ব্রেকআপ মোটিভেশন: ব্রেকআপ হলে কি করা উচিত ? Breakup Motivation What to do after a breakup .

আসসালামু আলাইকুম আমি মোঃ জুয়েল আহমেদ, সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর তালা'র রহমতে ভালো আছি । 

ব্রেকআপ মোটিভেশন: ব্রেকআপ হলে কি করা উচিত ? আজকের আমাদের আর্টিকেলের বিষয় হলো, এই ব্রেকআপ হওয়ার পর কি কি করে আপনি সেই কষ্টের সময়ে নিজেকে সামলে নিতে পারবেন সেই বিষয়ে। 

আমাদের সকলের জীবনে একবার  না একবার ভালোবাসা এসেই  থাকে এবং অনেক সময় সেই ভালোবাসা বিভিন্ন কারণে অকারণে ভেঙ্গেও থাকে। 

কিন্তু আজকে আমরা এই আর্টিকেলটির মাধ্যমে  ব্রেকাপ হওয়ার পর নিজেকে কিভাবে সাম্ভলানো যায়  এবং নিজেকে কিভাবে সম্ভলে নিবেন এর কিছু উপায় গুলো জানতে পারবো। 

অনেক সময় কিছু কিছু সম্পর্ক এতোটাই গভীর হয়ে থাকে যা সহজে ভূলে যাওয়া সম্ভব হয়ে ওঠেনা, কারণ তার সাথে আমাদের আবেগ জড়িয়ে থাকে, বিশেষ করে যখন সেটা ভালোবাসার সম্পর্ক হয়ে থাকে।

ব্রেকাপ হওয়ার পর আমরা সেই সম্পর্ক ভূলে যাওয়ার অনেক চেষ্টা করে থাকি কিন্তু আমাদের আবেগ অনুভূতি আমাদের ভুলতে বাঁধা দিয়ে থাকে কারণ তখন আমরা সব কিছু আবেগ দিয়েই  ভেবে থাকি।

ফলে এসব ক্ষেত্রে কখনো কখনো আমরা ডিপ্রেশনের শিকার হয়ে থাকি। 

আমরা যতই তাকে ভুলার চেষ্টা করি, কিন্তু বার বার আমাদের সেই ব্যক্তির কথাই মনে পরে থাকে। 

আমরা যখন কোনো সম্পর্কের মধ্যে থাকি তখন আমাদের প্রতি মুহূর্ত তার সাথে  থাকার অভ্যেস হয়ে পরে তাই হঠাৎ করে যখন সেই সম্পর্ক ভেঙ্গে যায় তখন আমাদের সহ্য হয়না। 

এর ফলে অনেক সময় আমাদের মনে তাঁর প্রতি প্রতিশোধ নেওয়ারও ভাবনা জন্ম নিয়ে থাকে। 

কিন্তু এগুলো না ভেবে আপনাকে সত্যিটি স্বীকার করে নিতে হবে যে, এখন সে আপনার সাথে নেই এবং জোর করে আপনি তাকে আবার পেতে পারবেননা। 

তাই, যদি আপনারও ব্রেকআপ হয়েছে এবং আপনিও ব্রেকআপ থেকে বের হতে চাইছেন, তাহলে নিচে দেওয়া উপায় গুলো ভালোকরে অনুসরণ করুন।

যখন আপনার ব্রেকআপ হয়েছে, আপনাকে এই সত্যিটি মেনে নিয়ে জীবনে আগে বাড়তেই হবে।

কারণ যতদিন আপনি আবেগ থেকে বের হতে না পারবেন আপনি ততদিন কষ্ট পেয়েই যাবেন। 

তাহলে চলুন  বন্ধুরা দেরি না করে নিচে দেওয়া প্রত্যেকটি উপায় বিস্তারিতভাবে আলোচনা করা যাক। 

দিন। 

আপনার জীবনে চলে আসা এই একাকিত্ব কে ধরে না রেখে আপনার কোনো কাছের মানুষের সাথে সবটা শেয়ার করুন। 

ভালো ভালো অনুপ্রেরণামূলক ভিডিও দেখুন এবং নিজেকে কোননা কোনো কাজে ব্যস্ত রাখার চেষ্টা করুন।

এভাবেই নিজের জীবনে ছোটো ছোটো অভ্যাসের দ্বারা পরিবর্তন নিয়ে আসুন। 

৮. দুঃখ কে নিজের ভেতরে চেঁপে না রাখা

ব্রেকাপ হওয়ার পর অনেকেই দুঃখ কে নিজের ভেতরে চেঁপে রেখে দিতে দেখা যায় এবং তাঁরা ভেতরে ভেতরে সেই দুঃখ নিয়ে চিন্তিত হতে থাকে এবং মনমরা হয়ে থাকে।  

কিন্তু সেটা ভূল, আপনার নিজের মনের দুঃখ কে কোনো না কোনো মাধ্যমে বাইরে বের করা দরকার। 

আপনি কেঁদে বা বালিশে লাথি ঘুঁষা মেরে নিজের রাগ কে বাইরে বের করুন।

এর ফলে, দেখবেন  আপনি নিজের ভেতরে ভালো অনুভব করবেন এবং আপনার কষ্ট আসতে আসতে কমতে শুরু হবে। 


আমাদের শেষ কথা,,

তাহলে বন্ধুরা, আমাদের আজকের এই ব্রেকআপ মোটিভেশন টিপস গুলো আপনাদের অবশই ভালো লেগেছে হয়তো।

ব্রেকআপ হলে কি করা উচিত নিয়ে লিখা আমাদের আজকের আর্টিকেলটি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশই আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। 

এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকে, তাহলে অবশই নিচে কমেন্ট করতে পারেন।



আমার নাম মোহাম্মদ জুয়েল আহমেদ । আমি এই ওয়েবসাইট এর প্রতিষ্ঠাতা। পেশায় আমি একজন ওয়েবসাইট ডিজাইনার এবং ব্লগিং আমার প্যাশন। আমি এই সাইট এ ব্লগিং, এফিলিয়েট মার্কেটিং, ইংরেজি নিয়ে বিভিন্ন পোস্ট করি এং আর্ন মানি অনলাইন বিষয়ক বিভিন্ন পোস্ট করে থাকি। এই সাইট এর মূল লক্ষ্য হলো বাংলাতে কোয়ালিটি কনটেন্ট প্রকাশ করা যা সাইট এর ভিসিটার দের কাজে লাগে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.