ভাই নিজের চাকরি পছন্দ না, জব নিয়া ফ্রাস্ট্রেটেড, ভাল্লাগে না চাকরি, ভালো চাকরি চাই! আবার নতুন চাকরি পাইলে কিছুদিন পরে ওই একই কথা!

#I_Hate_My_Job!

ভাই নিজের চাকরি পছন্দ না, জব নিয়া ফ্রাস্ট্রেটেড, ভাল্লাগে না চাকরি, ভালো চাকরি চাই! আবার নতুন চাকরি পাইলে কিছুদিন পরে ওই একই কথা!

ক্যান ভাই? সব ঠিকই আছে তো! নিশ্চয়ই জানেন বা পড়ছেন যে দুনিয়াতে ৯০/৯৫% লোকজন নিজের জব বা চাকরিতে স্যাটিসফাইড না! তাইলে? স্যাটিসফাইড না হওয়াই তো নরমাল! আর বাকী ১০% হয় লটারি পাইছে বা কোনো যাদুর বাক্স!

ভাইরে! স্যাটিসফাইড না হওয়ার পেছনে একটাই বড় কারন! চাকরিতে জয়েন করার আগে জানেন নাই আসলে ওই চাকরির চক্কর টা কি! 

আর্মি/নেভী/ এয়ারফোর্স এ জয়েন করবেন? ভাবছেন সারাদিন প্লেন থিকা লাফ দিমু, টম ক্রজের মত ফাইটার চালামু আর মুখে ক্যামোফ্লাজ কালি মাইখা কমান্ডো অপারেশন করমু! হাহাহাহা ভাইরে! ঐটা ৫% মাত্র! আর বাকী? কঠিন গরমে পানি না খাইয়া ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকা, প্রতি ১/২ বছর পর পর পোস্টিং,  বউ বাচ্চা একদিকে আপনে একদিকে, যে কোনো হুকুম না মানার কোনো স্কোপ নাই, বিদেশে যাইতে হইলে ১০ জায়গা থিকা পারমিশন নাও, হাত পা ভাংলে ক্যারিয়ার শেষ - নিজের স্বাধীনতা অনেকটাই নাই। এইগুলাই আসল কাহিনী, আর সংগত কারনেই!

পুলিশের চাকরী? সারাদিন ২৪ ঘন্টা কাজ, ভাল কাজ করেন তাও পাবলিক এর গালি, সম্ভবত রাজনৈতিক ও অন্যান্য চাপ। অমানষিক আর অমানবিক। 

করপোরেট?  কাজ শুরু আছে, শেষ নাই! রক্ত পানি করা প্রেসার, টার্গেট ফুলফিল করার প্রেসার, এক সেকেন্ডে চাকরি চইলা যাওয়ার ভয়!

মেরিনস? টাকা পয়সা আছে! লেকিন মাসের পর মাস মাটির দেখা নাই, পানি আর পানি! এর চেয়ে আলবাট্রস বা তিমি মাছ হওয়াও ভাল!

ডাক্তার? ২৪/৭ চাকরি আর অমানবিক চাপ, ভুল হওয়া যাবেনা, অন্যমনস্ক হওয়া যাবে না, অসুস্থ হওয়া যাবে না, হাসিমুখের ফেরেশতা হইতে হবে! পারসোনাল জীবন শূন্য!

টিচার!?? ১০০ টাকার বেতনে ১০,০০০ টাকার commitment.
আর আগে যা সম্মান ছিলো তার ছিটেফোঁটাও নাই আবার!

ঠিক তেমনি ব্যাংকার, ফিনান্স! আর ব্যাবসা!? মাফ চাই - হাতে ধরি, পায়ে পড়ি!!!

মনে রাইখেন ভাইরে! প্যারা ছাড়া চাকরি নাই। For every one hundred taka you make - you have to sacrifice 100 taka of sweat and 200 taka of blood!

এইযে CEO সাহেব মার্সিডিজ নিয়া ঘোরে, জেনারেল সাহেব ছড়ি ঘোরায়, ডি আইজি সাহেব স্যালুট পায়, ডাক্তার সাহেবের এত্ত ইনকাম - এইগুলা হইলো সামনের জিনিস, যা চোখে দেখা যায়, যারে ইংরাজিতে কয় Facade! আর পেছনে যা চোখে দেখা যায় না? ঘুমহীন রাত, পরিবারের সাথে না দেখা হওয়া, কাস্টমার এর প্রেসার, টার্গেট না ফুলফিল করায় চাকরি হারানের ভয়, পলিটিক্স, কম্পিটিশন, প্রফেশনাল শত্রুতা - the list goes on and on and on!

এর মধ্যে কন তো দেখি চাকরি নিয়া ক্যামনে স্যাটিসফাইড হবেন!? মোটিভেশনাল বইতে পড়ছেন বা স্পীচ শুনছেন - You must do what you love! হাহাহাহা, এইটা অসম্ভব প্রায়! আমিতো খালি হাফ প্যান্ট পইড়া, চা খাইতে খাইতে বাংলা সিনেমা দেইখা খেও খেও কইরা হাসতে পছন্দ করি! কিন্তু তাতে কাজ হবে?

তাইলে ক্যামনে কি? যে কোন জবে বা চাকরিতে ঢোকার আগে লোকজনের সাথে কথা বইলা আগে ওইটার প্যাড়া কি তা জাইনা নেন। আর নিজের চামড়া মোটা কইরা ঘাম, রক্ত দিতে রেডি হন। Pain, discomfort, trouble এইগুলারে ভালবাসতে শুরু করেন। Earning money is painful - just accept and expect it.

Love your pain, thrive in discomfort, take pleasure in trouble!

এইগুলা পারলে তখনই শুরু হবে মজা, পাইবেন আসল স্বাধীনতা - freedom from your frustration! 

আপুরে/ভাইরে - দুনিয়া আরামের জায়গা না, আরাম করতে হইলে বেহেশত / স্বর্গে যাইতে হবে!

So - stop planning to do what you love! Start planning to love what you do!

Welcome to an awesome asskicking world of pain and sweat!!!

Simply Lovin' It!

@ সাব্বির আহসান ভাইয়ের লেখা । 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.