রেফার করে ঝটপট টাকা ইনকাম করার সেরা ৮টি অ্যাপ – ২০২৩
এবার যখন কোনো ব্যবহারকারী (user), দিয়ে দেওয়া আপনার রেফারাল লিংকে ক্লিক করে বা রেফারাল কোড ব্যবহার করে জরুরি কার্যকলাপ (একাউন্ট রেজিস্টার, ডাউনলোড ইত্যাদি) গুলো সম্পূর্ণ করে থাকেন, তখন সেই রেফারেল প্রোগ্রাম থেকে কিছু কমিশিন বা পুরস্কার আপনাকে দিয়ে দেওয়া হবে।
Referral income-এর পরিমান (%) প্রত্যেক আলাদা আলাদা website, company বা program-এর ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে।
ইন্টারনেটে, রেফার করে ইনকাম করার এমন প্রচুর অ্যাপস এবং ওয়েবসাইট রয়েছে যেগুলোর মাধ্যমে প্রতি রেফার এর জন্য আমরা ১০ টাকা থেকে ১০০ টাকা বা তার থেকেও অধিক কমিশন ইনকাম করতে পারি।
রেফার করে ইনকাম করার অ্যাপ/ওয়েবসাইট গুলোর জন্য কিসের প্রয়োজন?
Refer And Earn Apps গুলোর থেকে রেফার করে টাকা আয় করার জন্য আপনার কিছু বিশেষ জিনিসগুলির প্রয়োজন হবে। এই জিনিস গুলো আপনার কাছে না থাকলে আপনি referral income করতে পারবেননা।
- রেফার করে টাকা ইনকাম করার অ্যাপ বা ওয়েবসাইটে একটি একাউন্ট।
- একটি বা একাধিক সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলিতে প্রচুর সংখ্যায় ফলোয়ার্স।
- আপনার পেমেন্ট ডিটেলস/ব্যাংক একাউন্ট।
আপনার কাছে যদি ওপরে বলে দেওয়া জিনিস গুলি আছে, তাহলে একটি ভালো Refer And Earn Apps-এর মধ্যে অংশগ্রহণ করে App বা website-টি অন্যান্য লোকেদের refer করে টাকা ইনকাম করতে পারবেন।
নিচে আমি আপনাদের কিছু সেরা Refer And Earn Apps গুলোর বিষয়ে বলবো যেগুলি ব্যবহার করে কিছুটা হলেও ইনকাম করা যেতে পারে।
অ্যাপ রেফার করে অনলাইনে ইনকাম কিভাবে করবেন?
যেকোনো একটি অ্যাপ রেফার করার মাধ্যমে টাকা ইনকাম করার জন্য আপনাকে সর্বপ্রথমে কিছু Best Refer And Earn Apps গুলো নিজের স্মার্টফোনে download করে নিতে হবে।
এবার, ডাউনলোড করা Apps গুলোতে আপনাকে নিজের একটি account তৈরি করে তারপর নিজের referral link-টি খুঁজে সেটাকে কপি করে নিন। এবার App থেকে কপি করা referral link-টি নিজের বন্ধু-বান্ধব, চেনা পরিচিত লোকেদের সাথে শেয়ার করুন।
Link share করার ক্ষেত্রে আপনারা Blog, YouTube বা Social Media ইত্যাদির ব্যবহার অবশই করতে পারবেন।
যখনি আপনার শেয়ার করা referral link-এর মধ্যে click করে কোনো ব্যক্তি App-টি তার মোবাইলে download/install করবেন, তখন আপনি পেয়ে যাবেন রেফারেল কমিশন।
এছাড়া যা আমি ওপরে আগেই বলেছি, আলাদা আলাদা Apps গুলোর থেকে আপনি আলাদা আলাদা ধরণের কমিশন ইনকাম করতে পারবেন। এমন নানান ধরণের Apps/website-এর referral program রয়েছে যেগুলোতে আপনি লাইফটাইম কিছু (%) কমিশন আয় করতে থাকতে পারবেন।
তবে, সাধারণত বেশিরভাগ রেফার করে ইনকাম করার অ্যাপস গুলো ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত প্রতি রেফারের জন্য আমাদের দিয়ে থাকে।
১. Blog & Websites:
যদি আপনার নিজের একটি blog বা website আছে, তাহলে Apps / website গুলির রেফারেল লিংক আপনি নিজের ওয়েবসাইটে বা ব্লগের আর্টিকেলে যুক্ত করে প্রচার করতে পারবেন।
