অনার্সে যেসব বিষয়ে ভর্তি হওয়া যায় তার তালিকা NU Subject list 2023 || Muhammed Juwel Ahmed


অনার্সে যেসব বিষয়ে ভর্তি হওয়া যায় তার তালিকা NU Subject list 2022 দেখে নিন এই পোস্ট থেকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে এই বিষয়গুলোর তালিকা সংগ্রহ করা তাই ভুল হবার কোন সুযোগ নেই। এখানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার সকল বিষয় উল্লেখ করা হল।

এখানে আপনার মেরিট অনুসারে বিষয় শো করা হবে। নির্দিষ্ট বিষয়ের বাইরে আপনি কোন বিষয় দিতে পারবেন না। মানে হল রোল ও রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে লগিন করার পরে যেসব বিষয় ফরমে প্রদর্শিত হবে শুধু আপনি সেই বিষয়গুলোই চয়েজের তালিকায় দিতে হবে।

আপনি একাধিক বিষয়ে চয়েজ দিতে পারবেন। তবে যেগুলোতে পড়ার ইচ্ছে নেই সেগুলো চয়েজ লিস্টে না রাখাই উত্তম।

অনার্সে যেসব বিষয়ে ভর্তি হওয়া যায় তার তালিকা NU Subject list 2022

মানবিক (Humanities) শাখাঃ

১। বাংলা (Bangla) (1001)

২।। ইংরেজি (English) (1101)

৩। আরবী (Arabic) (1201)

। সংস্কৃত (Sanskrit) (1301)

৫। ইতিহাস (History) (1501)

৬। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (Islamic History & Culture) (1601)

৭। দর্শন (Philosophy) (1701)

৮। ইসলামিক স্টাডিজ (Islamic Studies) (1801)

৯। রাষ্ট্রবিজ্ঞান (Political Science) (1901)

১০। সমাজবিজ্ঞান (Sociology) (2001).

১১। সমাজকর্ম (Social Work) (2101)

১২। অর্থনীতি (Economics) (2201)

১৩। নৃ-বিজ্ঞান (Anthropology) (4001)

১৪।গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান (Library & Information Science) (3801)

১৫। গার্হস্থ্য অর্থনীতি (Home Economics) (3501)

১৬। বি. এ. (অনার্স) ইন মিউজিক B. A. (Honours) in Music (4501)

বিজ্ঞান (Science) শাখাঃ

 

১৭। পদার্থবিজ্ঞান (Physics) (2701)

১৮। রসায়ন (Chemistry) (2801)

১৯। প্রাণ-রসায়ন (Bio Chemistry) (2901)

২০। উদ্ভিদবিজ্ঞান (Botany)  (3001)

২১। প্রাণীবিজ্ঞান (Zoology) (3101)

২২।মৃত্তিকাবিজ্ঞান (Soil Science) (3301) 

২৩। পরিসংখ্যান (Statistics) (3601)

 ২৪। গণিত (Mathematics) (3701)

২৫। পরিবেশ বিজ্ঞান (Environmental Science) (4401)

২৬।ভূগােল ও পরিবেশ (Geography and Environment) (3201)

২৭। মনােবিজ্ঞান (Psychology) (3401)

 

ব্যবসায় শিক্ষা (Business Studies) শাখাঃ

 

২৮। মার্কেটিং (Marketing) (2301)।

২৯। ফিন্যান্স (Finance) (2401)

৩০। হিসাববিজ্ঞান (Accounting) (2501)

৩১। | ব্যবস্থাপনা (Management) (2601)



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.