মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

স্পোকেন ইংলিশ (Spoken English): ইংরেজি শেখার সহজ উপায় | Muhammed Juwel Ahmed |




ইংরেজি শেখার সহজ উপায় অর্থাৎ ঘরে বসে Spoken English (স্পোকেন ইংলিশ) শেখার উপায় জানতে লেখাটি সম্পূর্ণ পড়ুন।

ইংরেজি এমন একটি ভাষা যা সারাবিশ্বে বলা হয় এবং ইংরেজি বলতে পারার দক্ষতা আপনাকে নতুন লোকের সাথে কথা বলতে ও আপনাকে ক্যারিয়ারে এগিয়ে নিতে সাহায্য করতে পারে। স্পোকেন ইংলিশ (Spoken English) বা ইংরেজি বলতে শেখার যাত্রা কঠিন হতে পারে, কিন্তু ধৈর্যের সাথে অনুশীলন আপনাকে ইংরেজি শেখা সাবলীল করতে পারে।

যাই হোক, আপনি কি ইংলিশে কথা বলতে চান? তবে কী করে স্পোকেন ইংলিশ শিখবেন সে ব্যাপারে বুঝতে পারছেন না? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। আজকে আমরা ইংরেজি শেখার সহজ উপায় নিয়ে কথা বলবো। আশা করি, এই লেখাটি শেষে বুঝতে পারবেন ইংরেজি শেখার জন্য আপনাকে কী কী করতে হবে? সহজ ও সফল হোক আপনার ইংরেজি শেখার যাত্রা।

তবে আমরা স্পোকেন ইংলিশ কীভাবে শিখবো সে বিষয়ে দ্বিধায় থাকি।আমরা বুঝতে পারি না কোথা থেকে শুরু করবো বা কীভাবে স্পোকেন ইংলিশ আয়ত্ত করবো।তাই আজকে আমরা কথা বলবো কীভাবে সহজ কিছু উপায় অনুসরণ করে স্পোকেন ইংলিশ শিখতে পারি।

কোনো ভাষায় সম্পূর্ণ দক্ষতা অর্জনে যা জানতে হবেi

ভাষা ভাব বিনিময়ের সহজ মাধ্যম। আমরা জানি, ইংরেজি হলো আন্তর্জাতিক ভাষা। বিশ্বের প্রায় সব দেশেই এই ভাষা প্রচলিত। সেজন্য স্পোকেন ইংলিশ (Spoken English) এর চাহিদা ব্যাপক। আপনি যদি ইংরেজিতে কথা বলতে পারেন তাহলে চাকরির ক্ষেত্রে সেটি আপনাকে অনেক সাহায্য করবে। তাছাড়া ফ্রিল্যান্সিং তো ইংলিশ ছাড়া অচল বললেই চলে। দেশের বাইরে পড়তে যেতে চাইলে বা চাকরি করতে যেতে হলে স্পোকেন ইংলিশ জানতেই হবে; কারণ, এই ভাষা প্রায় সব দেশেই প্রচলিত। 

যাইহোক, আমরা জানি একটা ভাষার চারটা দিক থাকে। তা হলো: 

  1. Listening (শোনা)
  2. Reading (পড়া)
  3. Writing (লিখা)
  4. Speaking (বলা)

আজকের আলোচনায় আমরা এই চারটি ভাষা দক্ষতা (Language Skills) নিয়েই কথা বলবো।

ইংরেজি শেখার সহজ উপায়

সবচেয়ে সহজ ও কার্যকরী উপায়ে ইংরেজিে কথা বলা শিখতে এই লেখাটি মনোযোগ দিয়ে পড়ুন এবং পদ্ধতিগুলো অনুসরণ করুন।

