গুগল লেন্স কি এবং কিভাবে ব্যবহার করবেন ? – (গুগল লেন্স ডাউনলোড)
বন্ধুরা আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা গুগল লেন্স কি (What Is Google Lens in Bangla), গুগল লেন্স ডাউনলোড করার নিয়ম, কিভাবে কাজ করে, কিভাবে ব্যবহার করবেন এবং গুগল লেন্স এর লাভ নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি।
গুগল অনেক বড় একটি কোম্পানি যার প্রচুর আলাদা আলাদা রকমের products এবং services গুলো আমরা ব্যবহার করে থাকি।
যেমন, Android OS, Google sheets, docs, forms, blogger.com, Google drive, YouTube, Google Maps, Google assistant ইত্যাদি গুগলের আরো প্রচুর products এবং services রয়েছে যেগুলো আমরা প্রত্যেক দিন কিছু না কিছু কাজে ব্যবহার করেই থাকি।
সেভাবেই Google এর একটি উন্নত মানের product বা service এর নাম হলো Google lens.
এমনিতে গুগল লেন্স এর বিষয়ে অনেক কম লোকেরাই জানেন আর তাই এর ব্যবহার তেমন বেশি পরিমানে করা হয়না।
তবে, আপনি গুগল এর এই আধুনিক প্রডাক্ট এর বিষয়ে সবটা জেনে বিভিন্ন ক্ষেত্রে এর দ্বারা লাভ অবশই নিতে পারবেন।
গুগল লেন্স কি ? (What Is Google Lens)
Google Lens হলো Google এর দ্বারা developed করা এমন একটি technology যেটার মাধ্যমে যেকোনো চিত্রের স্বীকৃতি (image recognition) করা সম্ভব।
মানে, এটা এমন এক আধুনিক প্রচুক্তি (technology) যেটা ছবি দেখে ছবির বিষয়ে তথ্য প্রদান করতে পারবেন।
এর মাধ্যমে ছবিতে থাকা অবজেক্ট (object) গুলোর সাথে জড়িত প্রাসঙ্গিক তথ্য গুলোর বিষয়ে জেনেনিতে পারবেন।
ছবির মধ্যে থাকা text বা অন্যান্য objects গুলোকে চেনার (identify) জন্যে এটা artificial intelligence প্রযুক্তির ব্যবহার করে থাকে।
এছাড়া, এই প্রযুক্তির মাধ্যমে মোবাইলের ক্যামেরার লাইভ ভিউর (Phone camera live view) ক্ষেত্রেও ছবির objects গুলোর সাথে জড়িত প্রাসঙ্গিক তথ্য দিয়ে থাকে।
ধরুন একটি বিখ্যাত জায়গার ছবি আপনার কাছে আছে তবে আপনি সেই জায়গাটির বিষয়ে জানেননা।
এক্ষেত্রে, আপনি Google Lens ব্যবহার করে সেই জায়গার ছবি তুলে বা ছবিটি সেখানে আপলোড করে দিলেই গুগল লেন্স আপনাকে জায়গাটির বিষয়ে তথ্য দিয়ে দিবে।
Google lens এমনিতে ২০১৪ সালে লঞ্চ করা হয়েছিল যদিও অনেক কম লোকেরাই এর বিষয়ে জানেন।
বলার তাৎপর্য এটাই যে, গুগলের অন্যান্য products এবং services এর তুলনায় গুগল লেন্স এর ব্যবহার অনেক কম করা হয়।
এই প্রযুক্তি আমাদের প্রত্যেকের জন্য অনেক কাজের প্রমাণিত হতে পারে কারণ অনেক কিছুই রয়েছে যেগুলোর বিষয়ে আমরা জানিনা।
তাই, যেকোনো জায়গা, খাবার, বিখ্যাত ব্যক্তি ইত্যাদির একটি ছবির মাধ্যমেই আমরা সেই বিষয়ে তথ্য পেয়ে যেতে পারি।
কিভাবে গুগল লেন্স কাজ করে ?
আমরা প্রত্যেকেই জানি যে ইন্টারনেটের মধ্যে প্রায় প্রত্যেক বিষয়ের তথ্য Google search engine এর কাছে অবশই রয়েছে।
সেটা কোনো বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত জায়গা, খাবার ইত্যাদি যেকোনো জিনিস হতে পারে।
তাই, যখন আমরা গুগল লেন্স এর ব্যবহার করে কোনো ছবি স্ক্যান করে থাকি তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (artificial intelligence) প্রযুক্তির মাধ্যমে ছবিতে থাকা বস্তু (objects) গুলোর বিষয়ে বুঝে নিতে পারে।
এবার, একবার যখন এটা জেনে নেওয়া হয় যে ছবিতে কোন কোন বস্তু গুলো রয়েছে, তারপর গুগল নিজের সার্ভার (server) বা সার্চ ইঞ্জিন ইনডেক্স লিস্ট এর মধ্যে সেই বস্তুর বিষয়ে থাকা তথ্য গুলোকে খুঁজে আমাদের তথ্য প্রদান করে থাকে।
এর মাধ্যমে একটি ছবি ব্যবহার করে আমরা কোনো জায়গা, ফুল, গাছ, ব্যক্তি, জন্তু, খাবার, জিনিস ইত্যাদি অনেক কিছুর বিষয়ে জেনেনিতে পারবো।
তবে ছবিতে থাকা বস্তু গুলোর বিষয়ে গুগলের সার্ভার বা সার্চ ইনডেক্স এর মধ্যে আগের থেকে তথ্য থাকলেই গুগল আমাদের সেই ছবির সাথে জড়িত তথ্য দেখাতে পারবে।
কিভাবে গুগল লেন্স ব্যবহার করবেন ?
