উইন্ডোজ ১১ ডাউনলোড কিভাবে করবেন ? – (Windows 11 update) Muhammed Juwel Ahmed |



যদি আপনারা উইন্ডোজ ১১ ডাউনলোড করতে চাইছেন বা উইন্ডোজ ১১ আপডেট নিয়ে সম্পূর্ণটা জেনেনিতে চাইছেন, তাহলে এই আর্টিকেল আপনার কাজে আসবে।

উইন্ডোজ ১১ ডাউনলোড
How to update to windows 11 in Bangla

কিছু দিন আগেই Microsoft দ্বারা নিজের নতুন Windows OS update এর বিষয়ে officially announce করা হয়েছে।

বলা হচ্ছে যে অন্যান্য প্রত্যেক Windows OS গুলোর তুলনায় Windows 11 Install করা computer গুলোতে একটি আলাদা রকমের experience অনুভব করা যেতে পারে।

তাই, যদি আপনিও প্রচুর অপেক্ষার পর উইন্ডোজ এর এই নতুন ভার্সন নিজের কম্পিউটারে ইনস্টল করে ব্যবহার করতে চাইছেন,

তাহলে আপনি সঠিক জায়গাতে এসেছেন।

কেননা, এই আর্টিকেলের মাধ্যমে আপনারা লেটেস্ট উইন্ডোজ ১১ ভার্সন এর features, requirements এবং download করার প্রক্রিয়া সবটা জেনেনিতে পারবেন।

এমনিতে কিছুদিন আগে পর্যন্ত বলা হচ্ছিলো যে উইন্ডোজ টেন এর পর Microsoft দ্বারা নতুন কোনো OS ভার্সন launch করা হবেনা।


তবে, কিছু দারুন এবং উন্নত looks, user-interface, features, options ইত্যাদির সাথে হটাৎ Windows 11 launch করে দেওয়া হলো।

বিভিন্ন Windows news এর মধ্যে বলা হয়েছে যে উইন্ডোজ ১১ এর মধ্যে উইন্ডোজ ১০ এর প্রত্যেকটি ফীচার (features) গুলো থাকার সাথে সাথে আপনারা প্রচুর নতুন নতুন features গুলো এখানে পাবেন।

এছাড়া, Microsoft দ্বারা বলা মতে আপনারা আমাদের উইন্ডোজ ১১ OS এর সাথে সরাসরি android apps run করতে পারবো।

চলুন, এবার আমরা উইন্ডোজ ১১ এর বিশিষ্ট গুলো এক এক করে জেনেনেই।

উইন্ডোজ ১১ এর বিশিষ্ট । Windows 11 features in Bangla

এমনিতে এখন পর্যন্ত Windows 7, Windows 8 বা Windows 10 এর সাথে আপনার যেই অনুভব ছিল সেটা সম্পূর্ণ ভাবে বদলে যাবে।

কারণ, এখন আপনারা নতুন নতুন অনেক features গুলো দেখতে পাবেন যেগুলো আগে কখনো অনুভব করেননি।


মানে বলতে গেলে, একটি আধুনিক এবং উন্নত অপারেটিং সিস্টেম (OS) এর মধ্যে যেগুলো features এবং options থাকা দরকার সেগুলো সবটাই আপনারা পাবেন।

যেমন ধরুন, আগের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ভার্সন গুলোতে android apps চালানোর জন্য একটি Emulator ব্যবহার করতে হতো।

কিন্তু, উইন্ডোজ ১১ তে এন্ড্রয়েড এপস চলানোর জন্য আলাদা করে কোনো Emulator software ব্যবহার করার প্রয়োজন হবেনা।

১. User interface:

উইন্ডোজ এর দ্বারা OS এর interface সম্পূর্ণ ভাবে বদলে দেওয়া হয়েছে। এখন থেকে menu bar টি আপনারা মধ্যেখানে দেখতে পাবেন।

এছাড়া rounded corners, pastel shades এবং centered Taskbar এখানে দেওয়া হয়েছে।

হে, অনেকেই বলা হিসেবে উইন্ডোজ ১১ এর interface কিছুটা MAC OS এর মতোই আপনারা দেখতে পাবেন।

২. Integrated Android apps:

এবার আপনারা নিজের উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর মধ্যে সরাসরি android apps install করতে পারবেন এবং সরাসরি apps গুলোকে ব্যবহার করতে পারবেন।

এক্ষেত্রে, নতুন Microsoft Store / Amazon App store দেওয়া থাকবে যেখান থেকে apps গুলো কম্পিউটারে download এবং install করা যাবে।

