প্রেমিকার রাগ ভাঙ্গানোর উপায় গুলো জেনেনিন – (মুহূর্তে রাগ কমে যাবে) Muhammed Juwel Ahmed |


আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা “প্রেমিকার রাগ ভাঙ্গানোর উপায়” বা “কিভাবে প্রেমিকার রাগ কমানো যাবে” সেই বিষয়ে আলোচনা করতে চলেছি।  

প্রেমিকার রাগ ভাঙ্গানোর উপায়

প্রেমিক প্রেমিকার মধ্যে ঝগড়া হওয়া স্বাভাবিক ব্যাপার, কেননা যেখানে ভালোবাসা বেশি সেখানে রাগও বেশি হয়ে থাকে।

কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রাগ ভাঙ্গানোর দায়িত্ব প্রেমিক কেই  নিতে হবে ।

কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রেমিকারা যতই ভুল থাকুক না কেনো তারা আসা করে যাতে প্রেমীক এসে তাদের রাগ ভাঙ্গিয়ে থাকে।

যারা মন থেকে সত্যি ভালোবেসে থাকে সেধরণের মেয়েরাই প্রেমিকের থেকে এগুলো ছোটো ছোটো আসা করে থাকে।

আপনার প্রেমিকা ঠিক কি কারণে রেগে আছে সেটা যদি আপনার জানা থাকে তাহলে তার রাগ ভাঙ্গানো এবং তাকে শান্ত করা অনেকটা সহজ হয়ে যায়।

কিন্ত এক্ষেত্রে যদি আপনার কোনো রকম আইডিয়া না থাকে কি কারণে সে রেগে আছে তাহলে ব্যাপারটি আপনার জন্য একটু জটিল হয়ে পড়ে।

তাই আপনার প্রেমিকাও কি আপনার সাথে কোনো কারণে রাগ করে আছে এবং আপনি ভাবছেন যে কি করে তার রাগ ভাঙ্গানো যাবে ? তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন।

আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানতে পারবো কি কি উপায়ে নিজের প্রেমিকার রাগ সাথে সাথে ভাঙ্গানো যাবে। 

তাহলে চলুন বন্ধুরা নীচে দেওয়া উপায় গুলো বিস্তারিভাবে জেনে নেই।

প্রেমিকার রাগ ভাঙ্গানোর উপায় গুলো – (সেরা ৭টি উপায়)

যখন কথা হচ্ছে প্রেমিকার রাগ কমানোর উপায় গুলো নিয়ে তখন আমাদের কাছে প্রচুর উপায় গুলো রয়েছে যেগুলোর ব্যবহার করে আপনি আপনার প্রেমিকার রাগ ভাঙ্গাতে পারবেন। 

তবে, নিচে আমি আপনাদের কেবল সেই ৭ টি উপায় গুলোর বিষয়ে বলবো যেগুলো রাগ কমানোর ক্ষেত্রে অনেক কাজে এসে থাকে।

নিচে দেওয়া এই উপায় গুলো অনেক সাধারণ এবং প্রায় প্রত্যেক প্রেমিক তার রেগে থাকা প্রেমিকার মন ভালো করে রাগ কমিয়ে আনার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন।

১. ভালোবেসে কথা বলুন

যেকোনো সমস্যা কথা বলে সমাধান করা যায়।

তাই আপনার প্রেমিকা যদি আপনার সাথে রেগে থাকে এবং আপনার যদি কোনো ধারণা না থাকে সে কেনো রেগে আছে তাহলে নিজের ইগো সাইডে রেখে কথা বলুন এবং জানার চেষ্টা করুন সে কি কারণে রেগে আছে।

যদি সে আপনার কারণে রেগে থাকে তাহেল ভালোবেসে কথা বলুন এবং sorry বলুন, তাহলেই দেখবেন তার রাগ এমনিতেই অর্ধেক কমে যাবে।

এক্ষেত্রে আপনার প্রেমিকা যদি রাগ করে কিছু বলেও দেয় আপনার ধর্য্য রেখে তর্ক না করে ভালোবেসে কথা বলে যেতে হবে।

কিন্তু আপনিও যদি একই ভাবে রেগে বা জোরে কথা বলে দেন তাহলে সমস্যা সমাধান না হয়ে আরো বেড়ে যাবে।

