবে প্রচুর ভিডিও তৈরি করছেন ইংরেজি শেখানোর উদ্দ্যেশ্যে। আর ভিডিও গুলো পাওয়া যাচ্ছে প্লে-লিস্ট আকারে। এই প্লে-লিস্ট নিয়মিত দেখতে থাকলে ইংরেজি শেখা সম্ভব অল্প দিনের মধ্যেই।

এক্ষেত্রে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের ইউটিউব অ্যাপটি তে গিয়ে সার্চ করতে পারেন ইংরেজি শেখার সহজ উপায় লিখে। সাথে সাথেই আপনার সামনে চলে আসবে অসংখ্য ভিডিও। তারপর যার ভিডিও ভালো লাগবে, নিয়মিত দেখতে থাকুন তার ভিডিও। কিছুদিন এর মাঝেই ইংরেজিতে কথা বলতে পারবেন।

৪) নিজেই নিজের সাথে ইংরেজি বলার চেষ্টা করা

নিজেই নিজের সাথে ইংরেজিতে কথা বলার কৌশল-টি যেমন অদ্ভুদ তেমনি অত্যন্ত কার্জকর।

আপনি যখন প্রথম প্রথম ইংরেজি শিখবেন, তখন প্রথম প্রথম ইংরেজি বলার চেষ্টাও করবেন। আর প্রথম প্রথম ইংরেজি বলতে গেলে প্রত্যেকেরই যথেষ্ট লজ্জা বোধ হয়।

আর লজ্জা বোধ হওয়ার কারণ হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। আমরা ভাবতে থাকি আমি যেটা বলবো সেটা ভুল হবে কিনা আর যেটা ভুল হবে সেটা শুনে পাশের জন হাসাহাসি করবে কিনা ইত্যাদি অনেক কিছু।

ফলে আমরা চাইলেও অনেক সময় অন্যের সাথে কথা বলি না। আর এতে আমরা অনেকটা পিছিয়ে পরি। এই সমস্যার সবচেয়ে ভালো সমাধান হচ্ছে নিজের সাথে নিজেই কথা বলার চেষ্টা করা।

এই অভ্যাসটি করলে আপনি অনেক সুবিধা পাবেন। এক্ষেত্রে আপনি নিজেই ধরতে পারবেন নিজের ভুল। ফলে থাকছেনা কোনো লজ্জা পাওয়ার ভয়।

আরে জন্য ইংরেজি শেখার ক্ষেত্রে আপনার নিজেকেই হতে নিজের বন্ধু। ইংরেজি চর্চা করতে হবে নিজে নিজেই। এভাবে নিয়মিত নিজের সাথে নিজে ইংরেজি চর্চা করতে থাকুন। একসময় ইংরেজিতে কথা বলা শিখে যাবেন ইনশাআল্লাহ।

৫) ইংরেজিতে কথা বলা লোকদের সাথে থাকা

ইংরেজি শেখার ক্ষেত্রে ইংরেজিতে কথা বলা লোকদের সাথে থাকা অত্যন্ত কার্যকরী উপায়। কারন যে ইংরেজি জানে সেই কেবল আপনার সাথে ইংরেজিতে কথা বলতে পারে। আর যে আপনার সাথে ইংরেজিতে কথা বলতে পারে, সে আপনার ইংরেজি শেখায় সহায়তাও করতে পারে।

প্রথম কিছুদিন নিজে নিজে ইংরেজি বলার চেষ্টা করুন। এবার নিজেকে কিছুটা অবিজ্ঞ মনে হবে আপনার। এবার সে অবিজ্ঞতাকে কাজে লাগান। নিজের বন্ধু বান্ধব এবং শিক্ষিত ব্যক্তিদের সাথে কথা বলা শুরু করুন।

বুঝার চেষ্টা করুন সে কিভাবে কথা বলে। খেয়াল করুন তার ইংরেজি বলার কৌশল। তাকে বলুন আপনার ভুলগুলো শুধরে দিতে। দেখবেন সে খুশি হবে আপনার ভুলগুলো শুধরে দিচ্ছে। এভাবে আস্তে আস্তে আপনি ইংরেজির অনেক কিছু শিখে যাবেন।

