অনলাইনে যেভাবে সার্টিফিকেটের ভুল সংশোধন করবেন ? জুয়েল আহমেদ বিস্তারিত পড়ুন ।
অনলাইনে যেভাবে সার্টিফিকেটের ভুল সংশোধন করবেন ?
বিশেষ দ্রষ্টব্যঃ
সার্টিফিকেট সংশোধন অনলাইন বা অফলাইন দুইভাবে করা যায়। তবে দালাল বা থার্ড পার্টির ঝামেলা এড়াতে অনলাইনে সংশোধন করাটা ভালো একটা উপায় হতে পারে। হাতে ফরম পূরণ করতে গেলে অনেক সময় হাতের লেখায় সমস্যা থাকতে পারে বা বোর্ডের দায়িত্বপ্রাপ্তদের বুঝতে সমস্যা হতে পারে। তাই অনলাইন করাটা সুবিধাজনক।
* নোটারি পাবলিক
আইনজীবীর মাধ্যমে নাম বা জন্মতারিখের ভুল সংশোধনের জন্য প্রথমে নোটারি বা এফিডেভিট করাতে হবে। প্রার্থীর নিজের নাম সংশোধনের ক্ষেত্রে তার বয়স যদি ১৮ বছরের বেশি হয় তাহলে তিনি নিজেই এফিডেভিট করতে পারবেন। প্রার্থীর বয়স যদি ১৮ বছরের কম হয় বা প্রার্থী যদি তার মা-বাবার নাম সংশোধন করতে চান তাহলে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে প্রার্থীর বাবা কর্তৃক প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের কাছ থেকে এফিডেভিট করতে হবে।
প্রশ্নঃ নোটারী পাবলিক কি জিনিস ভাই , বুঝলাম নাহ ?
উত্তরঃ কোনো গুরুত্বপূর্ণ দলিল বা ডকুমেন্টকে সত্যায়িত করতে গেলেই নোটারি পাবলিকের প্রয়োজন পড়ে। আমাদের দেশে সাধারণত নোটারি পাবলিকের কাজ অনুমোদিত আইনজীবীরাই করে থাকেন। নোটারি পাবলিককে সংক্ষেপে নোটারি বলা হয়ে থাকে।নোটারি শব্দের মূল নামপদ 'note' এবং 'ary' অনুসর্গ নিয়ে গঠিত।
*প্রত্রিকায় বিজ্ঞাপন
আপনি যদি আপনার সার্টিফিকেটে কোন ধরনের ভুল খুঁজে পান তাহলে আপনাকে প্রথমে নোটারি পাবলিকের এফিডেভিট করার পরে পত্রিকা বিজ্ঞাপন দিতে হবে। পত্রিকায় বিজ্ঞাপন আপনি যেকোন ধরনের পত্রিকায় দিতে পারেন। এ ক্ষেত্রে অনেকেই বা বেশিরভাগ মানুষই তাদের লোকাল পত্রিকায় বিজ্ঞাপন দেয়। এ বিজ্ঞাপনে আপনাকে উল্লেখ করতে হবে আপনার বর্তমান সার্টিফিকেটের নাম সার্টিফিকেটে জন্ম তারিখ দেওয়া আছে সে জন্ম তারিখ সার্টিফিকেটে আপনার পিতা–মাতার যে নাম দেওয়া আছে সেই সকল বিস্তারিত। আপনাকে সার্টিফিকেটের রোল নাম্বার সার্টিফিকেট এর রেজিস্ট্রেশন নম্বর ইত্যাদি উল্লেখ করতে হবে।এরপরে আপনাকে আরও কিছু উল্লেখ করতে হবে সেটি হলো আপনি সংশোধিত কোন তথ্যগুলো চাচ্ছেন। যেগুলো ভুল হয়েছে সেগুলো সংশোধন হয়ে কি হবে সেগুলো আপনাকে এই পত্রিকায় উল্লেখ করে বিজ্ঞাপন করতে হবে। অবশ্যই পত্রিকায় বিজ্ঞাপনের সময় আপনাকে সতর্কতার সহিত সকল তথ্য দিয়ে বিজ্ঞাপন করতে হবে এতে কোনো ভুল হলে আপনার কাজটি সম্পাদন হবে না।
প্রশ্নঃ আমি কোন প্রত্রিকায় বিজ্ঞাপন দিবো ?
উত্তরঃ যেকোনো জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারেন ।
প্রশ্নঃ আমার তো আশে পাশে কোনো পত্রিকা প্রতিষ্টান নেই, আমি কি করবো ?
উত্তরঃ আপনি চাইলে অনলাইনের মাধ্যমে ঘরে বসে বিজ্ঞাপন দিতে পারবেন অনলাইনের মাধ্যমে মাধ্যমে ।
প্রশ্নঃ পত্রিকায় বিজ্ঞান দিবো আমাকে এই ব্যাপারে সাহায্য করেন ?
উত্তরঃ আপনি চাইলে ইউটিউব এর ভিডিও দেখে প্রত্রিকায় বিজ্ঞাপন দিতে পারেন৷
নিচের লিংক ক্লিক করে দেখতে পারেন কিভাবে পত্রিকায় বিজ্ঞাপন দিবেন, তাহলে সহযেই বুঝতে পারবেন৷।
Youtube click here # ঘরে বসে কিভাবে পত্রিকায় বিজ্ঞাপন দিবেন ?
