মেয়েদের কিভাবে প্রপোজ করতে হয় | প্রপোজ করার নিয়ম | Muhammed Juwel Ahmed |


মেয়েদের কিভাবে প্রপোজ করতে হয় ? প্রপোজ করার নিয়ম, (How to propose a girl ? Tips in Bengali) কেও সত্যি কথাই বলে থাকে কাওকে ভালোবাসা আমাদের হাথে থাকেনা। প্রত্যেকটি ব্যক্তির চিন্তাধারা পছন্দ আলাদা আলাদা হয়ে থাকে তাই কেও রূপে মুগ্ধ হয়ে মন দিয়ে বসে আবার কেও গুন এবং ব্যবহারে এতবেশি মুগ্ধ হয়ে যায় যে তাকে ভালোবাসার থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনা।

কিভাবে প্রপোজ করতে হয় ?
How to propose a girl in Bengali

তাই আপনিও কি কাওকে এভাবে মন দিয়ে বসেছেন কিন্ত তাঁকে নিজের মনের কথা বলতে সংকোচবোধ করছেন ।

যদি এরকম হয়ে থাকে তাহলে এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা প্রপোজ করার সুন্দর সুন্দর আইডিয়া গুলো জানতে পারবেন।

এখানে, একজন মেয়েকে কি ভাবে প্রপোস করতে হয় এবং মেয়েদের প্রপোস করার সময় কি কি বিষয়ে ধ্যান রাখতে হয় সেগুলো নিয়ে ব্যাখ্যা করা হবে।

কোনো মেয়েকে প্রপোস করার উপায় জানার আগে আপনাকে এটা নিশ্চিত করে নিতে হবে যে আপনি কি সত্যি সেই মেয়েটিকে নিজের জীবনসঙ্গীনী বানাতে চান।

যদি আপনার উত্তর মনের থেকে হে হয়ে থাকে তাহলে আপনি নিচে দেওয়া উপায়গুলো ব্যবহার করে নিজের মনের মানুষটিকে প্রপোস করতে পারবেন।

মেয়েদের কিভাবে প্রপোজ করতে হয় | প্রপোজ করার নিয়ম

তাহলে চলুন বন্ধুরা এই আর্টিকেলটিতে দেওয়া প্রত্যেকটি উপায় বিস্তারিতভাবে আলোচনা করা যাক। 

এখন জানা যাক কি কি উপায় ব্যবহার করে মেয়েদের প্রপোস করে মন জিতা যায়।

১. তাঁকে ডেটে নিয়ে যান

আপনি যাকে পছন্দ করেছেন, প্রথমে তাকে  কোনো ভালো জায়গায় ডেটে  নিয়ে যান এবং তার সাথে কিছু সময় কাটান। 

এবং তার মনে আপনার জন্য কিরকম অনুভূতি রয়েছে তা জানার চেষ্টা করুন।

কারণ আমরা যখন কাওকে মন থেকে ভালোবাসি তখন তার সব কিছু আমাদের ভালো লাগে তাই অনেক সময় আমরা নিজের মনের দিক দিয়ে কমজর হয়ে ভুল করে ফেলি।

কথাবার্তা ভাব ভঙ্গির মাধ্যমে যদি বুঝতে পারেন সেও আপনাকে পছন্দ করে তাহলে দেরি না করে নিজের মনের কথা বলে দিন যে আপনি তাকে কতটা ভালোবাসেন।

তবে, প্রথম দিন বা প্রথম ডেটেই যে আপনাকে প্রপোজ করতে হবে সেটা একেবারেই বাধ্যতামূলক নয়, আপনি কিছুদিন এভাবেই তাকে ঘুরতে নিয়ে যেতে থাকুন এবং আপনার প্রতি থাকা তার মনের ভাব ধারণা বুঝে তারপর তাকে প্রপোজ করুন।

২. রোমান্টিক কথা বলুন

প্রত্যেকটি মেয়ে পছন্দ করে থাকে যাতে তার সাথী তার সাথে রোমান্টিক কথা বলে।

তার জন্য আপনি তাকে রোমান্টিকভাবে বলতে পারেন কিভাবে আপনি দুজনের ভবিষ্যত একসাথে দেখতে চান, আপনি তাকে নিজের মায়ের সাথে দেখা করাতে চান এবং কিভাবে আপনি তাকে বিয়ে করতে চান।

এগুলোর সাথে আপনি আরও কিছু বলতে পারেন যেমন আপনাদের বিয়ের পর কোথায় ঘুরতে যাবেন এবং তার কোন জায়গায় যাওয়ার ইচ্ছা সেটা নিয়ে কথা বলা। 

যদি আপনি এভাবেই রোমান্টিক হয়ে তাকে প্রপোস করেন তাহলে সে আপনাকে হে করতে বাধ্য হবে।

৩. লাভ লেটার দিন

ভালোবাসার জন্য একটি ছোটো লাভ লেটার লিখাও প্রপোস করার ক্ষেত্রে খুব ভালো উপায় বলা যায়।

অনেকের এই উপায়টি পুরানো লাগতেই পারে কিন্তু একবার নিজের মনের মানুষকে পাওয়ার জন্য পুরানো উপায়টি উপয়োগ করে দেখুন কাজ দিবেই।

তাই আপনি নিজের মনের অনুভূতিগুলো লাভ লেটারের সাহায্যে ব্যক্ত করতে পারেন যেমন, আপনাদের প্রথম দেখা থেকে শুরু করে প্রতিটা মুহূর্ত আপনার জন্য কতটা স্পেশাল সেগুলো লিখুন।