তাছাড়া আপনার ইংরেজিতে কথা বলার একটা অভ্যাস তৈরি হবে। যা পরবর্তিতে অনেক কাজে আসবে।

৬) ইংরেজি গ্রামার শেখা

আপনি যত ভালো গ্রামার পারবেন, তত ভালো ইংরেজি পারবেন। এককথায় যতক্ষণ পর্যন্ত না আপনি সাধারণ গ্রামার শিখবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইংরেজি পারবেন না। এজন্য ইংরেজি শিখতে হলে গ্রামার শেখা অত্যাবশ্যকীয়।

প্রথমে আপনাকে একদম সহজ ও সাধারন কিছু গ্রামার শিখে নিতে হবে। আর সাধারন গ্রামার শেখা অত্যন্ত সহজ একটি কাজ।

Basic English Grammar আপনি খুব সহজেই শিখতে পারেন। এটি যেমন আপনি যেকোনো ইংরেজি গ্রামার বই থেকে শিখতে পারেন তেমনি শিখতে পারেন বিভিন্ন ওয়েবসাইট থেকেও।

প্রথমত বিভিন্ন Parts of Speech যেমন- Noun, Pronoun, Adjective, Verb, Adverb, Preposition, Conjunction, Interjection ইত্যাদি জানতে হবে।

তারপর চমৎকার ভাবে জানতে হবে Tense

The Present Tenses

  • Simple Present Tense/ Present Indefinite Tense
  • Present Continuous Tense
  • Present Perfect Tense
  • Present Perfect Continuous Tense

The Past Tenses

  • Simple Past Tense/Past Indefinite Tense
  • Past Continuous Tense
  • Past Perfect Tense
  • Past Perfect Continuous Tense

The Future Tenses

  • Simple Future Tense/Future Indefinite Tense
  • Future Continuous Tense
  • Future Perfect Tense
  • Future Perfect Continuous Tense

ইংরেজি গ্রামারের এই বিষয়গুলো সুন্দরভাবে জানা হয়ে গেলে আপনাকে পরবর্তী ধাপে আগাতে হবে। এবার আপনাকে জানতে হবে কিছু সাধারন শব্দ ও বাক্য। যেই শব্দ ও বাক্য গুলো ব্যবহার করার চেষ্টা করতে হবে বিভিন্ন মানুষের সাথে কথা বলার সময়।

৭) ইংরেজি শেখার সেরা অ্যাপ ব্যবহার করা

ইন্টারনেটে যেমন রয়েছে যেকোনো সমস্যার সমাধান তেমনি রয়েছে যেকোনো প্রশ্নের উত্তর।

আপনার হাতে থাকা স্মার্টফোন টির মাধ্যমে আপনি পেতে পারেন ইংরেজির যেকোনো সমস্যার সমাধান। খুজে নিতে পারেন আপনার যেকোনো প্রশ্নের উত্তর।

আর আপনাকে এসব সুবিধা দিতে পারে ইংরেজি শেখার বিভিন্ন কার্জকরী এপস। নিচে আপনার জন্য রয়েছে ইংরেজি শেখার কিছু এপস যেগুলোতে আপনি পেয়ে যাবেন ইংরেজি ভাষা শেখার সম্পূর্ণ টিওটোরিয়াল।

ইংরেজি শেখার এপস গুলো হচ্ছে

৮) ইংরেজিতে কথা বলার সময় লজ্জা না পাওয়া

আপনি যেহেতু নতুন নতুন ইংরেজি শিখছেন, তাই আপনার ভুল হবে এইটাই সাভাবিক। আর আপনার সেই ভুল ইংরেজি নিয়ে অনেকেই করবে হাসি ঠাট্রা।
আর এসব লোকের হাসি ঠাট্টার ব্যাপারে ভাবলে আপনার আর ইংরেজি শেখা হবে না। তারাও আপনাদের ব্যাপারে হাসি-ঠাট্টা বন্ধ করবে না।

