আইইএলটিএস ছাড়া স্টুডেন্ট ভিসা ২০২৩

হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন । আশা করি সবাই ভালো আছেন । বর্তমানে বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট Ielts নিয়ে বিদেশ এ পড়াশুনা করার জন্য যাচ্ছে কিন্তু অনেকেই ইচ্ছা করেন বিদেশ এ পড়াশুনা করার জন্য কিন্তু Ielts বাধা হয়ে দাড়ায় । আপনি কি জানেন বাংলাদেশ থেকে বিদেশ এ লেখাপড়া করার জন্য আইইএলটিএস ছাড়া স্টুডেন্ট ভিসা পাওয়া যায় । হ্যাঁ সত্যি, আপনি যদি আজকের আর্টিকেল টি পড়েন তাহলে আশা করি জানতে পারবেন কোন কোন দেশে আইইএলটিএস ছাড়া স্টুডেন্ট ভিসা দেওয়া হয় । তাহলে চলুন বিস্তারিত দেখে নেই বন্ধুরা । 

আইইএলটিএস ছাড়া স্টুডেন্ট ভিসা
সত্য বলতে আপনি যদি পৃথিবীর নামীদামী ইউনিভার্সিটিতে পড়তে চান তাহলে আইইএলটিএস লাগবেই । না হলে আপনি ভর্তি হতে পারবেন Ielts স্কোর ভালো না করলে । এই সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে Ielts স্কোর সর্বনিম্ন ৬ হতে হবে । তবে কিছু সাধারণ কিছু ইউনিভার্সিটি রয়েছে যেখানে আপনি ভর্তি হতে পারবেন । কিন্তু আমার মনে হয় বিদেশ লেখাপড়া করার জন্য আপনাকে ইংরেজি ভাষায় দক্ষ না হলে হবে না । এই কারনে Ielts স্কোর থাকলে আপনার জন্য বিদেশে লেখাপড়া করা অনেক সহজ হবে আমার মনে হয় । 

Ielts ছাড়া স্টুডেন্ট ভিসা পাওয়া যাবে কি
ইউরোপের ভালো বিশ্ববিদ্যালয় গুলো মূলত Ielts এর শর্ত দেয় । যেমন যুক্তরাজ্য, কানাডা এবং যুক্তরাষ্ট্র এই সমস্ত দেশে অনেক চাওয়া পাওয়া রয়েছে । ইউরোপের অন্য দেশ গুলোতে তেমন বাধ্য বাধকতা নাই । আপনি যদি ফ্রান্স অথবা স্পেন এর পড়তে যেতে চান তাহলে Ielts স্কোর না দেখালেও হবে তবে আপনাকে ইংরেজিতে দক্ষ থাকতে হবে কারন ঐ দেশে গিয়ে সাথে সাথে আপনি ভাষা শিখতে পারবেন না ঐ দেশের । এই কারনে আপনি পৃথিবীর যে দেশেই যান না কেন আপনার ইংরেজি লাগবেই । তাই Ielts নিয়ে বিদেশ পড়তে যাওয়াই আমার কাছে ভালো মনে হয় । 

Ielts ছাড়া কি কানাডায় যেতে পারি
না, আপনার যদি Ielts স্কোর ৬.৫ এর উপরে না থাকে তাহলে কানাডা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন না । এখানে আরেকটি বিষয় হল আপনি যদি ৪ বছর ইংলিশ মিডিয়াম স্কুল এ পড়াশুনা করেন তাহলে কানাডাতে অনেক বিশ্ববিদ্যালয় আছে জেগুলোতে আপনি এডমিশন করতে পারবেন । 



শেষ কথা 

আসলে আইইএলটিএস ছাড়া স্টুডেন্ট ভিসা পাওয়া অনেক কঠিন তবে ইউরোপ এবং আমেরিকার ভালো ইউনিভার্সিটিতে এডমিশন নিতে চাইলে আপনাকে আইইএলটিএস কোর্স করে তারপর স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করা উচিত । সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত ।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.