ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার | Muhammed Juwel Ahmed
ড্রাইভিং লাইসেন্স কি?
ড্রাইভিং লাইসেন্স হচ্ছে গাড়ি চালানোর অনুমতি পত্র। “বাংলাদেশ মোটরযান অধ্যাদেশ -১৯৮৩” অনুযায়ী রাস্তায় গাড়ি চালানোর জন্য অনুমতি পত্র হিসেবে ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
রাস্তায় চলাচলের সময় কোন গাড়ির ড্রাইভার, অন্য গাড়ি ও সাধারন মানুষের সুরক্ষা নিশ্চিত করার লক্ষে BRTA থেকে সঠিকভাবে গাড়ি চালানোর প্রশিক্ষন প্রদান পূর্বক দক্ষ ড্রাইভার বা ব্যক্তিকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়।
ড্রাইভিং লাইসেন্স ছাড়া রাস্তা ও হাইওয়ে তে গাড়ি চালানো দণ্ডনীয় অপরাধ। বর্তমানে ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার দিয়ে জাল ড্রাইভিং লাইসেন্স ও যাচাই করা যায়।
ড্রাইভিং লাইসেন্স কিভাবে পাবো?
Bangladesh Road Transport Authority (BRTA) দক্ষ ব্যক্তিদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করে থাকে। ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে চাইলে
- নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
- রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক প্রদানকৃত মেডিকেল সার্টিফিকেট।
- জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি।
- ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- ড্রাইভিং লাইসেন্স এর জন্য নির্ধারিত আবেদন ফি ব্যাংকে জমাদানের স্টেটমেন্ট। ও
- পেশাদার ড্রাইভিং লাইসেন্স পেতে পুলিশ ক্লিয়ারেন্স।
উপরোক্ত ডকুমেন্টস সহ BRTA অফিসে আবেদন করে প্রশিক্ষন গ্রহন করতে হয়। প্রশিক্ষন গ্রহন সম্পন্ন হলে ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়াকরন হতে ও প্রিন্ট হয়ে গ্রাহকের হাতে আসতে অনেকটা সময়ের প্রয়োজন। এভাবে কিছুদিন পরেই আপনার ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন।
তবে প্রক্রিয়াকরন অবস্থায় অনেকেই জানতে চায় ড্রাইভিং লাইসেন্সটি কোন পর্যায়ে আছে। অথবা ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট হয়েছে কিনা। এক্ষেত্রে গ্রাহককে সর্বোচ্চ সঠিক তথ্য প্রদান করতে BRTA একটি মোবাইল এপ্স লঞ্চ করেছে। সেই এপ্স ব্যবহার করে ড্রাইভিং লাইসেন্স ট্র্যাক করে স্ট্যাটাস জানা যায় এবং পুরাতন কোন ড্রাইভিং লাইসেন্স থাকলে তা অনলাইনে আছে কিনা ভেরিফিকেশন করা যায়।
ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার
Bangladesh Road Transport Authority (BRTA)- এর ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার টি হলো- BRTA DL Checker. এই এপ্সটির ব্যবহার অনেক সহজ করা হয়েছে, ড্রাইভিং লাইসেন্স গ্রাহকদের জন্য। একটি স্মার্টফোন থাকলেই এই DL Checker এপ্স ব্যবহার করে, খুব সহজেই কোন ঝামেলা ছাড়া নিজে নিজে ড্রাইভিং লাইসেন্স চেক করে, জানা যায় তার বর্তমান স্ট্যাটাস সম্পর্কে।
ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার BRTA DL Checker এপ্স টি ব্যবহার করার জন্য প্রথমেই এন্ড্রয়েড ফোনের প্লে স্টোর এপ্স এ চলে যেতে হবে। তারপর সার্চ করুন- BRTA DL Checker. এবার সর্বপ্রথম এপ্স টি ইন্সটল করে নিন সহজেই৷ খেয়াল রাখবেন DL Checker এপ্স টির ডেভেলপার যেনো BRTA ICT হয়ে থাকে। তারপরেও নিচে ডাউনলোড লিংক দিয়ে দিলাম।
ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম
BRTA এর DL Checker এপ্স ব্যবহার করে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করা খুবই সহজ। কোন ঝামেলা ছাড়াই সিম্পল কিছু ধাপ অনুসরন করে জানতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্স বর্তমানে কোন অবস্থানে আছে। নিম্নোক্ত ধাপগুলো অনুসরন করে DL Checker এপ্স থেকে ড্রাইভিং লাইসেন্স চেক করুন-
ধাপ-১ঃ BRTA DL Checker এপ্স এ প্রবেশ
DL Checker এপ্স টি ব্যবহার করার জন্য উপরোক্ত নিয়মে প্রথমে গুগল প্লে স্টোর থেকে সার্চ করে এপ্স টি ইন্সটল করে নিন। তারপর এপ্স টি ওপেন করলেই সরাসরি মেইন ইন্টারফেস এ নিয়ে আসবে। এপ্স টি ব্যবহার করা সহজ হওয়ার সবচেয়ে বড় কারন হলো- এই এপ্স এ রেজিষ্ট্রেশন করা ছাড়াই যেকোন ড্রাইভিং লাইসেন্স এর তথ্য দিয়ে, তা অনলাইনে চেক করা যায়।
ধাপ-২ঃ DL. No. / Reference No. প্রদান
ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার BRTA DL Checker এপ্স টি ওপেন করলেই লাইসেন্স চেক করার ফরম টি সামনে আসবে। এখানে প্রথমেই DL. No. ( Driving Licence Number) অথবা Ref. No. ( Reference Number) প্রদান করতে হবে।
ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করার পর BRTA থেকে একটি আবেদন স্লিপ প্রদান করা হয়। সেই আবেদন স্লিপে DL. No. বা Reference No. থাকে। ড্রাইভিং লাইসেন্স চেক করতে কিংবা উত্তোলন করতে অবশ্যই এই DL number টি প্রয়োজন হবে।
উপরের ছবিতে চিহ্নিত স্থানে ড্রাইভিং লাইসেন্স এর রেফারেন্স নাম্বার টি বসাতে হবে।
ধাপ-৩ঃ Date of Birth পূরন
এবার ড্রাইভিং লাইসেন্স এ প্রদান করা, আপনার জন্ম তারিখ অনুযায়ী Date of Birth অপশন টি পূরন করতে হবে।
- প্রথমে, আপনার জন্ম তারিখের দিন,
- তারপর মাস
- এবং শেষের ঘরে জন্ম সাল লিখতে হবে।
Driving Licence নাম্বার ও Date of Birth পূরন কিরা হয়ে গেলে সার্চ অপশনে ক্লিক করলেই ড্রাইভিং লাইসেন্স এর তথ্য দেখানো হবে।
ধাপ-৪ঃ ড্রাইভিং লাইসেন্স এর তথ্য
আপনার প্রদানকৃত তথ্য সঠিক হলে নির্দিষ্ট ড্রাইভিং লাইসেন্স এর বিস্তারিত তথ্য দেখতে পাবেন নিচের ছবির মতো-
ড্রাইভিং লাইসেন্স এর নিম্নোক্ত বিষয়গুলো দেখানো হয়-
- ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার দিয়ে চেক করার পর, প্রথমে আপনার ড্রাইভিং লাইসেন্স এর কার্ডের অনলাইন কপির ছবি দেখানো হবে। সেখানে আপনি দেখতে পাবেন আপনার স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কেমন দেখাবে।
- তারপর ড্রাইভিং লাইসেন্স এর বর্তমান পজিশন বা Status দেখানো হবে। উপরের ছবিতে Status অপশনে লেখা আছে – Shipment Received In Circle Office. অর্থাৎ – আপনার ড্রাইভিং লাইসেন্স এর চালানপত্র টি এখন সার্কেল অফিসে আছে। এই স্ট্যাটাসটিই মূল বিষয় লাইসেন্স প্রাপ্তির জন্য।