এজন্যই কে কি বলল তার উপর গুরুত্ব না দিয়ে, গুরুত্ব দিন নিজের ইংরেজি শেখার উপর।

আপনার ভালো বন্ধু অথবা যেকোনো শিক্ষিত লোক তাদের সাথে কথা বলার চেষ্টা করুন ইংরেজি ভাষায়। কথা বলার সময় কোনো লজ্জা বোধ করবেন না।

যখনই আপনি ইংরেজি শেখার ব্যাপারে লজ্জা বোধ করবেন তখনই আপনার ইংরেজি চর্চা নিজের মধ্যেই সীমিত থাকবে। আর এভাবে চলতে থাকলে আপনি না পাবেন ইংরেজিতে কথা বলার সাহস না পাবেন আত্মবিশ্বাস।

এজন্যই নিয়মিত শিখুন, নিয়মিত চর্চা করুন। ততদিন পর্যন্ত চর্চা করুন, যতদিন পর্যন্ত সুন্দর ভাবে ইংরেজি বলতে না পারেন।

৯) স্পোকেন ইংলিশ ক্লাস করা

যেকোনো কারণে এতকিছু করার পরও হয়তো আপনি ইংরেজি শিখতে ব্যার্থ হলেন। তখন কি করবেন? হাল ছেড়ে দিবেন?
অবশ্যই না। আপনার জন্য রয়েছে আরও একটি উৎকৃষ্ট উপায়। উপরের সবগুলো উপায় কাজে না আসলেও এই উপায়টি কাজে আসবে। আর এটি হচ্ছে স্পোকেন ইংলিশ ক্লাস করা।

স্পোকেন ইংলিশ ক্লাসে আপনাকে শুধু অল্প কিছু টাকা খরচ করে ভর্তি হতে হবে। তারপর তারাই আপনাকে অত্যন্ত সহজ ভাবে গ্রামার সহ ইংরেজি বলা শেখাবে।

স্পোকেন ইংলিশ প্রোগ্রামগুলো যেহেতু স্টুডেন্টদেরকে শুধুমাত্র ইংরেজিতে কথা বলা শিখানোর উদ্দেশ্যে তৈরি করা হয়, সেহেতু আপনি খুব অল্প দিনের মাঝেই ইংরেজিতে কথা বলা টা শিখে যাবেন।

সর্বপ্রথম আপনার এলাকায় খুজে বের করুন সবচেয়ে ভালো স্পোকেন ইংলিশ কোথায় করানো হয়। তারপর সেই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যান। এবার নিয়মিত ক্লাস করার পালা। ক্লাদের ব্যাপারে আপনি যত সিরিয়াস থাকবেন তত দ্রুত আপনি ইংরেজি শিখে যাবেন।

কেন আপনি ইংরেজি শিখবেন?

বর্তমানে আপনি যেখানে যাবেন সেখানেই ইংরেজি। স্কুল কলেজ গুলোতেও কথা বলা হচ্ছে ইংরেজি ভাষায়। চাকরির ইন্টারভিউ দিতে গেলে প্রশ্ন করা হয় ইংরেজিতে।

এক্ষেত্রে আপনি ইংরেজি পারলেন তো জিতে গেলেন। আর না পারলে সম্মুখীন হবেন বিভিন্ন সমস্যার। যেমন ইংরেজিতে সঠিকভাবে কথা বলতে না পারা, আত্মবিশ্বাস হারিয়ে ফেলা ইত্যাদি।

এজন্যই আমাদের উচিত ইংরেজিতে দক্ষতা অর্জন করা। তবে প্রথমে অনুসরন করতে হবে একদম সহজ কৌশল। যাতে শেখাটা হয় আনন্দদায়ক আর ফলাফলটা হয় আশানুরূপ।

আশা করি ইংরেজি শেখার সহজ উপায় সংক্রান্ত এই আরটিক্যালটি আপনার যথেষ্ট উপকারে আসবে। সম্পূর্ণ আরটিক্যাল টি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।










কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.