আর্টস নিয়ে পড়লে কি কি চাকরি পাওয়া যায় | আর্টস নিয়ে পড়লে কি হওয়া যায় || Muhammed Juwel Ahmed ||

আর্টস নিয়ে পড়লে কি কি চাকরি পাওয়া যায়

এডুকেশন ক্যারিয়ার কাউন্সেলিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সঠিক সিদ্ধান্ত নির্বাচন করার মাধ্যমে সকলে তাদের সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারে। যেসকল ছাত্র ক্লাস 12 পাস করেছে  এবং আর্টস স্টুডেন্ট তাদের মনের মধ্যে নানা রকম প্রশ্ন থাকে। এবং একটা জায়গায় গিয়ে এই প্রশ্ন গুলির পরিমাণ বেড়ে যায় যখন সমাজ আর্টস স্টুডেন্টদের ছোটো করতে থাকে। তাদের মনে নানান ভাবনা শুরু হয়, যেমন- এরপর কি করবো, ভালো কোনো চাকরি পাবো কিনা? কি কি টপিক নিয়ে পড়া যেতে পারে? ইত্যাদি বিষয়। বিশেষ করে আর্টস স্টুডেন্টদের জন্যে আমাদের আজকের এই প্রতিবেদন। যে সমস্ত আর্টস স্টুডেন্টরা ক্লাস 12 পাস করেছেন বা কিছু সময় পর করবেন, তারা এর পরবর্তী স্টেপে কি করবেন, কি নিয়ে পড়বেন, কতগুলো কোর্স আছে, কত কি খরচ হবে, মিনিমাম কত মার্কস দরকার, এইসব বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। 

আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো, বিভিন্ন ডিগ্রী, বিভিন্ন কোর্স, এবং কিছু সার্টিফিকেট কোর্স সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক।

তাহলে চলুন প্রতিবেদনের এই ভাগে এক এক করে জেনে নেওয়া যাক বিভিন্ন ডিগ্ৰী ও কোর্স সম্পর্কে-

Course
1. Bachelor of Arts (B.A)
2. Journalism
3. Hotel Management
4. B.A LLB
5. Graphic designer
6. Fashion design
7. Bachelor in Media Management
8. Bachelor in Public Relations
9. Bachelor in Interior Designing
10. Industrial Training Institute
11. Bachelor in Event Management
12. Bachelor of Computer Applications
13. Bachelor of Fine Arts
14. Bachelor in Travel and Tourism Management
15. Teacher Training Course
16. Government Jobs


1.Bachelor of Arts (B.A)

B.A -এর পুরো কথাটি হলো- bachelor of arts। এই কোর্সটি হল তিন বছরের। 17 বছরের ছাত্র ছাত্রীরা এই কোর্সে ভর্তি হতে পারে। এই কোর্সে পড়ার জন্যে আপনার বিভিন্ন বিষয় অনুযায়ী এবং বিভিন্ন কলেজ অনুযায়ী নম্বর দরকার। এই কোর্সে ভর্তির বিষয়টি সম্পূর্ণ কলেজ এর উপর নির্ধারিত। এই কোর্সে প্রতিবছর বিষয় অনুযায়ী টাকা খরজ হয়। স্বাভাবিকভাবে একটি সাধারণ বিষয়ে স্নাতক পাস করতে প্রায় 50,000-60,000 টাকা খারিজ হয়। 

B.A পাস করেও বিভিন্ন ভালো মানের চাকরি পাওয়া যায়, যেমন-  executive assistant, HR manager, content writer, operations manager, primary school teacher (D.EL .ED দরকার), marketing manager।

2. Journalism

এই কোর্স 3 বছরের হয়। 17 বছরের ছাত্র ছাত্রী এই কোর্সে ভর্তি হতে পারবে। HS exam -এর মার্কস মিনিমাম 50% হওয়া দরকার। এই কোর্সের অ্যাভারেজ ফি 19,000 থেকে 3,00,000 প্রতিবছর খরচ হবে। এই কোর্সটা করার পর প্রায় প্রতিবছর তিন লক্ষ টাকার বেতনের চাকরি পাওয়া যাবে।

এই কোর্স করে বিভিন্ন TV channels, newspapers, radio station, media houses, digital firms reporter, journalist এই ধরনের চাকরি আপনারা পেতে পারেন।

