এএমডি প্রসেসর: বর্তমানের সেরা AMD Ryzen CPU গুলোর তালিকা – (২০২৩) Muhammed Juwel Ahmed |



আমি যদি এএমডি প্রসেসর (AMD processor) গুলোর কথা বলি তাহলে আমার সব থেকে প্রিয় computer processor company হলো AMD.

নতুন এএমডি প্রসেসর তালিকা

Intel এর processor গুলোর তুলনায় AMD অনেক সস্তায় high performance processors গুলোকে launch করে থাকে।

তাই, এখন আপনার computer বা laptop এর মধ্যে ভালো performance পাওয়ার জন্য আপনাদের অধিক টাকা খরচ করতে হয়না যেরকম আগে করতে হতো।

কর্মক্ষমতা, শক্তি, দ্রুততা, প্রসেসর কোর কাউন্ট এবং প্রয়োজনীয়তার হিসেবে আপনারা বর্তমানের নানান ধরণের AMD processors গুলোর মধ্যে যেকোনো একটি সিলেক্ট করতে পারবেন।


বর্তমানে, Ryzen 3rd Generation এবং Ryzen 5000 series লঞ্চ করে AMD এটা সত্যি প্রমাণিত করে দিয়েছে যে, বাজেট এর মধ্যে থেকেও এএমডি দারুন power এবং performance প্রদান করে থাকে।

এমনিতে আমি নিজেই আমার personal computer এর মধ্যে AMD Ryzen 5 2400g processor ব্যবহার করছি এবং আমি এটা নিশ্চই বলবো যে এর কর্মক্ষমতা এবং দ্রুততা সাংঘাতিক ভালো।

এএমডি প্রসেসর ব্যবহার করে আমি কিন্তু এর সম্পূর্ণ ফ্যান হয়ে গেছি, কারণ এএমডি প্রসেসর এর ক্ষেত্রে বাজেট (budget) এবং কর্মক্ষমতা (performance) কোনোটার সাথেই সমঝোতা (compromise) করতে হয়না।

তাই, যদি আপনিও নিজের personal computer (PC) এর ক্ষেত্রে AMD CPU / Processor ব্যবহার কথা ভাবছেন,

তাহলে নিচে দেওয়া এএমডির (AMD) লেটেস্ট কিছু দারুন processor model গুলোর বিষয়ে আগে জেনেনিন।

তবে চলুন, সবচেয়ে আগে আমরা AMD র বিষয়ে কিছুটা জেনেনেই।

এএমডির (AMD) বিষয়ে কিছুটা তথ্য ?

Advanced Micro Devices, Inc. বা সোজা ভাবে বললে AMD হলো একটি American multinational semiconductor company যেটা Santa Clara, California এর মধ্যে রয়েছে।

এই কোম্পানির মূল কাজ হলো computer processors এবং অন্যান্য সম্পর্কিত প্রযুক্তি গুলোকে develop করা।

May 1, 1969 সালে AMD প্রতিষ্ঠাপিত (found) করা হয়।

AMD হলো সেমিকন্ডাক্টর ডিভাইসের প্রধান নির্মাতা যেখানে x86-compatible CPUs, embedded processors, flash memories, programmable logic devices এবং networking chips ইত্যাদি গুলো এর দ্বারা manufacture করা হয়।

বর্তমানের সেরা এএমডি রাইজেন সিপিইউ গুলোর তালিকা

চলুন, এখন নিচে আমরা সরাসরি বর্তমানের সেরা কিছু AMD processor গুলোর নাম এবং ডিটেলস গুলো জেনেনেই।

  • AMD Ryzen 9 5900X
  • AMD Ryzen 5 3600X
  • AMD Ryzen 7 5800X
  • AMD Ryzen 9 3950X
  • AMD 5000 Series Ryzen 5 5600X
  • AMD Ryzen 7 3700X
  • AMD 3000 Series Ryzen 7 3800XT