৩. Widgets:

Taskbar থেকে সরাসরি widgets এক্সেস করতে পারবেন। এছাড়া, widgets গুলোকে নিজের হিসেবে personalize অবশই করতে পারবেন।

৪. Xbox tech for better gaming:

দি আপনি নিজের windows computer এর মধ্যে gaming করে থাকেন, তাহলে আপনার জন্য সুখবর রয়েছে।

Windows 11 এর মধ্যে Xbox consoles এর কিছু features যোগ করা হয়েছে যেমন, Auto HDR এবং Direct Storage যেগুলোর মাধ্যমে Windows PC তে gaming performance অধিক ভালো করা যাবে।

৫. Better virtual desktop support:

MacOS এর মতোই আপনারা নিজের Windows 11 desktop এর মধ্যে virtual desktops setup করতে পারবেন।

Personal, work, school বা gaming যেকোনো ক্ষেত্রে আপনারা virtual desktop ব্যবহার করতে পারবেন

উইন্ডোজ ১১ এর বৈশিষ্ট গুলো আমরা সরাসরি জেনেনেয়ার পর এবার চলুন কিভাবে উইন্ডোজ ১১ ডাউনলোড করবেন সেটা জেনেনেই।

উইন্ডোজ ১১ ডাউনলোড কিভাবে করব ?

বর্তমান সময়ে উইন্ডোজ ১১ একটি public beta হিসেবে উপলব্ধ করা হয়েছে।

তবে, বলা মতে প্রত্যেকটি উপযুক্ত কম্পিউটার পিসি (PC) গুলোতে ২০২১ এর শেষে roll out করা হবে।

তবে হতে পারে আপনার কম্পিউটারে উইন্ডোজ ১১ আপডেট আসতে আসতে ২০২২ হয়ে যেতে পারে।

আপনি উইন্ডোজ ১১ সরাসরি কোনো website থেকে download করতে পারবেননা।

যদি আপনি আপনার computer এর মধ্যে আগের থেকেই Windows ১০ ব্যবহার করছেন এবং যদি আপনার এখনের Windows 10 PC টি Windows 11 এর জন্য উপযুক্ত, তাহলে একটি free Windows upgrade / update এর মাধ্যমে আপনার পিসিতে (PC) Windows 11 download এবং install করা হবে।

এক্ষেত্রে, সবচে প্রথমেই আপনাকে Windows 11 system requirements গুলোর তালিকা দেখে ও জেনে নেওয়াটা দরকার।

Windows 11 System Requirements:

নিজের PC তে Windows 11 install করার ক্ষেত্রে অনেক সাধারণ (basic) এবং সামান্য requirements এর প্রয়োজন।

যদি আপনার device বা computer system এর মধ্যে নিচে বলা এই minimum system requirements গুলো নেই, তাহলে হয়তো আপনি উইন্ডোজ ১১ ইনস্টল করতে পারবেননা।

যদি আপনি নিজের উইন্ডোজ ১০ কম্পিউটারে উইন্ডোজ ১১ আপডেট পেতে চাইছেন, তাহলে আপনার computer System এর মধ্যে এই Requirements গুলো থাকাটা জরুরি।

  1. Processor: 1 gigahertz (GHz) বা তার থেকে অধিক দ্রুত প্রসেসর হতে হবে যেখানে কমেও 2 cores থাকতে হবে। এর সাথে processor হতে হবে compatible 64-bit processor বা System on a Chip (SoC).
  2. RAM: আপনার কম্পিউটার সিস্টেম এর RAM কমেও 4 GB থাকতে হবে।
  3. Storage: আপনার কম্পিউটার এর মধ্যে কমেও 64GB storage space থাকতে হবে যাতে OS টি download এবং install করা যেতে পারে।
  4. System firmware: আপনার device এর System firmware অবশই UEFI, Secure Boot capable থাকতে হবে।
  5. TPM: Trusted Platform Module (TPM) থাকতে হবে version 2.0.
  6. Graphics card: DirectX 12 compatible graphics / WDDM 2.x থাকতে হবে।
  7. Display: কমেও 9″ এর সাথে HD Resolution (720p) display থাকতে হবে।

আপনারা চাইলে Microsoft এর official website থেকে system requirement দেখে নিতে পারবেন – Check system requirements.

যদি ওপরে বলা প্রত্যেকটি জিনিস আপনার কম্পিউটারে আছে তাহলে অবশই আপনার কম্পিউটারে Windows 11 download করা যাবে।

উইন্ডোজ ১১ কিভাবে ডাউনলোড করতে হবে ?