3. Hotel Management 

আর্টস স্টুডেন্ট দের খুব ভালো একটা কোর্স হলো হোটেল ম্যানেজমেন্ট। এটি 3 থেকে 4 বছরের হয় কোর্স।  HS এ মোটামুটি 50% মার্ক হতে হবে। অ্যাভারেজ কোর্স ফিস 3 লক্ষ থেকে 10 লক্ষ প্রতি বছরে খরচ হবে। এই কোর্সটা কমপ্লিট করার পর স্যালারি প্রতি বছর 2 থেকে 5 লক্ষ টাকা হতে পারে।

এই কোর্স করে বিভিন্ন kitchen chef, front desk officer, accounting manager, excuitive house keepers, cattering officer, cobin crew এই ধরনের চাকরি পেতে পারেন। 


B.A LLB 

 যারা "ল" নিয়ে পড়তে চাইছে তারা B.A LLB  এই কোর্সটা অবশ্যই করতে পারো। এই কোর্স 5 বছরের হয় এবং 17 বছরের সমস্ত ছাত্র-ছাত্রী এই কোর্সে ভর্তি হতে পারো। HS -এ মোটামুটি 50% মার্ক হতে হবে। অ্যাভারেজ ফিস 35, 000 থেকে 1,50,000 বছরে খরচ হয়। এটা খুব ভালো একটা কোর্স।

এই কোর্স করে advocate, solicitor, attorney general, sub magistrate, legal council, HR manager এই ধরনের পোস্টগুলো পেতে পারেন।

5. Graphic designer

Graphic-designer এখন খুবই ভালো চলছে এবং ভবিষ্যতে এর চাহিদা বাড়তে চলেছে ,আর্টস এর স্টুডেন্টরা চাইলে এই কোর্সটা করতে পারো।

আর্টস নিয়ে পড়লে কি কি চাকরি পাওয়া যায়

6. Fashion design

এখন ফ্যাশন ডিজাইনিং কোর্স খুবই ফেমাস একটি কোর্স এবং এই কোর্সটা ডিমান্ড এখন খুবই বেশি এবং পরবর্তীকালে এর ডিমান্ড আরও বাড়তে চলেছে তাই এই কোর্সটা করা যেতে পারে।

7. Bachelor in Media Management

মিডিয়া হল সমাজের চতুর্থ স্তম্ভ। আমরা সব ধরনের তথ্য পাই শুধুমাত্র মিডিয়ার মাধ্যমে। আজ মিডিয়া একটি বড়ো ব্যবসায় পরিণত হয়েছে।  এই ব্যবসার মাধ্যমে লোকেরা কেবল তাদের নামই উপার্জন করে না তারা প্রচুর অর্থও উপার্জন করছে। বর্তমান সময়ে নিউজ চ্যানেল, সংবাদপত্রের বন্যা বইছে। তাদের ব্যবসা সঠিকভাবে চালানোর জন্য একটি ব্যবস্থাপনা বিভাগ প্রয়োজন। যেখানে মিডিয়া ম্যানেজারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আজ বিজ্ঞাপনের যুগ। যা দেখেন তা বিক্রি হয়। বর্তমান সময়ে সব প্রতিষ্ঠানই তাদের পণ্যকে জনপ্রিয় করার চেষ্টা করে। একটি পণ্য বা কোম্পানি শুধুমাত্র বিজ্ঞাপনের কারণে বিখ্যাত হয়। এ কারণে আজ এই সেক্টর উজ্জ্বল ক্যারিয়ার গড়তে পারে।

Bachelor in Public Relations

বর্তমান সময়ে প্রতিটি কোম্পানি বা প্রতিষ্ঠানই জনসাধারণের চোখে তার পরিচিতি তৈরি করতে চায়। এ জন্য সব কোম্পানি ও প্রতিষ্ঠান জনসংযোগ কর্মকর্তা নিয়োগ করে, যা জনসাধারণের চোখে তাদের পরিচয় আরও ভালো করে।

9. Bachelor in Interior Designing

ইন্টেরিয়র ডিজাইনিং সেই ছাত্রদের জন্য একটি ভালো কোর্স, যাদের সৃজনশীল মন এবং ডিজাইনিং দক্ষতা ভালো। ইন্টেরিয়র ডিজাইনারের কাজ হল ঘর, অফিস ইত্যাদিকে আকর্ষণীয় লুক দেওয়া। ইন্টেরিয়র ডিজাইনিং কোর্সের পর আপনি ফিল্ম এবং টিভি সিরিয়ালে সেট ডিজাইনার হিসেবেও কাজ করতে পারেন। বর্তমানে এই খাতে প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