তাই সে রাগে যাই বলুক না কেনো আপনি যদি ভালোবেসে কথা বলেন এবং এটা বলেন যে যা ভুল হয়েছে তার জন্য sorry তাহলে দেখবেন আপনার প্রেমিকার রাগ অনেকটা কমে যাবে।

কারণ ভালোবেসে কথা বললে যেকোনো মানুষের মন ভালো হয়ে যায়।

২. ফুল দিন

ফুল এমন একটি জিনিস যা দেখলে সকলের মন ভালো হয়ে যায়।

ফুলের সৌন্দর্য আমাদের মন কে শান্তি দিয়ে থাকে।

তাই আপনার প্রেমিকার রাগ কমানোর সেরা উপায় হলো তাকে তার পছন্দের ফুল দেওয়া।

আজকাল অনেক সুন্দর সুন্দর বার্তা বা মেসেজ এর সাথে ফুলের তোরা পাওয়া যায়।

যেমন i love u লিখা, sorry লিখা ইত্যাদি এই ধরণের নিজের মনের মানুষ কে বলার মতো অনেক  বার্তা থাকা ফুলের তোড়া পাওয়া যায়।

তাই আপনিও কোনো ভালো বার্তা থাকা ফুলের তোড়া দিয়ে নিজের মনের কথা গুলো প্রকাশ করুন।

আপনার দেওয়া ফুলের তোড়া দেখে আপনার প্রেমিকার মন ভালো হবেই এবং সে যেকারণেই রাগ করুক না কেনো বেশি সময় পর্যন্ত আপনার উপর রাগ করে থাকতে পারবেনা।

৩. উপহার দিন

প্রেমিকার রাগ কমানোর সহজ উপায় হলো তাকে তার পছন্দ মতো গিফ্ট করা।

মেয়েরা গিফ্ট নিতে খুবই ভালো পেয়ে থাকে তাই এই সুযোগটি  হাত ছাড়া না করে প্রেমিকার রাগ ভাঙ্গানোর জন্য এই উপায়টি ব্যবহার করে দেখুন কেননা এই উপায়টি কাজ করবেই।

আপনার প্রেমিকার অনেক সময় কোনো জিনিস খুব পছন্দ হয়ে থাকে  এবং আপনি তখন কিছু কারণে সেটি দিতে পারলেননা।

আপনার যদি সেই জিনিসটির কথা  মনে থেকে থাকে তাহলে সেই পছন্দ করা জিনিসটি গিফ্ট করে দেখবেন আপনার প্রেমিকা কতটা খুশি হবে।

এক্ষেত্রে সে যদি যদি রাগ দেখিয়ে গিফ্ট নিতে অস্বীকার করে থাকে তাহলে আপনি ভালোবেসে বলুন এই গিফ্টটি আপনি অনেক ভালোবেসে তার জন্য এনেছেন এবং সেটি নিলে আপনি অনেক খুশি পাবেন।

আপনার এই কথা গুলো আপনার প্রেমিকার রাগ কমিয়ে দিবে। 

৪. I love u বলুন

এই শব্দটি শুনতে অনেক ছোটো হলেও একজন প্রেমিক বা প্রেমিকার কাছে এই শব্দের অনেক গুরুত্ব রয়েছে। 

আপনার প্রেমিকা এবং আপনার মধ্যে যত বড়ো ঝগড়া হোক না কেন এই ছোটো একটি শব্দ আপনার প্রেমিকার রাগ কমিয়ে মুখে হাসি আনতে বিশেষ সাহায্য করবে।

কিন্তু  মনে রাখবেন এই “I love u”, শব্দটি আপনাকেই প্রথমে বলতে হবে এবং যতক্ষন আপনার প্রেমিকা I love u too না বলে ততক্ষন আপনি বলেই যাবেন।

তখন দেখবেন আপনার প্রেমিকা আপনাকেও এই শব্দটি বলতে মজবুর হবেই।

এক্ষেত্রে আপনি ফোনে মেসেজ না করে সরাসরি ফোন করে কথাটি বলুন বা সব থেকে বেশি ভালো হবে আপনি দেখা করে সামনে বলুন।

কারণ আমরা যখন নিজের পার্টনারের উপর রেগে থাকি তখন মেসেজে ভালো করে রিপ্লাই দিয়ে থাকিনা তাই দেখা করে সামনে I love u বলুন।

