দ্রুত ইংরেজি শেখার সহজ উপায় ।
ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। আপনি যদি ইংরেজিতে সঠিক উচ্চারণে অনর্গল কথা বলতে পারেন তবে, আপনি একজন ভাগ্যবান ব্যক্তি। কেননা, এটি পৃথিবীর দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত কথ্য ভাষা।
দ্রুত ইংরেজি শিখার বেশ কিছু পদক্ষেপ রয়েছে। আপনি সেগুলো অনুসরণ করতে পারেন। কারণ, এতে করে আপনার মূল্যবান সময় নষ্ট হবে না এবং ইংরেজি শিখার প্রতি অনাগ্রহ ও তৈরি হবে না।
ইংরেজি শেখার সহজ উপায়
১. ইংরেজি শেখার জন্য একটি গুরুত্বপূর্ণ কারণ খুঁজে নিন
“কি শিখবেন?” এটার আগে ”কেন শিখবেন?” এটা দিয়ে শুরু করুন। অর্থাৎ আপনি নিজেকে প্রশ্ন করুন কেন আপনি ইংরেজি শিখতে চান?
কেননা একবার যদি আপনি আপনার মস্তিষ্কে ঢুকাতে পারেন আপনার ইংরেজি শেখার কারণটা কি বা ইংরেজি শেখাটা আপনার জন্য কেন গুরুত্বপূর্ণ। তাহলে আপনার মস্তিষ্কই আপনাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা যোগাবে ইংরেজি শিক্ষার জন্য। অর্ধেকটা সফলতা এর ওপরই নির্ভর করে।
এই আর্টিকেলটির বাকি ধাপগুলো চর্চা করার সময় যদি আপনার মনে হয় যে আপনি ইংরেজি শেখার আগ্রহ হারিয়ে ফেলছেন। তবে, এই এক নাম্বার ধাপটিতে ফিরে আসুন এবং কেন আপনার জন্য ইংরেজি শেখা গুরুত্বপূর্ণ সেটা নিজেকে মনে করিয়ে দিন।
২. একটি লক্ষ্য ঠিক করুন
আমি গত ৬ বছরে প্রচুর ভাষা নিয়ে অধ্যয়ন করেছি। আমি শিখেছি যে, আমি যখন লক্ষ্য হীনভাবে পড়াশুনা করি তখনকার তুলনায় আমি যখন সুস্পষ্ট লক্ষ্য নিয়ে পড়াশুনা করি তখন তুলনামূলক অধিক দ্রুত অগ্রসর হতে পারি। সুতরাং, আপনার লক্ষ্যটি হতে হবে সুস্পষ্ট। ইংরেজিতে দক্ষ হয়ে উঠতে তাড়াহুড়ো করার দরকার নেই। শুধুমাত্র নিজের লক্ষ্যটি স্পষ্ট ও সুনির্দিষ্ট করুন।
এখানে অস্পষ্ট এবং সুনির্দিষ্ট লক্ষ্যের কয়েকটি উদাহরণ দেয়া হল। এতে করে আপনি এই বিষয়টিতে আরও বিস্তর ধারনা লাভ করতে পারবেন।
লক্ষ্য যেমনটা হওয়া উচিত নয়
- আমি সাবলীলভাবে ইংরেজি বলতে চাই।
- আমি বাইরের দেশের বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে চাই।
- ইংরেজিতে কথা বলে এমন বন্ধু/বান্ধবী পেতে চাই।
লক্ষ্য যেমনটা হওয়া উচিত
- আমি ৮ মাসের মধ্যে নিউ ইয়র্ক টাইমসের যেকোনো ইংরেজি আর্টিকেল পড়ে বুঝতে সক্ষম হতে চাই।
- ৬ মাসের মধ্যে, আমি আইইএলটিএস ইংলিশ পরীক্ষায় কমপক্ষে 6.0 স্কোর করতে চাই। যাতে আমি স্বনামধণ্য বিশ্ববিদ্যালয়ের একটি এক্সচেঞ্জ প্রোগ্রামে আবেদন করতে পারি এবং ভর্তি হতে পারি।
- ৩ মাসের মধ্যে আমি ইংরেজি বক্তা হিসেবে বিভিন্ন দৈনন্দিন সামাজিক অনুষ্ঠানে কথা বলতে সক্ষম হতে চাই।
আপনি কত দিনের মধ্যে আপনার লক্ষ্যটি সম্পন্ন করবেন সেই সময়ের বিষয়টি আগেই মাথায় সেট করে নিবেন। প্রতিটি একটি স্পষ্ট সময়সীমা থাকে। তিন নাম্বার ধাপে যাওয়ার আগে একটি স্পষ্ট এবং সুসংজ্ঞায়িত লক্ষ্য লিখুন যেই লক্ষ্যটি আপনি পূরণ করতে চান।
৩. কিছুটা কম চ্যালেঞ্জিং ইংলিশ রিসোর্স খুঁজুন