দেখুন গুগল লেন্স ব্যবহার করাটা অনেক সোজা একটি কাজ।
যেভাবে মোবাইলে ফটো তুলতে হয় ঠিক সেভাবেই ফটো তুলেই এই গুগল লেন্স ব্যবহার করতে হয়।
তবে এর জন্য সবচেয়ে আগেই আপনাকে Google play store এর মধ্যে গিয়ে Google lens app download করে নিতে হবে।
এমনিতে যদি আপনার মোবাইলের ভার্সন এর জন্য Google Lens App উপলব্ধ নেই তাহলে আপনি Google photos app এর মাধমেও গুগল লেন্স ব্যবহার করতে পারবেন।
ব্যবহার এভাবে করতে হবে,,
- আপনি যেই জিনিস, জায়গা বা বস্তুর (object) বিষয়ে তথ্য পেতে চাইছেন সেটার ছবি তুলতে হবে।
- ছবি তুলার জন্য আপনাকে সরাসরি গুগল লেন্স অ্যাপ ওপেন করে তারপর সেখান থেকে ছবি তুলতে হবে।
- এছাড়া, আপনার মোবাইলে যদি আগের থেকেই ফটো বা ছবি তাহলে সেটাকে গুগল লেন্স এর মাধ্যমে ওপেন করতে হবে।
- মোবাইলের মধ্যে থেকে ছবির বাছাই করার জন্য ওপরে থাকা image icon এর মধ্যে click করতে হবে।
- ছবি তোলার জন্য আপনাকে নিচের দিকে থাকা বড় search icon এর মধ্যে ক্লিক করতে হয়।
- এবার সবটা নিজে নিজে হবে এবং আপনার তোলা ছবির মধ্যে থাকা বস্তু (objects) গুলোর সাথে জড়িত তথ্য আপনাকে দেখিয়ে দেওয়া হবে।
গুগল লেন্স এর লাভ এবং সুবিধা গুলো কি কি ?
চলুন এবার নিচে সরাসরি ভাবে আমরা গুগল লেন্স এর কিছু লাভ ও সুবিধে গুলোর বিষয়ে জেনেনেই।
- এর মাধ্যমে সরাসরি ক্যামেরা ভিউ দিয়ে যেকোনো টেক্সট (text) ছবি থেকে সিলেক্ট করে কপি করতে পারবেন। এবার কপি করা টেক্সট এর বিষয়ে গুগলে সার্চ করে তথ্য গ্রহণ করতে পারবেন।
- এর মাধ্যমে আপনারা কোনো অজানা বস্তু, জন্তুর বা গাছের প্রজাতি, বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত জায়গা, কোম্পানি, প্রডাক্ট ইত্যাদি বিভিন্ন বিষয়ে জেনেনিতে পারবেন।
- আপনার কাছে একটি বই আছে তবে বই এর বিষয়ে আপনি তথ্য সংগ্রহ করতে পারছেননা, তাহলে সেক্ষেত্রেও গুগল লেন্স এর সাহায্য নিতে পারবেন এবং বই এর বিষয়ে জেনেনিতে পারবেন।
- Flowers, Animals, Paintings, landmarks, famous paintings ইত্যাদি এই ধরণের বিষয় গুলোকে সহজেই সনাক্ত (detect) করতে পারে।
- Visiting cards গুলোকে scan করে সরাসরি মোবাইল এর মধ্যে মোবাইল নম্বর গুলো অ্যাড (add) করতে পারবেন।
- কম্পিউটার বা ল্যাপটপ এর ব্রাউজার থেকে সরাসরি URL গুলোকে স্ক্যান করে মোবাইলে open করতে পারবেন।
- Restaurant এর মধ্যে ঢোকার আগে রেস্টুরেন্ট এর সামনের ভাগটি (area, logo ইত্যাদি) গুগল লেন্সে স্ক্যান করলেই গুগল ম্যাপ এর মধ্যে থাকা রিভিউ গুলো আপনারা দেখে রেস্টুরেন্ট এর বিষয়ে রিভিউ জেনেনিতে পারবেন।
- যেকোনো product এর বিষয়ে জানতে চাইছেন বা সেটা কিনে নিতে চাইছেন, সেক্ষেত্রে গুগল লেন্স দিয়ে স্ক্যান করে প্রডাক্ট এর বিষয়ে তথ্য পেয়ে যাবেন এবং সাথে purchase links এবং reviews গুলো আপনাকে দেখানো হবে।
- যেকোনো ছবি বা Real-time google lens camera view এর মধ্যে থাকা টেক্সট (text) গুলোকে scan করে নিজের ভাষাতে ট্রান্সলেট (translate) করতে পারবেন।
Google lens কি ফ্রি ?
অবশই, এটাও একটি দারুর product যেটা গুগল দ্বারা আমাদের সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করতে দেওয়া হয়।
যা আমি ওপরে আগেই বলেছি, Google lens ব্যবহার করার জন্য আপনারা Google photos app ব্যবহার করতে পারবেন বা সরাসরি Google play store থেকে গুগল লেন্স অ্যাপ্লিকেশন ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
কোন মন্তব্য নেই