যা আমি আগেই বললাম, উইন্ডোজ ১১ আমাদের কম্পিউটারে একটি feature update হিসেবে চলে আসবে।

আর সেটাও কেবল তখন, যদি আমরা আমাদের কম্পিউটারে আগের থেকেই উইন্ডোজ ১০ ব্যবহার করছি এবং ওপরে বলা system requirements গুলো আমাদের কম্পিউটারে রয়েছে।

তাই, যখন সম্পূর্ণ ভাবে উইন্ডোজ ১১ উপলব্ধ হয়ে যাবে তখন আপনি Windows Update page এর মধ্যে নতুন Windows 11 Update এর বিষয়ে দেখে নিতে পারবেন।

যেভাবে আমরা আমাদের উইন্ডোজ ১০ এর latest version এর update গ্রহণ করে থাকি ঠিক সেভাবেই।

  • আপনাকে যেতে হবে, Settings > Update & Security > Windows Update.
  • এবং শেষে, Check for Updates এর মধ্যে click করতে হবে।
  • যদি আপনার computer system এর জন্য windows 11 update available থাকে তাহলে “Feature update to Windows 11” নামের update দেখতে পাবেন।
  • শেষে “Download and install” এর মধ্যে click করে নতুন উইন্ডোজ ১১ কম্পিউটারে ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন।

নতুন উইন্ডোজ ১১ কম্পিউটারে ইনস্টল করার এটাই সব থেকে সহজ এবং একমাত্র উপায়।

এক্ষেত্রে আপনাকে boot করার প্রয়োজন হবেনা, update install নিজে নিজে হতে থাকবে এবং সম্পূর্ণ settings নিজে নিজেই হয়ে যাবে।

মনে রাখবেন যদি আপনি ল্যাপটপে উইন্ডোজ ১১ ইনস্টল করছেন তাহলে ল্যাপটপ আগের থেকেই ভালো করে চার্জ দিয়ে রাখুন।

এছাড়া, আপনাকে ফাস্ট এবং স্থায়ী ইন্টারনেট কানেকশন এর সাথে কম্পিউটার কানেক্ট করতে হবে যাতে সবটা সঠিক ভাবে ডাউনলোড হয়ে যায়।

উইন্ডোজ ১১ নিয়ে কিছু জরুরি প্রশ্ন ও উত্তর গুলো – (FAQ)

চলুন এবার এক এক করে কিছু জরুরি প্রশ্ন এবং উত্তর গুলো জেনেনি যেগুলো আপনার মনে অবশই থাকতে পারে।

Q ১. Windows 11 এবং Windows 10 এর মধ্যে কি পার্থক্য রয়েছে ?

উইন্ডোজ ১১ তে আপনারা উইন্ডোজ ১০ এর প্রত্যেকটি power এবং security options গুলো অবশই পাবো, তবে সেটাও একটি নতুন ডিজাইন এবং ফ্রেশ লুক এর সাথে। উইন্ডোজ ১১ এর মধ্যে আমরা নতুন নতুন tools, features, sounds এবং apps পেয়ে থাকি।

Q ২. আমি কখন উইন্ডোজ ১১ তে আপডেট করতে পারবো ?

যদি আপনার Windows 10 PC টি most current Windows 10 version এর সাথে কাজ করছে এবং ওপরে বলা minimum hardware specifications গুলো আপনার system এর মধ্যে রয়েছে, তাহলে আপনি উইন্ডোজ ১১ তে আপডেট করতে পারবেন।

তবে, official update rollout এখনো শেষ হয়নি, তাই 2022 এর শুরুর দিকে উইন্ডোজ ১১ আপডেট পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Q ৩. Windows 11 কি ফ্রি (free) ?

হে, উইন্ডোজ ১১ আপনারা ফ্রীতে নিজের device গুলোতে download এবং install করতে পারবেন।

তবে, কেবল সেই Windows 10 PCs গুলোর ক্ষেত্রে ফ্রি থাকছে যেগুলোতে Windows 10 এর most current version ব্যবহার করা হচ্ছে এবং minimum hardware specifications গুলো রয়েছে।

 

আমাদের শেষ কথা,,

তাহলে বন্ধুরা, আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা নতুন উইন্ডোজ ১১ আপডেট নিয়ে আলোচনা করলাম।

কিভাবে উইন্ডোজ ১১ ডাউনলোড করা যাবে, কারা ডাউনলোড করতে পারবেন এবং কিসের প্রয়োজন হবে আশা করছি সবটাই আপনারা বুঝতে পেরেছেন।

তবে, how to download Windows 11 নিয়ে আপনাদের মনে যদি কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।

শেষে, আর্টিকেলটি ভালো লেগে থাকলে সোশ্যাল মিডিয়াতে এবং নিজের প্রিয়জনের সাথে আর্টিকেলটি শেয়ার অবশই করবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.