চলুন প্রত্যেকটি প্রসেসর (processor) এর স্পেসিফিকেশন গুলো এক এক করে দেখেনেই।

AMD Ryzen 9 5900X 

  • Cores: 12
  • Threads: 24
  • Base clock: 3.7GHz
  • Boost clock: 4.8GHz
  • L3 cache: 64MB
  • TDP: 105W

AMD Ryzen 5 3600X 

  • Cores: 6
  • Threads: 12
  • Base clock: 3.8GHz
  • Boost clock: 4.4GHz
  • L3 cache: 32MB
  • TDP: 95W
  • Memory support: DDR4 3200MHz

AMD Ryzen 7 5800X 

  • 8 Cores
  • 16 Threads
  • 36 MB Cache
  • Base Clock: 3.8 GHz
  • Max Boost Clock: up to 4.7 GHz
  • TDP: 105W
  • Memory Support: DDR4 3200MHz

AMD Ryzen 9 3950X 

  • 16 Cores
  • 32 Threads
  • Base Clock: 3.5GHz
  • Max Boost Clock: up to 4.7GHz
  • Memory Support: DDR4 3200MHz
  • TDP: 105W

AMD 5000 Series Ryzen 5 5600X 

  • 6 Cores
  • 12 Threads
  • 35 MB Cache
  • Base Clock: 3.7 GHz
  • Max Boost Clock: up to 4.6 GHz
  • Memory Support: DDR4 3200MHz

AMD Ryzen 7 3700X 

  • 8 Cores
  • 16 Threads
  • Base Clock: 3.6GHz
  • Max Boost Clock: up to 4.4GHz
  • 36MB Cache
  • TDP: 65W
  • Memory Support: DDR4 3200MHz

AMD 3000 Series Ryzen 7 3800XT 

  • 8 cores
  • Base Clock: 3.9GHz
  • Max Boost Clock: up to 4.7GHz
  • Memory Support: DDR4 3200MHz
  • TDP: 105W
  • 16 Threads
  • 36MB Cache

তাহলে বন্ধুরা, যদি আপনারা নিজের জন্য একটি শক্তিশালী পার্সোনাল কম্পিউটার (PC) তৈরি করতে চাইছেন, তাহলে ওপরে বলা AMD processor গুলো ব্যবহার করতে পারবেন।

এই প্রসেসর গুলোর performance এবং speed অনেকটাই ভালো এবং উন্নত প্রযুক্তির।

যেকোনো প্রসেসর কতটা শক্তিশালী ভাবে এবং দ্রুত ভাবে কাজ করবে সেটা মূলত নির্ভর করে থাকে প্রসেসর এর “core” এবং “clock speed” এর ওপরে।

তাই, যত অধিক cores এবং clock speed থাকা CPU ব্যবহার করবেন তার কার্যক্ষমতা ততটাই অধিক থাকবে।

তবে, প্রয়োজন ছাড়া অধিক টাকা দিয়ে অধিক cores এবং clock speed থাকা CPU কিনে কোনো লাভ নেই।

তাই সব সময় নিজের ব্যবহার এবং প্রয়োজন এর ওপরে লক্ষ্য রেখেই একটি কম্পিউটার প্রসেসর সিলেক্ট করাটা জরুরি।

অফিসিয়াল কাজ, এডিটিং, প্রোগ্রামিং, এন্টারটেইনমেন্ট, গেমিং বা মাল্টি-টাস্কিং এর ক্ষেত্রে একটি উন্নত ৪ টি কোর (quad core) থাকা প্রসেসর যার clock speed কমেও 3.9GHz রয়েছে, সেটাই যথেষ্ট।

আমাদের শেষ কথা,,

তাহলে আশা করছি, আমাদের আজকের লেটেস্ট নতুন এএমডি প্রসেসর এর তালিকা নিয়ে লিখা আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে।

আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।

এছাড়া, আর্টিকলে ভালো লাগলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেননা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.