ঘরে বসে অনলাইনে টাইপিং শেখার সফটওয়্যার গুলোর তালিকা – (১৩+)


আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের কিন্তু কম্পিউটারে টাইপিং করতে অনেক সমস্যা হয়ে থাকে।
টাইপিং শেখার সফটওয়্যার
টাইপিং সফটওয়্যার গুলোর তালিকা

সেটা ইংরেজি টাইপিং করা হোক বা বাংলা, প্রত্যেক ক্ষেত্রেই তারা কম্পিউটার কিবোর্ডে সঠিক ভাবে টাইপ করতে পারেননা।

যদি আপনি ভালো করে ও সঠিক ভাবে টাইপিং শেখার নিয়ম গুলো জানতে চাচ্ছেন, তাহলে টাইপিং শেখার সহজ উপায় অবশই রয়েছে। 

ইন্টারনেটে এমন অনেক সফটওয়্যার রয়েছে যেগুলোকে অনলাইন টাইপিং শেখার সফটওয়্যার বলেও বলা হয়।

এই টাইপিং শেখার সফটওয়্যার গুলো ব্যবহার করে আপনারা ফ্রীতেই কিবোর্ডে সম্পূর্ণ সঠিক ভাবে টাইপ করার নিয়ম গুলো জেনেনিতে পারবেন।

তাছাড়া, online typing software গুলোতে থাকা বিভিন্ন, অনলাইন টাইপিং টেস্টlessons, exercises এবং practices গুলোর ফলে কম্পিউটারে আপনার টাইপিং স্পিড দ্রুত হয়ে যাবে।


মনে রাখবেন, বর্তমান সময়ে একটি ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু কম্পিউটারের জ্ঞান থাকাটা অনেক জরুরি।

এবং তার সাথেই, কম্পিউটারে আপনি কতটা সঠিক ভাবে ও তাড়াতাড়ি টাইপ করতে পারছেন, সেই বিষয়েও নজর দেওয়া হয়।

তাই, কম্পিউটারে কিভাবে টাইপিং শিখব এই প্রশ্নের উত্তর যদি আপনি খুঁজছেন, 

তাহলে নিচে দেওয়া অনলাইন টাইপিং সফটওয়্যার (online typing software) গুলোর বিষয়ে জেনেনিন।

কিভাবে টাইপিং শিখব ? টাইপিং শেখার সফটওয়্যার তালিকা

নিচে দেওয়া online typing software বা website গুলোর মধ্যে আপনারা যেকোনো একটি ব্যবহার করলেই যথেষ্ট।

প্রত্যেকটি ওয়েবসাইটে আপনাদের basic থেকে শুরু করে advanced typing lessons গুলো শেখানো হবে।


তাই, মন দিয়ে ও ধর্য্য ধরে শুরু থেকে কিভাবে টাইপিং করতে হয়, টাইপিং করার সঠিক নিয়ম কি, এই বিষয় গুলোর ওপরে ধ্যান দিতে হবে।

এবং, প্রত্যেকদিন এই টাইপিং সফটওয়্যার গুলোতে গিয়ে কমেও ৩০ মিনিট টাইপিং এর চর্চা (practice) করলেই, কেবল ৩ মাসের মধ্যেই, কম্পিউটারে সঠিক ভাবে টাইপিং করতে পারবেন।

মনে রাখবেন, টাইপিং এর কোর্স গুলো করার পর আপনাদের অনলাইন টাইপিং টেস্ট নেওয়া হবে। 

এই অনলাইন টাইপিং টেস্ট গুলোতে আপনি আপনার টাইপিং এর কৌশলদ্রুততা এবং wpm (word per minute) দেখে নিতে পারবেন। 

যদি আপনি সঠিক ভাবে, 38 থেকে 40 words per minute (WPM) টাইপ করতে পারছেন, তাহলেই ভাববেন আপনার টাইপিং এর কৌশল উন্নত/ভালো হয়েছে।

13+ best online typing software and websites list

টাইপিং শেখার ওয়েবসাইট যেগুলোর বিষয়ে আমি নিচে বলবো সেগুলো সম্পূর্ণ ফ্রি।

বেশিরভাগ ওয়েবসাইট গুলোতেই আপনারা কোনো ধরণের register ইত্যাদি না করেই সরাসরি টাইপিং কোর্স শুরু করতে পারবেন।

১. Typing.com

typing.com free typing software online
typing.com free typing software online

টাইপিং শেখার আমার সব থেকে প্রিয় অনলাইন টাইপিং টুল হলো “Typing.com”.

