মেয়েদের সাথে কথা বলার সেরা টপিক – Best topics to talk about with girls.

মেয়েদের সাথে কথা বলার টপিক গুলো কি কি হতে পারে বা কোন বিষয়ে মেয়েদের সাথে কথা বলা যাবে, এই সম্পূর্ণ বিষয় নিয়েই আমাদের আজকের আর্টিকেল।

ছোটবেলায় আমাদের মন যখন নিষ্পাপ থাকতো, তখন আমরা সহজেই বন্ধুত্ব করে উঠতে পারতাম। 

কিন্তু বয়স বাড়ার সাথে সাথে মনে নানাধরণের জটিলতা আসতে থাকায়, আর ভারতের মতো দেশে অচেনা-অজানা মহিলাদের সাথে কথা বলা বা বন্ধুত্ব করার কথা চিন্তা করাটাও অনেকের কাছেই বেশ বিড়ম্বনার একটা বিষয়। 

তার সবথেকে বড় কারণ, মানুষ তাদের বয়স বাড়ার সাথে সাথেই সমস্ত জিনিস গুলোকে কমপ্লিকেট করে দেখা শুরু করে। 

আর, আমরা সবসময় ভাবি, যদি সামনের অপরিচিত ব্যক্তি আমাদের ভুল বোঝে কিংবা খারাপ ভাবে ? 

এই চিন্তা-ভাবনার জালে জড়িয়ে পড়েই আমরা অনেকেই কোনো অপরিচিত মানুষের সাথে আলাপ করে উঠতে পারি না। 

বিশেষ করে পুরুষদের মধ্যে অনেকেই অপরিচিত মেয়েদের সাথে কথা বলার ব্যাপারে নিজেদেরকে গুটিয়ে রাখেন, কিন্তু তারা মনে-মনে হাজারবার চান সেই বিশেষ নারীর সাথে একবার না একবার কথা বলতে।

আপনি যদি, এরকমই অপরিচিত মেয়ের সাথে কথা বলার চান্স খুঁজছেন অথচ বুঝে উঠতে পারছেন না ঠিক কি করা উচিত,

তবে, আজকের আমাদের এই আর্টিকেলটি আপনাদের হেল্প করবে যেকোনো অপরিচিত মেয়ের সাথে চট করে আলাপটা শুরু করে দিতে! 

আর, আলাপ সারার পর কি কি ধরণের কনভার্সেশন আপনাদের আলাপটাকে সুদূরপ্রসারী করে তুলবে, তা এই আর্টিকেল থেকেই আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। 

তাহলে শুরু করা যাক, অপরিচিত মেয়ের সাথে কথা বলার টপিক সম্পর্কে।

Post Contents

পরিচিত/অপরিচিত মেয়েদের সাথে কথা বলার টপিক

চলুন, এবার আমরা সরাসরি কিছু সেরা এবং মজার টপিক গুলোর বিষয়ে জেনেনেই যেগুলোর সাথে আমরা কথাবার্তা শুরু করতে পারি বা কথাবার্তা চালিয়ে যেতে পারি।

মানুষ বেশিরভাগ সময়ই তাদের প্রিয় সিনেমা, টিভি শো, ওয়েবসিরিজ আর সিরিয়াল সম্পর্কে কথা বলতে ভালোবাসে। 

আর, কে বলতে পারে, হয়তো এই ইনোসেন্ট টপিক থেকেই আপনাদের আলাপ আরও পাক্কা হয়ে উঠলো। 

১২. তাকে স্পেশাল ফীল করান:

প্রতিটা মানুষের জীবনেই তার ব্যক্তিগত সংগ্রাম থাকে। 

তাই, যে মহিলার সাথে আপনি আলাপ চালাতে চাইছেন তার জীবন সংগ্রাম সম্পর্কে জেনে তাকে উৎসাহিত করে তুলুন। 

যাতে, একজন অপরিচিত হিসেবে সে আপনার সাথে কথা বলে ভরসার আশ্রয় পেতে পারে। 

সবাই মোটিভেশন পেতে ও পসিটিভ অনুভব করতে ভালোবাসে। 

তাই, একজন মানুষ হিসেবে চেষ্টা করবেন, আপনার অপরিচিত মেয়েটিকেও ভালো কোনো দিকে মোটিভেট করতে।

১৩. নিজের ব্যাপারেও কথা বলুন:

কোনো কথোপকথনই একতরফা হয় না। 

তা, সেই মানুষটির সম্পর্কে জানার পাশাপাশি নিজের ব্যাপারেও তার সাথে কথা বলুন। 

আপনার ভালো লাগা মন্দ লাগাও তার সাথে ভাগ করে নিন। 

অপরিচিত বলে নিজের মনের আবেগকে আটকে রেখে কথা বলবেন, তা কিন্তু নয়। 

অনেক সময় দেখা যায়, হয়তো এমন অনেক কথা আমাদের মনে জমা থাকে, যা আমরা নিজেদের কাছের লোকদের বলে উঠতে পারিনা,

