বন্ধুর রাগ ভাঙ্গানোর সেরা ৭টি উপায় গুলো কি কি ? What are the 7 best ways to break a friend's anger?
বন্ধু রেগে থাকলে কি করবেন ? বন্ধুর রাগ ভাঙ্গানোর উপায় গুলো কি কি ? আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি।
বন্ধুত্ত্বকে সব থেকে সুন্দর সম্পর্ক বলা যেতে পারে কারণ সময় খারাপ হোক বা ভালো, বন্ধুই একমাত্র ব্যক্তি যে সব সময় আপনার সাথে থাকে এবং পাশে থাকে।
প্রত্যেকের জীবনেই কোনো না কোনো বিশেষ বন্ধু থাকে যার সাথে নিজের সুখ দুঃখ এবং ভালো খারাপ বিভিন্ন রকমের মনের কথা নিঃসন্দেহে বলা যায়।
কিন্তু সব সম্পর্কেই মাঝে মাঝে কম বেশি ঝগড়া মনোমালিন্য হয়েই থাকে।
আর ঠিক সেভাবেই বন্ধুর সম্পর্কেও মাঝে মাঝে ছোটো ছোটো কথা নিয়ে ঝগড়া হয়ে যেতেই পারে।
তাই আপনারও যদি কোনো বিশেষ বন্ধু থাকে এবং আপনার সাথে আপনার বন্ধু কোনো কারণে যদি রেগে আছে, তাহলে এই আর্টিকেলটি নিশ্চই মন দিয়ে পড়ুন।
কেননা, আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আমরা জানতে পারব বন্ধুর রাগ কমানোর উপায় গুলো কি কি এবং এই উপায় গুলো ব্যবহার করে আপনি আপনার বন্ধুর রাগ নিশ্চই ভাঙ্গাতে সক্ষম হবেন।
বন্ধুর রাগ ভাঙ্গানোর উপায় গুলো কি কি ?
তাহলে চলুন বন্ধুরা নিচে দেওয়া প্রত্যেকটি উপায়ের বিষয়ে বিস্তারিতভাবে যেন নেওয়া যাক।
কতটা ভালোবাসেন এবং আপনার উপর করা অভিমানো তার কমে যাবে।
এই উপায়টি আপনারা নিশ্চই ব্যবহার করে দেখতে পারেন এবং এই উপায়টি খুবই কার্যকর।
৫. নিজের হাথে সরি কার্ড বানিয়ে দিন
যদি আপনার বন্ধু আপনার সাথে অনেক বেশি রেগে থাকে এবং আপনার ফোন মেসেজে কিছুর উত্তর সে দিচ্ছেনা,
তাহলে তাঁকে মানানোর জন্য অন্য কিছু উপায় ভাবুন,
যেমন নিজে হাথে তাঁর জন্য কার্ড বানান এবং যে কথাগুলো আপনি তাঁকে ফোনে বলতে পারছেন না সেই কথাগুলো আপনি কার্ডের মাধ্যমে লিখুন।
এবং কার্ডটি অন্য কোনো বন্ধুর মাধ্যমে বা আপনি যদি এটি বাক্তিগত রাখতে চান তাহলে কুরিযারের মাধ্যমে তাঁর ঘরে পাঠাতে পারেন।
আপনার করা এই প্রচেষ্টা দেখে আপনার বন্ধুর রাগ নিশ্চই কম হবে এবং সে আপনাকে নিজেই ফোন করবে।
এক্ষেত্রে আপনি কেনা কার্ড ব্যবহার করবেননা, কারণ আপনার হাথে বানানো কার্ড দেখলে সে বেশি খুশি হবে।
৬. তাঁর পছন্দের খাওয়া বানিয়ে নিয়ে যান
আমাদের সকলের ক্ষেত্রেই এটা হয়ে থাকে, যখন আমাদের সামনে পছন্দের খাবার আসে তখন আমাদের রাগ অল্প হলেও কমে যায়।
তাই আপনার বন্ধুর রাগ ভাঙ্গানোর জন্য এই উপায়টি একবার করে দেখতে পারেন।
যেমন তাঁর পছন্দের সব খাবারগুলো বানিয়ে তাঁর ঘরে নিয়ে যান।
এবং, সে খেতে না চাইলে আপনি তাঁকে বলুন যে সে যতসময় না খাবে আপনিও কিছু খাবেনা।
তখন দেখবেন আপনার বন্ধু নিশ্চই খাবে এবং আপনাকেও খাইয়ে দিবে এবং আবার সব আগের মতো ঠিক হয়ে যাবে।
৭. সারপ্রাইস গিফ্ট দিন
অনেক সময় দেখা যায় আমরা যখন রেগে থাকি তখন আমাদের পছন্দের কোনো গিফ্ট পেলে আমাদের রাগ তক্ষনাৎ কমে যায়।
এছাড়া, গিফ্টটি যদি নিজের কারো থেকে পাওয়া যায় তাহলে আরো বেশি ভালো লাগে।
তাই আপনার বন্ধুও যদি কোনো কারণে আপনার সাথে রেগে থাকে তাঁহলে আপনিও তাঁকে তাঁর পছন্দের কোনো গিফ্ট সারপ্রাইস হিসেবে দিন।
আপনার দেওয়া গিফ্ট দেখে সে প্রথমে অল্প রাগ দেখালেও কিছুক্ষণ পর তাঁর রাগ নিশ্চই ভাঙ্গবে এবং আবার আগের মতো আপনার সাথে কথা বলতে শুরু করবে।
আমাদের শেষ কথা,,
তাহলে বন্ধুরা, যদি আপনার বন্ধু আপনার ওপরে রেগে আছে এবং আপনি তার রাগ কমানোর উপায় খুঁজছেন, তাহলে উপরে বলা উপায় গুলো অবশই ব্যবহার করে দেখুন।
এতে আপনার বন্ধুরা রাগ অবশই কমে আসবে।
ওপরে বলা বন্ধুর রাগ কমানোর উপায় গুলো যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।
আমার নাম মোহাম্মদ জুয়েল আহমেদ । আমি এই ওয়েবসাইট এর প্রতিষ্ঠাতা। পেশায় আমি একজন ওয়েবসাইট ডিজাইনার এবং ব্লগিং আমার প্যাশন। আমি এই সাইট এ ব্লগিং, এফিলিয়েট মার্কেটিং, ইংরেজি নিয়ে বিভিন্ন পোস্ট করি এং আর্ন মানি অনলাইন বিষয়ক বিভিন্ন পোস্ট করে থাকি। এই সাইট এর মূল লক্ষ্য হলো বাংলাতে কোয়ালিটি কনটেন্ট প্রকাশ করা যা সাইট এর ভিসিটার দের কাজে লাগে।
কোন মন্তব্য নেই