ছাত্র জীবনে সফল হওয়ার উপায় এবং কৌশল গুলো
একজন সফল ছাত্র (successful student) হওয়ার মানে কেবল এটাই না যে আপনি ভালো অংকের নাম্বার অর্জন করলেন এবং সম্মান এর সাথে নিজের গ্রাডুয়েশন পাস করলেন। ছাত্র জীবনে সফল আপনি কেবল তখন হতে পারবেন যদি আপনি নিজের মধ্যে এমন কিছু দক্ষতা এবং অভ্যাস গুলো বিকাশ করতে পারেন যেগুলি আপনাকে আপনার জীবনের প্রত্যেক ক্ষেত্রে সফল হতে সাহায্য করবে।
মনে রাখবেন, একজন সফল ছাত্র হতে হলে আপনাকে একাধিক বিষয় গুলোর ওপর কাজ করতে হবে। আর একজন সফল ছাত্র হতে পারলেই আপনি নিজের ছাত্র জীবনেও সফল হতে পারবেন।
সফল শিক্ষার্থীরা স্পষ্ট এবং নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে থাকে। এর সাথেই, তারা তাদের সময় গুলোকে কার্যকর ভাবে পরিচালনা করেন, সঠিক ভাবে অধ্যয়ন করা, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া, যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি করা এবং স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখার মতো কাজ গুলো করেন তারা।
তবে চিন্তা করবেননা, আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা ছাত্র জীবনে সফল হওয়ার উপায় গুলো কি এবং এর জন্যে কি কি কৌশল এবং টিপস গুলো অনুসরণ করতে হবে, সবটা বলবো।
একজন শিক্ষার্থী হিসেবে সাফল্যের মানে বা অর্থ কি ?
ছাত্রদের জন্যে সাফল্যের মানে বা অর্থ প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হওয়াটা স্বাভাবিক। এক্ষেত্রে, ব্যক্তি এবং তাদের প্রধান লক্ষ্য গুলো কি, সেটার ওপরেই নির্ভর করছে তাদের সফলতার মানে।
কিছু কিছু শিক্ষার্থীরা রয়েছেন যাদের জন্যে সফলতা মানেই হলো উচ্চ গ্রেড অর্জন করা এবং নিজের গ্রাজুয়েশন বা অন্যান্য পরীক্ষায় ভালো অংকের সাথে উত্তীর্ণ হওয়া।
আবার অনেক শিক্ষার্থীরা রয়েছেন যাদের হিসাবে সাফল্য (success) মানে, নিজের মধ্যে একটি বিশেষ দক্ষতা বিকাশ করা যেটা তাদের ভবিষ্যৎ জীবনে অনেক কাজে লাগবে।
একি ভাবে, অনেকের জন্যে সাফল্য মানে নিজের স্কুল / কলেজ থেকে degree বা diploma অর্জন করা, যেখানে আবার অনেকের জন্যে এর মানে, প্রত্যেকদিন কিছু নতুন শেখা এবং একজন ব্যক্তি হিসেবে নিজেকে তৈরি করা।
তাই যদি সোজা ভাবে বলা হয়,
তাহলে, আপনাকে ছাত্র হিসেবে সফল তখন বলা যেতে পারে যদি আপনি নিয়মিত নিজের ব্যক্তিগত এবং একাডেমিক লক্ষ্য গুলোকে অর্জন করার ক্ষেত্রে কাজ করছেন। সাথে, জ্ঞান অর্জন, নিজের দক্ষতা উন্নয়ন, ইতিবাচক মনোভাব রাখা এবং নতুন কিছু শেখার আগ্রহ ও মনোভাব রাখছেন।
ছাত্র জীবনে সাফল্যের গুরুত্ব
ছাত্র জীবনে সফল হওয়ার উপায় জেনে রাখাটা প্রত্যেক ছাত্র বা শিক্ষার্থীদের জন্যে জরুরি।
একজন সফল ছাত্র হতে পারলে আপনার জন্যে ভবিষ্যতের বিভিন্ন সুযোগের দরজা খুলে যাওয়ার সম্ভাবনা থাকছে, তবে সেটা উচ্চ শিক্ষা বা একটি পরিপূর্ণ কর্মজীবন তৈরি করা দুটো ক্ষেত্রেই আপনার কাজে আসবে।
এর বাইরেও, একজন সফল শিক্ষার্থী হিসেবে আপনি বিভিন্ন গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা (important life skills) গুলোর বিষয়ে জানতে পারবেন যেমন, শৃঙ্খলা, দায়িত্ব এবং সময় ব্যবস্থাপনা।
যখন একজন ছাত্র হিসেবে আপনি সফল হয়ে দাঁড়াবেন তখন আপনার মধ্যে থাকবে ভরপুর আত্মবিশ্বাস। তাই, সফল শিক্ষার্থী হিসেবে আপনার আত্মসম্মানে এই ধরণের ইতিবাচক প্রভাব গুলো চলে আসবে।
ছাত্র হিসেবে নিজের লক্ষ্য অর্জন করা এবং নিজের একাডেমিক ক্যারিয়ারে ভাল পারফর্ম করা একজন শিক্ষার্থীর স্ব-মূল্যবোধকে বাড়িয়ে তুলতে সাহায্য করে।
এতে ছাত্ররা আরও অধিক সক্ষম বোধ করতে পারেন এবং জীবনের অন্যান্য ক্ষেত্রে সাফল্য অর্জন করতে সক্ষম হতে পারেন।
ছাত্র জীবনে সফল হওয়ার উপায় গুলো কি ?