এই টুল সম্পূর্ণ ফ্রি এবং একেবারে নতুনেরা (beginner) এই টুল ব্যবহার করে কম্পিউটার টাইপিং শিখতে পারবেন।

এখানে বিভিন্ন আলাদা আলাদা Lessons রয়েছে।

যেমন, Beginner, Intermediate, এবং Advanced lessons যেগুলোর মাধ্যমে একেবারে না জানা ব্যক্তির থেকে শুরু করে কিছু পরিমানে টাইপিং জানা লোকেরাও নিজেদের টাইপিং এর কৌশল উন্নত করে নিতে পারবেন।

হাতের কোন আঙ্গুল কোন বাটনে বসাতে হবে, টাইপিং এর সঠিক নিয়ম কি, সেই সব গুলোই আমাদের দেখিয়ে দেওয়া হয়।

তাছাড়া, বিভিন্ন lessons এবং টাইপিং টেস্ট গুলোতে আমাদের বিভিন্ন শব্দ ও বাক্য গুলোকে টাইপ করতে দেওয়া হয়।

আপনি কতটা তাড়াতাড়ি এবং কতটা সঠিক ভাবে টাইপিং করতে পেরেছেন, সবটাই আপনাকে বলে দেওয়া হয়।

তাছাড়া, এখানে বিভিন্ন game lessons রয়েছে যেখানে টাইপিং এর মাধ্যমে গেম খেলে খেলে নিজের টাইপিং এর কৌশল উন্নত করতে পারবেন।

যদি আমি নিজের অভিজ্ঞতা নিয়ে বলি, তাহলে টাইপিং শেখার এই অনলাইন টুল সেরা।

২. Typingclub.com

online typing practice tool
online typing practice tool

এই অনলাইন টুল এর user interface সাংঘাতিক দারুন।

এখানে আপনাদের বিভিন্ন typing lessons, courses, videos, games, tests ইত্যাদির মাধ্যমে টাইপিং শেখানো হয়।

প্রত্যেকটি typing practice বা exercise এর পর আপনাকে কিছু score দেওয়া হয়।

এবং, যত নির্ভুল ও দ্রুত ভাবে টাইপিং করতে পারবেন, ততটাই ভালো score আপনাকে দেওয়া হবে।

এই typing software এর সব থেকে ভালো বিষয়টি হলো, “এখানে আপনাকে ভিডিওর মাধ্যমে টাইপিং এর প্রত্যেকটি নিয়ম সুন্দর ও স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়”.

সাধারণ ছোট ছোট টাইপিং চর্চা গুলোর থেকে শুরু করে করে আপনাকে অ্যাডভান্সড টাইপিং চর্চাতে নিয়ে যাওয়া হয়।

ফলে, ধীরে ধীরে আপনি জটিল শব্দ বা বাক্য গুলোকেও স্পষ্ট ও সঠিক ভাবে টাইপ করতে পারবেন।

নিজের টাইপিং এর কৌশল উন্নত করার সেরা অনলাইন টাইপিং সফটওয়্যার এটা।


670 lessons থেকেও অধিক primary typing lessons এখানে রয়েছে।

৩. Thetypingcat.com 

typingcat free online typing tool
typingcat free online typing tool

এই ওয়েবসাইটে আপনারা সম্পূর্ণ টাইপিং কোর্স সহ বিভিন্ন টাইপিং টেস্ট এবং টাইপিং গেমস পাবেন।

তাছাড়া, বিভিন্ন আলাদা আলাদা keyboard layouts এর বিষয়েও আপনারা শিখতে পারবেন।

কতটা তাড়াতাড়ি আপনি টাইপ করতে পারছেন, তার জন্য “wpm speed” এর মান আপনারা দেখতে পারবেন।

Basic typing course থেকে শুরু করে advanced course, সবটাই এখানে থাকছে।

এই টুল ব্যবহার করে আপনারা শিখতে পারবেন,

  • Typing speed এবং accuracy
  • Computer skills উন্নত হয়ে যাবে।
  • আলাদা আলাদা keyboard layout ( Dvorak, Colemak, Workman) এর বিষয়ে জানবেন।
  • সবটাই অনলাইন ইন্টারনেটের মাধ্যমে শিখে নিতে পারবেন।