10. Industrial Training Institute

আপনি এটি 10 বা 12 -এর পরে করতে পারেন, এর সময়কাল কোর্সের সাথে পরিবর্তিত হয়। এই কোর্সটি তরুণদের মধ্যে খুব জনপ্রিয়, কারণ এটি করার পরে, যেকোনো সরকারী বা বেসরকারী সংস্থায় সহজেই চাকরি পাওয়া যায়, এতে অনেক ধরণের কোর্স রয়েছে, যেমন- কম্পিউটার অপারেটর, মেকানিক, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার ইত্যাদি। এই কোর্সের চাহিদা প্রতিদিন বাড়ছে এবং আপনি যদি এই কোর্সগুলিতে আগ্রহী হন তাহলে এই কোর্সটি আপনার জন্য খুব উপকারী হতে চলেছে।


8.Bachelor in Public Relations

বর্তমান সময়ে প্রতিটি কোম্পানি বা প্রতিষ্ঠানই জনসাধারণের চোখে তার পরিচিতি তৈরি করতে চায়। এ জন্য সব কোম্পানি ও প্রতিষ্ঠান জনসংযোগ কর্মকর্তা নিয়োগ করে, যা জনসাধারণের চোখে তাদের পরিচয় আরও ভালো করে।

9. Bachelor in Interior Designing

ইন্টেরিয়র ডিজাইনিং সেই ছাত্রদের জন্য একটি ভালো কোর্স, যাদের সৃজনশীল মন এবং ডিজাইনিং দক্ষতা ভালো। ইন্টেরিয়র ডিজাইনারের কাজ হল ঘর, অফিস ইত্যাদিকে আকর্ষণীয় লুক দেওয়া। ইন্টেরিয়র ডিজাইনিং কোর্সের পর আপনি ফিল্ম এবং টিভি সিরিয়ালে সেট ডিজাইনার হিসেবেও কাজ করতে পারেন। বর্তমানে এই খাতে প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

10. Industrial Training Institute

আপনি এটি 10 বা 12 -এর পরে করতে পারেন, এর সময়কাল কোর্সের সাথে পরিবর্তিত হয়। এই কোর্সটি তরুণদের মধ্যে খুব জনপ্রিয়, কারণ এটি করার পরে, যেকোনো সরকারী বা বেসরকারী সংস্থায় সহজেই চাকরি পাওয়া যায়, এতে অনেক ধরণের কোর্স রয়েছে, যেমন- কম্পিউটার অপারেটর, মেকানিক, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার ইত্যাদি। এই কোর্সের চাহিদা প্রতিদিন বাড়ছে এবং আপনি যদি এই কোর্সগুলিতে আগ্রহী হন তাহলে এই কোর্সটি আপনার জন্য খুব উপকারী হতে চলেছে।

Bachelor in Event Management

বর্তমান সময়ে ইভেন্ট ম্যানেজমেন্ট একটি খুব জনপ্রিয় ক্যারিয়ার বিকল্প। এই কোর্সের মাধ্যমে আপনি যেকোনো বড়ো অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট হিসাবে, কর্পোরেট সেমিনার, ফিল্ম অ্যাওয়ার্ড, রাজকীয় বিবাহ অনুষ্ঠান, টিভি শো ফাংশন, ফ্যাশন শো, মিউজিক লঞ্চ ইত্যাদির মতো বড়ো অনুষ্ঠানের আয়োজন করার দায়িত্ব রয়েছে। গত কয়েক বছরে এতে ক্যারিয়ারের আরও সুযোগ বেড়েছে।

12. Bachelor of Computer Applications

যে সমস্ত ছাত্রছাত্রীরা 12 এর পরে কম্পিউটার সায়েন্সে আগ্রহী, তারপর BCA অর্থাৎ ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স এই ধরনের ছাত্রদের জন্য একটি খুব ভালো বিকল্প। এটি একটি 3 বছরের কোর্স। এই কোর্সের পর কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করার পর আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ডেভেলপার, গেম ডিজাইনার, সফটওয়্যার প্রোগ্রামার ইত্যাদি হিসেবে কাজ করতে পারবেন। দেশ ছাড়াও বাইরের দেশেও কম্পিউটার সায়েন্সে প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

13. Bachelor of Fine Arts

আর্টস স্ট্রিমের শিক্ষার্থীদের জন্য চারুকলা খুবই ভালো একটি কোর্স। চারুকলা কোর্সের মাধ্যমে আপনি অনেক সেক্টরে চাকরির সুযোগ পান। এই কোর্সের মাধ্যমে আপনি অ্যানিমেশন, ইলাস্ট্রেটর, ফিল্ম সেট ডিজাইনার, আর্ট প্রফেশনাল, আর্ট ডিরেক্টর ইত্যাদি হিসেবে ক্যারিয়ার গড়তে পারবেন।