আপনার এই সুন্দর মুহুর্তের কথা গুলো পড়ে তার ভালো লাগবেই এবং সে খুব ইম্প্রেস হবে, কারণ প্রত্যেকটি মেয়ে চায় তার সাথীর কাছে স্পেশাল হতে।

৪. রিং প্রপোসাল

আপনি প্রপোস করার সময় তার পছন্দের ফুলের সাথে একটি সুন্দর রিং দিয়ে প্রপোস করতে পারেন।

আংটি দিয়ে প্রপোস করার পদ্ধতিটি আগের থেকেই অনেক প্রচলিত এবং সফল উপায় বলা যায়। 

এরফলে আপনি তার কাছে প্রমান করতে পারবেন এই সম্পর্ক নিয়ে আপনি কতটা গম্ভীর।

আংটিটি আরও বেশি তার কাছে স্পেশাল বানানোর জন্য আপনার এবং তার নামের প্রথম অক্ষর বা লাভইউ লিখা আংটি দিতে পারেন।

৫. আপনার সাথির পছন্দ জানার চেষ্টা করুন

কিছু কিছু মেয়েদের ইচ্ছে থাকে তাদের সাথী যাতে তাকে একটু আলাদা রোমান্টিক ভাবে হাটু গেড়ে বসে সকলের সামনে প্রপোস করুক।

তাই আপনার পার্টনারেরও যদি এরকম ইচ্ছে থাকে তাহলে আপনি তার পছন্দের অনুসারে প্রপোস করতে পারেন।

আপনি সকলের সামনে হাটু গেড়ে বসে মিষ্টি রোমান্টিক সায়েরী সাথে তাকে নিজের মনের কথাগুলো বলুন দেখবেন সে কতটা খুশি হবে।

৬. তার পছন্দের কেকে লিখে

এই উপায়টি ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে এটা জানতে হবে আপনার সাথী কি ফ্লেভারের কেক খেতে পছন্দ করে।

তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এবং নিজের মনের কথাগুলো জানানোর জন্য তার পছন্দের কেকের মাধ্যমে লিখে আপনার মনের অনুভূতিগুলো প্রকাশ করে  তাকে প্রোপস করতে পারেন।

এই প্রপোসাল যদি আপনি তার বন্ধুদের সামনে করেন তাহলে সে আরো বেশি খুশি হবে এবং স্পেশাল অনুভব করবে।

৭. স্পেশাল অনুভব করার সাথে

কিছু স্পেশাল হোক বা না হোক প্রপোস করা নিজের মধ্যেই একটি স্পেশাল অনুভব বা সময়। 

এই দিনটি মেয়েদের সবসময় মনে থেকে যায়। তাই এই সময়টিকে আরো স্পেশাল বানানো জরুরি।

মেয়েরা যেহেতু এই দিনটি ভুলে না যায়, তাই প্রপোস করার দিনটি আপনি স্পেশাল বানানোর চেষ্টা করুন।

তাই তাকে স্পেশাল অনুভব করানোর জন্য তার পছন্দের রেস্টুরেন্টে নিয়ে যান,তাকে তার পছন্দের ফুল গিফ্ট করুন বা তার পছন্দের গান গেয়ে শুনান।

তার এগুলো জেনে খুব খুশি লাগবে যে আপনি তার পছন্দের এত ধ্যান রাখেন।

৮. তার সাথে প্রথম দেখা

প্রপোস করার জন্য সেই জায়গায় যেতে পারেন যেখানে আপনারা দুজন প্রথম দেখা করেছিলেন।

সেই জায়গায় গিয়ে আপনি আগের থেকেই সব তৈরি করে রাখুন যেমন কোনো বোর্ডে আপনাদের ফটো লাগাতে পারেন।

সাথে প্রপোসাল কেক এবং মিউজিক রেডি রাখুন।

৯. প্রপোজ করার অন্যান্য মজার উপায় গুলো

মেয়েদের প্রপোজ করার উপায় এমনিতে প্রচুর রয়েছে এবং প্রত্যেকেই নিজের ক্রিয়েটিভিটির সাথে নানান উপায়ে প্রপোজ করতে পারেন। চলুন, নিচে আমরা অন্যান্য প্রপোজ করার অন্যান্য মজার কিছু উপায় গুলো জেনেনেই।

  1. তাকে ফুল পাঠান এবং ফুলের সাথে চিঠি দিন।
  2. একটি দারুন লাভ লেটার এর মাধ্যমে।
  3. ভয় না পেয়ে সাহস করে প্রপোজ করুন।
  4. সরাসরি না বলে ধীরে ধীরে তাকে বুঝতে দিন যে আপনি তাকে পছন্দ করেন। এবং তার প্রতিক্রিয়া গুলোর ওপরে নজর দিন।
  5. গ্রিটিংস কার্ড এর মাধ্যমে প্রপোজ করতে পারবেন।
  6. তাকে তার প্রয়োজনে সাহায্য করুন।

 

আমাদের শেষ কথা,,

তাহলে বন্ধুরা, আশা করছি, মেয়েদের প্রপোজ কিভাবে করতে হয় নিয়ে লিখা উপায় গুলো আপনাদের অবশই ভালো লেগেছে। আশা করছি এই প্রপোজ করার নিয়ম গুলোর মাধ্যমে আপনি নিজের প্রিয়জনকে নিজের করে নিতে পারবেন।

যদি আমাদের আর্টিকেলটি ভালো লেগে থাকে, তাহলে অবশই সোশ্যাল মিডিয়া সাইট গুলোতে শেয়ার করবেন। এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে অবশই জানাবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.