স্পোকেন ইংলিশ কেন শিখবেন | Muhammed Juwel Ahmed

আমাদের কর্ম জীবনের শুরুটা হয় একটি সিভির মাধ্যমে অর্থাৎ কোন কোম্পানিতে জয়েন করতে হলে আমাদের সিভি পাঠাতে হয়। আর এই সিভির গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হল ভাষাজ্ঞান। সাধারণত এখানে দুটি ভাষা প্রাধান্য পায়, যার একটি বাংলা অন্যটি ইংরেজি। যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা তাই আমরা বাংলাতে ফ্লুয়েন্ট হিসেবে নিজেদের উল্লেখ করে থাকি। মজার বিষয় হচ্ছে আমরা অধিকাংশ মানুষই দ্বিধায় থাকি যে ইংরেজিতে নিজেকে এক্সিলেন্ট লিখবো নাকি গুড !

যাই হোক সিভিতে লেখার ক্ষেত্রে ইংরেজি বলতে না পারলেও কিন্তু চলে তবে কর্মক্ষেত্রে গেলে আমরা বুঝতে পারি ইংরেজিতে কথা বলতে পারার গুরুত্ব কতখানি। শুধু কর্মক্ষেত্রে কেন আমাদের ব্যক্তিগত জীবনেও ইংরেজিতে কথা বলতে পারার অনেক প্রভাব রয়েছে। ধরুন আপনি বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থী, ক্লাসের প্রথম দিন আপনাকে আপনার স্যার ইংরেজিতে একটি প্রশ্ন করলো, কিন্তু আপনি তার উত্তর ইংরেজিতে দিতে পারলেন না। তখন আপনার কেমন লাগবে ?

বুঝতেই পারছেন ইংলিশ স্পোকেনে দক্ষতা থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। তাছাড়া আমরা অনেকে বিজনেস করে থাকি অথবা প্রফেশনাল কাজ যেমন ফ্রিল্যান্সিং করে থাকি, তখন আপনার ক্লায়েন্ট যদি ভিনদেশী হয় তার সাথে ইংরেজিতে কথা বলার বিকল্প কি আছে ?

সুতরাং বুঝতেই পারছেন ইংরেজিতে কথা বলতে পারা আপনাকে অনেক এগিয়ে রাখবে। আমরা অনেকেই আছি যারা ইংলিশ স্পোকেন শিখতে চাই কিন্তু সময়ের অভাবে অথবা আশেপাশে ভাল ট্রেইনিং সেন্টার না থাকায় সম্ভব হয়ে ওঠে না, তাদের জন্য দারুণ সুখবর। হেক্সাস এডুকেশন প্রদান করছে বেস্ট স্পোকেন ইংলিশ কোর্স। খুব কম খরচে সম্পন্ন করতে পারেন তিন মাস মেয়াদী এই কোর্স এবং হয়ে উঠতে পারেন ইংরেজি ভাষার একজন বক্তা।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.