এক্ষেত্রে আপনাকে সেই অ্যাপ এর বিষয়ে একটি আর্টিকেল লিখতে হবে এবং আর্টিকেলের মাঝে মাঝে নিজের রেফারেল লিংক যুক্ত করে সেই অ্যাপ ডাউনলোড করার জন্য বলতে হবে। ব্লগে আর্টিকেল লিখার মাধ্যমে রেফার করে সর্বাধিক পরিমানে ইনকাম করা সম্ভব।
২. YouTube Channel:
যদি আপনি একজন YouTuber এবং নিজের চ্যানেলে নিয়মিত ভিডিও বানিয়ে আপলোড দিয়ে থাকেন, তাহলে এই ধরণের referral income apps গুলোর থেকে প্রচুর ইনকাম আপনি করতে পারবেন।
এক্ষেত্রে, আপনাকে App-টির সাথে জড়িত একটি ভিডিও কনটেন্ট তৈরি করতে হবে এবং অ্যাপের বিষয়ে ভালো করে বুঝিয়ে বলতে হবে। শেষে, ভিডিওটি ইউটিউবে আপলোড দিয়ে নিজের ভিডিও ডেস্ক্রিপশনে অ্যাপ এর সাথে জড়িত আপনার রেফারেল লিংকটি দিয়ে দিতে হবে।
আপনার রেফারাল লিংক ব্যবহার করে অ্যাপ ডাউনলোড করার জন্য ভিডিওর মধ্যে কমেও একবার হলেও আপনাকে বলতে হবে।
৩. WhatsApp:
এখন যদি আপনার কাছে নিজের একটি Blog/Website বা YouTube channel না থাকে, তাহলে নিজের WhatsApp account-এর মাধমেও কিন্তু App-গুলিকে প্রচার করতে পারবেন।
এক্ষত্রে, আপনাকে অ্যাপ এর বিষয়ে খানিকটা লিখে তাতে নিজের referral link যুক্ত করে WhatsApp contacts এবং groups এর মধ্যে শেয়ার করতে হবে। যখনি কোনো ব্যক্তি আপনার রেফারাল লিংক ব্যবহার করে অ্যাপটি ইনস্টল করবেন, আপনি আপনার রেফারেল ইনকাম পেয়ে যাবেন।
তবে, এক্ষত্রে একটি blog বা YouTube চ্যানেলের তুলনায় তুলনামূলক ভাবে কম ইনকাম হওয়ার সুযোগ রয়েছে।
৪. Facebook:
Facebook-এর মধ্যে বিভিন্ন মাধ্যমে আপনি আপনার referral link অন্যান্য ব্যক্তিদের সাথে share করতে পারবেন। কেননা, এখানে আপনারা video, text বা image, নানান ধরণের কানেন্ট গুলো শেয়ার করার অপসন পাচ্ছেন।
তাই, আপনি চাইলে একটি শর্ট ভিডিও বানিয়ে সেই ভিডিও ফেসবুকে শেয়ার করে তাড়াতাড়ি প্রচুর রেফারেল ইনকাম করে নিতে পারবেন।
এছাড়া, বিভিন্ন Facebook Profile, Facebook Page, Facebook Groups ইত্যাদিতে নিজের referral link শেয়ার করার সুবিধাও এখানে থাকছে।
Facebook-এর মতো অন্যান্য নানান social media platform গুলো রয়েছে যেগুলোতে গিয়ে একইভাবে নিজের রেফারেল লিংক শেয়ার করে অনলাইনে ইনকাম করা যাবে। যেমন ধরুন, LinkedIn, Twitter, Telegram, Instagram, Pinterest, Quora ইত্যাদি এমন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলো ব্যবহার করা যাবে।
রেফার করে টাকা ইনকাম করার সেরা ৯টি অ্যাপ – ২০২৩
এখন নিচে আমরা সরাসরি এমন ৮টি এন্ড্রয়েড মোবাইল এপ্লিকেশন গুলির বিষয়ে জানবো যেগুলি ব্যবহার করে, নিজের একটি রেফারেল লিংক তৈরি করে সেগুলিকে শেয়ার করে রেফারেল ইনকাম লাভ করা যাবে।
Google Pay
Google Pay বর্তমান সময়ে একটি অনেক জনপ্রিয় mobile app হয়ে দাঁড়িয়েছে যেটা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ লোকেরা ব্যবহার করছেন। মোবাইল দিয়ে নানান আর্থিক লেনদেন গুলো সম্পন্ন করার ক্ষেত্রে এই অ্যাপ প্রচুর পরিমানে ব্যবহার করা হয়।
ছোট থেকে বড়, যেকোনো ধরণের আর্থিক লেনদেন গুলো আপনি Google Pay ব্যবহার করে করতে পারবেন।
তবে, আপনিও যদি Google Pay ব্যবহার করছেন, তাহলে এই অ্যাপ অন্যদের রেফার করে এক্সট্রা টাকা ইনকাম করতে পারবেন। Google Pay-থেকে রেফারেল লিংক কপি করে সেটিকে WhatsApp, Email, SMS ইত্যাদি বিভিন্ন মাধ্যমে শেয়ার করতে পারবেন।