- তারপর সর্বশেষে Licence Details এ আপনার ড্রাইভিং লাইসেন্স এর বিস্তারিত তথ্য আলাদা আলাদ দেখানো হবে। যেমন- Full Name, Father/ Husband Name, Date of Birth (D.O.B) ইত্যাদি ক্রমে দেখানো হবে।
উপরোক্ত ভাবে খুব সহজেই মাত্র কয়েকটি ধাপ অনুসরন করে ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার দিয়ে যেকোন ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন নিজের মোবাইলেই।
ড্রাইভিং লাইসেন্স ভেরিফিকেশন
আমরা অনেকেই ড্রাইভিং লাইসেন্স করার জন্য বিভিন্ন দালালের সাহায্য নিয়ে থাকি। তাই মাঝে মাঝেই অনেকে প্রতারিত হচ্ছেন দালালের মাধ্যমে লাইসেন্স সংগ্রহ করে। এক্ষেত্রে আমাদের কোন পুরাতন ড্রাইভিং লাইসেন্স থাকলে তা অরিজিনাল কিনা এবং তা অনলাইনে আছে কিনা ইত্যাদি জানার প্রয়োজন হয়। এক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার – BRTA DL Checker এপ্স টি ব্যবহার করেই পুরাতন ড্রাইভিং সাইসেন্স ভেরিফিকেশন বা যাচাই করা যায়।
নিম্নোক্ত ধাপগুলো অনুসরন করে ড্রাইভিং লাইসেন্স ভেরিফিকেশন করতে পারবেন-
ধাপ-১ঃ BRTA DL Checker App Open
গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা “DL Checker” এপ্স টি ওপেন করে মেইন পেইজে চলে আসুন।
ধাপ-২ঃ DL. No./ QR Code Scan
পুরাতন ড্রাইভিং লাইসেন্স এর তথ্য জানতে ড্রাইভিং লাইসেন্স এর নাম্বার দিতে হবে। এবং Date of Birth পূরন করতে হবে। তথ্য পূরন করার পর পূর্বের নিয়মে আপনার ড্রাইভিং লাইসেন্স যাচাই করতে পারবেন।
অথবা সহজ পদ্ধতি অবলম্বন করতে উপরের ছবির মতো ডান পাশে থাকা Barcode Scanner এ ক্লিক করে আপনার ড্রাইভিং লাইসেন্স এর Barcode/ QR code টি ক্যামেরায় স্ক্যান করে নিন।
এবার আপনার লাইসেন্স টি যদি সঠিক হয় ও অনলাইনে থাকে তাহলে পূর্বের মতো ড্রাইভিং লাইসেন্স এর বিস্তারিত সকল তথ্য দেখানো হবে।
এসএমএস এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক
আপনার কাছে যদি কোন স্মার্টফোন না থাকে অথবা অন্য কোন কারনে ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার ব্যবহার করতে না পারেন। তাহলে মোবাইল থেকে BRTA তে সরাসরি SMS পাঠিয়েও ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন।
SMS এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- মোবাইলের মেসেজ অপশনে যান।
- “DL<space>Reference no. ” এভাবে আপনার রেফারেন্স নাম্বার টি লিখুন।
- এবার ২৬৯৬৯ নাম্বারে মেসেজ পাঠান।
উদাহরন – আপনার Reference Number টি যদি DF3N209 হয় তাহলে মেসেজ অপশনে লিখুন-
- DL DF3N209
এবং ২৬৯৬৯ নাম্বারে পাঠিয়ে দিন।
আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি সঠিক হলে রিপ্লাই মেসেজ এর মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্স এর বর্তমান স্ট্যাটাস জানিয়ে দেওয়া হবে। এভাবেও খুব সহজে ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার ছাড়াই চেক করতে পারবেন।
পরিশেষে
এই ছিল ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম কানুন। এই লেখার কোথাও বুঝতে সমস্যা হলে, কমেন্ট করে আমাদের জানাতে পারেন।
কোন মন্তব্য নেই