নিজের প্রিয়জনের রাগ ভাঙ্গানোর জন্য এই উপায়টি কাজে লাগবেই।

৫. পছন্দের খাবার এনে দিন

আমাদের যখন প্রচন্ড রাগ হয়ে থাকে এবং ঠিক সে সময় আমাদের পেট যদি খালি হয়ে থাকে তাহলে আমাদের রাগ আরো বেশি বেড়ে যায়।

আপনার প্রেমিকা যদি আপনার থেকে কোনো কারণে রেগে থাকে তাহলে তার  রাগ কমানোর জন্য তার পছন্দের খাবার এনে দিন যেমন চকলেট, কেক, চাইনিজ ফুড যা আপনার প্রেমিকা খেয়ে ভালো পেয়ে থাকে সেই খাবার গুলো এনে দিন। 

দেখবেন তখন সে আর আপনার উপর বেশিক্ষন রেগে থাকতে পারবেনা।

তাই যতই রাগ হোক না কেনো পছন্দের খাবার পেলে সকলের মন অবশই ভালো হয়ে যায়।

৬. হাসানোর চেষ্টা করুন

হাসি দিয়ে সব রাগ দুঃখ কম করা সম্বভ, হাসির দ্বারাই আপনি প্রেমিকার মন ভালো করে তুলতে পারেন।

আমরা যতই রেগে থাকিনা কেনো দেখবেন কোনো হাসির কথা শুনলে আমরা অল্প সময়ের জন্য হলেও রাগ ভূলে গিয়ে হেঁসে থাকি।

তাই আপনার প্রেমিকার রাগ কিছুটা কমাতে হলে তার সামনে কমেডি কথা বলুন, হাস্যকর জোকস বলুন যাতে আপনার প্রেমিকা সব রাগ ভুলে আপনার বলা জোকস শুনে হেঁসে ফেলে।

এছাড়াও আপনার মধ্যে যদি সুন্দর করে সাজিয়ে কথা বলার আর্ট থেকে থাকে তাহলে আপনার জন্য কাজটি অনেক সহজ হয়ে যাবে।

৭. মানানোর চেষ্টা করুন

এই উপায়টি ব্যবহার করে আপনি নিজের প্রেমীকার রাগ অবশ্যই কম করতে পারবেন।

আপনার প্রেমিকা যে কারণেই রাগ হোক না কেনো সে কিন্তু কেবল মাত্র আপনার থেকেই আসা করবে যাতে আপনি তাকে মানিয়ে তার রাগ কম করে দেন।

কারণ আপনার প্রেমিকা ভালো করেই  জানে আপনার মত আদর তাকে কেও করবেনা। সে সব রাগ আপনার উপর দেখিয়ে থাকে যদিও অল্প চেষ্টা করলে সে রাগ ভুলে গিয়ে আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। 

তাই তার রাগ কমানোর জন্য আপনি বিভিন্ন উপায়গুলো ব্যবহার করে তাকে মানানোর চেষ্টা করুন।

গান গেয়ে শুনান, আপনি যদি ভালো কবিতা লিখতে পারেন তার জন্য লিখুন এবং তাকে পরে শুনান এবং তাকে বলুন সে রেগে থাকলে আপনার কোনো কাজে মন বসেনা।

এর ফলে আপনাদের মধ্যে ভালোবাসা আরো বাড়বে আর তাই নিজের প্রেমিকাকে মাঝে মাঝে মানানো দরকার।

 

আমাদের শেষ কথা,,

বন্ধুরা, প্রেমিক এবং প্রেমিকার মধ্যে ঝগড়া বা ভুল বুঝাবুঝি হওয়াটা স্বাভাবিক।

এছাড়া, যেই সম্পর্কে ভালোবাসা থাকছে সেখানে সামান্য রাগারাগি অবশই হয়ে থাকে।

তবে, আপনি কতটা ভালো করে এবং তাড়াতাড়ি নিজের প্রেমিকার রাগ কমাতে পারবেন সেটা সম্পূর্ণ আপনার কৌশল এর ওপরে নির্ভর করছে।

তবে এক্ষেত্রে, ওপরে বলা প্রত্যেকটি প্রেমিকার রাগ ভাঙ্গানোর উপায় গুলো রাগ কমানোর ক্ষেত্রে আপনার অনেক কাজে আসবে। 

আশা করছি, আমাদের আজকের আর্টিকেলটি আপনার কাজে অবশই আসবে। তাই, আর্টিকেলটি ভালো লেগে থাকলে সোশ্যাল মিডিয়াতে কিন্তু অবশই শেয়ার করবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.