ইম্প্রুভমেন্টের নিয়মাবলী শর্তাবলীঃ
1. শুধুমাত্র C, D, F গ্রেড প্রাপ্ত বিষয়ে ইম্প্রুভমেন্ট দেয়া যায়।
2. C+, B-, B, B+, A-, A, A+
পেলে ইম্প্রুভমেন্ট দেয়া যায় না।
3. কোন বিষয়ে C & D গ্রেড
পেয়ে ইম্প্রুভমেন্ট পরিক্ষা না দিলে কোন
সমস্যা হবে না।
4. F গ্রেড পেলে তা ইম্প্রুভমেন্ট দিয়ে তা অবশ্যয় গ্রেড়ের মান
উন্নয়ন করতে হবে।
5. এক বিষয়ের গ্রেড দ্ধারা অন্য বিষয় পভাবিত হবেনা, এমনকি একপত্রের সাথে
অন্য পত্রেরও সম্পর্ক
নাই।
6. ১ম বর্ষ থেকে শেষ বর্ষ পর্যন্ত কোন বিষয়ে F
গ্রেড রাখা যাবে না।
7. ১ম বার C/D গ্রেড প্রাপ্ত বিষয়ে পরবর্তীবার
ফরমপূরন না করলে
পরবর্তীতে ঐ বিষয়ে আর ইম্প্রুভমেন্ট দেয় যায় না।
8. ১ম বার C/D গ্রেড প্রাপ্ত বিষয়ে পরবর্তীবার
ফরমপূরন করেও পরিক্ষায় অংশগ্রহন না করলে ঐ
বিষয়ে পরবর্তীবার আবার ইম্প্রুভমেন্ট দেয় যায়।
9. ১ম বার C/D গ্রেড প্রাপ্ত বিষয়ে পরবর্তীবার পরিক্ষায় অংশগ্রহন করেও
F গ্রেড পেলে ঐ বিষয়ে পরবর্তীবার আবার ইম্প্রুভমেন্ট দেয় যায়।
10. কোন বিষয়ের পরিক্ষায় অনুপস্থিত থাকলে তা F
গ্রেড হিসিাবে বিবেচ্য।
11. কোন বিষয়ের F গ্রেড
পেলেই পরবর্তীবার ইম্প্রুভমেন্ট দেয়া যায়।
12. রেজিষ্টশন এর মেয়াদ থাকাকালীন সময় যতবার F গ্রেড আসবে ততবারই ইম্প্রুভমেন্ট দিতে পারবে।
13. ডিগ্রীর ক্ষেত্রে রেজিষ্টশন এর মেয়াদ ৬
বছর, অনার্সের ক্ষেত্রে রেজিষ্টশন এর মেয়াদ ৬
বছর থেকে এখন ৭ বছরে
করা হয়েছে & মাষ্টার্সের রেজিষ্টশন এর মেয়াদ ৩
বছর ।
14. F গ্রেড প্রাপ্ত বিষয়ে ইম্প্রুভমেন্ট দিয়ে গ্রেড উন্নয়ন হলে পরবর্তীতে
আর ইম্প্রুভমেন্ট দেয়া যাবে না, এমনকি C/D গ্রেড় পেলেও আর ইম্প্রুভমেন্ট দেয়া যাবে না।
15. মানউন্নয়ন দিয়ে একই
বিষয়ে একাধিক গ্রেড
পেলে, সে ক্ষেত্রে একাধিক গ্রডের মধ্য থেকে উচ্ছতর গ্রেডটি গ্রহন করা হবে।
16. ইম্প্রুভমেন্ট দেয়া বিষয়ে সর্বোচ্ছ B+ গ্রেডের
সীমার নিয়ম রাখলও তা
এখন কার্যকর নয়, তাই
এখন যে যাই পাই তা দিয়ে
দেয়।
17. ডিগ্রীর ক্ষেত্রে ৩য় বর্ষের রেজাল্ট সহ মোট ২.২৫
(3rd Class) এর কম পেয়ে
থাকে তাহলে পূর্বে শুধু যেসব বিষয়ে মানউন্নয়ে অংশগ্রহন করেনাই ৩য়
বর্ষের সর্বোচ্ছ এমন ২টি বষিয়ের মান উন্নয়নের
সুযোগ পাবে।
18. ডিগ্রীর ক্ষেত্রে কোন বিষয়ে (ফেল) F গ্রেড
থাকলে তাকে ডিগ্রীর সনদ
দেয় হবে না, অকৃতকার্য
বলে গন্য হবে।
19. অনার্সের ক্ষেত্রে মোট
CGPA 2.00 থাকা শাপেক্ষে,
কোন বিষয়ে (ফেল) F গ্রেড থাকলে তাকে ডিগ্রী (পাস)
সনদ দেয় হবে।
20. পেষ্টটি পুনরায় মনযোগ দিয়ে পড়ুন, সঠিক তথ্য
জানুন & বন্ধুদের মাঝেও শেয়ার করে করুন।
আমাদের শেষ কথা,,
তাহলে বন্ধুরা, আজকে আমরা জানলাম ইম্প্রুভমেন্ট পরিক্ষা, বিষয়ে।
আশা করছি ইম্প্রুভমেন্ট পরিক্ষা,বলতে কি বুঝায় বিষয়টা আপনার ভালো করে বুঝতেই পেরেছেন।
ইম্প্রুভমেন্ট পরিক্ষা, নিয়ে লিখা আমাদের আর্টিকেল ভালো লেগে থাকলে অবশই আর্টিকেলটি শেয়ার করবেন।
এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করে অবশই জানাবেন।
কোন মন্তব্য নেই