জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই | জন্ম সনদ ডাউনলোড PDF | Muhammed Juwel Ahmed




নিবন্ধনে কোন ভুল আছে কিনা জানতে আমাদের জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে হয়। এছাড়াও তাৎক্ষণিক প্রয়োজনে জন্ম নিবন্ধন এর অনলাইন কপি সংগ্রহ করতে জন্ম সনদ ডাউনলোড পিডিএফ করতে হয়।

তাই, আপনার জন্ম নিবন্ধন অনলাইন কিনা তা যাচাই এবং জন্ম সনদ ডাউনলোড পিডিএফ সম্পর্কে আজকের বিস্তারিত আলোচনা।

অনলাইন জন্ম নিবন্ধন যাচাই

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে প্রয়োজন হয় অনলাইন জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ। এগুলো থাকলে হাতে থাকা মোবাইল দিয়েই তা অনলাইনে যাচাই করতে পারবেন।

ডিজিটাল বা অনলাইন ১৭ ভিজিট জন্ম নিবন্ধন নম্বর ছাড়া অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই বা জন্ম নিবন্ধন ডাউনলোড পিডিএফ করা যায় না। সেজন্য প্রয়োজন হয়- (19991917571102245) এরকম জন্ম নিবন্ধন নম্বর। আপনার জন্ম নিবন্ধন টি অনলাইন কিনা তা যাচাই করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-

  • প্রথমে everify.bdris.gov.bd এই লিংকে ভিজিট করুন।
  • এবার আপনার জন্ম নিবন্ধনের ১৭ ডিজিট নম্বর লিখুন। ১৬ ডিজিট হলে শেষের ৫ ডিজিটের পূর্বে ০ যুক্ত করুন।
  • তারপর আপনার জন্ম তারিখ টি YYYY-MM-DD এই ফরম্যাটে লিখুন।
  • ক্যাপচা (গানিতিক সমস্যা সমাধান) নিচের বক্সে পূরন করে সার্চ করুন।

আপনার জন্ম নিবন্ধন টি অনলাইন পরবর্তী পেজে হলে জন্ম নিবন্ধন এর সকল তথ্য দেখতে এবং জন্ম সনদ ডাউনলোড পিডিএফ করতে পারবেন। তবে অনলাইন না হলে অথবা হাতে লেখা ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন হলে প্রথমেই তা অনলাইন করে ১৭ ডিজিট করে নিন।

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই

জন্ম নিবন্ধন যাচাই করতে everify.bdris.gov.bd এই লিংকে ভিজিট করুন। তারপর আপনার অনলাইন জন্ম নিবন্ধন এর ১৭ ডিজিট নম্বর ও YYYY-MM-DD এই ফরম্যাটে জন্ম তারিখ লিখুন। সর্বশেষ ক্যাপচা (গাণিতিক সমস্যার সমাধান) পূরণ করে সার্চ বাটনে ক্লিক করুন। এভাবে আপনার জন্ম নিবন্ধনের অনলাইন তথ্য দেখতে পাবেন।

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-

ধাপ-১: জন্ম নিবন্ধন যাচাই সাইটে প্রবেশ

অনলাইনে জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য প্রথমেই ভিজিট করুন- জন্ম ও মৃত্যু নিবন্ধন যাচাই এই লিংকে। এবার পরবর্তী পেজে নিবন্ধন যাচাইয়ের জন্য একটি ফরম দেখতে পাবেন।

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই

ধাপ-২: জন্ম নিবন্ধন নম্বর প্রদান

পূর্বে যাচাই করা আপনার অনলাইন জন্ম নিবন্ধন নম্বরটি লিখুন। অবশ্যই জন্ম নিবন্ধন নম্বরটি ১৭ ভিজিটের হতে হবে।

ধাপ-৩: জন্ম তারিখ প্রদান

আপনার জন্ম নিবন্ধনের সাথে মিল রেখে সঠিক জন্ম তারিখটি লিখুন। এক্ষেত্রে জন্ম তারিখটি YYYY-MM-DD (প্রথম বছর -(হাইফেন) মাস- (হাইফেন) দিন) এই ফরম্যাটে ইংরেজি সংখ্যায় লিখুন। অথবা নিচের ছবির মতো ধাপে ধাপে তারিখটি সিলেক্ট করুন।

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন ডাউনলোড

ধাপ-৪: ক্যাপচা পূরণ ও সাবমিট

সর্বশেষ হিউম্যান ভেরিফিকেশন এর জন্য একটি ক্যাপচা প্রদান করা হবে। যা গাণিতিক প্রশ্ন আকারে থাকে, যেমন- (৫০-৩৭) । বেশিরভাগ ক্ষেত্রেই যোগ-বিয়োগ প্রশ্ন করা হয়। সেখানে সঠিক উত্তর লিখে (৫০-৩৭= “১৩”) search বাটনে ক্লিক করুন।

আপনার দেওয়া সকল তথ্য সঠিক হলে এবং জন্ম নিবন্ধন নম্বরটি অনলাইন হলে তার সকল তথ্য জানতে জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। জন্ম নিবন্ধন নম্বর অনলাইন নাহলে এবং জন্মতারিখ ভুল হলে – No Result Found দেখতে পাবেন।

জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই কপি
জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই কপি

ব্যাস, এভাবেই জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। এবং পরবর্তীতে জন্ম সনদ ডাউনলোড পিডিএফ করতে পারবেন।

নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই

নাম দিয়ে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার সুযোগ রয়েছে শুধুমাত্র ইউনিয়ন পরিষদ/ পৌরসভা/ সিটি কর্পোরেশন কাউন্সিলর কার্যালয়ের। তাই নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে প্রথমেই স্থানীয় সরকারী কার্যালয়ে যেতে হবে।

সেখানে জন্ম নিবন্ধন সার্ভারে প্রবেশ করে সংরক্ষিত ডাটাবেজ থেকে নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা যায়। তবে কোন সাধারণ মানুষ চাইলেই নিজে নিজে অনলাইনে নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেনা।

জন্ম সনদ ডাউনলোড পিডিএফ

উপরোক্ত জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম অনুযায়ী জানতে পারবেন আপনার জন্ম নিবন্ধন টি অনলাইন কিনা। সে জন্ম নিবন্ধনের তথ্য অনলাইনে পাওয়া গেলে, স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভা/ সিটি কর্পোরেশন থেকে তা সংগ্রহ করতে পারবেন।

তবে সেক্ষেত্রে অনেক সময়ের প্রয়োজন হয়। তাই তাৎক্ষণিক প্রয়োজনে জন্ম সনদ ডাউনলোড পিডিএফ করে জন্ম নিবন্ধন এর অনলাইন কপি সংগ্রহ করতে পারবেন।

উপরোক্ত জন্ম নিবন্ধন যাচাই করার পরবর্তী পেজে নিবন্ধন তথ্য স্ক্রিনে দেখতে পেলে কি-বোর্ড থেকে Ctrl + P চাপুন। তারপর সংযুক্ত প্রিন্টার দিয়ে প্রিন্ট করে নিতে পারবেন।

জন্ম সনদ ডাউনলোড পিডিএফ
জন্ম সনদ ডাউনলোড পিডিএফ

আপনার কাছে যদি প্রিন্টার না থাকে বা নিবন্ধন সনদটি সেভ করে রাখতে চান তাহলে, Print Preference থেকে Save to PDF অপশনে ক্লিক করে, তা কম্পিউটার ফাইলে সেভ করে রাখতে পারবেন। অথবা যদি মোবাইল দিয়ে নিবন্ধনটি চেক করে থাকেন সেক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে পরবর্তীতে প্রিন্ট করে নিতে হবে।

জন্ম নিবন্ধন তথ্য না পাওয়ার কারণ

আপনার জন্ম নিবন্ধন টি ডিজিটাল না হলে তা অনলাইনে যাচাই করা যায় না। ২০০১ সালের পূর্বের জন্ম নিবন্ধন গুলো/ পুরাতন হাতে লেখা জন্ম নিবন্ধন গুলো নিবন্ধন ডাটাবেজে সাবমিট না হওয়ার কারণে এমন হয়।

ফলে জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে চাইলে মাঝে মাঝে – No Result Found লেখা আসে এবং তথ্য যাচাই ও জন্ম সনদ ডাউনলোড পিডিএফ করা যায় না। এ সমস্যার সমাধানে অবশ্যই জন্ম নিবন্ধনটি ডিজিটাল বা অনলাইন করে নিতে হবে।

জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা যাচাই

নতুন জন্ম নিবন্ধনের জন্য কিংবা জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করলে তা এপ্রুভ হয়েছে কিনা যাচাই করার প্রয়োজন হয়। জন্ম ও মৃত্যু নিবন্ধন সাইটে প্রবেশ করে তা যাচাই করতে পারবেন।

জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা যাচাই
জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা যাচাই
  1. প্রথমে,আবেদন পত্রের অবস্থা যাচাই -এই লিংকে ভিজিট করুন।
  2. আবেদনপত্রের ধরন সিলেক্ট করুন।
  3. আপনার অ্যাপ্লিকেশন আইডি টি লিখুন।
  4. সর্বশেষ জন্ম তারিখ লিখে দেখুন লেখাতে ক্লিক করুন।

ব্যাস, আপনার আবেদনের বর্তমান অবস্থা যাচাই করতে পারবেন।

১৬ ডিজিট জন্ম নিবন্ধন যাচাই

আপনার জন্ম নিবন্ধন ১৬ ভিজিটের হলে তা ১৭ ডিজিটের করে নিয়ে নিবন্ধন টি অনলাইনে আছে কিনা তা যাচাই করতে পারবেন।

১৬ ডিজিটের জন্ম নিবন্ধন ১৭ ডিজিট করার জন্য- জন্ম নিবন্ধন এর শেষের ৫ ডিজিটের পূর্বে ০ যুক্ত করতে হবে। যেমন-
১৯৯৭১৯১৭৫৭১১২৭১৬ স্থলে শেষের ৫ ভিজিট- ১২৭১৬ এর পূর্বে ০ যুক্ত করে জন্ম নিবন্ধন নম্বরটি ১৯৯৭১৯১৭৫৭১০১২৭১৬ লিখে জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করে নিন।

পূর্বে জন্ম নিবন্ধন নম্বর ১৩ ও ১৬ ভিজিটের হতো। কিন্তু বর্তমানে বিশাল জনসংখ্যার কথা মাথায় রেখে তার ডিজিটাল করুন ও ১৭ ডিজিট করা হয়।

ডিজিটাল বাংলাদেশের এ সময়ে জন্ম নিবন্ধন সংক্রান্ত যেকোনো সেবা পেতে অবশ্যই আপনার জন্ম নিবন্ধন টি অনলাইন করে নিন।

FAQ’s

পুরাতন হাতে লেখা জন্ম নিবন্ধন কিভাবে যাচাই করব?

হাতে লেখা জন্ম নিবন্ধন ১৭ ডিজিটাল হলে সরাসরি everify.bdris.gov.bd সাইটে ভিজিট করে তার যাচাই করতে পারবেন। নিবন্ধনটি ১৬ ডিজিটাল হলে প্রথমেই তা ১৭ ডিজিট নম্বর সংগ্রহ করুন।

কিভাবে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করা যায়?

Birth and Death Verification সাইটে ভিজিট করে ১৭ ডিজিট অনলাইন জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করুন। তারপর Ctrl+P প্রেস করে জন্ম সনদ ডাউনলোড পিডিএফ করতে পারবেন। এক্ষেত্রে অনলাইন কপি সংগ্রহ করা যায়। মূল সনদ পেতে স্থানীয় ইউনিয়ন পরিষদে যোগাযোগ করুন।

কিভাবে ১৬ ডিজিট জন্ম নিবন্ধন অনলাইন করা যায়?

১৬ ডিজিটের জন্ম নিবন্ধন ১৭ ডিজিট করার জন্য- জন্ম নিবন্ধন এর শেষের ৫ ডিজিটের পূর্বে ০ যুক্ত করতে হবে। তারপর নিবন্ধন তথ্য যাচাই করে তা অনলাইন করার জন্য আবেদন করতে পারবেন।

জন্ম নিবন্ধন যাচাই করা যায় কোন ওয়েবসাইটে?

জন্ম নিবন্ধন সনদ যাচাই করার ওয়েবসাইট everify.bdris.gov.bd.

শেষকথা

উপরোক্ত আলোচনায় জানতে পারলাম জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম ও জন্ম নিবন্ধন ডাউনলোড পিডিএফ সম্পর্কে। এ ধরনের অনলাইন সেবার সকল তথ্য পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ধন্যবাদ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.