জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাস মার্ক কত? বিস্তারিত নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি || Muhammed Juwel Ahmed ||


তত্ত্বীয়-ইনকোর্স মিলে ৪০ পেলেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় পাস। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভুল ধারণা ছিল ইনকোর্সে ও তত্বীয় পরীক্ষায় আলাদাভাবে পাস করতে হয়। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স, ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষায় তত্বীয় ও ইনকোর্স মিলে ৪০ পেলেই পাস করবেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ইনকোর্সের ২০ আর থিউরির ৮০ দুটা মিলে ৪০ পেলেই শিক্ষার্থীরা পাস করবে। ইনকোর্সে যদি কোনো শিক্ষার্থী কম পায় পেয়েও যদি কেউ তত্ত্বীয় পরীক্ষায় ৮০ নম্বরেরর মধ্যে ৪০ পায় সে পাস করবে।


তিনি বলেন, তবে পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের নূন্যতম তিন নম্বর পেতে হয়। এটি শিক্ষার্থীদের উপস্থিতির নম্বর। উপস্থিতিতে তিন না পেলে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারেন না। তবে ইনকোর্স পরীক্ষায় কোনো শিক্ষার্থী খারাপ করলেও সে যদি তত্ত্বীয় অংশ মিলে ৪০ পায় তবে সে পাস করবে।



বদরুজ্জামান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১০০ নম্বরের মূল্যায়ন পরীক্ষায় ইনকোর্সে ২০ আর ৮০ নম্বরেরর তত্ত্বীয় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ দুইটা মিলে কোন শিক্ষার্থী ৪০ পেলে পাস করবেন। কেউ যদি ইনকোর্সে শূণ্য পেয়েও তত্বীয় পরীক্ষায় ৮০ এর মধ্যে ৪০ পায় তিনি পাশ করবেন। অর্থাৎ ইনকোর্সের ২০ আর তত্ত্বীয় ৮০ নম্বরের মধ্যে দুইটা মিলে ৪০ পেলেই হবে।

সোমবার (২৪ অক্টোবর) এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৯১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২০-২১ শিক্ষাবর্ষের ইনকোর্স পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হলো।



               MUHAMMED JUWEL AHMED 

আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুয়েল আহমদ। ফাউন্ডার জুয়েল আহমদ ব্লগ । অনলাইন ইন্ড্রাস্টিতে কাজ করছি গত ৬ বছর ধরে। পড়ালেখা করেছি ইংরেজি নিয়ে পাশাপাশি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে। এ জন্য অনলাইন ক্যারিয়ার বিষয়ক গাইডলাইন দিতে পছন্দ করি। যারা আমার কাছে অনলাইন ক্যারিয়ার গাইড নেয় তাদেরকে আমি আমার জ্ঞান থেকে বিশুদ্ধ জিনিস টা দেওয়ার চেষ্টা করি এবং যাতে সফলতা অর্জন করতে পারে সেজন্য যথাসাধ্য সহযোগীতা করার চেষ্টা করি। আর এই প্রয়াস থেকে আমার লেখালেখি, যাতে করে অনলাইন ক্যারিয়ার এর বিষয়ক সঠিক গাইড লাইন গুলো মানুষ পায় এবং ভুল পথে পা না বাড়ায়। এছাড়াও আমি কাজ করছি ডিজিটাল মার্কেটিং এর অন্যতম গুরুত্বপূর্ন সেক্টর (এস ই ও) কৌশল নিয়ে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.