আপনার referral link ব্যবহার করে যদি কোনো ব্যক্তি Google Pay download করেন এবং গুগল পে ব্যবহার করে যখন সে তার প্রথম আর্থিক লেনদেন সম্পূর্ণ করবেন, তখন আপনি পেয়ে যাবেন ২০১ টাকা।
এভাবে যদি আপনি প্রতি মাসে কমেও ২০ টি রেফারাল দিতে পারেন, তাহলে আপনি সরাসরি ৪০০০ টাকা আয় করে নিতে পারছেন।
Google Pay-তে থাকা “Invite friends” এর সেক্শনে আপনি আপনার রেফারেল লিংক পেয়ে যাবেন।
TaskBucks
এটা একটি অনেক জনপ্রিয় refer and earn app যেটা ব্যবহার করে আপনি নানান ভাবে ইনকাম করার সুযোগ পাবেন। নিজের রেফারাল লিংক ব্যবহার করে প্রতি রেফারেল এর জন্য আপনি সর্বোচ্চ ২৫ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।
এছাড়া, পেইড সার্ভে সম্পূর্ণ করে, অন্যান্য অ্যাপ গুলো ডাউনলোড করে, গেম খেলে ইত্যাদি বিভিন্ন মাধ্যমে এখানে ইনকাম করতে পারবেন।
বিভিন্ন অনলাইন সার্ভে গুলো সম্পূর্ণ করার মাধ্যমে আপনারা প্রতি সার্ভেতে ১০ থেকে ২০ টাকা ইনকাম করে নিতে পারবেন।
EarnEasy : Earn Cash
এই App ব্যবহার করে ইনকাম করা টাকা আপনারা Paytm/Bank transfer/UP-এর মাধ্যমে তুলতে পারবেন। এটাও এমন একটি android mobile App যেটা ব্যবহার করে নানান মাধ্যমে ইনকাম করা যাবে।
অ্যাপটি refer করে আপনারা প্রতি রেফার এর জন্য ১০ টাকা পেয়ে যাবেন। এছাড়া আপনার রেফার করা ব্যক্তি অ্যাপ ইনস্টল করার পর যদি অন্যান্য টাস্ক গুলো সম্পূর্ণ করে থাকে, তাহলে আপনি প্রতি রেফার ১৫ টাকা ইনকাম করার কথা বলা হয়েছে। এখানে মিনিমাম ৫০ টাকা আপনারা তুলতে পারবেন।
ySense
ySense, আমি নিজে ব্যবহার করেছি এবং আমার হিসেবে referral income আয় করার এইটা একটি সেরা অ্যাপ বা ওয়েবসাইট। এখানে referral income-এর পাশাপাশি আপনারা বিভিন্ন paid survey গুলো সম্পূর্ণ করেও ইনকাম করতে পারবেন।
এছাড়া, নানান ছোট-বড় offer গুলো সম্পূর্ণ করার মাধমেও ইনকাম করা সম্ভব। ySense-এর মাধ্যমে হওয়া ইনকাম আপনারা PayPal, payoneer, Skrill, Gift card ইত্যাদি নানান মাধ্যমে তুলতে পারবেন। এখানে প্রতি referal-এর জন্য আপনারা $0.10 বা $0.30 ইনকাম করতে পারবেন।
আপনার রেফারাল লিংক ব্যবহার করে যদি কোনো ব্যক্তি ySense-এর মধ্যে একাউন্ট তৈরি করে থাকে তাহলে এই কমিশন এমাউন্ট আপনি পাবেন। এছাড়া, যখন আপনার রেফার করা ব্যক্তি তার একাউন্টে $5.00 ইনকাম করে নিবেন, তখন আপনি আবার $2.00 বোনাস ইনকাম করতে পারবেন।
Cash King: Cash Earning App
Cash king app-টিতেও বিভিন্ন ধরণের ছোট ছোট কাজ গুলি করার মাধ্যমে পার্ট-টাইম কিছুটা এক্সট্রা ইনকাম করা সম্ভব। এছাড়া, paid survey গুলো করার মাধ্যমে এবং অন্যান্য ব্যাক্তিদের অ্যাপটি রেফার করেও ইনকাম করা সম্ভব।
এখানে ইনকাম করা টাকা আপনারা Paytm wallet, Google Pay, PhonePe বা Bank Account এর মাধ্যমে তুলতে পারবেন।
প্রতিটি রেফারেল এর জন্য আপনারা ২০ টাকা করে পাবেন এবং রেফারেল ইনকামের কোনো ধরণের লিমিট বলা নেই। তাই, রেফার করে আনলিমিটেড ইনকাম করা সম্ভব।
