রেজাল্ট = Withheld* Withheld মানে স্থগিত | জাতীয় বিশ্ববিদ্যালয় | লেখক জুয়েল আহমদ
গত দুইদিন আগে MA ফাইনাল পরিক্ষার রেজাল্ট বের হইছে, অনেকেই রেজাল্ট পাইছেন, আবার অনেকেই রেজাল্ট দেখার সময় রেজাল্টের জায়গায় দেখতে পান Withheld , এবং অনেকেই এই সমস্যা নিয়ে নানান সমস্যায় পড়ছেন, আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব, মূলত Withheld কেনো আসে, এবং কিভাবে এটা সমাধান করবেন৷।
রেজাল্ট = Withheld
* Withheld মানে স্থগিত।
.
★ কেন স্থগিত?
Withheld একটি বহুরূপী সমস্যা।
বিভিন্ন কারনে স্থগিত আসে, যেমন ইনকোর্স পরিক্ষা না দিলে, প্রমোশনের শর্তাবলী পূর্ণ না হলে, পরিক্ষার খাতায় পরিক্ষার্থীর রোল/রেজিষ্ট্রেশন, বিষয় কোড বা যে কোনে তথ্য ভুল দিলে এবং এটেন্ডেন্স শীটে সাক্ষর না করলে......অর্থাৎ যে কোন কারনে রেজাল্ট দিতে সমস্যা হলে।
.
★করনীয়ঃ
* তোমার কলেজকে কে জানাও
* কলেজে পরামর্শ দিবে,
* আবেদন করতে হবে,
* পরিক্ষার উপস্থিতি, টপশীট, রেজিস্ট্রেশন কার্ডের প্রবেশপত্র, এ সব ডকুমেন্টের ফটোকপি এনইউতে পাঠাতে হবে।
* এর জন্য তুমি অথবা তোমার পক্ষ হয়ে কলেজ কর্মকর্তাকে পাঠাতে হবে।
* এবার যেহেতু অনেকের এমন সমস্যা আসছে, তাই তোমার মত আরো কয়েক জনের সমস্যা নিয়ে কলেজের কোন কর্মকর্তা এনইউতে যাবে।
★তবে, ২০/২১ নতুন সিরেবাসের নতুন নিয়মে তারা যদি প্রমোশনের শর্তাবলী পূর্ন করতে না পারে, সেক্ষেত্রে ও Withheld আসে।
অনেক সময় সার্ভার সমস্যার কাররনেও Withheld আসে। সার্ভার সমস্যার কারনে হলে, পরে তা এমনিতেই ঠিক করে দেয়।
এমন সমস্যা হলে তা অবশ্যই কলেজকে জানাও।
#mafinalresult
#withheldRESULT
#maresult2023
#Mafinalyearresult2023
কোন মন্তব্য নেই