14. Bachelor in Travel and Tourism Management

আগামী দিনে এ খাতে আরও চাকরির সুযোগ রয়েছে। বর্তমানে ভ্রমণ এবং পর্যটনে অনেক ক্যারিয়ারের বিকল্প রয়েছে। এই ক্ষেত্রে, আপনি ট্রাভেল এজেন্সি, এয়ারলাইন্স, অনুবাদক, পর্যটন প্রচার, হোটেল শিল্প, ট্যুরিস্ট গাইড, সরকারী পর্যটন বিভাগ এর মতো অনেক সেক্টরে চাকরির সুযোগ পাবেন।

আর্টস নিয়ে পড়লে কি কি চাকরি পাওয়া যায়

15. Teacher Training Course

ক্লাস টুয়েলভ পাস করার পরে যেসব আর্টস এর স্টুডেন্টরা টিচিং লাইনে যেতে চাও তারা এই কোর্সটা করতে পারো এটা খুবই ভালো একটা কোর্স। 

16. Government Jobs

যাদের সরকারী চাকরি করার ইচ্ছে তারা বিভিন্ন government job -এর জন্য এপ্লাই করতে পারেন

আর্টসের পরে বিভিন্ন সার্টিফিকেট কোর্স

কিছু কিছু ছাত্র 12 বা 10 তম এর পরে বিভিন্ন স্বল্পমেয়াদী কোর্স করতে চায়, তাদের সময়কাল 3 থেকে 6 মাস বা 1 বছর পর্যন্ত। প্রায়শই শিক্ষার্থীরা পরীক্ষার পরে গ্রীষ্মের ছুটিতে এই কোর্সগুলিতে যোগ দেয় কারণ পরীক্ষার পরে তারা প্রায় 3 মাসের ছুটি পায় এবং এর মধ্যে তারা নতুন কিছু শিখতেও পায়। আপনি এই কোর্সগুলির মাধ্যমে 8 থেকে 10 হাজার বা তার বেশি টাকারও চাকরি পেতে পারেন।

  • Certificate Course in Voice over Artist
  • Certificate Course in Creative Writing
  • Certificate Course in Digital Film Making
  • Certificate Course in Makeup Artist
  • Certificate Course in Hardware and Networking
  • Certificate Course in Mobile Repairing
  • Certificate Course in Catering Technology
  • Certificate Course in Camera and Lighting
  • Certificate course in dancing
  • Certificate Course in DTP
  • Certificate Course in Script Writing
  • Certificate Course in Photoshop
  • Certificate Course in Cinematography
  • Certificate Course in Computer Application
  • Certificate Course in Sound Engineering
  • Certificate course in animation
  • Certificate Course in Plant Production
  • Certificate Course in Graphic Design
  • Certificate course in acting
  • Certificate Course in Video Editing
  • Certificate course in beautician
  • Certificate Course in Disc Jockey
  • Certificate Course in Content Writing
  • Certificate Course in Digital Marketing
               MUHAMMED JUWEL AHMED 

আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুয়েল আহমদ। ফাউন্ডার জুয়েল আহমদ ব্লগ । অনলাইন ইন্ড্রাস্টিতে কাজ করছি গত ৬ বছর ধরে। পড়ালেখা করেছি ইংরেজি নিয়ে পাশাপাশি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে। এ জন্য অনলাইন ক্যারিয়ার বিষয়ক গাইডলাইন দিতে পছন্দ করি। যারা আমার কাছে অনলাইন ক্যারিয়ার গাইড নেয় তাদেরকে আমি আমার জ্ঞান থেকে বিশুদ্ধ জিনিস টা দেওয়ার চেষ্টা করি এবং যাতে সফলতা অর্জন করতে পারে সেজন্য যথাসাধ্য সহযোগীতা করার চেষ্টা করি। আর এই প্রয়াস থেকে আমার লেখালেখি, যাতে করে অনলাইন ক্যারিয়ার এর বিষয়ক সঠিক গাইড লাইন গুলো মানুষ পায় এবং ভুল পথে পা না বাড়ায়। এছাড়াও আমি কাজ করছি ডিজিটাল মার্কেটিং এর অন্যতম গুরুত্বপূর্ন সেক্টর (এস ই ও) কৌশল নিয়ে।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.