এখন আমরা নিচে সেই প্রত্যেক কৌশল এবং উপায় গুলোর বিষয়ে আলোচনা করতে চলেছি যেগুলো অনুসরণ করে একজন সফল শিক্ষার্থী বা সফল ছাত্র হয়ে উঠতে পারবেন।
১. লক্ষ্য নির্ধারণ।
ছাত্রজীবনে সফলতা পেতে হলে বা একজন সফল শিক্ষার্থী হতে গেলে সবচেয়ে আগেই আপনাকে কিছু স্পষ্ট এবং নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে।
নির্দিষ্ট লক্ষ্যের দ্বারা আপনি নিজেকে একটি স্পষ্ট দিক এবং উদ্দেশ্য দিতে পারবেন এবং সাথে সফলতার জন্যে প্রয়োজন জরুরি ধাপ গুলোও আপনারা পাবেন।
লক্ষ্য নির্ধারণ এর মাধ্যমে আপনি সবসময় নিজের প্রচেষ্টায় ফোকাস রাখতে পারবেন, মোটিভেটেড থাকবেন এবং নিজেকে কতটা উন্নত করতে পেরেছেন সেটার পরিমান বুঝতে পারবেন।
মনেরাখবেন, লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে আপনার short-term এবং long-term দুধরণেরই goals-এর প্রয়োজন।
রাখতে হবে। প্রশ্ন জিগেশ করা, নোট তৈরি করা এবং নতুন নতুন তথ্য গ্রহণ করার মতো কাজ গুলো করার অভ্যেস আপনার রাখতে হবে।
৩. দীর্ঘদিন পড়াশোনা মনে রাখার জন্যে নিয়মিত এবং সময়ে সময়ে পুনর্বিবেচনা (revision) করাটা জরুরি।
৪. পড়াশোনা ও তথ্য গুলোকে নিজের ভাষায় নিজেকে বুঝাতে চেষ্টা করুন। এতে, বিষয় গুলোকে অনেক তাড়াতাড়ি নিজের হিসেবে বুঝতে পারবেন ও সেটা দীর্ঘদিন মনে থাকবে।
৫. যেকোনো নতুন তথ্য গুলোকে আগের থেকে জানা পুরোনো তথ্য গুলোর সাথে সংযুক্ত করে বুঝার চেষ্টা করুন। এতে, বিষয় গুলো অনেক তাড়াতাড়ি বুঝতে পারবেন এবং দীর্ঘদিন মনে থাকবে।
৬. পড়ার সময় নিজের মনের মধ্যে তথ্য গুলোর মানসিক চিত্র (mental images) তৈরি করে পড়ার চেষ্টা করুন। এতে, তথ্য গুলো বুঝতে এবং মনে রাখতে সুবিধা হবে।
৭. নিজের পড়াশোনা করার সময় আপনি যেই তথ্য গুলো শিখেছেন সেগুলো অন্যদের পোড়ানোর বা বুঝানোর চেষ্টা করুন। এতে তথ্য গুলো আপনি ভালো করে বুঝার সাথে সাথে দীর্ঘদিন মনে রাখতে পারবেন।
৮. নিজের সমবয়সীদের দল এর সাথে একসাথে গ্রুপ স্টাডি করাটাও কিন্তু আপনার জন্যে লাভজনক। এতে আপনি অনুপ্রাণিত (motivated) থাকার সাথে সাথে অন্যদের থেকেও অনেক কিছু শিখতে পারবেন।
৯. একনাগাড়ে পড়াশোনা করার চেয়ে আপনি নিয়মিত বিরতি নিয়ে পড়াশোনা করুন। এতে পড়ার সময় আপনার ফোকাস বজায় থাকবে।
১০. পর্যাপ্ত পরিমানের ঘুম স্মৃতি এবং নতুন কিছু শেখার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই, প্রত্যেক রাতে পর্যাপ্ত পরিমানে ঘুমোনোর চেষ্টা রাখতে হবে।
এইটা অবশই মনে রাখতে হবে যে বিভিন্ন ছাত্রদের পড়াশোনা করার বিভিন্ন নিয়ম বা শৈলী থাকতে পারে। আর একজন ছাত্রের জন্যে যেই নিয়মটি কাজ করছে হতে পারে সেটা অন্য আরেকজনের জন্যে কাজ নাও করতে পারে।
তাই, নিয়মিত নতুন নতুন কৌশল গুলো অনুসরণ করে দেখুন এবং কোনটি আপনার জন্যে ভালো কাজ করছে সেটা খুঁজে বের করে সেই হিসেবেই পড়াশোনা করুন।
ছাত্র হিসেবে সফল হওয়ার কৌশল এবং উপায়
তাহলে বন্ধুরা, আশা করছি একজন ছাত্র হিসেবে আপনারা কিভাবে সফল হতে পারবেন, কি কি ধাপ ও কৌশল গুলো অনুসরণ করে একজন সফল ছাত্র হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন, সবটাই আপনারা বুঝতে পেরেছেন।
ছাত্রজীবনে সফলতা পেতে হলে আপনারা নিজের পড়াশোনার সাথে অন্যান্য বিষয় গুলোতেও সমান ভাবে নজর দিতেই হবে।
তাহলে, যদি আমাদের আজকের আর্টিকেলটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। এছাড়া, আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার অনুরোধ অবশই থাকছে।
কোন মন্তব্য নেই