জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স, ডিগ্রী, মার্স্টাস ছাত্র ছাত্রীদের জন্য প্রমোশনের সংশোধিত নিয়মাবলীঃ


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স, ডিগ্রী, মার্স্টাস ছাত্র ছাত্রীদের জন্য প্রমোশনের সংশোধিত নিয়মাবলীঃ


এখন পাশ মার্ক কত?:  লিখিত ও ইনকোর্স পরীক্ষার মার্ক মিলে ১০০ এর ভিতর ৪০ পেলেই পাশ।

নিয়ম নাম্বার ১ : promoted

  • NU এর নিয়ম অনুযায়ী ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৩টা বিষয়ে পাশ করতে হবে এবং GPA =1.75 অর্জন করতে হবে।
  • ২য় বর্ষ থেকে ৩য় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৩টা বিষয়ে পাশ করতে হবে এবং কমপক্ষে GPA = 2.00 অর্জন করতে হবে।
  • তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৪টা বিষয়ে পাশ করতে হবে এবং কমপক্ষে GPA = 2.25 অর্জন করতে হবে।

নিয়ম নাম্বার ২ : compulsory

  • সকল কোর্সের ( ইনকোর্স /তত্ত্বীয় /ব্যবহারিক/ মাঠকর্ম/মৌখিক) পরীক্ষায় অংশগ্রহণবাধ্যতামূলক।
  • একাধিক বিষয়ে অনুপস্থিতথাকা যাবে না। এক্ষেত্রে শুধুমাত্র যে কোন ১টি বিষয়ে অনুপস্থিত থাকলে, বাকি অন্যান্য সব বিষয়ে পাশ করতে হবে।

নিয়ম নাম্বার ৩ : absent in examination

  • ১ম বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ২য় বর্ষের প্রমোশন বন্ধ থাকবে। ((Only for absent students))
  • ২য় বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ৩য় বর্ষের প্রমোশন বন্ধ থাকবে। ((Only for absent students))
  • ৩য় বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ৪র্থ বর্ষের প্রমোশন বন্ধ থাকবে। ((Only for absent students))

নিয়ম নাম্বার ৪ : not-promoted

  • একের অধিক Exam এ অনুপস্থিত থাকলে ফলাফল Not-promoted আসবে।
  • Not- promoted হলে আপনি পরবর্তী শিক্ষাবর্ষে প্রমোশন পাবেন না।
  • Not- promoted হলে আপনার ১ বছর শিক্ষাবর্ষ নষ্ট হয়ে যাবে।
  • একই শিক্ষাবর্ষে ২ বার Not- promoted হলে আপনি অনার্স কোর্সে Drop out বলে বিবেচিত হবেন ।।
  • ২ বার Not-promoted এর কারণে আপনার অনার্স কোর্সটি বাতিল হয়ে যাবে। ফলে আপনি আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্স করতে পারবেন না ।
  • F প্রাপ্ত কোর্সের গ্রেডকে অবশ্যই কমপক্ষে D গ্রেডে উন্নীভ করতে হবে। অন্যতায় অনার্স ডিগ্রী প্রাপ্ত হবে না।
  • যারা Not-promoted হবে, তাদের আবার আগের বর্ষে ভর্তি হয়ে পরিক্ষা দিয়ে Pass করতে হবে।
  • Not-promoted প্রাপ্তরা C এবং D প্রাপ্ত বিষয়ে পরিক্ষায় দেয়া বাধ্যতামূলক নয় | তবে মান উন্নয়নের জন্য দিতে পারবে।

নিয়ম নাম্বার ৫ : improvement

  • ১,২ বা ৩ বিষয়ে ফেল করে ও যারা Pass করেছে তারা পরবর্তী বর্ষে উঠতে পারবে কিন্তু তাদেরকে ফেল করা বিষয়ে আবার Improvement পরিক্ষা দিয়ে পাশ করতে হবে।
  • শুধু C, D বা F পেলে Improvement দিতে পারবে।
  • C,D গ্রেড এ, যে কোন বর্ষের ক্ষেত্রে Improvement একবার দেয়া যায়। কিন্তু যতবার Fail করবে ততবারই Improvement দিতে পারবে, তবে রেজিষ্ট্রেশনের মেয়াদের মধ্যে।
  • improvement দিলে আপনার সার্টিফিকেটে কোনো প্রকার ইরেগুলার লেখা থাকবে না। পরিক্ষার এডমিট কার্ডে ইমপুভমেন্ট লেখা থাকবে শুধু।
  • C,D Improvement পরিক্ষার গ্রেড উন্নতি করতে না পারলে subject GPA আগেরটাই থাকবে।
  • F/D/C প্রাপ্ত বিষয়ে পরিক্ষা দিয়ে আপনি যা মার্ক পাবেন তাই দেওয়া হবে। পূর্বে F বিষয়ে improvement দিলে B+ এর বেশি দিত না। বর্তমান এই নিয়ম বাতিল করা হয়েছে, যা মার্ক পাবেন তাই দেওয়া হবে।

লক্ষণীয় বিষয়

  • একই শিক্ষাবর্ষে ২ বার Not-promoted হলে, আপনার অনার্স কোর্সটি বাতিল হয়ে যাবে। ফলে আপনি আর অনার্স কোর্স করতে পারবেন না।
  • সুতরাং পাস করার মন মানসিকতা নিয়ে পরীক্ষা দিবেন যাতে পরবর্তী বছর Improvement দিতে না হয়।
  • Improvement এর পড়া করতে গিয়ে যদি আপনার অন্য বর্ষের পরীক্ষা খারাপ হয় তো এর দায় ভার কেউ নিবে না।
  • Improvement এর পরীক্ষার কারণে আপনি এক রকম মানসিক চাপে ভুগবে, কারণ ইম্প্রুভের পড়া পড়বেন নাকি অন্য বর্ষের পড়া পড়বেন।
  • কোন বিষয়ে যাতে Fail না আসে সে বিষয়টি লক্ষ্য রাখবেন।

আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.