frp লক কি? মোবাইল রিসেট করার নিয়ম,

frp লক কি? মোবাইল রিসেট করার নিয়ম , মোবাইল ফ্লাশ করার আগে frp লক নিয়ে বিস্তারিত জেনে ফ্ল্যাশ করুন, তা না হলে পরবর্তী সময়ে নানান সমস্যায় পড়বেন ।

তারিখ | ১৮ জুলাই ২০২১ ইংরেজি 
সময় রাত ২ঃ৩০ মিনিট 
রোজ রবিবার । 
Frp file: https://frpbypass.romstage.com/
আপনার মোবাইলটি যদি Reset করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই জেনে রাখা উচিত যে frp লক আসলে কি । কারণ এফ আর পি লক যদি আপনার মোবাইলে যদি লেগে যায়। তাহলে কিন্তু আপনার মোবাইলটিকে আর ইউজ করতে পারবেন না। অনেকে এমন আছেন কিন্তু যারা অলরেডি এফ আর পি লক এর সমস্যায় পড়ে আছেন। এবং অনেকেই কিন্তু এমন আছেন যারা জানেনা যে frp lock আসলে কি। এবং কিভাবে এটি কাজ করে এবং তারাও কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়ে পড়ে এবং আপনি যদি না জানেন তাহলে কিন্তু এই আর্টিকেলটি সম্পূর্ণ আপনি পড়তে থাকুন। তাহলে কিন্তু এই আর্টিকেল এর মাধ্যমে আপনি এফ আর পি লক এর সম্বন্ধে কিছু তথ্য পেয়ে যাবেন।

frp লক কি ?

প্রথমে আমাদের জানতে হবে যে এফ আর পি লক আসলে কি?

 এফ আর পি এর পুরো নাম ফ্যাক্টরি রিসেট প্রটেকশন (factory reset protection)। এটি এখনকার অ্যান্ড্রয়েড 5.1 ললিপপ ভার্সন এর উপরে যে সমস্ত মোবাইল আছে সমস্ত মোবাইলে কিন্তু এ ফিচারটি অলরেডি এক্টিভেট করা হয়েছে। সুতরাং এখনকার সমস্ত নতুন মোবাইলে কিন্তু এই ফিচারটি আপনি পেয়ে যাবেন, frp অর্থাত factory reset protection  কিন্তু আমাদের মোবাইলে এক রকমের প্রটেকশন হিসেবে কাজ করে।
 যখন আমাদের মোবাইলটিকে আমরা Reset করে ফেলি, তার পর পরই কিন্তু আমাদের মোবাইলে এই ফিচারটি অ্যাক্টিভেট হয়ে যায়। অথবা এফআরপি লক কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায় ।

এবং যেখানে এই লকটিকে খোলার জন্য ওই মোবাইলে রেজিস্টার করা জিমেইল এড্রেস এবং পাসওয়ার্ডটি সেখানে দেওয়ার জন্য বলে এবং সেখানে যদি আপনার জিমেইল এড্রেস এবং পাসওয়ার্ডটি সঠিকভাবে এন্টার করতে পারেন বা সঠিক ভাবে যদি আপনি টাইপ করতে পারেন সেখানে লিখতে পারেন। তাহলে কিন্তু আপনার মোবাইলটি আপনি নরমাল ইউজ করতে পারবেন এবং যদি আপনার জিমেইল এড্রেস এবং পাসওয়ার্ডটি মনে না থাকার কারণে সেখানে যদি সেই জিমেইল এড্রেস সঠিকভাবে দিতে না পারেন। তাহলে কিন্তু আপনার মোবাইলটিকে আর ইউজ করতে আপনি পারবেন না।

তো এবার আমাদের জেনে রাখা উচিত যে এফ আর পি লক কেন আমাদের মোবাইলে এক্টিভেট করা হয়েছে?