আবেদন প্রক্রিয়াঃ
বিজ্ঞাপন দেওয়ার পর আপনাকে প্রতিষ্ঠান (স্কুল/কলেজ) প্রধানের সাথে কথা বলতে হবে, কারণ আবেদনটি আপনার স্কুল/কলেজ থেকে করতে হবে। তিনি কম্পিউটার অপারেটরকে আবেদন করতে বলবেন। তখন আপনার কাছে ডকুমেন্টস চাওয়া হবে। যেসকল ডকুমেন্টস নিয়ে যাবেন –
- হলফনামা/এফিডেভিটের কাগজ-পত্র
- বিজ্ঞাপনের পেপার কাটিং
- আবেদনকারীর জন্মসনদ (যদি আপনার নামের বানান ভুল থাকে)
- মা/বাবার সার্টিফিকেট / NID Card (যদি মা-বাবার নামে ভুল থাকে)
• আপনি অথবা কম্পিউটার অপারেটর ডকুমেন্টস স্ক্যান করে আবেদন করবে, আবেদনের সাথে সাথেই আপনার প্রদত্ত ফোন নাম্বারে মেসেজ চলে আসবে। আবেদনের পর সোনালী ব্যাংকে ৫৮৮ টাকা আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি জমা হলেই আপনার আবেদন গ্রহণ করবে বোর্ড কর্তৃপক্ষ। ফি প্রদানের রশিদ যত্ন করে সংরক্ষণ করুন। ফি প্রদানের পর বোর্ডের ওয়েবসাইটে আপনার প্রোফাইল ক্রিয়েট হবে। সেখানে লগিন করে আপনি কাজের অগ্রগতি সম্পর্কিত তথ্য জানতে পাবেন।
• আবেদন সম্পন্ন করার পর বাকি কাজ সম্পন্ন হতে প্রায় ১/২ মাস সময় লেগে থাকে। কাজ শেষে আপনার ফোনে বোর্ড থেকে মেসেজ পাঠানো হবে। বোর্ডের ওয়েবসাইটে আপনার প্রোফাইলে নতুন অপশন “ডকুমেন্টস উত্তোলন” যোগ হবে। এবার ডকুমেন্টস উত্তোলনে ক্লিক করে ডকুমেন্টস উত্তোলনের আবেদন করুন। (স্কুল/কলেজে যাওয়ার প্রয়োজন নেই, একাউন্টে লগিন করে নিজেই করতে পারবেন) আবেদনের পর উত্তোলন ফি বাবদ ৫৫৮ টাকার (ঢাকা বোর্ড হলে) সোনালী ব্যাংকে পে করার জন্য একটা ডকুমেন্টস পেয়ে যাবেন। সেটা নিয়ে ব্যাংকে যান। আগের মতোই ফি জমা দিন।
• ফি জমাদানের ৭ দিনের মধ্যেই ফোনে মেসেজ আসবে আপনার ডকুমেন্টস রেডি। প্রোফাইলে লগিন করে উত্তোলনের জন্য একটা PDF Document (স্লিপ) পেয়ে যাবেন। এটা ডাউনলোড করে প্রিন্ট করে নিন। এবার শিক্ষা বোর্ডে গিয়ে প্রিন্ট করা ডকুমেন্টের (স্লিপ) ফটোকপি এবং আসল সার্টিফিকেট জমা দিন। এবার ১/২ দিন অপেক্ষা করতে বলা হবে বোর্ড থেকে। দুদিন পর প্রিন্ট করা ডকুমেন্ট (স্লিপ), ব্যাংকের রশিদের মূল কপি নিয়ে গিয়ে সংশোধিত সার্টিফিকেট উত্তোলন করুন।
সিলেট বোর্ড সার্টিফিকেট সংশোধনের লিংক
জাতীয় বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট সংশোধনের লিংক
কুমিল্লা বোর্ড সার্টিফিকেট সংশোধনের লিংক
রাজশাহী বোর্ড সার্টিফিকেট সংশোধনের লিংক
দিনাজপুর বোর্ড সার্টিফিকেট সংশোধনের লিংক
মাদ্রাসা বোর্ড সার্টিফিকেট সংশোধনের লিংক
আনুমানিক খরচ
- পত্রিকায় বিজ্ঞাপন ৫০০ টাকা (কম বেশি লাগতে পারে)
- নোটারি পাবলিক ৫০০ টাকা (কম বেশি লাগতে পারে)
- আবেদেন ফি ৫৫৮×২= ১১১৬ টাকা (এসএসসি ও এইচএসসি) বিভিন্ন বোর্ডের ফি অবশ্য বিভিন্ন রকমের। যেমন ঢাকা বোর্ডের ৫৫৮, দিনাজপুর বোর্ডের ১০৩৮, রাজশাহীর ১০২৮। বোর্ডগুলো তাদের ফি নির্ধারণ করে থাকে।
- সার্টিফিকেট উত্তোলন ফি ৫৫৮×২= ১১১৬ টাকা (২টি)
কোন মন্তব্য নেই