চলুন, শুরু করি ইংরেজি শেখার সহজ উপায় নিয়ে যত কথা-

শুরুতেই ইংরেজি শেখার আগে আপনাকে কারণ নির্ধারণ করতে হবে।

স্পোকেন ইংলিশ শিখার জন্য “কারণ” নির্ধারণ করুন

যেকোনো কাজ করার আগে আমাদের একটি উদ্দেশ্য ঠিক করতে হবে। ইংলিশ শিখার জন্যও আপনাকে একটি কারণ ঠিক করতে হবে, যাতে সেই কারণটি আপনাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। যখন একটা কারণ আপনার নির্ধারণ করা থাকবে তখন যদি আপনার স্পোকেন ইংলিশ শিখতে অনীহা সৃষ্টি হয় তখন সেই ইংলিশ শিখার  কারণ বা উদ্দেশ্যের কথা মনে হলে আপনার আগ্রহ দৃঢ় হবে। তাই কারণ নির্ধারণ করা স্পোকেন ইংলিশ শিখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

ইংরেজি শেখার জন্য লক্ষ্য ঠিক করুন

স্পোকেন ইংলিশ শিখার জন্য আপনাকে একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে। কারণ আমরা জানি লক্ষ্যহীন মানুষ হাল বিহীন নৌকার মতো। আপনাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে স্পোকেন ইংলিশ শিখার লক্ষ্য নির্ধারণ করতে হবে। এটা আপনাকে স্পোকেন ইংলিশ শিখতে তাগিদ দিবে। তবে খুব তাড়াতাড়ি শিখতে হবে এমনও না। কারণ কোনো ভাষাই তাড়াহুড়ো করে শিখা যায় না। লক্ষ্য রাখতে হবে আস্তে আস্তে সুন্দর ও সুস্পষ্টভাবে স্পোকেন ইংলিশ আয়ত্ত করা।

Vocabulary: শব্দভাণ্ডার সমৃদ্ধ করুন

আমরা অনেকেই আছি যারা ইংরেজি বাক্য গঠন (English Sentence Structure) মোটামোটি ভালোই পারি, তবে আমাদের ইংলিশ শব্দ জ্ঞান নেই বললেই চলে। ইংলিশ শব্দ জ্ঞান না থাকার জন্য আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। তার জন্য আমাদের প্রচুর ইংরেজি শব্দ শিখতে হবে। প্রয়োজনে প্রতিদিন ১০টি করে নতুন শব্দ শিখতে হবে এবং সেগুলো চর্চা করতে হবে। 

  • অভিধান থেকে গাদাগাদা শব্দ মুখস্থ না করে আশেপাশের পরিবেশ ও বিষয়বস্তুর শব্দার্থ শিখতে থাকুন।
  • Vocabulary পড়তে English Bangla Dictionary অ্যাপটি ফোনে ইন্সটল করুন।

স্পোকেন ইংলিশ শেখার জন্য কিছু মাধ্যম বেছে নিন

আমরা ইংরেজি শেখার জন্য সাধারণত বইয়ের সাহায্য নিয়ে থাকি। তবে স্পোকেন ইংলিশ সহজে শিখতে হলে বই আমাদের আশানুরূপ সাহায্য করতে পারে না। গ্রামারের এতো এতো নিয়ম পড়া এক সময় বিরক্ত লাগে। সেই বিরক্তি থেকে আমরা কখনো স্পোকেন ইংলিশ শিখার চেষ্টাটাই ছেড়ে দেই। তার জন্য আমাদের সহজ কিছু মাধ্যমের সাহায্য নিতে হবে যাতে আমরা বিনোদনের মাধ্যমেও স্পোকেন ইংলিশ সহজেই শিখতে পারি।

ইংলিশ মুভি (English Movie) দেখা ও গান শুনা

আমরা যা পড়ি তার থেকে বেশি আমরা যা দেখি বা শুনি আমাদের ব্রেইন সেটা বেশি আয়ত্ত করতে পারে। লক্ষ্য করে দেখবেন আমরা বইয়ে যা পড়ি আমাদের স্কুল কলেজের শিক্ষক সেই বিষয়টাই যদি পড়ায় আমরা নিজে পড়া বিষয়টি ভুলে গেলেও শিক্ষকের পড়ানো বিষয়টি বেশি মনে থাকে। তাই আমাদের স্পোকেন ইংলিশ শিখার ক্ষেত্রে ইংলিশ মুভি বেশ সাহায্য করতে পারে। 