 এ কারণে এক্টিভেট করা হয়েছে যাতে আপনার মোবাইলটি যদি চুরি হয়ে যায় কিংবা হারিয়ে যায় তাহলে কিন্তু আপনার মোবাইলটি যেন সেই ব্যাক্তিটি নিয়ে কোনো রকমের অপব্যবহার না করতে পারে,  সে কারণে কিন্তু আমাদের মোবাইলে এই ফিচারটি কে এক্টিভেট করা হয়েছে।

কিন্তু অন্যদিকে আমরা এই সমস্যার সম্মুখীন সবথেকে নিজেরাই বেশি হয়ে পড়ি, আমাদের মোবাইলটিকে আমরা রিসেট করে ফেলি আমরা জানি না যে frp আসলে কি এবং কিভাবে কাজ করে এবং আমাদের মোবাইলটি স্লো হওয়ার কারণে কিংবা হ্যাং করার কারণে কিন্তু মোবাইলটিকে reset করে ফেলি ।

 এবং রিসেট করার পরপরই কিন্তু আমাদের মোবাইলে feature টি অ্যাক্টিভেট হয়ে যায় এবং যেখানে আমাদের মোবাইলে জিমেইল এবং পাসওয়ার্ড মনে না থাকার কারণে কিন্তু মোবাইলটা ইউজ করতে পারিনা।


  কিভাবে আপনার মোবাইলটিকে Reset করবেন যাতে আপনার মোবাইলে frp লক না লাগে ?

এর জন্য দুটি সল্যুশন আছে,
প্রথমত, আপনার যে মোবাইলের জিমেইল address এবং পাসওয়ার্ড টি আছে সেটি যদি ইম্পর্টেন্ট (important) হয় যদি আপনার প্রয়োজন না পড়ে। তাহলে কিন্তু অবশ্যই আপনার মোবাইলে যে জিমেইল এড্রেস টি এবং পাসওয়ার্ড টি কে আপনি নোট ডাউন করে রাখবেন অথবা লিখে রাখবেন খাতায়।

 যাতে করে পরবর্তী সময়ে সেখানে যখন জিমেইলের পাসওয়ার্ড টিকে ফিলাপ করার জন্য বলবে সেখানে কোনো রকমের আপনার অসুবিধে না হয়।

 এবং দ্বিতীয়তো, আপনার মোবাইলের জিমেইল এড্রেস টি আছে সেটি যদি ইম্পর্টেন্ট না হয়। যদি আপনার প্রয়োজন না পরে। তাহলে কিন্তু আপনার মোবাইল থেকে জিমেইল আইডি রিমুভ (remove) করে দিতে পারেন।

 সুতরাং যদি আপনার মোবাইল থেকে জিমেইল এড্রেস রিমুভ করে দেন, তাহলে কিন্তু আপনার মোবাইলে কোন রকমের frp লক লেগে যাওয়ার ভয় থাকে না। আপনার মোবাইলটি কিন্তু নরমালি ওপেন হয়ে যায়।

কিভাবে মোবাইল থেকে জিমেইল একাউন্ট রিমুভ করবেন ?





এর জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইলের সেটিংস অপশনটি ওপেন করতে হবে। এরপর একটু নিচের দিকে আসলে একাউন্টস এর সেটিংস আপনি পেয়ে যাবেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর গুগলের অপশন একটি দেখতে পারবেন এর ওপর ক্লিক করবেন। এবং এখানে আপনার gmail এড্রেসটি চলে আসবে, সে জিমেইল এড্রেস টির উপর  ক্লিক করার পর, উপরের থ্রি ডট আইকনটিতে ক্লিক করলে দেখবেন remove account এর অপশন দেখতে পাবেন।

SHORTCUT==> SETTING --> ACCOUNTS --> GOOGLE --> CLICK ON GMAIL --> CLICK 3DOT ICON --> REMOVE আচ্চৌণ্ট



বাইপাস করার সকল ফাইল রয়েছে এই সাইটে, ঘুরে আসতে পারেন, খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে, আমার খুব ভালো লাগছে, এই সাইটের ফাইল গুলো , তাছাড়া কাজ করতে অনেক সুবিধা পাওয়া যায় । 
নিচের ছবি ফলো করুন । 

★https://frpbypass.romstage.com/
★https://frpbypass.romstage.com/

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.