আপনি কি গেম খেলতে পছন্দ করেন? যদি হ্যা তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। কেননা এখন আপনারা নিজের মোবাইলে গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন। এই app-এর মধ্যে গেম খেলার জন্য আপনাকে টাকা দেওয়া হয়।
ইনকাম করা টাকা আপনারা রিয়েল টাকা এবং গিফ্ট কার্ড দুভাবে তুলতে পারবেন। গেম খেলা ছাড়াও quizes, rewards এবং referral এর মাধ্যমে ইনকাম করা যাবে। এখানে ইনকাম করা টাকা আপনারা paytm wallet, PayPal এবং UPI-এর মাধ্যমে তুলতে পারবেন।
Yeapp
Yeapp App ব্যবহার করে নিজের মোবাইলে ছোট ছোট offer গুলো সম্পূর্ণ করার মাধ্যমে করতে পারবেন ইনকাম। এছাড়া, এই অ্যাপেও গেম খেলে টাকা ইনকাম করা যাবে।
এখানে আপনারা Gold Coins এবং Gift Card Rewards হিসেবে ইনকাম করতে পারবেন। তবে ইনকাম করা gold coin গুলিকে ডলারে কনভার্ট করে সেটিকে PayPal-এর মাধ্যমে নিজের bank account-এ তুলে নিতে পারবেন। এখানেও Invite friends to earn more cash-এর অপসন রয়েছে।
তাই, আপনার রেফারেল লিংক ব্যবহার করে যদি কোনো ব্যক্তি অ্যাপটি download করে ব্যবহার করলে আপনাকে referral income দিয়ে দেওয়া হবে।
Chingari App
Chingari, মূল একটি শর্ট ভিডিও শেয়ারিং অ্যাপ যেখানে শর্ট ভিডিও শেয়ার করেও টাকা ইনকাম করা যায়। এখানেও refer করে income করার অপসন আপনারা পাবেন। তবে মনে রাখবেন, অ্যাপটি রেফার করে আপনারা কেবল ২৫০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। এতটুকু ইনকাম করার পর এর পর আর রেফার করে টাকা আয় করতে পারবেননা।
তবে Chingari app ব্যবহার করে আপনারা নানান উপায়ে ইনকাম করার সুযোগ পাবেন। অ্যাপটি download করে নিজের একটি একাউন্ট তৈরি করার পর আপনি নিজের রেফারেল লিংক/কোড অবশই পেয়ে যাবেন।
এপ্লিকেশনটি ব্যবহার করে যদি সহজ ভাবে টাকা ইনকাম করতে চান তাহলে জেনে রাখুন এখানে ভিডিও দেখে এবং ভিডিও শেয়ার করেও ইনকাম করার সুযোগ দেওয়া হয়েছে।
Refer & income-এর সাথে জড়িত কিছু প্রশ্ন:
নানান অ্যাপ গুলো রেফার করে আপনারা রেফারেল ইনকাম আয় করতে পারবেন। এমন কিছু অ্যাপস গুলো হলো, Google Pay, Yeapp, Cash King, ySense ইত্যাদি।
অবশই দেওয়া হয়, এমন অনেক অ্যাপস রয়েছে যেগুলোকে সঠিক ভাবে শেয়ার বা রেফার করার বিপরীতে আপনাকে রিয়েল টাকা দেওয়া হবে। তবে এক্ষেত্রে, আপনাকে অনেক ভালো করে যাচাই করে অ্যাপ গুলি ব্যবহার করা দরকার। কেননা এমন অনেক অ্যাপস রয়েছে যেগুলিতে রেফার করার পর referral income যুক্ত করা হয়না।
অ্যাপ গুলো রেফার করার মাধ্যমে আপনি যত টাকা ইনকাম করবেন সেগুলি PayPal, bank account, wallet বা UPI ইত্যাদি বিভিন্ন মাধ্যমে তুলতে পারবেন।
আমাদের শেষ কথা,
তাহলে বন্ধুরা, আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা, রেফার করে ইনকাম কিভাবে করতে হয়? রেফার করে টাকা আয় করার কার্যকর অ্যাপস গুলো কি কি? এবং এর সাথে জড়িত অন্যান্য কিছু বিষয় গুলো নিয়ে আলোচনা করলাম। Google Play Store-এ আপনারা এমন প্রচুর Apps গুলো পাবেন যেগুলো রেফার করার মাধ্যমে অনলাইনে কিছু টাকা আয় করে নিতে পারবেন। তবে ধ্যান রাখবেন, এমন প্রচুর অ্যাপস রয়েছে যেগুলো পরে গিয়ে আপনাকে টাকা দেয়না। তাই, যেকোনো অ্যাপ এর রিভিউ দেখে তারপর সেটা রেফার করবেন।
কোন মন্তব্য নেই