মেয়েদের মন ভালো করার উপায় গুলো জেনে রাখুন ! Know the ways to make girls feel good !

আসসালামু আলাইকুম আমি মোঃ জুয়েল আহমেদ, সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর তালা'র রহমতে ভালো আছি । 

মেয়েদের মন ভালো করার উপায়: জীবনের প্রতিটা দিন একসমান যায় না। ভালো দিনগুলিতে আমরা মুক্ত পাখির মতো সহজেই সকলের সাথে নিজেকে মিশে যেতে দিই। কিন্তু মন-কেমনের দিনগুলি এলে, নিজেকে একাকিত্বের মধ্যে ডুবিয়ে দিই।

তখন একমুহূর্তের জন্য হলেও মনে হয়, কাছের কোনো বন্ধু বা পরিবারের কেউ পেলে হয়তো মনের কথা উজাড় করে দিতে পারতাম। এই অনুভূতি শুধু আপনার একার নয়। এমন অনেকে আছে যারা আপনার মতো করেই ভাবেন।

সিনেমা হাসির হোক বা সাসপেন্সের, কোনো বিষয় বা চিন্তার থেকে মনকে দূরে সরিয়ে আনতে সাহায্য করে। আর সাথে যদি ‘কোম্পানি’ দেওয়ার কেউ থাকে, তবে মন আরোও ভালো হয়ে যায়।

৯. ঘুরতে নিয়ে যান –

মন ভালো করার জন্য মাঝে মধ্যে ঘুরতে যাওয়া উচিত। কেননা খোলা আকাশের নিচে, প্রকৃতির মাঝে থাকলে মনের উপর খুব ভাল প্রভাব পরে।

তাই বান্ধবীর মন ভালো রাখতে আশেপাশে কোথায় ঘুরতে নিয়ে যান। অথবা সুযোগ পেলে গাড়ি নিয়ে কোথাও মিনি-ট্রিপ করে আসুন।

এমনটা করলে মেয়েটি ‘স্ট্রেস’ মুক্ত যেমন হবে, তেমনি নতুন জায়গায় ভ্রমণের উৎসাহে আপনা থেকেই তার মন ভালো হয়ে যাবে।

১০. মনে করিয়ে দিন আপনি তাকে কতটা ভালবাসেন –

বান্ধবী বা প্রেমিকা কখনো কোনো কারণে দুঃখ বা কষ্ট পেলে, তাকে আলিঙ্গন করুন বা তার হাত ধরুন এবং তাকে বলুন আপনি তাকে কতটা ভালোবাসেন। সে কষ্ট পেলে আপনার কতটা খারাপ লাগে তা বোঝান। আপনার থেকে এরূপ স্নেহশীল ব্যবহার পেয়ে, মেয়েটির মন ভালো তো হবেই, সাথে তার মুখে বহুল কাঙ্খিত হাসিও দেখতে পাবেন।

উপসংহার

তাহলে বন্ধুরা, মেয়েদের মন ভালো কিভাবে করা যাবে আশা করছি এই বিষয়ে ভালো করে বুঝতেই পেরেছেন। আশা করছি আমাদের আজকের আর্টিকেলটি আপনাদের অবশই ভালো লেগেছে। আর্টিকেলটি ভালো লেগে থাকলে সোশ্যাল মিডিয়াতে অবশই শেয়ার করবেন। এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, তা নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।


আমার নাম মোহাম্মদ জুয়েল আহমেদ । আমি এই ওয়েবসাইট এর প্রতিষ্ঠাতা। পেশায় আমি একজন ওয়েবসাইট ডিজাইনার এবং ব্লগিং আমার প্যাশন। আমি এই সাইট এ ব্লগিং, এফিলিয়েট মার্কেটিং, ইংরেজি নিয়ে বিভিন্ন পোস্ট করি এং আর্ন মানি অনলাইন বিষয়ক বিভিন্ন পোস্ট করে থাকি। এই সাইট এর মূল লক্ষ্য হলো বাংলাতে কোয়ালিটি কনটেন্ট প্রকাশ করা যা সাইট এর ভিসিটার দের কাজে লাগে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.