প্রথম দিকে বুঝতে সমস্যা হলেও এক সময় আমরা সহজেই মুভির ভাষা বুঝে যেতে সক্ষম হবো। এতে বিনোদনের মাধ্যমে ইংরেজি শেখা হবে এবং আমরা বিরক্তবোধ না করেই ইংরেজি উচ্চারণ (Pronunciation) ও গ্রামার সহজেই আয়ত্ত করে নিবো। তাছাড়া গান শুনতে কে না ভালোবাসি। ইংলিশ গান (English Song) শুনাও ইংরেজি শেখার সহজ একটা মাধ্যম হতে পারে।

মুভি দেখা বা গান শোনা ছাড়াও Google Podcasts থেকে পছন্দের বিষয়ের উপর English Podcast শুনুন; যা আপনার Listening Skills বৃদ্ধি করবে।

Reading: ইংলিশ রিডিং পড়া

স্পোকেন ইংলিশ (Spoken English) শিখার জন্য বেশি বেশি ইংলিশ রিডিং পড়তে হবে। তবে প্রথম দিকে খুব কঠিন ইংলিশ রিডিং এর বই না পড়ে তুলনামূলক সহজ পড়তে হবে। প্রথম দিকেই কঠিন পড়া শুরু করে দিলে আপনি হতাশ হয়ে পড়বেন। তবে আস্তে আস্তে স্কিল বাড়াতে হবে। প্রয়োজনে রিডিং পড়ার সময় সাথে একটি অভিধান (Dictionary) রাখতে পারেন যাতে কোনো নতুন শব্দ পেলেই আপনি সেই শব্দটি শিখে নিতে পারেন।

আপনার ইংরেজি শেখাকে সহজ করতে পারে এমন কয়েকটি ইংরেজি শেখার বই এর তালিকা নিচে দেওয়া হলো:

  1. দ্য উইন্ড ইন দ্য উইলোজ (The Wind in the Willows)
  2. লর্ড অফ দ্য ফ্লাইজ (Lord of the Flies)
  3. অ্যানিম্যাল ফার্ম (Animal Farm)

এছাড়াও রিডিং পড়ার জন্য ইংরেজি সংবাদপত্র (Newspaper) নিয়মিত পড়তে পারেন। নিচে কয়েকটি ইংরেজি সংবাদপত্রের তালিকা দেওয়া হলো:

  1. The Daily Star
  2. BBC NEWS
  3. Al Jazeera

বই বা সংবাদপত্র ছাড়াও ব্রিটিশ কাউন্সিল (British Council) এর Reading Skills Lesson পড়তে পারেন।


Writing: লিখুন ইংরেজিতে

মনে যা চাই তাই নিয়েই লিখতে থাকুন। ভুল হচ্ছে এই ভেবে মোটেই থামা যাবে না। চালিয়ে যান লেখা। হাল না ছেড়ে এভাবে লেখার চর্চায় আপনাকে ইংরেজিতে একধাপ এগিয়ে যাবে। দেখবেন এভাবে English Writing এ আপনি দক্ষ হয়ে উঠেছেন। 

লেখায় গ্রামার মিস্টেক হচ্ছে কি না তা দেখার জন্য Grammarly App অথবা Grammarly Extension ব্যবহার করতে পারেন।

Watch English News: ইংলিশ সংবাদ দেখা

নিয়মিত ইংলিশ সংবাদ দেখেও কিন্তু আপনি স্পোকেন ইংলিশ এর স্কিল এ দক্ষতা অর্জন করতে পারেন। আপনার হাতের স্মার্টফোনে অপ্রয়োজনীয় বিনোদন না দেখে, দেখতে পারেন ওয়ার্ল্ড ক্লাস নিউজ চ্যানেলগুলোর ভিডিও নিউজ।

