সবচে_সাহসী_কাজ

#সবচেয়ে_সাহসী_কাজ!

পৃথিবীতে সবচেয়ে সাহসী কাজ কি? যুদ্ধ করা? হইতে পারে! বা আইনশৃঙ্খলা রক্ষা করা? তাও হইতে পারে! অথবা বাঘ সিংহ ইত্যাদির সাথে লড়াই? এইটা হওয়াও কি সম্ভব? 

ভাইরে! শুনেন! দুনিয়ার সবচেয়ে কঠিন আর সাহসী কাজ হইল অন্যের সমালোচনা বা criticise করা - সামনা সামনি! এইটা করতে যে পরিমান সাহস, nerve,  guts আর কইলজা লাগে তা আমাদের খুব কম মানুষেরই আছে বইলাই আমরা কাপুরুষের মতো সমালোচনা করি পিছনে পিছনে, দলবল নিয়া, অনলাইনে, অনেক ক্ষেত্রেই ফেইক আইডি দিয়া!

সাহসহীন আমরা - আমি, আপনে, মোটামুটি সব্বাই! অমুকে কিভাবে কথা কয়, কি ড্রেস পরে, মোটা না পাতলা, কালা না খাটো, বেকার না ডিভোর্সড! সব কিছু  - পিছন পিছন। অথচ ১৬ ডিসেম্বর, ২৬ মার্চ আইলে খালি বড় বড় কথা - সব চ্যাম্পিয়ন! বুকের রক্ত দিয়া আরেকবার স্বাধীনতা আনমু! 

ইট্টু লাইনে আসেন ভাই। চলেন হাল্কা সাহসী হওয়া শিখি! ক্যামনে? সমালোচনা করা শিখি আজ। 

১. প্রথম স্টেপ হইলো সমালোচনা না করা। বিশেষ কইরা উনার অনুপস্থিতিতে! না না না, ব্যাস না! দেশের বা সমাজের বিশেষ কোনো ক্ষতির সম্ভাবনা ছাড়া সমালোচনা একদমই না না না!

২. যদি করতেই হয় - নিজেরে জিগান এইটা করা আপনের সাজে কিনা। নিজের কোনো খবর নাই - অন্যরে ঠিক করতে আইছেন? আগে উল্টা দিকে দৌড় মারেন।

৩. সমালোচনা মানেই সম আলোচনা - ভালো দিক + কম ভালো দিক দুইটাই থাকতে হবে। তাই যদি সমালোচনা করতেই হয় প্রথমেই তার সামনে যাইবেন। সামনা সামনি - আর তার ভালো দিক নিয়া কইবেন/ প্রশংসা করবেন। অনেক। আপনের আসল উদ্দেশ্য যারে সমালোচনা করতেছেন তার উন্নয়ন, উন্নতি আর rectification. মনে রাইখেন আপনের টার্গেট কখনোই ওই ব্যাক্তিবিশেষ না - টার্গেট হইতে পারে উনার ব্যবহার,  চালচলন ইত্যাদি।  ব্যাক্তি আক্রমণ জিরো টলারেন্স। 

৪. দেখবেন - যারে বলতেছেন এতে সে দুঃখ পাবে কিনা, তার দ্বারা চেঞ্জ সম্ভব কিনা, সে নিজেই এর জন্য দায়ী কিনা। সে নিজে দায়ী না হইলে, নিজে চেঞ্জ না হইতে পারলে তারে সাহায্য করেন, পাশে দাঁড়ান। এই পাশে দাঁড়ানই সবচেয়ে সুন্দর আর প্র‍্যাকটিকাল সমালোচনা। পাশে দাঁড়াইতে পারবেন না, সাহায্য বা ভালো উপদেশ দিতে পারবেন না - পিছু হটেন, দৌড় মারেন। He/she is NOT your damn problem. 

৫. যখনই সমালোচনার জন্যি মুখ খুলছেন তখনই কিন্তু দায়িত্ব নিয়া নিছেন তাকে শুধরানের। আপনের ওই সময় বা কমিটমেন্ট আছে? নাই? Get f*cking lost! 

৬. আপনে নবী/ রসুল/ ফেরেশতা / দালাই লামা? না? তাইলে সমালোচনা করার আগে নিজেরে আয়নায় দেখেন!  Are you perfect?  No? Just get lost, again!

মনে রাইখেন সমালোচনা বা Criticism can be the best thing in someone's life if done right, it can also be the worst nightmare. তা কোনটা করবেন তা সম্পুর্নই আপনের উপরে। 

জাইনা বা না জাইনা, বুইঝা বা না বুইঝা আপনে, আমি সবাই মানুষের পিছনে পিছনে যা কথা কইছি, যা ক্রিটিসাইজ করছি তা যদি দিনের আলোতে সবার সামনে আনা হয় - লজ্জায় মাথা লুকানো ছাড়া কোনো পথ থাকবে না। আসলেই না। 

তাই ভাই বাদ দেই কারো পিছনে কাপুরুষের মতো কথা কওয়া। খামাখা সময় নষ্ট। করোনার চেয়েও মারাত্মক এই ভাইরাস আর না ছড়াই। অনেক কষ্ট হবে নিজেরে কন্ট্রোল করা। কিন্তু চেস্টা করলেই সম্ভব। মনে রাইখেন আপনের এই মানষিক কন্ট্রোল পেটের সিক্স প্যাক আর হাতের মাসলের চেয়েও শক্তিশালী। 

Criticise to inspire, criticise to motivate, criticise to normalize! 

Else don't criticise at all!

Happy Un-Criticising!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.