৪. Typingmaster.com

Typing master 10 software
Typing master 10 software

এই typing software ব্যবহার করে আপনারা নিজের typing এর skills প্রচুর বাড়িয়ে নিতে পারবেন।

এর মাধ্যমে আপনারা নিজের typing speed, accuracy, wpm ইত্যাদির মাপ নিতে পারবেন।

Typing master 10 software সম্পূর্ণ ফ্রি এবং আপনারা নিজের windows কম্পিউটারে এই সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন।

তাছাড়া, এখানে আপনারা বিভিন্ন “virtual training”, “step by step guide”, “typing skill test”, “typing games” ইত্যাদির মাধ্যমে নিজের টাইপিং এর কৌশল দুগুণ উন্নত করে নিতে পারবেন।

৫. Ratatype.com

ratatype new typing tool for beginners
ratatype new typing tool for beginners

Ratatype হলো এমন এক online typing software যেটা মূলত আপনার টাইপিং করার সঠিক প্রক্রিয়ার ওপর ধ্যান দিয়ে থাকে।

এটা অনেক simple একটি tool যেখানে আপনারা সঠিক ও সহজেই টাইপিং কোর্স গুলো করতে পারবেন।

Touch typing courses গুলোতে বিভিন্ন আলাদা আলাদা typing layout শেখার অপসন রয়েছে।

যেমন,

  • English layout touch typing course
  • English Dvorak layout
  • English Azerty layout typing course
  • Spanish layout course
  • French layout course
  • Russian layout

এই টুল আপনাদের সম্পূর্ণ স্পষ্ট করে দেখিয়ে দিবে যে, কোন অক্ষর এর জন্য হাতের কোন আঙ্গুল ব্যবহার করতে হবে।

টাইপিং কোর্স করার পর, আপনারা টাইপিং এর টেস্ট গুলো সম্পূর্ণ করে নিজের প্রগ্রেস (progress) দেখে নিতে পারবেন।

৬. Rapidtyping.com

Rapidtyping typing software for windows
Rapidtyping typing software for windows

এটা হলো একটি সাধারণ computer keyboard trainer tool যেখানে typing tutor, typing games, touch typing, typing test এবং typing software এর মাধ্যমে টাইপিং এর কোর্স করানো হবে।

এখানে একটি virtual keyboard আপনার computer স্ক্রিনে দেখানো হয়।

স্ক্রিনে দেখানো virtual keyboard এর মাধ্যমে, প্রত্যেকটি অক্ষরের জন্য কিবোর্ডে হাতের কোন আঙ্গুল ব্যবহার করতে হবে, সেটা বুঝিয়ে দেখানো হয়।

এভাবে, কেবল কিছুদিনের অভ্যাসের ফলে, “keyboard flinger position” গুলো আপনি অনেক সহজেই মনে রাখতে পারবেন।

প্রায় প্রত্যেক keyboard layout এখানে রয়েছে যেমন,

QWERTYDvorakDvorak for left or right handBEPOColemakQWERTZAZERTYABNT2 ইত্যাদি।

তাছাড়া, moving hand exercises এর মাধ্যমে আপনারা টাইপিং করার সময় সঠিক ভাবে সঠিক আঙ্গুল এর ব্যবহার শিখতে পারবেন।

এই কীবোর্ড টাইপিং সফটওয়্যারটি আপনারা নিজের windows কম্পিউটারে ডাউনলোড করেও ব্যবহার করতে পারবেন।

>> Download rapidtyping software 

  • সফটওয়্যার ডাউনলোড না করেই টাইপিং টেস্ট এবং টাইপিং গেম ব্যবহার করতে পারবেন।
  • সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি (freeware).