বেসিক গ্রামার সম্পর্কে ধারণা 

ভাষা শুদ্ধ রূপে বলতে, পড়তে ও লিখতে গ্রামার জানার বিকল্প নাই। ইংরেজি যেহেতু আমাদের দেশে খুব বেশি প্রচলিত নয়, সেজন্য দরকারি কিছু গ্রামার সম্পর্কে জানতে হবে। তা না হলে সঠিকভাবে বাক্য গঠন করতে পারবেন না। যদিও প্রথম দিকে গ্রামারে খুব বেশি জোর দেওয়ার প্রয়োজন নাই, কারণ এতে আপনার ইংরেজি শেখার আগ্রহ হারিয়ে যেতে পারে। প্রতিদিন অল্প অল্প করে শিখতে থাকুন।

নিচে প্রয়োজনীয় গ্রামার সম্পর্কে বলা হলো:

১. Tense এর সঠিক ব্যবহার 

টেন্স জানলে আপনি ইংরেজিতে অতীত, বর্তমান বা ভবিষ্যতের কোনো বিষয়ের বর্ণনা দিতে পারবেন। সেজন্য tense সম্পর্কে জানতে হবে।

২. Sentence (অর্থ ও গঠন অনুসারে)

ইংরেজিতে অর্থ অনুসারে ৫ প্রকার ও গঠন অনুসারে ৩ প্রকার বাক্য হয়। বিশেষ করে অর্থ অনুসারে যে ৫ প্রকার বাক্য হয় সেগুলো সম্পর্কে জানতে হবে।

৩. Verb সম্পর্কে জানতে হবে 

আমরা জানি verb বা ক্রিয়া হলো বাক্যের প্রাণ— যা ছাড়া হয় না কোনো বাক্য। কিছু উদাহরণ লক্ষ্য করুন-

  1. want to learn English. 
  2. Regularly I visit to StudyKoro blog. 
  3. play football. 

উপরের বাক্যগুলোতে verb ছাড়া অর্থ হচ্ছে কি? হচ্ছে না। সেজন্যই আপনাকে Regular ও Irregular Verbs সম্পর্কে জানতে হবে।

৪. Preposition এর সঠিক ব্যবহার

আরো জানতে হবে preposition এর সঠিক ব্যবহার সম্পর্কে।

৫. Right forms of verbs এর ব্যবহার শিখতে হবে

এবার আপনাকে জানতে হবে English Grammar এর right forms of verbs সম্পর্কে।

মোটামুটি এই কয়েকটি গ্রামার সম্পর্কে জানলেই শুদ্ধ ভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন। তাহলে দেরি কিসের! আজই শুরু করে দিন এগুলো শেখা।

Spoken English চর্চার জন্য বন্ধু নির্বাচন 

আপনি এমন কয়েকজন বন্ধু নির্বাচন করুন যারা আপরার সাথে ইংলিশে কথা বলতে আগ্রহী। তারা আপনাকে অনুপ্রেরণা দেওয়ার পাশাপাশি আপনাকে ইংরেজি চর্চা করতে সাহায্য করবে। দিনের কিছুটা সময় তাদের সাথে ইংলিশে কথা বলুন। প্রয়োজনে ইংলিশে চ্যাট করেন। ভুল হচ্ছে? হোক। একসময় দেখবেন ইংরেজিতে কথা বলতে বলতে নিজের ভুল নিজেই বুঝতে পারবেন। 

এছাড়াও নেটিভ ইংলিশ স্পিকারদের সাথে কথা বলতে পারেন ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে। এতে করে আপনি বুঝতে পারবেন যাদের মাতৃভাষা ইংরেজি তারা কীভাবে উচ্চারণ করে। তাদের সাথে কথা বলার মাধ্যমে জড়তা যেমন কেটে যাবে, সেই সাথে আপনার ইংরেজিতে কথা বলার মানও আরেকধাপ এগিয়ে যাবে। তাই Native English স্পিকারের সাথে কথা বলতে Google Play Store থেকে অ্যাপ ডাউনলোড করুন।