আপনি যদি ইংরেজি দ্রুত শিখতে চান তবে এই ধাপটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। যদি আপনার ইংলিশ এখনো বেসিক লেভেলের হয়। অর্থাৎ, আপনার কাছে যদি ইংরেজি আর্টিকেল পড়তে কঠিন মনে হয়। তবে, এখনই আপনাকে New York Times বা ওই জাতীয় কোন পত্রিকা পড়ার দরকার নেই। কেননা এটি কেবলই আপনাকে নিরুৎসাহিত করবে।
তার পরিবর্তে আপনি VOA Special English News ট্রাই করে দেখতে পারেন। যেখানে আপনি স্পষ্ট এবং ধীর ইংরেজিতে সংবাদ গুলো শুনতে পারবেন। এছাড়াও, আপনি প্রথম অবস্থায় উইকিপিডিয়ার ইংরেজি বিভিন্ন ছোট ছোট আর্টিকেল পড়ে দেখতে পারেন।
৪. আপনার লক্ষ্যের সাথে মেলে এমন ইংরেজি রিসোর্স খুঁজুন
আপনি ইংরেজি শেখার জন্য যে বিষয়গুলো ওপর গুরুত্ব দিচ্ছেন তার পূর্বে, আগে এই বিষয়টি নিশ্চিত হয়ে নিন যে এর সাথে আপনার লক্ষ্যের সমন্বয় রয়েছে কিনা।
উদাহরণস্বরূপ বলা যায়, যদি আপনার লক্ষ্য হয় স্থানীয় ইংরেজি বক্তার সাথে চলচ্চিত্র সম্পর্কে ইংরেজিতে কথা বলা তাহলে, ইংরেজি মুভি দেখুন। আবার যদি আপনার লক্ষ্য থাকে বিদেশে পড়াশোনা করতে যাওয়া, সেক্ষেত্রে সে ক্ষেত্রে আপনাকে একজন শিক্ষকের নিকট যেতে হবে। যিনি আপনাকে উক্ত ইংরেজি পরীক্ষাটিতে পাস করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট গাইডলাইন দিতে পারবেন। আর, যদি শুধুমাত্র ইংরেজিতে দৈনন্দিন কথোপকথন শিখতে চান, সেক্ষেত্রে কিছু বই পড়ে পরবর্তীতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে প্র্যাকটিস করার মাধ্যমেই শিখে নিতে পারেন।
৫. প্রচুর পরিমাণে নতুন নতুন ইংরেজি শব্দ শিখুন
আমি বাস্তব জীবনে বহু শিক্ষার্থী দেখেছি যারা নিখুঁতভাবে ইংরেজি উচ্চারণ করতে পারে, কিন্তু তাদের তাদের ইংরেজি শব্দভাণ্ডার খুবই সীমিত। আর এটি হল ইংরেজিতে দক্ষতা অর্জনের ক্ষেত্রে সবচাইতে বড় বাধা। ইংলিশ গ্রামারের চাইতেও অধিক গুরুত্বপূর্ণ এই ভোকাবুলারি। তাই প্রতিনিয়ত নতুন নতুন ইংরেজি শব্দ শেখার চেষ্টা করুন।
৬. প্রতিদিন ইংরেজিতে কথা বলুন
একজন ভালো ইংরেজি বক্তা হতে হলে অবশ্যই অনর্গল ইংরেজি কথা বলতে জানতে হবে। আর তার জন্য সবচাইতে বেশি যেটা দরকার, সেটা হলও অনুশীলন। প্রতিদিন দিনের একটা নির্দিষ্ট সময় শুধু ইংরেজির জন্য নির্দিষ্ট করুন। ঐসময়টাতে কারও সাথে বাংলায় কথা বলবেন না। যত কষ্ট হোক, ইংরেজিতে কথা বলুন।
৭. হাল ছাড়া যাবে না
আপনি বাংলা ভাষা কিন্তু ২ বা ৩ মাসে শিখেন নি। প্রায় ৩ বছর পর্যন্ত শুধু মানুষের কথা শুনেছেন। তারপর একটু করে বলতে শিখেছেন। মাম মাম বা পানি পানি বলতেন কিন্তু ধীরে ধীরে সেটা পানি খাবো পর্যন্ত এসেছে। এখন হয়তো আপনি সাহিত্যর রঙ লাগিয়ে পানি চাইতে পারেন। এটা কিন্তু হতে সময় লেগেছে। ইংরেজির ক্ষেত্রেও তাই।
শেষ কথা
দ্রুত ইংরেজি শেখার সহজ উপায় নিয়ে এই ছিল সংক্ষিপ্ত আলোচনা। আশা করি লেখাটি পড়ে, ইংরেজি শেখার জন্য লক্ষ্য স্থির করে ফেলেছেন।
Muhammed Juwel Ahmed
আমি একজন ক্ষুদ্র ব্লগার। লিখতে খুব ভালােবাসি, তাই লিখালিখি করি ।
অনলাইনে বিভিন্ন ব্লগে আমি ২০১৬ সালের থেকেই লিখালিখি করছি ।
আমি বিয়ানিবাজার সরকারি কলেজে লেখা পড়া করছি । অনার্স ৩য় বর্ষে, ইংরেজি বিভাগে । সবাই আমার জন্য দোয়া করবেন , যাতে আমি বড় হয়ে একজন আদর্শ বান মানুষ হিসেবে নিজেকে গড়তে পারি ।
ভালো থাকুন । আজ এই পর্যন্ত ।
কোন মন্তব্য নেই