৭. Typing.academy

Typing academy typing master
Typing academy typing master

এখানে টাইপিং শিক্ষা নিয়ে মূলত ৪ রকমের function রয়েছে।

  • Learn to type: এখানে নিজের ১০ টি আঙুলের সঠিক ব্যবহার করে দ্রুতভাবে টাইপিং করার নিয়ম গুলো শিখানো হবে।
  • Typing test: এখানে আপনারা নিজের টাইপিং এর কৌশল টেস্ট করে দেখতে পারবেন। কতটা দ্রুত ও সঠিক  ভাবে আপনি টাইপ করতে পারছেন, সবটাই এই টেস্ট গুলোর মাধ্যমে দেখে নিতে পারবেন।
  • Practice: বিভিন্ন ধরণের typing lessons রয়েছে, যেগুলোর মাধ্যমে নিজের টাইপিং এর কৌশল অধিক উন্নতমানের করে নিতে পারবেন।
  • Statistics: আপনার টাইপিং এর দ্রুততা ও সঠিকতা কতটা ভালো হলো সেটা ট্র্যাক করতে পারবেন।

তাহলে দেরি করবেননা, এই ফ্রি এবং আধুনিক অনলাইন সফটওয়্যার ব্যবহার করে নিজের কম্পিউটার টাইপিং এর কৌশল উন্নত করে নিন।

তাছাড়া, শুরু থেকে কম্পিউটার টাইপিং শেখার জন্য এই টুল আপনারা ব্যবহার করতে পারবেন।

৮. Keyhero.com

Keyhero অনেক ভালো মানের একটি অনলাইন টাইপিং প্রাকটিস সফটওয়্যার যেটা ব্যবহার করে আপনি নিজের typing skills উন্নত করতে পারবেন।

এই সফটওয়্যার আপনাকে আপনার ভুল, সঠিকতা এবং wpm এর details দেখিয়ে দিবে।


ফলে আপনি আপনার টাইপিং এর সাথে জড়িত অপূর্ণতা গুলোর বিষয়ে জেনেনিতে পারবেন।

তাছাড়া, বিভিন্ন রকমের typing test রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনারা কিনে টাইপিং এর কৌশল বাড়িয়ে নিতে পারবেন।

  • এখানে কীবোর্ড না দেখেই touch typing এর practice আপনারা করতে পারবেন।

>> Keyhero.com ওয়েবসাইট 

৯. Goodtyping.com

Goodtyping virtual typing courses
Goodtyping virtual typing courses

যদি আপনারা সম্পূর্ণ ফ্রি অনলাইন টাইপিং কোর্স খুঁজছেন, তাহলে এই ওয়েবসাইট / টুল আপনার সাহায্য করতে পারবে।

এখানে আপনারা ২৩ আলাদা আলাদা keyboard layout হিসেবে টাইপিং শিখতে পারবেন।

এই টুল এর প্রথমেই বলা হয়েছে যে কেবল কিছু ঘন্টার মধ্যেই আপনারা সঠিক ভাবে টাইপ করা শিখে নিতে পারবেন।

শুরু থেকে স্টেপ বাই স্টেপ টাইপিং শেখার জন্য ২৭ টি guided lessons আপনাদের দেওয়া হবে।

তাছাড়া, কোনো ধরণের সফটওয়্যার ডাউনলোড ছাড়া সম্পূর্ণ অনলাইনে এই টাইপিং কোর্স করে নিতে পারবেন।

১০. Typingstudy.com

বাংলা টাইপিং শেখার উপায়

কম্পিউটারে ইংলিশ বা বাংলা টাইপিং কিভাবে শিখবো ? বাংলা টাইপিং শিখতে চাই, কম্পিউটারে দ্রুত বাংলা টাইপিং কিভাবে করব ?

এই প্রত্যেক প্রশ্নের উত্তর হলো “typingstudy.com”.

অনলাইন টাইপিং সফটওয়্যারটি আমাদের বিভিন্ন ভাষাতে টাইপিং practice বা টাইপিং শেখার সুযোগ দিয়ে থাকে।

আপনি আপনার typing skills, accuracy এবং speed দ্রুত করে নিতে পারবেন এই টাইপিং সফটওয়্যার ব্যবহার করে।

আপনি যদি বাংলা বা হিন্দি বা যেকোনো অন্য ভাষাতে নিজের টাইপিং এর চর্চা করতে চাচ্ছেন, তাহলে সোজা নিজের পছন্দের ভাষার keyboard layout সিলেক্ট করে নিন।

  •  আলাদা আলাদা ভাষার ১৫ টি আলাদা আলাদা লেসন রয়েছে।
  • Lesson গুলোকে ছোট ছোট topics এর মধ্যে ভাগিয়ে দেওয়া হয়েছে।
  • Games এর মাধমেও অনেক মজার মজার টাইপিং practice lessons রয়েছে।

১১. Typingbolt.com

Typing bolt online tool
Typing bolt online tool

ইংরেজি টাইপিং শেখার সেরা সফটওয়্যার হলো এটা।

এখানে কোনো ধরণের রেজিস্ট্রেশন না করেই আপনারা typing practice শুরু করতে পারবেন।

এটা আসলে একটি web based typing tutorial tool, যার ব্যবহার করে আমরা অনেক সহজেই touch typing শিখে নিতে পারি।

ওয়েবসাইট যাওয়ার সাথে সাথেই আপনাকে কিছু টাইপিং প্রাকটিস দিয়ে দেওয়া হবে।

সঠিক ভাবে বাক্য বা শব্দ গুলো লিখে লিখে টাইপিং প্রাকটিস করতে থাকুন।

১২. Keybr.com

keybr online typing tool free
keybr online typing tool free

Keybr হলো একটি উন্নত ও উচ্চমানের অনলাইন টুল যার মাধ্যমে আপনারা শুরু থেকেই touch typing শিখে নিতে পারবেন।

Typing Tool টি ব্যবহার করে, আপনারা অনেক সহজেই নিজের টাইপিং স্পিড এবং সঠিকতা (accuracy) বাড়িয়ে নিতে পারবেন।

সহজ থেকে শুরু করে প্রচুর কঠিন টাচ টাইপিং প্রাকটিস লেসন (touch typing practice lessons) রয়েছে, যেগুলো দিনের পর দিন চর্চা করতে থাকলে আপনার টাইপিং সাংঘাতিক ভাবে উন্নত হয়ে দাঁড়াবে।

Typing practice করার সময় আপনাকে একটি virtual keyboard দিয়ে দেওয়া হবে।

Overall, টাইপিং শেখার জন্য বা প্রাকটিস করার ক্ষেত্রে একটি ভালো অনলাইন সফটওয়্যার হিসেবে বলা যেতে পারে “keybr.com” কে।

১৩. Klavaro Touch Typing Tutor

Sourceforge typing software
Sourceforge typing software

এই সফটওয়্যার ব্যবহার করাটা প্রচুর সুবিধাজনক এবং সম্পূর্ণ ফ্রি।

এখানে customizable keyboard layouts ব্যবহার করতে পারবেন।

তাছাড়া, multi-language এখানে support করছে।

শেষে, এই সফটওয়্যার এর মধ্যে ৪ টি আলাদা আলাদা practice activities থাকছে।

নিজের Windows কম্পিউটারে এই সফটওয়্যার ডাউনলোড করে টাইপিং শিখতে বা প্রাকটিস করতে পারবেন।

>> Download Klavaro Touch Typing Tutor

 

আমাদের শেষ কথা,

তাহলে বন্ধুরা, আমরা আজকের এই আর্টিকেলে এমন কিছু সেরা টাইপিং শেখার সফটওয়্যার গুলোর বিষয়ে শিখলাম যেগুলোর বেশিভাগ অনলাইনেই ব্যবহার করা যেতে পারে।

তাছাড়া, এমনও কিছু typing practice software এর বিষয়ে আমি বলেছি, যেগুলো কেবল আপনার কম্পিউটারে ডাউনলোড করার পর ব্যবহার করা যাবে।

শেষে, এটাই বলবো, যদি আপনি কম্পিউটারের কিবোর্ডে টাইপিং করতে পারেননা, এবং একেবারে শুরু থেকে টাইপিং শিখতে চাচ্ছেন,

তাহলে বাইরে কোথাও যেতে হবেনা।

ওপরে দেওয়া যেকোনো একটি টাইপিং প্রাকটিস সফটওয়্যার (typing poractice software) ব্যবহার করেই, সম্পূর্ণটা শিখে নিতে পারবেন।

মনে রাখবেন যে এক দিনেই টাইপিং শেখাটা সম্ভব না।

তাই, রেগুলার টাইপিং এর সঠিক চর্চা রাখার পর আপনারা কম্পিউটারে সম্পূর্ণ সঠিক ভাবে টাইপিং করতে পারবেন।

আমাদের আজকের, এই আর্টিকেল ভালো লাগলে নিচে কমেন্ট করে জানাবেন।

তাছাড়া, কমেন্ট করার সাথে সাথে আর্টিকেলটি নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট গুলোতে শেয়ার করতে কিন্তু ভুলবেননা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.