ইংরেজি শিখতে চাইলে লজ্জা কমান

আমাদের ইংরেজিতে কথা বলার সবচেয়ে বড়ো প্রতিবন্ধকতা হলো লজ্জা। ধরুন, আপনি ইংলিশ শিখেছেন তবে মানুষের সামনে কথা বলতে লজ্জা পান। তাহলে কিন্তু আপনি কখনোই স্পোকেন ইংলিশে দক্ষ হতে পারবেন না। কারণ আপনি তখন লজ্জা পাবেন। তার জন্য আপনাকে আগে থেকেই লজ্জা কমিয়ে চর্চা করতে হবে। মানুষ কি বলবে তা ভাববেন না, কারণ মানুষ বলবেই।

ভয়কে জয় করুন 

স্পোকেন ইংলিশে আর একটি প্রতিবন্ধকতা হলো ভয়। আমরা ইংলিশে কথা বলতে ভয় পাই। কারণ আমরা ভাবি যে যদি ভুল হয়? ভুল হবে এটাই স্বাভাবিক। কোনো কিছুই সহজে শিখা যায় না। তবে ভুল করতে করতেই আপনি এক সময় দক্ষ হয়ে উঠবেন। তাই আত্মবিশ্বাসী হওয়া আবশ্যক।

চিন্তা করুন ইংরেজিতে 

ইংরেজিতে চিন্তা করা Spoken English এর ক্ষেত্রে অধিক কার্যকরী। মনে করেন আপনার সামনে কেউ একটা বাংলা বাক্য বলল, আপনি তখনি সেই বাক্যটাকে ইংলিশে পরিবর্তন করার চেষ্টা করুন এবং বাক্যটা সঠিক হয়েছে কিনা যাচাই করুন। তারপর ভুল হয়ে থাকলে তা সংশোধন করার চেষ্টা করেন। দেখবেন এতে আপনি খুব সহজেই স্পোকেন ইংলিশ শিখতে পারবেন। মনে মনে সবসময় ইংরেজিতে চিন্তা করুন এবং ইংরেজিতে বাক্য সাজান।

আয়নার সামনে একা একা চর্চা করুন

আয়নার সামনে চর্চা করা অন্যের সামনে ইংলিশে কথা বলার জন্য অধিক গুরুত্বপূর্ণ। কারণ যখন আমরা আয়নার সামনে চর্চা করি তখন আমরা নিজেদের অঙ্গভঙ্গি গুলো দেখতে পারি। তাই অন্যের সামনে ইংলিশে কথা বলার সময় লজ্জা কমিয়ে স্বাভাবিক ভাবে কথা বলার জন্য এই পদ্ধতিটি গুরুত্বপূর্ণ। 

দৃঢ় সংকল্পবদ্ধ হন

কোনো কাজই সহজ না। কোনো কিছু সহজে শিখাও যায় না। প্রথম দিকে সব কাজ ভালো লাগলেও সে কাজের প্রতি আস্তে আস্তে অনীহা তৈরি হয়। তখন আর সেই কাজটি করতে ভালো নাও লাগতে পারে। তাই স্পোকেন ইংলিশ শিখতে হলে আপনাকে দৃঢ়ভাবে সংকল্প করতে হবে যে আমাকে ইংরেজি শিখতেই হবে। যাতে সব ধরণের প্রতিবন্ধকতা কাটিয়ে আপনি স্পোকেন ইংলিশ শিখতে পারেন।

স্পোকেন ইংলিশ বই PDF (Spoken English Book PDF) 

ইংরেজি শেখার জন্য সেরা কিছু Spoken English Book PDF Download লিংক দেওয়া হলো, যা ফ্রিতে ডাউনলোড করে মোবাইল বা কম্পিউটার থেকে পড়তে পারবেন। 

স্পোকেন ইংলিশ বই PDF


FAQs 

ইংরেজি শেখার যাত্রা শুরুর আগে বা পরে মাথায় আমাদের অনেক প্রশ্ন ঘুরপাক খায়। তারমধ্যে উল্ল্যেখযোগ্য কয়েকটি প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো:

ইংরেজি শেখার জন্য কোন বইটি ভালো হবে?

