ইতিহাস নিয়ে অনার্স পড়ে ক্যারিয়ার কি? Muhammed Juwel Ahmed ||
এইচএসসি পাশের পরে অনেকে ইতিহাস নিয়ে অনার্স পড়ে থাকে। মানবিক বিভাগের বিষয়ের মধ্যে অন্যতম কমন বিষয় ইতিহাস। ইতিহাস নিয়ে অনার্স পড়ে ক্যারিয়ার কি,ইতিহাস নিয়ে পড়ে ভবিষ্যৎ কি কি জব পাওয়া যেতে পারে সেইব্যাপারে আমাদের সাইটে অনেকেই জানতে চায়। ইতিহাস নিয়ে অনার্স পড়ার কথা যারা ভাবছেন বা যারা ইতিমধ্যে ইতিহাস বিষয়ে অনার্স পড়ছেন তাদের জন্যই আমাদের আজকের আর্টিকেল।
ইতিহাস নিয়ে অনার্স পড়ে ক্যারিয়ার |
★ ইতিহাস বিষয় নিয়ে অনার্স পড়ার জন্য যোগ্যতা কি লাগে?
উত্তরঃ আপনি যে গ্রুপের স্টুডেন্ট হোন না কেন, আপনি চাইলে অনার্সে ইতিহাস নিয়ে অনার্স পড়তে পারবেন। তবে মানবিক বিভাগের স্টুডেন্ট হলে আপনার জন্য তুলনামূলক বেশি সুবিধি হবে।
★ ইতিহাস নিয়ে অনার্স পড়া কি সহজ নাকি কঠিন?
উত্তরঃ মানবিক বিভাগের প্রতিটি বিষয়েই অনার্স পড়া তুলনামূলক সহজ। ইতিহাস বিষয়টি থিওরেটিকাল। এই বিষয়ে পড়া অনেকটাই সহজ। অনেকে বলে সাল তারিখ মনে রাখতে হয়। তবে অংকের সূত্র মনে রাখার চেয়ে ইতিহাসের সাল মনে রাখা সহজ।
★ ইতিহাস বিষয়ে পড়ে কি বিসিএস দেয়া যায়?
উত্তরঃ অবশ্যই। ইতিহাস বিষয়ে অনার্স পড়ে আপনি বিসিএস দিতে পারবেন। অনেকেই ইতিহাস নিয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে এখন বিসিএস ক্যাডার।
★ ইতিহাস বিষয়ে অনার্স পড়ে ব্যাংকে জব করা যায়?
উত্তরঃ যেহেতু ব্যাংকের জব বিবিএ স্টুডেন্ট অগ্রাধিকার পায় সেহেতু সেখানে বিবিএ কিছু একাউন্টিং ট্রামে আপনাকে দক্ষতার পরিচয় দেখাতে হবে। পাশাপাশি আপনাকে গনিতে ভালো করতে হবে। আপনি আপনার দক্ষতা ও যোগ্যতার প্রমান দেখাতে পারলে ইতিহাস নিয়ে পড়েও ব্যাংকে চাকরি করতে পারবেন।
★ ইতিহাস নিয়ে অনার্স পড়ে ক্যারিয়ার কি?
উত্তরঃ ইতিহাস নিয়ে অনার্স পড়ে আপনি স্কুল বা কলেজের শিক্ষক হিসেবে ভালো ক্যারিয়ার গড়তে পারেন। তাছাড়া বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ও এনজিওতে ইতিহাস বিষয়ে অনার্স পাশ ব্যাক্তিকে অগ্রাধিকার দিয়ে থাকে।
★ ইতিহাস ভালো নাকি সমাজকর্ম?
উত্তরঃ অনেকেই ইতিহাস নিয়ে পড়বে নাকি সমাজকর্মে পড়বে এই নিয়ে দ্বিধায় পড়ে যায়। আসলে ইতিহাস আর সমাজকর্ম দুটো কাছাকাছি বিষয়। তবে বর্তমান পেক্ষপটে আমি সমাজকর্ম বিষয়কে কিছুটা এগিয়ে রাখবো।
★ সব বিশ্ববিদ্যালয়ে কি ইতিহাস নিয়ে অনার্স পড়া যায়?
উত্তরঃ জাতীয় বিশ্ববিদ্যালয় সহ প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিষয়ে অনার্স পড়ানো হয়।
★ ইতিহাস বিষয়ে অনার্স পড়ে কি ভালো ফলাফল করা যায়?
উত্তরঃ আপনার হাতের লিখা যদি সুন্দর ও দ্রুত হয় আর আপনি যদি গুছিয়ে সুন্দরভাবে লিখতে পারেন তাহলে আপনি ইতিহাস নিয়ে পড়েও ভালো সিজিপিএ তুলতে পারবেন।
★ ইতিহাস নিয়ে পড়ে কি বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া যায়?
উত্তরঃ হ্যাঁ,আপনি ভালো কোন কোর্স করে ইতিহাস নিয়ে পড়েও বিদেশে যেতে পারেন।
আশাকরি ইতিহাস বিষয়ে অনার্স পড়া নিয়ে ও ক্যারিয়ার নিয়ে আপনার মনে যা যা প্রশ্ন ছিল সবগুলোর উত্তর আপনি পেয়েছেন। তারপরেও যদি কোন প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে আপনার প্রশ্ন করতে পারেন।
কোন মন্তব্য নেই