কিন্তু সহজেই আমরা একজন অপরিচিত ব্যক্তিকে তা বলে দিতে পারি। 

তাই, মন খুলে কথা বলাটাই আসল।

১৪. মেয়েটিকে পরখ করুন:

মেয়েদের মধ্যে অনেকেই আছেন যারা খেলা, রাজনীতি এবং সাম্প্রতিক ঘটনা সম্পর্কে যথেষ্ট আগ্রহ রাখেন। 

তাই, আপনার উচিত মেয়েটির সাথে আলাপ শুরুর সময় থেকেই তার রাজনীতি, ক্রীড়া ও খবর সম্পর্কে আগ্রহ আছে কিনা জেনে নিন। 

আর, তার এইসব বিষয়ে আগ্রহ থাকলে আপনাদের কথোপকথনও অনেক ভালো হবে।

১৫. তার কাছে জীবনের অর্থ কি তা জানতে চান:

জীবনের অর্থ হল অনেক বড় আর মুক্ত আলোচনার একটা বিষয়। 

তাই, আপনার চেনা-অচেনা যেকোনো মেয়েকে এই বিষয়টির ব্যাপারে জিজ্ঞেস করে দেখতে পারেন। 

আর, দেখবেন সব মানুষের দৃষ্টিভঙ্গি এই বিষয়ে একে-অপরের থেকে আলাদা। 

জীবনের অর্থ সম্পর্কে বলতে গেলে মানুষের দার্শনিক আর আধ্যাত্মিক চিন্তাভাবনা সম্পর্কে একটা স্পষ্ট ধারণাও পাওয়া যায়। 

এই ধারণা আপনার মনে আপনার সামনে থাকা মানুষটির সাথে মতের মিল হবে কিনা, তা বুঝতে অনেকটাই সাহায্য করবে।

সবশেষে:

মানুষ যতই স্পষ্টবাদী বা বাগ্মী হোক না কেন, কখনও কখনও মেয়েদের সাথে সরাসরি কথোপকথনের সময় অনেকেই ভাষা হারিয়ে ফেলে কিংবা নার্ভাস হয়ে যায়। 

তাই, আপনার সবসময় উচিত ইতিবাচক ভঙ্গিতে নিজের কথোপকথন চালিয়ে যাওয়া জরুরি। 

আর, নিজেকে কখনোই বেশি আবেগপ্রবণ হতে দেবেন না কোনো অপরিচিত মহিলার সাথে কথা বলার সময়। 

আর বাকি, আমাদের আর্টিকলে বলা যেকোনো টপিক সম্পর্কে আলোচনা শুরু করলে যেকোনো বিব্রতকর অবস্থাগুলো আপনি আরামসে এড়িয়ে চলতে পারবেন ৷

এছাড়াও, মনে রাখবেন যে, আপনি যেকোনো বিষয়েই কথা বলতে পারেন,

তবে সবকিছুর আগে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার কথা বলার ধরণ বা বাচনভঙ্গি।  

তাই, আপনি যদি কোনো অদ্ভুত বিষয় নিয়েও আলচনা শুরু করেন আর একজন প্রো-এর মতো কথোপকথন চালিয়ে যেতে পারেন,

তবে জানবেন যে, সেই অপরিচিত নারীকে ইমপ্রেস করা মোটেও কোনো কঠিন কাজ নয়। 

তাই, যাই-ই কথা বলুন না কেন, চেষ্টা করবেন তা কনফিডেন্টলি ও ভদ্রভাবে বলার যাতে সেই নারী আপনার ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হয়।

আমাদের আজকের আর্টিকেল ‘মেয়েদের সাথে কথা বলার টপিক‘ বিষয়টি এখানেই শেষ হল। 

টপিকগুলো ইন্টারেস্টিং ও এফেক্টিভ মনে হলে অবশ্যই ব্যবহার করুন ও আর্টিকেলটি ভালোলাগলে কমেন্টের মাধ্যমে তা জানান।


আমার নাম মোহাম্মদ জুয়েল আহমেদ । আমি এই ওয়েবসাইট এর প্রতিষ্ঠাতা। পেশায় আমি একজন ওয়েবসাইট ডিজাইনার এবং ব্লগিং আমার প্যাশন। আমি এই সাইট এ ব্লগিং, এফিলিয়েট মার্কেটিং, ইংরেজি নিয়ে বিভিন্ন পোস্ট করি এং আর্ন মানি অনলাইন বিষয়ক বিভিন্ন পোস্ট করে থাকি। এই সাইট এর মূল লক্ষ্য হলো বাংলাতে কোয়ালিটি কনটেন্ট প্রকাশ করা যা সাইট এর ভিসিটার দের কাজে লাগে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.