উত্তর: ইংরেজি শেখার জন্য বাজারে বইয়ের কমতি নেই, কিন্তু মানসম্মত বইয়ের খুবই অভাব। এ পর্যায়ে আমাদের দেখা সেরা কিছু স্পোকেন ইংলিশ শেখার বইয়ের তালিকা নিচে দেওয়া হলো:
১. Saifur’s Zero to Hero: জনাব সাইফুর রহমান স্যার তার দীর্ঘদিনের পাঠদানের অভিজ্ঞতা ও নিজস্ব টেকনিক ব্যবহার করে এই বইটি লিখেছেন। আপনি যদি Spoken English এ খুবই দূর্বল হয়ে থাকেন বা শুরু থেকে ইংরেজি বলা শিখতে চান তাহলে এই বইটি আপনার জন্য খুবই সহায়ক হতে পারে।

২. ঘরে বসে Spoken English: স্পোকেন ইংলিশ (Spoken English) শেখার জন্য 10 Minutes School থেকে প্রকাশিত মুনজেরিন শহীদ এর ‘ঘরে বসে Spoken English’ বইটি হতে পারে আপনার ইংরেজি শেখার সেরা সঙ্গী।

৩. NEED – Basic English Grammar (Basic to Advanced Level): আর ইংলিশ গ্রামার (English Grammar) শেখার জন্য M. Rafique স্যারের NEED – English Grammar বইটি দেখতে পারেন। অসাধারণ টিপস-এন্ড-ট্রিকস সহ সহজ সরলভাবে এই বইটি তিনি লিখেছেন; যা সত্যিই প্রশংসার দাবি রাখে। English Moja ইউটিউব চ্যানেলের কয়েকটি ভিডিও দেখলেই বুঝতে পারবেন তার অসাধারণ শিখন পদ্ধতি সম্পর্কে।

স্পোকেন ইংলিশ (Spoken English) শেখার সেরা অ্যাপ কোনটি?

আজ প্রযুক্তির বদৌলতে আমাদের হাতে থাকা মোবাইল ফোন থেকে অ্যাপস (Apps) এর সাহায্যে Spoken English শিখতে পারি খুব সহজেই। Google Play Store এ থাকা সবচেয়ে কার্যকরী ইংরেজি শেখার Apps এর তালিকা নিচে দেওয়া হলো:
১. Hello English: Learn English 
২. Duolingo: language lessons
৩. Cake – Learn English & Korean
৪. Hallo – Learn English 
৫. Cambly – English Teacher

এই অ্যাপগুলোর মাধ্যমে আপনার ইংরেজি শেখা হবে সাবলীল ও আনন্দদায়ক। তাই এখনি ইন্সটল করে নিন আর শুরু করে দিন স্পোকেন ইংলিশ চর্চা।

শেষ কথা

ইংরেজি শেখার সহজ উপায় নিয়ে আজকের লেখাটি সাজানো হয়েছিল। উপরে বর্ণিত প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ। এখানে এমন কোনো পদ্ধতির কথা বলা হয়নি যা আপনার জন্য কঠিন হবে। তাই স্পোকেন ইংলিশ শিখার জন্য উপরের প্রত্যেকটা ধাপ অনুসরণ করুন। তাহলে খুব সহজেই আপনি ইংরেজি শিখতে পারবেন। 

পূরণ হোক আপনার ইংরেজি শেখার স্বপ্ন — শুভকামনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন